উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম

উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম

Share

We Care for Your Passion ❣️

Operating as usual

13/01/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য যোগাযোগ করুন
০১৬৮৪৪০১০৪২

31/10/2024

আলহামদুলিল্লাহ স্টুডেন্টদের সফলতা সবসময় আনন্দ দেয়।এবার সব মিলিয়ে ৫ জন স্টুডেন্ট ভাইভা দিয়েছিল প্রাইমারিতে।
চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ২ জন।
অভিনন্দন
Tahmina khanam
Shammi Akter
চেষ্টা করি উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম এর টিম নিজের ছোট ভাই বা বোনের মত গাইডলাইন দিতে। চেষ্টা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

Photos from উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম's post 18/10/2024

Exam time:
We Care for Your Passion ❣️
রেজাল্ট পরবর্তী ব্যাচে ভর্তি চলছে...

15/10/2024

সফলতার ষষ্ঠ বর্ষে...
উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম
We Care for Your Passion ❣️
রেজাল্ট পরবর্তী ব্যাচে ভর্তি চলছে...

15/10/2024

সফলতার ষষ্ঠ বর্ষে....
We Care for Your Passion ❣️

13/10/2024

আসসালামু আলাইকুম

আমি নাবিলা সুলতানা তিশা Nabila Rahman
বি ইউনিট, মেধা তালিকা- ১৬৫১

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়( ২০২৩-২৪)

HSC- ব্রাক্ষণবাড়িয়া সরকারি মহিলা কলেজ
প্রথমে আমার সৃষ্টিকর্তার প্রতি হাজার শুকরিয়া যিনি আমাকে সৃষ্টি করছেন এবং আমাকে এই জায়গায় আসার জন্য সাহায্য করেছেন।
আজকে আমি লিখবো কিভাবে আমি আমার জীবন কে এই পর্যন্ত নিয়ে এলাম সেই গল্প।

আমার বাবা একজন কৃষক। পরিবারের বড় সন্তান হওয়ার কারণে পড়াশোনা ভালো করে করতে পারেননি কিন্তু আমরা ভাইবোনকে আব্বা সবসময় বলতো পড়ো ভালো করে, জীবনে পড়াশোনার বিকল্প নাই।আজ তুমি কষ্ট করে পড়াশোনা করলে কাল তুমি সুখে দিন কাটাতে পারবে তাই সময় টা কাজে লাগাও, পড়াশোনা করো।

আমার আম্মার কাছেই পড়াশোনার হাতেখড়ি আমার।স্কুলের রেজাল্ট ভালো হওয়ায় সবাই আমাকে অনেক সাপোর্ট করতো।আমার মেঝো ফুফু আমাকে তার সন্তান হিসেবে নিয়ে যায় আমি যখন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়।ওনার কাছে গিয়ে পড়াশোনায় আরো একটু ভালো হলাম।হঠাৎ একদিন আন্টিমা বলতেছে মা ভালো করে পড়াশোনা করো পাবলিক বিশ্বিবদ্যালয় এ চান্স পেতে হবে।তখন বুঝতাম না পাবলিক বিশ্বিবদ্যালয় কি।এই পড়াশোনা করতাম,দিন যেতে লাগলো।

মাধ্যমিক পরিক্ষা দিয়ে উচ্চমাধ্যমিক ব্রাক্ষণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ভর্তি হলাম।দেখতে দেখতে উচ্চমাধ্যমিক পরিক্ষা চলে আসলো, পরিক্ষা দিলাম।পরিক্ষার রেজাল্টবদিলো এ প্লাস পেলাম।এটাই ছিলো আমার শিক্ষাজীবনে প্রথম এ প্লাস। আর কোনো বোর্ড এক্সামে এ প্লাস পায়নি।কলেজ হোস্টেলে থাকতাম।আমার পাশের রুমে ছিলো শিল্পী দি,যিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন।তার মাঝে ওনার সাথে আমার পরিচয়। আমি আপুকে প্রায়ই বলতাম আপু ভর্তি পরিক্ষা তো দিবো কিভাবে কি করবো আপনি একটু গাইডলাইন দেন না।আপু অনেক কিছু বলতো, যেগুলো এখনো মনে পড়ে।

আপু অনেক অমায়িক একজন মানুষ। যখন যেই সমস্যার কথা বলতাম উনি সেটা নিয়ে পরামর্শ দিতেন।
আপু আমাকে বলেছিলো উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর কথা।তখন থেকেই আমার ইচ্ছে হয় আমি এখানেই কোচিং করবো।উচ্চমাধ্যমিক পরিক্ষা শেষ করে ৩ দিন পরেেই যায় উচ্চারণ কোচিং সেন্টার এ ভর্তি হতে।ওইদিন আন্টিমা আমাকে ভর্তি করাতে নিয়ে যায়।অফিস রুমে ছিলো আনোয়ার স্যার আর তখন এনামুল স্যারের ইংরেজি ক্লাস চলছিলো।

শিল্পী দির কাছে আনোয়ার স্যার,এনামুল স্যারের অনেক প্রশংসা শুনেছি,সেগুলোর বাস্তবে প্রয়োগ দেখলাম স্যারদের ক্লাস করার সময়।অক্টোবর এর ৩ তারিখ ভর্তি হলাম, স্যার বই দিয়ে দিলো।সেইদিন কোনো একটা কারণে এনামুল স্যারের ইংরেজি ক্লাস টা করতে পারিনি।পরের দিন ছিলো আনোয়ার স্যারের সাধারণ জ্ঞান এর ক্লাস।

আনোয়ার স্যারের ক্লাস আমার অনেক ভালো লেগেছিলো,ভয় ও করছিলো কারণ আমি শুনেছি পড়া না পারলে স্যার অনেক রেগে যায় তাই স্যারের ভয়ে ক্লাস ও করতাম নিয়মিত আর স্যারের পড়া ও শিখতাম।
স্যার সাধারণ জ্ঞান বই এর প্রতিটা পৃষ্ঠা অনেক সুন্দর করে বুঝাতো তাই বাসায় এসে পড়ার সময় খুব সহজেই পড়া গুলো মনে থাকতো।

তারপর আসে এনামুল স্যারের ক্লাস। এনামুল স্যার আমাদের বাংলা আর ইংরেজি ক্লাস করতেন।স্যার ক্লাস শুরু করতে বিভিন্ন কবিতা দিয়ে। স্যারের কবিতা গুলো অনেক ভালো লাগতো,আমি কবিতার নাম,কবির নাম নোট করে বাসায় এসে এগুলো শুনতাম।বাংলা ক্লাসে স্যার অনেক ভালো বুঝাতেন বিশেষ করে ব্যাকরণ।ব্যাকরণ অনেক কম পারতাম কিন্তু এনামুল স্যারের ক্লাস করার পরে অনেক উন্নতি হয়েছে।ইংরেজি তে ছিলো আমার বেহাল দশা, যার জন্য আমি হতাশায় ভুগতাম কিন্তু এনামুল স্যার ইংরেজি প্রতিটা টপিক আলাদা করে এত সুন্দর করে বুঝাতেন যার কারণে বাসায় ইংরেজি নিয়ে বসলে বুঝতে অসুবিধা হতো না।

আমার মা বাবা,আন্টিমা আর স্যারদের সাপোর্ট এর কারণেই আজকে আমি চবিয়ান হতে পেরেছি।আলহামদুলিল্লাহ।
একটা জিনিস আমাকে পড়তে আরো উৎসাহ দিতো সেটা হলো প্রায়ই স্যাররা আমাদের ফোন দিয়ে খবর নিতেন আমরা পড়ি কি না ঠিক মত।এমন ও হয়ছে আমি পড়া শেষ করে ঘুমাতে গেছি তখন দেখি আনোয়ার স্যারের ম্যাসেজ স্যার বলছে 'নাবিলা তুই পড় ভালো করে, তুই চান্স পাবি ইনশা আল্লাহ 'এই ম্যাসেজ দেখে আমি ঘুম রেখে পড়তে বসতাম।

আল্লাহর কাছে হাজার শুকরিয়া।উচ্চারণ পরিবার আমাকে বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ করে দিয়েছে যার জন্য আমি স্যারদের নিকট চির কৃতজ্ঞ।
স্যাররা আমরা প্রতিটা স্টুডেন্ট এর আলাদা করে খবর নিতেন,পড়াশোনা করে কি না। এই একটা কাজ পড়াশোনার গতি আরো একধাপ আগাতে সাহায্য করে।

উচ্চারণ এর পড়ার কৌশল ছিলো অনেক টা কার্যকরী।ক্লাস টেস্ট গুলো তে ভালো রেজাল্ট করলে স্যাররা তাদের বই উপহার দিয়ে উৎসাহ দিতেন।আমি বই পেতে চেষ্টা করতাম, সবশেষে আমাদের যেদিন শেষ ক্লাস ছিলো ওইদিন এর মডেল টেস্ট এ আমি প্রথম হই এবং স্যার আমাকে বই উপহার দেয় যা আমাকে আরো ভালো করতে অনুপ্রেরণা দেয়।

ঢাবির পরিক্ষা দিয়ে বুঝলাম আমার হবে না ঢাবিতে।হতাশ হই কিন্তু স্যাররা বলতো আরো অনেক পরিক্ষা আছে।ওইগুলোতে ভালো করবি।একে একে ঢাবি জাবি,রাবি,চবি, তে পরিক্ষা শেষ হলো।আমার সবগুলো রেজাল্ট আনোয়ার স্যার দেখে দিতেন।স্যার আমার থেকে আরো ভালো কিছু আশা করতেন কিন্তু আমি দিতে পারিনি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট এর পরে স্যার যখন বললো নাবিলা তুই ১৬৫১ তম হয়ছিস তখন আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার আমার সাবজেক্ট আসবে তো? স্যার বললো হুম আসবে।তাও স্যারকে কতবার যে জিজ্ঞেস করছি স্যার আমার কি সাবজেক্ট আসবো। অবশেষে সাবজেক্ট আসলো, ভর্তি হলাম।

উচ্চারণ পরিবার আমাকে পাবলিকিয়ান হওয়ার সুযোগ করে দিয়েছে।
সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন টা ও সুন্দর, সঠিক পথে চলতে পারি।

05/10/2024

“ শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার।"
বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা🌹 সফলতার ষষ্ঠ বর্ষে উচ্চারণ। We Care for Your Passion ❣️

03/10/2024

বিশেষ ছাড়ে ভর্তি চলছে...

উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম
We Care for Your Passion ❤️

উচ্চারণ একটি প্রাইভেট প্রোগ্রাম যেখানে ছোট ছোট ব্যাচে প্রত্যেক শিক্ষার্থীর এবিলিটি এনালিসিস করে করে পড়ানো হয়। আমাদের গত বছরগুলোর সাফলতার পেছনে এটাই ছিলো সবচেয়ে বড় কারণ...
🔴নিজের সম্ভাবনা উপলব্ধি করো
🔴যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো
✅উচ্চারণ দুই-চার দিনের জন্য ঢাকা থেকে কোন সেলেব্রেটি টিচার এনে চমক দেখিয়ে বাকি ক্লাস লোকাল বা ফার্স্ট-সেকেন্ড ইয়ারের টিচার দিয়ে ক্লাস নেওয়ায় না।
✅ আর ঢাকা থেকে আসলেই একজন ভালো পড়াবে এমন তো না!
✅উচ্চারণ চমক দেখায় শিক্ষার্থীদের চান্স পাওয়ানোর মাধ্যমে।
✅উচ্চারণ যার যার বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদেরকে পুরো এক সেশনের দায়িত্ব দিয়ে থাকে যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর প্রোফাইল পর্যবেক্ষণ করে তার জন্য সঠিক গাইডলাইনটাই দিয়ে থাকে। ঢাকা থেকে একেকজন একেক দিন এসে ক্লাস নিলে যা সম্ভব হয় না।
✅শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালক ও শিক্ষকদের স্পেসিফিক গাইডলাইন চান্স পাওয়ার সম্ভাবনা শতগুণ বাড়িয়ে দেয় যা মূলত উচ্চারণের মূল শক্তি।
✅উচ্চারণ অন্যদের শিক্ষার্থী, অন্য কোনো শাখার শিক্ষার্থীদেরকে নিজেদের নামে বা তিন চার বছরের সাফল্যকে এক বছরের বলে চালিয়ে দেয় না। উচ্চারণের প্রতিটি তথ্য আলাদাভাবে যেকেউ যাচাই করতে পারবে।





Photos from উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম's post 03/10/2024

বিশেষ ছাড়ে ভর্তি চলছে....
We Care for Your Passion ❤️
উচ্চারণ একটি প্রাইভেট প্রোগ্রাম যেখানে ছোট ছোট ব্যাচে প্রত্যেক শিক্ষার্থীর এবিলিটি এনালিসিস করে করে পড়ানো হয়। আমাদের গত বছরগুলোর সাফলতার পেছনে এটাই ছিলো সবচেয়ে বড় কারণ...
🔴নিজের সম্ভাবনা উপলব্ধি করো
🔴যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো
✅উচ্চারণ দুই-চার দিনের জন্য ঢাকা থেকে কোন সেলেব্রেটি টিচার এনে চমক দেখিয়ে বাকি ক্লাস লোকাল বা ফার্স্ট-সেকেন্ড ইয়ারের টিচার দিয়ে ক্লাস নেওয়ায় না।
✅ আর ঢাকা থেকে আসলেই একজন ভালো পড়াবে এমন তো না!
✅উচ্চারণ চমক দেখায় শিক্ষার্থীদের চান্স পাওয়ানোর মাধ্যমে।
✅উচ্চারণ যার যার বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদেরকে পুরো এক সেশনের দায়িত্ব দিয়ে থাকে যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর প্রোফাইল পর্যবেক্ষণ করে তার জন্য সঠিক গাইডলাইনটাই দিয়ে থাকে। ঢাকা থেকে একেকজন একেক দিন এসে ক্লাস নিলে যা সম্ভব হয় না।
✅শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালক ও শিক্ষকদের স্পেসিফিক গাইডলাইন চান্স পাওয়ার সম্ভাবনা শতগুণ বাড়িয়ে দেয় যা মূলত উচ্চারণের মূল শক্তি।
✅উচ্চারণ অন্যদের শিক্ষার্থী, অন্য কোনো শাখার শিক্ষার্থীদেরকে নিজেদের নামে বা তিন চার বছরের সাফল্যকে এক বছরের বলে চালিয়ে দেয় না। উচ্চারণের প্রতিটি তথ্য আলাদাভাবে যেকেউ যাচাই করতে পারবে।





Photos from উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম's post 27/09/2024

স্বাধীনতা২৪ উপলক্ষ্যে ২০২৪-২৫ সেশনে ৪০০০৳ ছাড়ে-
🔴ভর্তি চলছে... 🔴ভর্তি চলছে... 🔴ভর্তি চলছে...

ব্রাহ্মণবাড়িয়াতে উচ্চারণ-ই সেরা...
📚প্রথম সেশনে ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন চান্স পেয়েছে।
📚করোনা সংক্রমণের মধ্যেও ২০২০-২১ সেশনে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৭ জন চান্স পেয়েছে।
📚 ২০২১-২২ সেশনে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এখন পর্যন্ত ৯জন চান্স পেয়েছে।
📚২০২২-২৩ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-ইউনিটে ১০ম (আইন বিভাগ) সহ এখন পর্যন্ত ৪ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছে...
সাফল্যের এই ধারাবাহিকতা এখনো চলমান আছে...

📕উচ্চারণ, ব্রাহ্মণবাড়িয়াতে নতুন স্বপ্নের চাষাবাদ। উচ্চশিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা একদল উচ্ছ্বসিত তরুণের প্রচেষ্টায় উচ্চারণের পথচলা...

📙উচ্চারণের উদ্দেশ্য, ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেওয়া।

📘উচ্চারণ শিক্ষাকে বাণিজ্যিকীকরণ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক বন্ধনে বিশ্বাস করে।

📗ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অভিজ্ঞ শিক্ষক দ্বারা সর্বোচ্চ ক্লাস ও মডেল টেস্ট গ্রহণের নিশ্চয়তা।

📕গতানুগতিক শীটের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে মৌলিক ও প্রয়োজনীয় হ্যান্ডনোট প্রদান।
📚বিষয়ভিত্তিক জ্ঞানকে বোধগম্য করে তোলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ।

✅আমাদের অফিসিয়াল কোর্স ফি:
মানবিক: ১৬,০০০ ৳
বিজ্ঞান: ১৭,০০০৳
কমার্স: ১৭,০০০৳
📱
01738489028
01799209894
🏘️যোগাযোগ:
৮৪১ দক্ষিণ মৌড়াইল
ডাকবাংলো মোড়, ব্রাহ্মণবাড়িয়া

20/09/2024

উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম
We Care for Your Passion ❤️

উচ্চারণ একটি প্রাইভেট প্রোগ্রাম যেখানে ছোট ছোট ব্যাচে প্রত্যেক শিক্ষার্থীর এবিলিটি এনালিসিস করে করে পড়ানো হয়। আমাদের গত বছরগুলোর সাফলতার পেছনে এটাই ছিলো সবচেয়ে বড় কারণ...
🔴নিজের সম্ভাবনা উপলব্ধি করো
🔴যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো
✅উচ্চারণ দুই-চার দিনের জন্য ঢাকা থেকে কোন সেলেব্রেটি টিচার এনে চমক দেখিয়ে বাকি ক্লাস লোকাল বা ফার্স্ট-সেকেন্ড ইয়ারের টিচার দিয়ে ক্লাস নেওয়ায় না।
✅ আর ঢাকা থেকে আসলেই একজন ভালো পড়াবে এমন তো না!
✅উচ্চারণ চমক দেখায় শিক্ষার্থীদের চান্স পাওয়ানোর মাধ্যমে।
✅উচ্চারণ যার যার বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদেরকে পুরো এক সেশনের দায়িত্ব দিয়ে থাকে যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর প্রোফাইল পর্যবেক্ষণ করে তার জন্য সঠিক গাইডলাইনটাই দিয়ে থাকে। ঢাকা থেকে একেকজন একেক দিন এসে ক্লাস নিলে যা সম্ভব হয় না।
✅শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালক ও শিক্ষকদের স্পেসিফিক গাইডলাইন চান্স পাওয়ার সম্ভাবনা শতগুণ বাড়িয়ে দেয় যা মূলত উচ্চারণের মূল শক্তি।
✅উচ্চারণ অন্যদের শিক্ষার্থী, অন্য কোনো শাখার শিক্ষার্থীদেরকে নিজেদের নামে বা তিন চার বছরের সাফল্যকে এক বছরের বলে চালিয়ে দেয় না। উচ্চারণের প্রতিটি তথ্য আলাদাভাবে যেকেউ যাচাই করতে পারবে।





Photos from উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম's post 20/09/2024

Exam time...
আমাদের এক-দুইটি মূল ক্লাসে অংশগ্রহণ করে যাচাই-বাছাই করে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে...
We Care for Your Passion ❤️

18/09/2024

আমাদের এক-দুইটি মূল ক্লাসে অংশগ্রহণ করে যাচাই-বাছাই করে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে...
We Care for Your Passion ❤️

17/09/2024

স্বাধীনতা২৪ উপলক্ষ্যে ২০২৪-২৫ সেশনে ৪০০০৳ ছাড়ে-
🔴ভর্তি চলছে... 🔴ভর্তি চলছে... 🔴ভর্তি চলছে...

ব্রাহ্মণবাড়িয়াতে উচ্চারণ-ই সেরা...
📚প্রথম সেশনে ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন চান্স পেয়েছে।
📚করোনা সংক্রমণের মধ্যেও ২০২০-২১ সেশনে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৭ জন চান্স পেয়েছে।
📚 ২০২১-২২ সেশনে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এখন পর্যন্ত ৯জন চান্স পেয়েছে।
📚২০২২-২৩ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-ইউনিটে ১০ম (আইন বিভাগ) সহ এখন পর্যন্ত ৪ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছে...
সাফল্যের এই ধারাবাহিকতা এখনো চলমান আছে...

📕উচ্চারণ, ব্রাহ্মণবাড়িয়াতে নতুন স্বপ্নের চাষাবাদ। উচ্চশিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা একদল উচ্ছ্বসিত তরুণের প্রচেষ্টায় উচ্চারণের পথচলা...

📙উচ্চারণের উদ্দেশ্য, ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেওয়া।

📘উচ্চারণ শিক্ষাকে বাণিজ্যিকীকরণ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক বন্ধনে বিশ্বাস করে।

📗ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অভিজ্ঞ শিক্ষক দ্বারা সর্বোচ্চ ক্লাস ও মডেল টেস্ট গ্রহণের নিশ্চয়তা।

📕গতানুগতিক শীটের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে মৌলিক ও প্রয়োজনীয় হ্যান্ডনোট প্রদান।
📚বিষয়ভিত্তিক জ্ঞানকে বোধগম্য করে তোলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ।

✅আমাদের অফিসিয়াল কোর্স ফি:
মানবিক: ১৬,০০০ ৳
বিজ্ঞান: ১৭,০০০৳
কমার্স: ১৭,০০০৳
📱
01738489028
01799209894
🏘️যোগাযোগ:
৮৪১ দক্ষিণ মৌড়াইল
ডাকবাংলো মোড়, ব্রাহ্মণবাড়িয়া

10/09/2024

আমাদের মূল ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে।
তবে ১৫ তারিখ পর্যন্ত আমাদের যেকোনো নিয়মিত ক্লাসে ফ্রিতে অংশগ্রহণ করে যাচাই-বাছাই করে ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ রয়েছে...

Photos from উচ্চারণ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট প্রোগ্রাম's post 09/09/2024

আপনি কেন চট্টগ্রাম বিশ্ব‌দ্যিাল‌য়ে পড়‌বেন?

১)দেশের সবচেয়ে বড় (২৩১২ একর) বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
২)দেশের ৪ টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চবি ১টি।
৩) প্রতিষ্ঠার দিক থেকে দেশের ৩য় বিশ্ববিদ্যালয় হচ্ছে চবি.
৪) ৫৪ টা ডিপার্টমেন্ট, ২৮ হাজার ছাত্রছাত্রী, প্রায় ১ হাজার শিক্ষক নিয়ে বিশাল এক পরিবার।
৫) রয়েছে ৩.৫ লক্ষ বই নিয়ে বিশাল কেন্দ্রীয় গ্রন্থগার।
৬)ছেলেদের জন্য ৯ টি হল ,মেয়েদের জন্য ৫ টি হল (মোট ১৪ টি হল)
৭) বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যার জন্য আলাদাভাবে রয়েছে ২ টি শাটল ট্রেন, ও BRTC এর লাল বাস,শিক্ষক দের জন্য অর্ধশত এসি-নন এসি বাস।
৮) দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব জাদুঘর আছে।
৯) দেশের একমাত্র হাইটেক পার্ক যুক্ত বিশ্ববিদ্যালয় এবং একমাত্র পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয়।
১০) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফ্যাকাল্টি( বায়োলজি ফ্যাকাল্টি)।
১১) দেশের একমাত্র প্রাকৃতিক ঝরনা যুক্ত বিশ্ববিদ্যালয়।
১২) চাকসুতে পাবেন-৫ টাকায়-দুধ চা,পরটা। ২৮ টাকায়-পোলাও,মুরগি / ডিম,১০ টাকায়- পানি পুরি। খাওয়াদাওয়া, আড্ডা দেওয়ার জন্য রয়েছে ঝুপড়ি।
১৩) মায়া হরিণ,অজগর ও বন্যশূকরের দেখা মিলবে চবি ক্যাম্পাসে।
১৪) চোখ জুড়ানো ফরেস্ট্রির রাস্তা,বঙ্গবন্ধু উদ্যান,বোটানিক্যাল গার্ডেন,স্লুইসগেট, নিজস্ব প্যাগোডা ও ঝুলন্ত ব্রিজ রয়েছে, বায়োলজি পুকুরপাড় ।
১৫) বিশাল ক্যাম্পাসের ভেতরে সহজেই চলাচলের জন্য রয়েছে- জো বাইক নামে সাইকেল সার্ভিস।
১৬)বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে আছে গিরিপথ, যার নাম - চালান্দা গিরিপথ।
১৭) দুপাশে পাহাড় আর মাঝ খানে রাস্তা - যার নাম কাটা পাহাড়।
১৮) হতাশার মোড়,সক্রেটিস চত্ত্বর, টাইটানিক চত্ত্বর,কাপল রোড,শহিদ মিনার,ভূতের বিল্ডিং, রেল স্টেশন এবং রয়েছে জয় বাংলা চত্ত্বর ।
১৯) জালিয়াতি বিহীন ভর্তি পরীক্ষা এবং ২৪ ঘন্টার ভেতর রেজাল্ট।
২০) মাদরাসার শিক্ষার্থী,হিন্দু, বোদ্ধ এদের জন্য রয়েছে ভর্তি পরীক্ষায় বিশাল এক সুযোগ।
২১) বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার শিক্ষক নোবেল পুরস্কার পেয়েছে(ড.মোহাম্মদ ইউনুস)।
২২) জামাল নজরুল ইসলামের মতো বিখ্যাত লোক চবির শিক্ষক ছিলেন(যার লেখা একাধিক বই অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত করে পড়ানো হয়।

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

“ শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার।"বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা🌹 সফলতার ষষ্ঠ বর্ষে উচ্চারণ। We Ca...
ক্লাস : বাংলা

Location

Category

Telephone

Website

Address


Brahmanbaria
৩৪০০