
২৬ তারিখ থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে
Shah Farasat Ali High School
Operating as usual
২৬ তারিখ থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে
ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ ৭৭ শিক্ষার্থীর
এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।
আগামীকাল (১২ মে) SSC ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে।
সবার জন্য শুভকামনা রইলো!!
পছন্দের কলেজ হোক আপনার🌸
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রেস রিলিজ
ঢাকা, ৪ মে ২০২৪
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপণ নং ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২( অংশ)-২১৪ এর শর্তাদি পালন সাপেক্ষে আগামীকাল রবিবার, ৫ মে ২০২৪ তারিখ হতে দেশের
সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা,
শিক্ষা মন্ত্রণালয়
ফোন ০২৯৫৭৬৬৮৭
ব্রেকিং নিউজ
প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সকাল ৮ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত।
কাল থেকে স্কুল-কলেজ খুললেও চলমান তাপপ্রবাহের কারনে বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম
- প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়
তীব্র তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
এসো হে বৈশাখ
এসো এসো🌼
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ মে’র মধ্যে প্রকাশ করা হবে।
এবারের রোজা এতটাই আরামদায়ক, নাই পানির পিপাসা, নাই গরমের কস্ট, নাই কোন ক্লান্তি
আলহামদুলিল্লাহ 🤍
শিক্ষা সফর ২০২৪
শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়
দশম শ্রেণির সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা, এইচএসসি হবে দুইবার!
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
যেমন খুশি তেমন সাজো!🐸
#ভাষা_বিষয়ক_সাধারণ_জ্ঞান - ২ [আন্তর্জাতিক]
(অতিগুরুত্বপূর্ণ বিবেচনায় শেয়ার করে রাখুন)
▪️‘এথনোলগ’ এর মতে পৃথিবীতে বর্তমানে ভাষা রয়েছে- ৭,১৬৮টি।
▪️বিশ্বের সর্বাধিক ভাষার দেশ- পাপুয়া নিউগিনি (প্রায় ৮৪০ টি ভাষা রয়েছে) ।
▪️বিশ্বের সবচেয়ে কম ভাষার দেশ- ভ্যাটিক্যান সিটি ও উত্তর কোরিয়া- ১ টি করে ভাষা।
▪️সর্বাধিক রাষ্ট্র ভাষার দেশ- বলিভিয়া (৩৭টি)
▪️দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রভাষার দেশ- ভারত(২২টি)
▪️সর্বাধিক মাতৃভাষায় কথা বলে এমন ভাষা- মান্দারিন(চৈনিক)।
▪️বিশ্বের বহুল ব্যবহৃত ভাষা- ইংরেজি।(৮০০ কোটি মানুষের পৃথিবীতে প্রায় ১৫০ কোটি মানুষই ইংলিশে কথা বলে।)
▪️মানব শিশুর প্রথম ভাষার নাম- বাবলিং ।
▪️পৃথিবীর ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান- ইথনোলগ ।
▪️ইথনোলগ প্রথম ভাষা বিষয়ক তথ্য প্রকাশ করে- ১৯৫১ সালে।
▪️পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা- হিব্রু ।
▪️বিশ্বে সবচেয়ে বেশি মানুষ কথা বলে- ইংরেজি ভাষায়।
▪️পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ- স্যার জন বোয়িং (ইংল্যান্ড)
▪️বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
▪️ বিশ্বের তৃতীয় বৃহত্তম ভাষা- হিন্দি, ভারত।
▪️সিয়েরা লিওনে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় - বাংলা ভাষা।
▪️ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান- ৭ম ▪️আন্তর্জাতিক ভাষাবর্ষ- ২০২২ সাল।
▪️এসপ্যারাস্তো হলো কৃত্রিম ভাষা যার উদ্ভাবক- পোল্যান্ডের ভাষা বিজ্ঞানী লুডউইগ জামেহফ ।
▪️সর্বপ্রথম লিখন পদ্ধতি হয়- মিশরে (হায়রোগ্লিফিক্স)
▪️সর্ব প্রথম বর্ণমালা(ব্যঞ্জনবর্ণ) আবিস্কার করে- ফিনিশীয়রা।
▪️সর্ব প্রথম স্বরবর্ণ আবিস্কার করে- গ্রীক সভ্যতার লোকেরা।
ভাষার মাসে ভাষা নিয়ে আপনি এগুলা ছাড়া কিছু জানানোর থাকলে কমেন্টে জানিয়ে দিন😊
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ ইরাক (৮ জুলাই, ১৯৭২)
বাংলাদেশকে কোন অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়?
৩১ তম জিআই পণ্য হিসেবে অনুমোদন পেল জামালপুরের নকশীকাঁথা।
বাংলাদেশের মোট GI পণ্য এখন ৩১ টি।
বই মেলায় যাচ্ছেন না কেনো..?
পাঠ্যবই থেকে শরিফার গল্প বাদ দিতে আইনি নোটিশ! আলহামদুলিল্লাহ
আমি ছোটবেলা থেকেই নিজেকে মনে মনে রাজা মনে করতাম, কিন্তু আজও রাজা হওয়ার সাধ আমার মিটলো না 🥹
এদিকে দৈহিক গঠন ছেলেদের মতো হওয়া সত্ত্বেও, মনে মনে ভেবেই শরীফ ভাইয়া এখন শরীফা আপু হয়ে গেছে 😱
এখন আমি ভাবছি... বাংলাদেশের সকল ছেলে যদি এখন মনে মনে ভাবে যে তাঁরা সবাই মেয়ে (অর্থাৎ শরীফ থেকে শরীফা) ;
তাহলে বাংলাদেশের মেয়েদের কী অবস্থা হবে... 🤔 জানতে চাওয়া আমার অবুঝ মন 🙂🐸
[**শরীফ-শরীফার গল্প
সপ্তম শ্রেণি
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
পৃষ্ঠা -৩৯ ও ৪০]
সপ্তম শ্রেণির বইয়ে শরিফ শরিফার গল্প নিছক গল্প নয়। ট্রান্সgender ইস্যুকে নরমালাইজেশনের প্রাথমিক ধাপ মাত্র। নিজ সন্তানদের নারী রূপে পুরুষ বা পুরুষ রূপে নারী হিসেবে দেখতে না চাইলে আমাদের এখনি সতর্ক হতে হবে।
ুগের_চ্যালেঞ্জ
প্রিয় স্যার কে?❤️
নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন:-
মুহিবুল হাসান (নওফেল)
Exam be Like 🙂🔪
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে, পূর্ণ সময়ে, পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে
২০২৩ সালের ১৬ ডিসেম্বর কততম বিজয় দিবস পালিত হচ্ছে ?
বর্তমান শিক্ষা ব্যবস্থা!
💔💔💔💔
এই যে নবম দশম শ্রেনীতে আর বিভাগ থাকছে না। মানে বিজ্ঞান, মানবিক, বানিজ্য বিভাগ আর থাকছে না। এই বিষয়টাকে কিভাবে দেখছো তুমি?
বিশ্ব শিক্ষক দিবসে
বিনম্র শ্রদ্ধা সকল শিক্ষকদের প্রতি 💖
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর, বিষ্ণাউড়ি, গোপীনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
Nabinagar Ichchhamoyee Pilot Girls High School
Lower secondary education- First stage of secondary education building on primary education, typical
This is the online school for Chhatura Chandpur School and collge students.
The Pioneer of Islamic Education (Qawmi Stream) in Brahmanbaria, Bangladesh. Currently this page is
বর্ণনাঃ মাধ্যমিক বিদ্যালয় । জেএসসি ?
জ্ঞান, শৃঙ্খলা, সেচ্ছাসেবী 🤍 🖤 🤍