Paharpur Union High School

Paharpur Union High School

Share

বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে মনুষ্যত্বের ফুল ফোটানো হয়।

Operating as usual

Photos from Mahbub Shakil's post 26/02/2024
22/01/2024

দেখার পর অনূভুতি ব্যক্ত করুন

28/01/2023

একটা জীবনে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হয় না। আর সেই সবচেয়ে বুদ্ধিমান, জীবনে প্রাপ্ত সময় দিয়ে যিনি স্রষ্টাকে সন্তুষ্ট করে মহাসত্য অজানায় পারি জমাতে পারেন।

06/11/2018

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত
ফি নিলে '১০৬' নাম্বারে ফোন
দিলেই স্কুলে চলে যাবে দুদক
টিম।
এবার এসএসসি পরীক্ষা- ২০১৮
ফরম পূরণের বোর্ড কর্তৃক
নির্ধারিত ফি (কেন্দ্র ফি সহ)

বিজ্ঞান ১,৫৬৫/- টাকা
মানবিক ১,৪৪৫/- টাকা
ব্যবসায় শিক্ষা ১,৪৪৫/- টাকা

16/09/2018

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নিবো তুমি আজ চাঁদ দেখো নি।

26/07/2018

তোমাকে জিততে হবে; মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে।

20/07/2018

নিভে যাওয়ার ইচ্ছে থাকলে কারো জীবনের আলোর প্রদীপ হয়ে এসো না। কারণ, মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে কিন্তু পেয়ে হারানোর বেদনা কখনো ভুলতে পারে না।

06/11/2017

আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দুরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাঁসতে শেখায়; আমি সেই ভালোবাসাকে গভীর রাতে কাঁদতে দেখেছি..!!

14/10/2017

সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয়ো না। আল্লাহ তা'আলার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাঁতার শেখাবেন।

14/08/2017

কাউকে অবহেলা করবেন না। কেননা, অবহেলার জন্য আপনজন শুধু দূরেই যায় না, জীবন থেকেও হারিয়ে যায়!

04/03/2017

এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে
এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভাল।
কারন এক ফোঁটা রক্ত বের হতে
হালকা ব্যাথা লাগে, আর এক
ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে
বের হয়

05/01/2017

কখনোই নিজের দুঃখ কষ্ট
সম্পূর্ণভাবে অন্যের কাছে
প্রকাশ করা উচিৎ নয়। সে
সমবেদনার স্বরে মজা নেবে,
সুযোগ পেলেই উপহাস করবে এবং
সময় মতো আঘাত করবে।

04/01/2017

রাত্রিভর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত, যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি জানতো!

26/12/2016

বিশ্বাস যদি সম্পর্কের প্রথম ধাপ হয়, তাহলে বিশ্বাসঘাতকতা হল সম্পর্কের শেষ ধাপ।

29/08/2016

ভাইয়া, পড়াশোনা করতে কখনোই ভালো
লাগতো না; এর ফলও হাতেহাতে পাইসি।
ম্যাট্রিকে গোল্ডেন এ+ পাইসিলাম।
চিটাগাং কলেজে ভর্তি হলাম। সবাই
ভালো স্টুডেন্ট হিসেবে জানতো।
ইন্টারমেডিয়েটে পড়াশোনা অনেকটা
ছেড়েই দেই। স্যারদের বাসায় যেতাম আর
আসতাম, পড়াশোনা কিসু করতাম না,
রাস্তায়-গলিতে আড্ডাবাজি করতাম,
বাসায় ফিরতাম ১০টার পর। বাবা-মা'র
কথা শুনতাম না, উল্টা ঝগড়া করতাম,
বাসায় চিল্লাচিল্লি করতাম। মনে হতো,
ওইটাই জীবন। ভাইয়া, চিটাগাং কলেজ
থেকে কেউ ফেল করে না, ইন্টারমেডিয়েটে
ফেল করা সত্যিই কঠিন। আর আমি সেটাই
করসিলাম। সায়েন্সে পড়তাম, কিসুই পারি
না, বানায়ে কী লিখবো, সাদা খাতা জমা
দিসি ভাইয়া। নিজেকে এই প্রথমবারের
মতো চিনতে পারলাম। দেখলাম, সবাই দূরদূর
ছাইছাই করে, কেউ দুই পয়সারও পাত্তা দেয়
না। খালি মা-বাবা কিছু বলতো না, শুধু
কাঁদতো, শুধু কাঁদতো। অথচ, আমি আগে
ভাবতাম, বাকিরা সবাই আমার আপন, মা-
বাবা'কে শত্রুর মতো লাগতো। খুব কান্না
পেতো ভাইয়া, আবার কাঁদতে লজ্জাও
লাগতো। মাঝে মাঝে মনে হতো, মরে যাই।
আবার মরে গেলে মা-বাবা আরো বেশি
কাঁদবে, এটা ভেবে কষ্টও লাগতো। আবার
মরে গেলে কী হবে, কী হবে না, এগুলা
ভাবতাম, ভয়ও লাগতো। পাগলের মতো
ছিলাম কয়েক মাস। এরপর বাবা-মা
বুঝালো, একবার ফেল করলে কিছু হয় না।
আমি ভালোভাবে পড়লে পরেরবার অনেক
ভালো করতে পারবো, পুরা লাইফটা তো
পড়ে আছে, আমি চেষ্টা করলে অনেকদূর
যেতে পারবো, ইত্যাদি ইত্যাদি। ভাইয়া,
হাসি পাচ্ছে না শুনতে? কিন্তু জানেন,
ওইসময়ে কেউ আমাকে ভালো কিসু বলতো
না, তাই একটু ভালো কিসু শুনলে মনটা
অনেক বড়ো হয়ে যেতো, মনে হতো, আমিও
পারবো! আমি পরেরবার পরীক্ষা দেই, খুব
বাজে রেজাল্ট করি, কিন্তু পাস করি।
ভাইয়া, জানেন, পরীক্ষার সময় স্যাররা
এসে আমার সামনে দাঁড়ায়ে বলতো, এই
পেজটা এক টানে কেটে দাও, পুরো পেজ তো
ভিজায়ে ফেলসো। আমার খুব কষ্ট লাগতো,
পরীক্ষার সময়ও কাঁদতাম, চোখের পানিতে
পেজ ভিজে যেতো। আমি কোনোদিন
পরীক্ষায় ফেল করি নাই, ছোটবেলায়
সবসময় ফার্স্ট-সেকেন্ড হতাম। সেই আমি
কিনা! যাই হোক, আমার বাজে রেজাল্ট
দিয়ে ভালো কোথাও ভর্তি হওয়া তো দূরে
থাক, পরীক্ষাও দিতে পারি নাই। বাবা
বলসিলো, প্রাইভেটে ডাক্তারি পড়াবে।
বাবার অতো টাকা ছিলো না, লোন নিবে
ভাবতেসিলো। হঠাৎ আমার মনে হলো,
অনেক কষ্ট দিসি বাবা-মা'কে, আর না।
আমি অনেকটা জোর করেই কমার্স কলেজে
ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলাম, বাবাকে
অন্তত আমার জন্যে কারো কাছে হাত
পাততে হবে না। আত্মীয়-স্বজন, পুরোনো
বন্ধু-বান্ধব, পাড়ার লোকজন কেউই আমাকে
গুনতো না, কেউ না, কেউ না! জাতীয়
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কেউ পাত্তা
দেয় না, ভাইয়া। আমিও একসময় দিতাম না,
আর সেখানেই আমাকে পড়তে হইসে। কী
আইরনি, তাই না ভাইয়া? নিজের উপর খুব
রাগ হতো। ভাইয়া, ছোটোবেলায় ভালো
স্টুডেন্ট হিসেবে সবার কাছে পরিচিত হয়ে
যাওয়াটা একটা বিশ্রী জিনিস, নিজেকে
কিছুতেই আর ছোটো ভাবা যায় না। আগে
সবাই ভালো ভালো বলতো, তখন আর কিসু
বলে না। সবার উপরে কী যে রাগ হতো! মনে
হতো, কেউই আমাকে দেখতে পারে না,
সবাই আমার শত্রু। কেউই ভালো না বাসলে
খুব খারাপ লাগে, ভাইয়া; শুধু খারাপ
লাগতেই থাকে। কারোর সাথে খুব একটা
কথা বলতাম না, কেউ কিসু বললে, কষ্ট
পেতাম, কষ্ট চেপে রাখতাম, কিন্তু মুখে
কিসু বলতাম না। মনে হতো, বলবেই তো, সব
দোষ আমার। ভাইয়া, আমি ছোটবেলা
থেকেই প্রচণ্ড জেদি, মুখে কিসু না বললেও
জেদ ঠিকই ছিলো। আপনি তো জানেন,
ডিগ্রি ৩ বছরের কোর্স; আমি থার্ড
ইয়ারের মাঝামাঝি সময় থেকেই আইবিএ’র
জন্যে পড়াশোনা শুরু করি। আমার মনে
হতো, আইবিএ’তে যারা পড়ে সবাই তো
ওদেরকে ভালো স্টুডেন্ট ভাবে, ওখানে
ভর্তি হয়ে যদি আমার ফেইলিউরগুলোকে
একটু কম্পেন্সেট করা যায়। খুব ভালোভাবে
প্রিপারেশন নিলাম। জীবনে এই প্রথম
ডিসাইড করতে পারসিলাম, আমি আসলে
কী চাই। ভাইয়া, আপনার একটা কথা আমার
খুব প্রিয়। আপনার ফেসবুকে অ্যাবাউট
মি’তে আপনি লিখসেন, It took me almost 2
decades to decide what I really want . When I'd
decided finally, it took me only 1 year to get
what I really want. আপনি জানেন না,
আপনার অনেক কথাই আমার মুখস্ত, ভাইয়া।
যা-ই হোক, আমার ফাইনাল রেজাল্ট বের
হবার আগেই আমি আইবিএ’তে পরীক্ষা
দিলাম, এবং টিকলাম। এখন সবাই ভাবে,
আমি যে ফেল করসিলাম, ওটা একটা
অ্যাক্সিডেন্ট ছিলো, আমি আসলে অনেক
ক্যালিবারওয়ালা ছেলে। অথচ, ওরাই
একসময় বলতো, ও ফেল করবে নাতো, কে
ফেল করবে? সারাদিন টো টো করে,
লেখাপড়া নাই, আজেবাজে ছেলেদের
সাথে মিশে, আরো কতোকিসু। ভাইয়া,
বিশ্বাস করেন, ওরা যা যা বলতো, সব
সত্যি ছিলো না। কিন্তু আমি তো ফেল
করসিলাম, তাই ওদেরকে কিসু বলারও ছিলো
না। আরো বেশি কষ্ট লাগতো যখন
দেখতাম, ওরা ওই কথাগুলো আমার মা-
বাবা’কেও শোনাতো। এখন ভাবি, মা-
বাবা’কে কতো কষ্ট দিসি! এখন আর কেউ
কিসু বলে না আমার মা-বাবা’কে। এটাই
আমার কাছে সবচে’ বড়োকিছু, আইবিএ’তে
পড়া একটা উছিলামাত্র। ভাইয়া, আমি
বিশ্বাস করি, যদি কেউ আল্লাহর কাছে মন
থেকে হালাল কিছু চায়, আর সেটা পাওয়ার
জন্যে ঠিকভাবে পরিশ্রম করে, আল্লাহ
কখনোই তাকে নিরাশ করেন না। ভাইয়া,
আপনাকে এগুলা বলতে লজ্জা লাগতেসে,
কিন্তু কেনো জানি মনে হলো, বলি।
আপনার সম্পর্কে আমি কিসু কিসু জানি,
আপনি নিজেও অনেক বাজে অবস্থা থেকে
আজকের অবস্থানে উঠে আসছেন। আপনি
লিখসিলেন, “পৃথিবীতে নোবডি হ'য়ে
থাকাটা সুখের নয়৷ যে যা-ই বলুক, এটা
নিশ্চিত, নোবডি-দের জন্যে এই পৃথিবীতে
শুধু নাথিং-ই বরাদ্দ থাকে৷ জীবন আমাদের
কোথায় নিয়ে যায়, আমরা কখনো তা
ভাবতেই পারি না৷” এটা খুব বেশি সত্যি,
ভাইয়া। অনেক বকবক করলাম, কিছু মনে
নিয়েন না। ডিগ্রি পাস করে তো বিসিএস
দেয়া যায় না, দেয়া গেলে চেষ্টা করে
দেখতাম। আমি মাস্টার্স শেষ করেই
বিসিএস পরীক্ষা দিবো, একটু হেল্প কইরেন,
ভাইয়া।

07/04/2016

বাস্তবতা এত কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে।

15/02/2016

জীবনে কোনো আঘাত পেয়ে থাকলে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সেদিকে আর না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়া।

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Bijoynagar
Brahmanbaria
3450
Other High Schools in Brahmanbaria (show all)
Bangladesh Gas Fields School & College, Brahmanbaria Bangladesh Gas Fields School & College, Brahmanbaria
Birashar Head Office Complex
Brahmanbaria, 3400

রামপুর উচ্চ বিদ্যালয় রামপুর উচ্চ বিদ্যালয়
Rampur, Kasba
Brahmanbaria, 3462

রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর, বিষ্ণাউড়ি, গোপীনাথপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

নবীনগর ইচ্ছাময়ী পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
Court Road, Nabinagar
Brahmanbaria

Nabinagar Ichchhamoyee Pilot Girls High School

Ujanchar K.N School & College Ujanchar K.N School & College
Brahmanbaria, 3420

Lower secondary education- First stage of secondary education building on primary education, typically with a more subject-oriented curriculum. Students are generally around 12-15 years Old.

Disary Disary
কলেজপাড়া, ব্রাক্ষণবাড়িয়া
Brahmanbaria, 3400

একাডেমিক কোচিং সেন্টার, কলেজপাড়া, ব্র?

Chandidwar High School Chandidwar High School
Brahmanbaria, 3462

Chandidwar High School, Kasba, Brahmanbaria.

Chhatura Chandpur Online School & College Chhatura Chandpur Online School & College
Chhatura Sharif, Akhaura
Brahmanbaria, 3452

This is the online school for Chhatura Chandpur School and collge students.

Shah Farasat Ali High School Shah Farasat Ali High School
Brahmanbaria

Shah Farasat Ali High School

Jamia Darul Arqam Al-Islamia Jamia Darul Arqam Al-Islamia
Arqambaag, West Medda (Opposite Of Police Line)
Brahmanbaria, 3400

The Pioneer of Islamic Education (Qawmi Stream) in Brahmanbaria, Bangladesh. Currently this page is

কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়
গ্রামঃ কাইতলা, উপজেলাঃ নবীনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
Brahmanbaria

বর্ণনাঃ মাধ্যমিক বিদ্যালয় । জেএসসি ?

Brahmanbaria High School Brahmanbaria High School
Brahmanbaria, 3400

ব্রাহ্মাণবাড়িয়া উচ্চ বিদ্যালয়

Annada Govt High School BNCC Annada Govt High School BNCC
Brahmanbaria

Annada govt high School BNCC