30/06/2024
#বিজ্ঞান_ক্লাব_স্থায়ীত্বশীল_করার_জন্য
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এআরডি কর্তৃক বাস্তবায়নে পিএসই প্রকল্পভুক্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে বিএইচএস বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠিত হয়। উক্ত বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গত ০৩ জুন ২০২৪ ইং প্রথমবার #বিজ্ঞান_অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং বিএইচএস বিজ্ঞান ক্লাবের আর্থিক সহযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
প্রধান অতিথিঃ জনাব মোঃ মোস্তফা কামাল,প্রধান শিক্ষক।
সভাপতিঃ জনাব নজরুল ইসলাম,ক্লাবের প্রধান উপদেষ্টা।
বিশেষ অতিথিঃ জনাব আমিনুল ইসলাম,ক্লাবের সহকারী উপদেষ্টা।
সঞ্চালনায়ঃ তায়্যিব রেজা চৌধুরী,ক্লাবের সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথিঃ জনাব মোঃ আল মুমিন,এআরডি। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ।
13/06/2024
এআরডি কর্তৃক প্রতিষ্ঠিত ফোটন বিজ্ঞান ক্লাবের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন।
৪৫ তম জাতীয় ও বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং মেলায় প্রকল্প প্রদর্শন করে (বিশেষ গ্রুপ) থেকে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করছে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ফোটন বিজ্ঞান ক্লাব।
12/06/2024
ড.এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ক্লাবে দেয়ালিকা প্রকাশ, বিজ্ঞান মেলা ২০২৪ অনুষ্ঠিত।
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং চাঁন্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত ড.এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ অত্যান্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকগণ ও এআরডি'র কর্মকর্তাগণ শিক্ষার্থীদের প্রোজেক্ট ও দেয়ালিকা পরিদর্শন করেন।
11/06/2024
উইজডম বিজ্ঞান ক্লাবে বিজ্ঞান মেলা ও দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত।
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং উইজডম স্কুল এন্ড কলেজ কর্তৃক পরিচালিত উইজডম বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা ও দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয় ভবন শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে। বিদ্যালয়ে প্রবেশের সাথে সাথেই উৎসবের আমেজ পাওয়া যায়।
শিক্ষার্থীরা মেলায় প্রজেক্ট তৈরি করে প্রদর্শন করে ও বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা উপস্থাপন করেন।
এসময় অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আব্দুল মোনায়েম, উপাধ্যক্ষ জনাব আবু জাফর মোঃ মামদুদ মোল্লা, বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা জনাব আশারাফুল হক,প্রভাষক(রসায়ন), রাফাত রহমান সহ: শিক্ষক ও ARD-PSE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব জান্নাতুল ফেরদৌস, সহ-সমন্বয়কারী জনাব মিজানুর রহমান ও আল-মুমিন শিক্ষার্থীদের প্রজেক্ট এবং দেয়ালিকা পরিদর্শন করেন । বিচারকগণ ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন ও মূল্যায়ন করেন।
মেলায় অংশগ্রহণকারী সকলকেই বিজয়ী বলে ঘোষনা করা হয় এবং সকলকে পুরষ্কার ও সনদ প্রদান করা হবে ঘোষনা করা হয়।।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও এআরডি'র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ও প্রজেক্ট পরিদর্শন করেন।
09/06/2024
প্লেটো বিজ্ঞান ক্লাবে বিজ্ঞান মেলা ও দেয়ালিকা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত।
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক পরিচালিত প্লেটো বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা ও দেয়ালিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিজ্ঞান ক্লাবের উপদেষ্টাগণ ও এআরডি'র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
05/06/2024
বিএইচএস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রথমবারের মতো বিএইচএস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে স্কুল বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এআরডি কর্তৃক বাস্তবায়িত পিএসই প্রকল্পভুক্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত বিএইচএস বিজ্ঞান ক্লাবের আয়োজনে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।
এসময় এআরডি'র কর্মকর্তাগণ ও বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
30/05/2024
স্টিফেন হকিং বিজ্ঞান ক্লাবে দেয়ালিকা প্রকাশ, বিজ্ঞান মেলা ২০২৪ অনুষ্ঠিত।
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং মোহাম্মদপুর ইনলাইটেন্ড একাডেমী কর্তৃক পরিচালিত স্টিফেন হকিং বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে সারাদিন ব্যাপি তারা বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন ও উপস্থাপন করে। বিজ্ঞান মেলা তাদের কাছে প্রতি বছর একটি উৎসবের মত যেখানে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটায় এবং বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকগণ ও এআরডি'র কর্মকর্তাগণ শিক্ষার্থীদের প্রোজেক্ট ও দেয়ালিকা পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাসুক প্রতি বছরের ন্যায় এবারও বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য বিএফএফ ও এআরডি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। এবং তিনি বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের ভয় কাটিয়ে তুলতে এবং বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করেন বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম।
28/05/2024
হাবলা উচ্চ আর্দশ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত।
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং হাবলা উচ্চ আর্দশ উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত বাবু স্বর্গীয় নরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান ক্লাবের উদ্যোগে দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রথমবারের মতো নিজ বিদ্যালয়ে দেয়ালিকা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং ৬ ষ্ঠ -১০ ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের তৈরি দেয়ালিকা প্রদর্শনী করে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিএফএফ ও এআরডি কে ধন্যবাদ জানান এরকম ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য। দেয়ালিকার প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা অনেক কিছু জানতে ও শিখতে পারেছে।
23/05/2024
আজিজুল হক বিজ্ঞান ক্লাবে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত।
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং চাপুইর আজিজুল হক উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত আজিজুল হক বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
20/05/2024
"স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য” স্লোগানে শুরু হয়েছে ‘ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড ২০২৪’। সারাদেশে একযোগে অনলাইন নিবন্ধন চলছে। অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এই ঠিকানায়:
online.bfdwlo.org
🛑🛑ক্যাটাগরি:
· স্কুল ক্যাটাগরি: অষ্টম, নবম, দশম শ্রেণি ও এসএসসি ২০২৪ পরীক্ষার্থী।
· কলেজ ক্যাটাগরি: একাদশ ও দ্বাদশ শ্রেণি।
🛑🛑সময়সূচি (সম্ভাব্য) ও ভেন্যু:
দেশের ৬৪টি জেলায়, প্রতিটিতে একটি নির্দিষ্ট ভেন্যুতে জেলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট ভেন্যু ও জেলা অলিম্পিয়াডের সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিংক: www.bfdwlo.org/schedule
· অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে ০৭ মার্চ ২০২৪ থেকে ২৫ মে ২০২৪ পর্যন্ত।
· জেলা পর্যায়ের অলিম্পিয়াড আয়োজিত হবে ২৫ মে ২০২৪ থেকে ২০ জুলাই ২০২৪ পর্যন্ত।
· জাতীয় অলিম্পিয়াড আয়োজনের সম্ভাব্য তারিখ ২৭ জুলাই ২০২৪।
🛑🛑পুরস্কার:
· জেলা পর্যায়ের সকল অংশগ্রহণকারী ই-সার্টিফিকেট পাবে।
· জেলা পর্যায়ের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে।
· জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে।
· জাতীয় পর্বে প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা।
🛑🛑প্রস্তুতি:
অলিম্পিয়াডের প্রস্তুতি সহায়তার জন্য পাঠ্যসূচি, নমুনা প্রশ্নপত্র ও সহায়ক বইয়ের তালিকা সম্বলিত একটি বুকলেট তৈরি করা হয়েছে।
· পাঠ্যসূচি: www.bfdwlo.org/syllabus
· নমুনা প্রশ্ন: www.bfdwlo/sample_question
· সহায়ক বইয়ের তালিকা: www.bfdwlo.org/book-list
· অলিম্পিয়াড সংক্রান্ত FAQ: www.bfdwlo.org/faq
· বিস্তারিত নিয়মাবলী: www.bfdwlo.org/rules
🛑🛑 যেকোনো প্রয়োজনে যোগাযোগ: [email protected]
20/05/2024
লায়ন ফিরোজুর রহমান অলিও বিজ্ঞান ক্লাবে দেয়ালিকা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৪।
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং লায়ন ফিরোজুর রহমান রেসিডেনসিয়াল একাডেমী (স্কুল এন্ড কলেজ) কর্তৃক পরিচালিত লায়ন ফিরোজুর রহমান অলিও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা প্রকাশ করা হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীগণ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, বিজ্ঞান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ ও এআরডি'র কর্মকর্তাগণ শিক্ষার্থীদের প্রোজেক্ট ও বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা পরিদর্শন করেন।
15/05/2024
ঝলমলে দিন থেকে অন্ধকার রাত, আমাদের এই জগতকে চেনার মূল উপকরণ হলো আলো। সূর্য থেকে আসা আলো একদিকে যেমন আমাদের এই ছোট্ট গ্রহকে আলোকিত করে, তেমনি সরবরাহ করে আমাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি ও তাপ। আলোর রয়েছে অপবর্তন, সমাবর্তন, ব্যাতিচার, প্রতিফলন, প্রতিসরণ সহ মজার মজার বৈশিষ্ট্য। আলোর এই বৈশিষ্ট্যগুলো চেনার জন্যই আন্তর্জাতিক আলোক দিবস উপলক্ষ্যে আমাদের আয়োজন, “দেখা আলোর না দেখা রুপ”। এ বছরের আলোক দিবসের মূলবাক্য "Light in our lives"। এই কর্মশালায় তোমরা আলোর বৈশিষ্ট্যসমূহ জানার পাশাপাশি তোমাদের ঘরে থাকা সরঞ্জাম দিয়ে এগুলোকে পরীক্ষা করতে পারবে এবং মজার ছলে আলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে।
এটি একটি অনলাইন কর্মশালা। তাই আর দেরি কেনো, এক্ষুনি রেজিস্ট্রেশন করে নাও নিচে দেওয়া লিংক থেকে।
আয়োজনটি কাদের জন্য:
(৬-১০) বছর বয়সী সকল শিশুদের জন্য
কর্মশালার তারিখ:
১৭ই মে, ২০২৪
আসন সংখ্যা সীমিত। আসন পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে।
কর্মশালার সময়:
সন্ধ্যা (০৭:০০-০৮:৩০)
যেভাবে রেজিস্ট্রেশন করবে:
রেজিস্ট্রেশন ফর্মের লিংকে গিয়ে সকল তথ্য পূরণ করে সাবমিট করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণ সম্পর্কিত বিস্তারিত তথ্য কর্মশালার আগের দিন ইমেইলের মাধ্যমে জানানো হবে। প্রদত্ত কর্মশালার জন্য কোন প্রকার রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে না।
রেজিস্ট্রেশন লিংক কমেন্টে।
15/05/2024
আইনস্টাইন বিজ্ঞান ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত।
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত আইনস্টাইন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
14/05/2024
ড.শুভ রায় বিজ্ঞান ক্লাবে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত।
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং আহরন্দ মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত ড.শুভ রায় বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
13/05/2024
বিএইচএস বিজ্ঞান ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত।
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত বিএইচএস বিজ্ঞান ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
11/05/2024
আলেক্সান্ডার গ্রাহাম বেল বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত।
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় সূর্যমুখী কিন্ডারগার্ডেন ও গার্লস হাই স্কুলে আলেক্সান্ডার গ্রাহাম বেল বিজ্ঞান ক্লাব গঠন ও বার্ষিক সাধারণ সভা'২০২৪ বিদ্যালয় কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সালমা বারি মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জনাব এআরডি'র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব সিদ্দিকুর রহমান রেজভী ।
সভায় ৫১ সদস্য বিশিষ্ট সাধারন পরিষদ ও ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়।
07/05/2024
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং উইজডম স্কুল এন্ড কলেজ কর্তৃক পরিচালিত উইজডম বিজ্ঞান ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
29/04/2024
জন ডাল্টন বিজ্ঞান ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত।
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত জন ডাল্টন বিজ্ঞান ক্লাবের মাসিক সভা ও বিজ্ঞান মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাজহারুল ইসলাম এর উপস্থিতিতে বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা ও দেয়ালিকা প্রদর্শনীর তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও বিজ্ঞান ক্লাবের উপদেষ্টাগন ও বিজ্ঞান ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
22/04/2024
বাহিরে এখন প্রচন্ড গরম। হিট ওয়েভ চলছে। এই গরমে যেহেতু স্কুল বন্ধ, তুমি নিশ্চয়ই ভাবছো কিভাবে সময় কাটাবে। কেমন হয় যদি বাসার কিছু জিনিসপত্র ব্যবহার করে হাতে-কলমে কিছু সায়েন্স এক্সপেরিমেন্ট করে ফেলা যায়? একঘেয়েমি কাটাতে এরচেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? তোমাদের গরমের এই ছুটিটা একটু উদ্দীপনাপূর্ণ করতে MASLab নিয়ে এসেছে "আমার বিজ্ঞান পাঠ"। এই কর্মশালায় তোমরা তোমাদের ঘরে থাকা সরঞ্জাম দিয়েই নানা রকমের এক্সপেরিমেন্ট করতে পারবে এবং বিজ্ঞানকে আরো গভীরভাবে, মজার ছলে জানতে পারবে।
•এটি একটি অনলাইন কর্মশালা। এটি Zoom এ আয়োজিত হবে। ৫ দিন ব্যাপি এ কর্মশালাটি সকলের জন্য উন্মুক্ত।তাই দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলো।
• আয়োজনটি কাদের জন্য:
৬-১০ বছর বয়সী সকল শিশুদের জন্য
• কর্মশালার তারিখ:
২৩-২৭ এপ্রিল, ২০২৪
• নিবন্ধনের শেষ তারিখ:
২২ এপ্রিল, ২০২৪
**আসন সংখ্যা সীমিত।
• কর্মশালার সময়:
সন্ধ্যা ৭:০০টা-৮:০০টা
কিভাবে রেজিস্ট্রেশন করবে:
রেজিস্ট্রেশন ফর্মের লিংকে গিয়ে সব পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
•কোনো রেজিস্ট্রেশন ফি নেই।
রেজিস্ট্রেশন লিংক কমেন্টে।
11/04/2024
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক।
28/03/2024
অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজে) এর সকল শিক্ষকগনের অংশগ্রহণে মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি'র উদ্যােগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় "চলমান বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও বিজ্ঞান ক্লাব স্হায়ীত্বশীল করণ" শীর্ষক বিদ্যালয় ভিত্তিক শিক্ষকগণের সাথে মতবিনিময় কর্মশালা'২০২৪ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ এর সভাপতিত্বে এআরডি-পিএসই প্রকল্পের কর্মকর্তাগণ, বিজ্ঞান ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও অন্যান্য বিজ্ঞান শিক্ষকগণ বক্তব্য রাখেন।
এছাড়াও আরও অন্যান্য শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।
27/03/2024
BFF-এর সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষকের অংশগ্রহণে"চলমান বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও বিজ্ঞান ক্লাব স্থায়িত্বশীল করণ" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোশারফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এআরডি'র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোঃ সিদ্দিকুর রহমান রেজভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এআরডি'র নির্বাহী পরিচালক জনাব ইয়াসমিন জাহান।
22/03/2024
মাহবুবুল হুদা বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা'২৪ অনুষ্ঠিত।
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত মাহবুবুল হুদা বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা'২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ প্রদান করা হয় ও ক্লাবের বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করা হয় ।
এসময় বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ এবং ARD'র জনাব মিজানুর রহমান ও জনাব আল-মুমিন উপস্থিত ছিলেন। সভায় ৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ ও ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কার্যকরী কমিটি পূনর্গঠন শেষে অত্যন্ত আনন্দ-বিনোদন ও আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নিকট পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।
22/03/2024
চলমান বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও বিজ্ঞান ক্লাব স্হায়ীত্বশীল করণ শীর্ষক বিদ্যালয় ভিত্তিক শিক্ষকগণের সাথে মতবিনিময় কর্মশালা'২৪ অনুষ্ঠিত ।
মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি'র উদ্যােগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণের সাথে "চলমান বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও বিজ্ঞান ক্লাব স্হায়ীত্বশীল করণ শীর্ষক বিদ্যালয় ভিত্তিক শিক্ষকগণের সাথে মতবিনিময় কর্মশালা "২০২৪ অনুষ্ঠিত হয়।
21/03/2024
আলমগীর ভূঁইয়া বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা'২০২৪ অনুষ্ঠিত।
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত আলমগীর ভূঁইয়া বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা'২০২৪ বিদ্যালয় কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ এবং এআরডি-পিএসই প্রকল্পের সহ:প্রকল্প সমন্বয়কারী জনাব মিজানুর রহমান ও জনাব আল-মুমিন ও বিজ্ঞান ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ ও ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কার্যকরী কমিটি পূনর্গঠন শেষে অত্যন্ত আনন্দ-বিনোদন ও আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নিকট পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।
21/03/2024
১৯-০৩-২০২৪ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাবে মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি'র উদ্যােগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় চলমান বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও বিজ্ঞান ক্লাব স্হায়ীত্বশীল করণ শীর্ষক বিদ্যালয় ভিত্তিক শিক্ষকগণের সাথে মতবিনিময় কর্মশালা'২৪ অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকে জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন এআরডি'র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব সিদ্দিকুর রহমান রেজভী।
বিজ্ঞান ক্লাবটিকে স্হায়ীত্বশীল করণের জন্য বিজ্ঞান শিক্ষকগণ সুচিন্তিত মতামতসহ বক্তব্য রাখেন। এছাড়াও আরও অন্যান্য শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।
06/03/2024
০৫.০৩.২০২৪ ইং গ্যালিলিও বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা'২৪ অনুষ্ঠিত।
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং অন্বেষা বিদ্যাপীঠ কর্তৃক পরিচালিত গ্যালিলিও বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা'২০২৪ বিদ্যালয় কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ।
এসময় বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ এবং ও বিজ্ঞান ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ ও ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কার্যকরী কমিটি পূনর্গঠন শেষে অত্যন্ত আনন্দ-বিনোদন ও আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নিকট পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।
03/03/2024
বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪।
BFF এর- সহযোগীতায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ARD - কর্তৃক ব্রাহ্মনবাড়িয়া জেলায় বাস্তবায়িত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (PSE) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এবং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত আইনস্টাইন বিজ্ঞান ক্লাবের বার্ষিক সাধারণ সভা'২০২৪ বিদ্যালয় কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী।
সভায় ৫১ সদস্য বিশিষ্ট সাধারন পরিষদ ও ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কার্যকরী কমিটি পূনর্গঠন শেষে অত্যন্ত আনন্দ-বিনোদন ও আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটর নিকট পুরাতন কমিটি দায়ীত্ব হস্তান্তর করেন।