
আলহামদুলিল্লাহ,
এবার আমাদের মাদ্রাসায় ৪৬ জন বোর্ড পরীক্ষার্থী। সকলের হাতে তুলে দেওয়া হয়েছে এই গিফট প্যাকেজ।
সকলেই তাদের জন্য দোয়া করবেন যেন তারা দেশ সেরা হয়ে মাদরাসার সুনাম বয়ে নিয়ে আসতে পারে।
এটি ছোটহরণ ইসলামিয়া বালিকা মাদ্রাসা
Operating as usual
আলহামদুলিল্লাহ,
এবার আমাদের মাদ্রাসায় ৪৬ জন বোর্ড পরীক্ষার্থী। সকলের হাতে তুলে দেওয়া হয়েছে এই গিফট প্যাকেজ।
সকলেই তাদের জন্য দোয়া করবেন যেন তারা দেশ সেরা হয়ে মাদরাসার সুনাম বয়ে নিয়ে আসতে পারে।
আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় ভারতের দালাল মুক্তির উৎসব চলছে।
মাদ্রাসার সকল ছাত্রী শিক্ষিকাদের জন্য টক, মিষ্টি, ঝালের আয়োজন করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, কোরবানির ছুটি শেষে গত সোমবার থেকে আমাদের মাদ্রাসার ক্লাস শুরু হয়ে গেছে।
সকল ছাত্রীদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
স্থানীয় বোর্ডের পর এবার জাতীয় বোর্ড (বেফাক) এ আমাদের ঈর্ষণীয় ফলাফল।
পঞ্চম শ্রেণীতে ৮০তম ১০৬তম ও
সপ্তম শ্রেণীতে ১১৬ তম মেধাস্থান সহ শতভাগ পাস।
মাদ্রাসার জন্য খুব বেশি দোয়া প্রার্থী।
আলহামদুলিল্লাহ,
এবার ব্রাহ্মণবাড়িয়াস্থ মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী আমাদের মাদ্রাসার ছাত্রীদের ফলাফল:
শ্রেণি: সাদেছ(মীযান),
পরীক্ষার্থী: ৭ জন,
বোর্ড স্ট্যান্ড: দুইজন (২০তম ও ৫২তম),
মুমতাজ: তিনজন,
জায়্যিদ জিদ্যান: দুইজন,
জায়্যিদ: দুইজন,
মাকবুল এবং রাসিব: নাই,
পাশের হার শতভাগ।
রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকরিয়া জানাই।
এবং কৃতজ্ঞতা জানাই মাদ্রাসার শিক্ষিকাদের প্রতি।
আমাদের গ্রামের এক ভাই (নাম পরিচয় প্রকাশ করতে রাজী নয়) আজকে (২৪/১/২৪ইং) আমাদের মাদ্রাসার সকল ছাত্রী (১২০জন) শিক্ষিকাদেরকে জন্য দুপুর বেলায় বিরিয়ানির আয়োজন করেছেন।
আল্লাহ তা'আলা ভাই এর এই দানকে কবুল করুন। আমীন
আজ আমাদের বালিকা মাদ্রাসার অনুষ্ঠান।
রান্না এবার আমরাই করছি।
এবার বোর্ড পরীক্ষায় আমাদের মাদ্রাসার ঈর্ষনীয় ফলাফল।
জামাতে মিজান: মেধা তালিকা ৬ষ্ঠ ও ৬৬ তম।
জামাতে তাইসীর: মেধা তালিকা ৯৯ তম।
এছাড়াও শতভাগ পাস।
দোয়া চাই, এই ধারা যেন দিন দিন বৃদ্ধি পেতে থাকে।
নিয়োগ বিজ্ঞপ্তি:-
ছোট হরণ ইসলামিয়া বালিকা মাদ্রাসার কিতাব বিভাগের জন্য দুইজন যোগ্যতা সম্পন্ন আলেমা শিক্ষিকা আবশ্যক।
বেতন: আলোচনা সাপেক্ষে ( মানসম্পন্ন হবে)।
ধরন: অনাবাসিক।
ক্লাসের সময়: সকাল ৮:৪৫ থেকে ১২:৪৫ পর্যন্ত।
যোগ্যতা: মিশকাত পর্যন্ত যে কোন কিতাব পড়াতে সক্ষমতা।
আমাদের মাদ্রাসার মিজান জামাতের ছাত্রীদের কাজ।
আজ সূর্যাস্ত থেকে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত আশুরার দিন। এই দিনে বেশি বেশি তওবা করুন।
কেননা হাদিসে আছে “এই দিনে আল্লাহ তায়ালা এক জাতির তওবা কবুল করেছেন এবং অন্যান্য জাতিদের তওবাও কবুল করবেন।--তিরমিজি শরীফ হাদিস নং ৭৪১।
আলহামদুলিল্লাহ
মাদ্রাসার ছাত্রীদের খাবার পানির জন্য যেন বারবার বাহিরে না যেতে হয়, তাই এই টাংকির ব্যবস্থা করা হয়েছে।
বেফাক বোর্ডের পক্ষ থেকে জরুরী এলান।
আজ (৩/৭/২২) দুপুরে সকল শিক্ষিকা ও ছাত্রীদের খাবারের আয়োজনের দৃশ্য।
আয়োজক ভাইকে আল্লাহ তা'আলা দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন।
আজ সকল শিক্ষিকা ও ছাত্রীদের কে নিয়ে আজকের আয়োজক সহ সকল দাতা ভাইদের জন্য অনেক দোয়া করা হয়েছে।
আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের আম্মুর পক্ষ থেকে আজ সকল ছাত্রী শিক্ষিকাদেরকে মৌসুমী ফল গাছ পাকা কাঁঠাল খাওয়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ।
আর বাটি ও প্লেটগুলো এক ভাই আমাদের মাদ্রাসার জন্য দান করেছে।