নতুন শিক্ষা কারিকুলাম
® সাপ্তাহিক ছুটি ২ দিন।
® ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
® ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
® এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
® সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
® হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
Moheshpur High School
পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
Operating as usual

শিক্ষক দিবসে সকল শিক্ষকদের শুভেচ্ছা যারা একটা সুস্থ সুন্দর পরিপাটি সমাজ গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। 💞
চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার। পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন কল দেয়া হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান। অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি।
কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান।

আপনার স্কুল জীবনের স্মৃতি কিংবা মজার ঘটনাবলী আমাদের ইনবক্সে শেয়ার করুন। ধন্যবাদ 🌸
আগামী ১০ আগস্ট থেকে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে: ঢাকা শিক্ষা বোর্ড।

যারা কাঙ্খিত ফলাফল পাও নাই তারা আগামী ০৪/০৮/২০২৩ ইং তারিখের মধ্যে ফলাফল পূনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

মহেশপুর উচ্চ বিদ্যালয় এর সম্মিলিত ফলাফল। পরিক্ষায় অংশগ্রহণ করেছে ৬২ জন, উত্তীর্ণ হয়েছে ৩২ জন। পাসের হার ৫০%। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন।

এসএসসি পরিক্ষা ২০২৩ এর ফলাফল ২৮ থেকে ৩১ জুলাই এর মধ্যে প্রকাশিত হবে।
বেশি সম্ভাবনা আছে ৩০ জুলাই।
মোখায় স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মহেশপুর উচ্চ বিদ্যালয় এর নবম ও দশম শ্রেণির ৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

যুগান্তর পত্রিকায় প্রকাশিত মহেশপুর উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।
ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লাসহ ৫ শিক্ষাবোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত।
ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হতে পারে এসএসসি পরীক্ষা!

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরিক্ষা-২০২৩। মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল। ❣️

এসএসসি ব্যাচ ২০২৩ সৌজন্যে।

ক্ষুদেরা এসেম্বলিতে অংশগ্রহণ করার সময়।
ছবি- শফিকুর রহমান স্যার এর ফেইসবুক আইডি থেকে সংগ্রহীত।

এসএসসি পরিক্ষা ২০২৩ এর রুটিন।

এসএসসি পরিক্ষা ২০২৩ এর রুটিন।
এসএসসি পরিক্ষার মুকুন্দপুর কেন্দ্র (বিজয়নগর-২) বাতিল হওয়াতে এবার নতুন কেন্দ্র, চম্পকনগর স্কুল এন্ড কলেজে পরীক্ষা দিবে মহেশপুর উচ্চ বিদ্যালয় এর ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীরা।

৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ প্রত্যাহার করা হয়েছে।
এবার ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ এপ্রিল।
২০২৩ সালের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হতে পারে!
- চেয়ারম্যান, আন্তঃশিক্ষা বোর্ড

আর হচ্ছে না জেএসসি-জেডিসি পরিক্ষা।
জেএসসি-জেডিসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আর না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২....

মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার সম্মিলিত ফলাফল।
এসএসসি পরিক্ষার ফলাফল ২৮ নভেম্বর প্রকাশিত হবে।
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরিক্ষা-২০২২। মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল। ❣️
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Brahmanbaria
3450
Opening Hours
Monday | 10:00 - 16:00 |
Tuesday | 01:00 - 16:00 |
Wednesday | 10:00 - 16:00 |
Thursday | 10:00 - 14:00 |
Saturday | 10:00 - 16:00 |
Sunday | 10:00 - 16:00 |
Brahmanbaria
এটি ছোটহরণ ইসলামিয়া বালিকা মাদ্রাসা
Chandidwar-3462, Kasba
Brahmanbaria
Reunion-2021; Batch:1996-1997
Rupasdi Bancharampur
Brahmanbaria
রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল পেইজ।
Brahmanbaria
কুরআন হাফিজ ও নূরানী শিক্ষার জন্য ইসলামী মাদ্রাসা | এখন ভর্তি চলছে |
Upazila Secondary Education Office, Birampur, Dinajpur
Brahmanbaria, 5266
Online Education