Mogora High School SSC 2005

Mogora High School SSC 2005

Share

We are all in Mogora high school SSC 2005

Operating as usual

14/01/2025

With প্রবাসীদের সুখ দুঃখের কথা – I just got recognized as one of their top fans! 🎉

16/12/2022

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা! 💚💗

আসুন এই মহান বিজয় দিবসে, সকল শিশুর জন্য তাদের প্রাপ্য অধিকার এবং বেড়ে উঠার সুস্থ পরিবেশ নিশ্চিত করে, একটি সুন্দর ও শান্তিময় বাংলাদেশ গড়ার অঙ্গীকার নেই।

18/11/2022

আচ্ছা স্কুল কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান থেকে অভিভাবক সদস্য পর্যন্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু হওয়া উচিত বলে মনে করেন আপনারা?

আমরা আসলে স্কুলের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী চাই? শিক্ষিত নাকি অশিক্ষিত?

18/11/2022

মোগড়া উচ্চ বিদ্যালয়,আমার কৈশোর কালের বিদ্যাপিট যেখানে আমি মাধ্যমিক শিক্ষার জ্ঞান অজর্ন করেছি।আজ এই প্রথম আমি আমার এই বিদ্যাপিট নিয়ে কিছু কথা লিখবো।প্রসঙ্গ আগামি ম্যানেজিং কমিটির নির্বাচন,আগামী ২৪ ইং তারিখ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন যেখানে সকল ছাত্রছাত্রীর অভিবাবকরা ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কারা অত্র বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।কীভাবে উক্ত কমিটির সদস্যগন লেখাপড়ার মান ও বিদ্যালয়ের পরিবেশের উন্নতি সাধন করবে।এ ক্ষেত্রে আমার কিছু অভিমত উপস্থাপন করছি।যদি উক্ত কমিটি নির্ধারণে উক্ত বিষয় গুলো অনুসরন করে ভোটের মাধ্যমে বাছাই করা হয় তাহলে পরিবেশ ও লেখাপড়ার মান ঠিক থাকবে আমি মনে করি-
আগামী ২৪ শে নভেম্বর ২০২২ ইং অভিভাবক প্রতিনিধি নির্বাচন,,
১/ প্রার্থী অবশ্যই উচ্চ শিক্ষিত ও নিরহংকারী হতে হবে।
২/শিক্ষকদের প্রতি সম্মান ও ছাত্রছাত্রীদের প্রতি স্নেহের মনোভাব থাকতে হবে।
৩/প্রার্থী অবশ্যই মার্জিত ব্যাবহারের অধীকারি হতে হবে।
৪/অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সার্বিক সগযোগীতার সামর্থ থাকতে হবে।
৫/প্রার্থী মাদক সেবনকারী বা চরিত্রহীন কিনা যাচাই করতে হবে।
৬/প্রার্থী বাস্তবে সমাজে শিক্ষানুরাগী ও নিষ্টাবান কি না যাচাই করতে হবে।
৭/প্রর্থী অর্থলোভী বা গোষ্টিগত প্রভাবের অধীকারী কিংবা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগকারি কিনা যাচাই করতে হবে।
৮/প্রার্থী শুধুইকি নিজের পরিচয় লাভের আশায় নির্বাচনের অংশগ্রহণ করেছেন কিনা যাচাই করতে হবে।
প্রিয় অভিভাবক বৃন্ধ উক্ত বিষয়গুলো পর্যালোচনা করে যদি আপনারা পরিচালনা কমিটির সদস্যগনদের নির্বাচিত করেন তাহলে আপনার সন্তান পাবে উক্ত বিদ্যালয় থেকে শুশিক্ষা আর বিদ্যালয়ের পরিবেশ থাকবে সুন্দর। গড়ে উটবে আধুনিক শিক্ষা প্রতিষ্টান।শিক্ষকরা পাবে তাদের যথোপযোক্ত মর্যাদা।আপনার একটি মূল্যবাণ ভোট ছাত্রছাত্রীদের জন্য গড়ে উটবে আধুনিক শিক্ষাঙ্গন।ধন্যবাদ আমার প্রাণের বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, স্নেহের সকল ছাত্রছাত্রী বৃন্দ এবং সকল অভিবাবকদের।

03/02/2022

#করোনাভাইরাস টিকার জন্য নিজে থেকে নিবন্ধন করতে না পারলে অন্য কারো সহায়তা নিন।

বর্তমানে আমরা এমন একটি বিপদজনক সময় পার করছি, যেখানে সারাদেশে প্রতিদিন ১০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে! তাই ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে টিকা নেওয়া অত্যন্ত জরুরি 🙏 💉

03/02/2022

সারাদেশে #করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এসময়,
👉 সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
👉 নিজ নিজ সুরক্ষায় যেকোন অনুষ্ঠান এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজনে অবশ্যই অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে টিকা সনদ অথবা আগের ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
👉 বাসার বাইরে সব জায়গায় যথাযথভাবে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।

21/01/2022

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী দুই সপ্তাহ দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

10/01/2022

মাস্ক 😷 আপনার বন্ধু, পরিবার এবং সমাজকে রক্ষা করে।

আপনি কি সঠিকভাবে মাস্ক পরেন?

#তোমারজন্য

08/01/2022

আমাদের অনেকেই টিকা নিয়েছে, কিন্তু আমরা এখনও #করোনাভাইরাসে আক্রান্ত হতে পারি এবং এটি অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারি।

আপনি কার জন্য মাস্ক পরেন? 😷

#তোমারজন্য

Photos from Mogora High School SSC 2005's post 30/12/2021

মোগড়া উচ্চ বিদ্যায়ের এস এস সি পরীক্ষার ফলাফল।

মোট পরীক্ষার্থী :৩৪২
উত্তীর্ণঃ৩৩৭
জিপিএ ৫: ১৩ জন।

30/12/2021

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত

চট্টগ্রাম বোর্ডে পাশের হার- ৯১.১২ ℅
বরিশাল বোর্ডে পাশের হার- ৯০.১৯ ℅
সিলেট বোর্ডে পাশের হার- ৯৬.৭৮% ℅
দিনাজপুর বোর্ডে পাশের হার- ৯৪.৮০℅
কুমিল্লা বোর্ডে পাশের হার- ৯৬.২৭℅

30/11/2021
21/11/2021

একটি স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান রাখে টিকাদান 💙

তাই সময়মতো শিশুর টিকা নিশ্চিত করুন ও একটি স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলুন ✨

13/11/2021

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এর নতুন সময়সূচি আজ ১৩ ই নভেম্বর ২০২১ থেকে-

13/11/2021

সকল এস,এস,সি পরিক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়া।

08/11/2021

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পান-সিগারেটের দোকান থাকতে পারবে না।

ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্দেশ

08/11/2021

আজকে পর্যন্ত বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ১৭% দুই ডোজ টিকা পেয়েছে!

মহামারি পরিস্থিতিতে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। তাই সময়মতো নিজে টিকা নিন এবং অন্যকেও টিকা নিতে উৎসাহিত করুন 🙏

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পই পই করে হিসাব রাখতে হবে.!আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না.!😊🥀
শিক্ষা মূলক পোস্ট
সচেতনতা মূলক পোস্ট
সচেতনতা মূলক পোস্ট
সচেতনতা মূলক পোস্ট
আরও কত কষ্টের ছবি যে দেখতে হবে। সৃষ্টিকর্তা সব ঠিক করে দেন ... আমীন।
আলহামদুলিল্লাহ সব কিছু রেডি এখন শুধু আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি।কমেন্ট লাইক পাবার আশায় মোটেও ...
জন সচেতনতা মূলক পোস্ট
সবাই জানা দরকার,,,

Location

Category

Telephone

Website

Address

Akhaura
Brahmanbaria
3452