
স্থান পরিবর্তন।
নতুন স্থানঃ রবি কাস্টমার কেয়ার বিল্ডিং এবং ইনফিনিটি এর মাঝের গলি, শহীদ আব্দুল জব্বার সড়ক, জলেশ্বরীতলা, বগুড়া।
সম্পূর্ন নতুন ব্যাচে ভর্তি চলছে।
HSC ICT Full Course
Guided by Sayem Sohayeb
As a proper guide to the achievement of technical knowledge and
ICT Park is now in Bogura with the assurance of getting the highest marks in ICT subject in HSC examination.
Operating as usual
স্থান পরিবর্তন।
নতুন স্থানঃ রবি কাস্টমার কেয়ার বিল্ডিং এবং ইনফিনিটি এর মাঝের গলি, শহীদ আব্দুল জব্বার সড়ক, জলেশ্বরীতলা, বগুড়া।
সম্পূর্ন নতুন ব্যাচে ভর্তি চলছে।
এইচএসসি আইসিটি নতুন ব্যাচে ভর্তি চলছে।
বিস্তারিত জানতে - 01976312130
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কী : প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা। এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি, যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায়। যেমন, কারো কথা বুঝতে পারা, সিদ্ধান্ত নেয়া, দেখে চিনতে পারা ইত্যাদি ইত্যাদি। এককথায় মেশিন লার্নিং।
সাবমেরিন ক্যাবল বলতে একটি ভিন্নধর্মী টেলিযোগাযোগ মাধ্যমকে বুঝানো হয়। সাধারণভাবে আমরা জানি, রেডিও ট্রান্সমিশনে ইথারে ছুড়ে দেয়া তথ্য আয়নোস্ফিয়ারে ঠিকরে আবার আমাদের কাছে ফিরে আসে। এ পদ্ধতিতে রেডিওর মাধ্যমে খবর বা সংগীত সম্প্রচার সম্ভব হয়।
তথ্যসুত্রঃ গুগল
এইচএসসি আইসিটি ফ্রী ক্লাস।
আগামীকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার,
দুপুর - ২.০০ টায়।
এইচএসসি আইসিটিতে তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে আমাদের এই আয়োজন।
বিস্তারিত জানতে যোগাযোগ করো -
সায়েম সোহায়েব।
আইসিটি পার্ক, জলেশ্বরীতলা, বগুড়া।
01316312130
ভার্সিটি এডমিশনে আইসিটির কথা মাথায় রেখে সাজানো হয়েছে এ কোর্স।
এইচএসসি ২০২৩ পরিক্ষার্থীদের জন্য এই ফুল কোর্সে থাকছে,
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত।
২। যোগাযোগ ব্যাবস্থা ও নেটওয়ার্কিং।
৩। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস।
৪। ওয়েব ডিজাইন ও HTML ।
৫। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (সি-প্রোগ্রাম)।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন,
সায়েম সোহায়েব
পরিচালক, আইসিটি পার্ক বগুড়া।
জলেশ্বরীতলা, বগুড়া।
ফোন- 01316-312130 অথবা, 01941-525052
চীন নির্মান করলো সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার
The Sunway TaihuLight is a Chinese supercomputer which, as of November 2021, is ranked fourth in the TOP500 list, with a LINPACK benchmark rating of 93 petaflops. The name is translated as divine power, the light of Taihu Lake. This is nearly three times as fast as the previous Tianhe-2, which ran at 34 petaflops.
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের তৈরি একটি অ্যাপল-১ কম্পিউটার ই-কমার্স ওয়েবসাইট ইবেতে ১.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশের মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকার বেশি।
চালক বিহীন গাড়ি তৈরি করতে যাচ্ছে গাড়ি তৈরির মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠান জেনারেল মোটর (জিএম)।
হাইটেক পার্ক – কি, কাকে বলে
বিদ্যুৎ চমকালে কি স্মার্টফোন বন্ধ করে দেওয়া জরুরি?
বিশেষজ্ঞরা বলছেন, ঘরের ভিতরে থাকলে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে। কিন্তু ইন্টারনেট বন্ধ রাখাই ভালো। তবে যদি মারাত্মক আকারে বাজ পড়ে সেক্ষেত্রে ফোনটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। নাহলে স্মার্টফোনটির তো বটেই, যিনি সেটি ব্যবহার করছেন, তাঁরও বিপদ হতে পারে।
বর্তমানে যেসব স্মার্টফোনে ই-সিম ব্যবহার করা যাবে।
সায়েম সোহায়েব এর প্রযোজনা ও উপস্থাপনায় দেখুন "Tech News Update"
আইফোন ১৩ সিরিজ, আইফোন ১২ সিরিজ, আইফোন ১০ আর, আইফোন ১০ এস ও আইপ্যাড প্রো। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২১ সিরিজ, এস ২০ সিরিজ। গুগলের গুগল পিক্সেল ৬ সিরিজ, পিক্সেল ৫ সিরিজ, পিক্সেল ৪ সিরিজ, পিক্সেল ৩ সিরিজে।
বিস্তারিত দেখুন ভিডিও তে
পুরনো ফোনের আয়ু বাড়াবেন যেভাবে
প্রতিবছরই নতুন মডেলের স্মার্টফোন বাজারজাত করেছে শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তার মানে এই নয় যে নির্মাতাদের সঙ্গে তাল মিলিয়ে প্রতি বছর স্মার্টফোন পাল্টাতে হবে ব্যবহারকারীকে। একটু যত্নের সঙ্গে ব্যবহার করেই দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইসটির আয়ু বাড়ানো যেতে পারে।
বিস্তারিত দেখুন ভিডিও তে।
ধুলাবালি ও ব্যাকটেরিয়া ঠেকাবে যে হেডফোন.........
শুনতে অবাক লাগলেও 'ডায়সন জোন' নামের হেডফোনটিতে এ সুবিধা মিলবে। গান শোনানোর পাশাপাশি বাতাসে থাকা ধুলাবালু শোষণ করে বিশুদ্ধ বাতাস দিতে সক্ষম হেডফোনটি তৈরি করেছে সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডায়সন
সিম কার্ডের প্রয়োজনীয়তা শেষ । গুগল নিয়ে এলো নতুন এক প্রযুক্তি।
সম্পুর্ন নতুন ব্যাচে HSC ICT বিষয়ে...................
বগুড়ায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য অফলাইন ক্লাসে সীমিত আসনে ভর্তি চলছে।
দ্রুত যোগাযোগ করে তোমার আসন নিশ্চিত করো।
আপনার ইউটিউব আপসে গিয়ে টাইপ করুন ICT Park Bogura অথবা ক্লিক করুন নিচের লিংকে।
ধন্যবাদ।
www.youtube.com/ictparkbogura
ফ্রি ক্লাস ফ্রি ক্লাস ফ্রি ক্লাস
সায়েম স্যার এর উপস্থাপনায়, আইসিটি পার্ক এর পরিবেশনায়,
এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফ্রী ক্লাস।
টপিকঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবটিক্স
(প্রথিম অধ্যায়)
আর্টিফেসিয়াল ইন্টেলিজেন্সি, রোবটিক্স কি? || HSC ICT Chapter 1 || Artificial Intiligence , Robotics ===========================================Title: আর্টিফেসিয়াল ইন্টেলিজেন্সি, রোবটিক্স কি? || HSC ICT Chapter 1 || Artificial Intiligence , Robotics========...
প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য এসো
=========================
সম্পূর্ন নতুন ব্যাচে একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রী ভর্তি চলছে...
=========================
>প্রথম ২ টি ক্লাস একদম ফ্রী।
>উন্নত মান সম্বলিত প্রতিটি অধ্যায়ের হ্যান্ড নোট প্রদান।
>সাপ্তাহিক ক্লাস পরিক্ষা।
>মাল্টিমিডিয়া ক্লাস রুম।
সর্বপরি আইসিটি নিয়ে আর নয় চিন্তা
=========================
যোগাযোগঃ
সায়েম সোহায়েব
পরিচালক, আইসিটি পার্ক বগুড়া।
রায়-বাহাদুর লেন, জলেশ্বরীতলা,বগুড়া।
ফোনঃ ০১৩১৬-৩১২১৩০ অথবা ০১৯৪১-৫২৫০৫২
ইমেইলঃ [email protected]
এবার স্মার্টফোন সেন্সর মাদকাসক্ত ও গাঁজা সেবনকারীকেদের শনাক্ত করবে! সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের একদল তরুন গবেষক এ তথ্য প্রকাশ করেছেন।
রুটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ট্যামি চং বলেন, ‘আমরা একজন ব্যক্তির ফোনের সেন্সর ব্যবহার করে সনাক্ত করতে সক্ষম হয়েছি যে, কখন কোন ব্যক্তি গাঁজার নেশার সম্মুখীন হতে পারেন।’
গবেষকরা বলছেন, স্মার্টফোন সেন্সর ব্যবহার করে ৯০ শতাংশ সঠিকভাবে গাঁজায় আসক্ত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব।
তিনি আরও বলেন, এই গবেষনার কারণে বিশ্বব্যাপী গাঁজা সেবনের ক্ষতি কমানোর পাশাপাশি এর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাও সম্ভব।
এ ব্যাপারে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ডিপেন্ডেন্স জার্নালে প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী, তরুণদের থেকে প্রাপ্ত তথ্য থেকে এই গবেষণা করা হয়েছে। গবেষণার অংশ হিসেবে সপ্তাহে অন্তত দুইবার গাঁজার নেশা করেন, এমন তরুণদের অংশগ্রহণের অনুরোধ করা হয়েছিল।
প্রাথমিকভাবে প্রাপ্ত সার্ভার ডেটা পরীক্ষা ছাড়াও কখন নেশা করা হয়েছে, এ সকল তথ্য সেন্সর ব্যবহার করে জানার চেষ্টা করেছেন গবেষকদল।
প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য এসো
=========================
সম্পূর্ন নতুন ব্যাচে একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রী ভর্তি চলছে...
=========================
>প্রথম ২ টি ক্লাস একদম ফ্রী।
>উন্নত মান সম্বলিত প্রতিটি অধ্যায়ের হ্যান্ড নোট প্রদান।
>সাপ্তাহিক ক্লাস পরিক্ষা।
>মাল্টিমিডিয়া ক্লাস রুম।
সর্বপরি আইসিটি নিয়ে আর নয় চিন্তা
=========================
যোগাযোগঃ
সায়েম সোহায়েব
পরিচালক, আইসিটি পার্ক বগুড়া।
রায়-বাহাদুর লেন, জলেশ্বরীতলা,বগুড়া।
ফোনঃ ০১৩১৬-৩১২১৩০ অথবা ০১৯৪১-৫২৫০৫২
ইমেইলঃ [email protected]
আলহামদুলিল্লাহ, ১,৪০০ সাবস্ক্রাইব পূর্ন হলো।
এভাবে আপনাদের উৎসাহ পেলে হয়তো সামনে আরো ভালো কিছু উপহার দিবো।
ধন্যবাদ সবাইকে।
প্রযুক্তিগত জ্ঞান অর্জন এর জন্য এসো।
প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য এসো
>প্রথম ২ টি ক্লাস একদম ফ্রী।
>উন্নত মান সম্বলিত প্রতিটি অধ্যায়ের হ্যান্ড নোট প্রদান।
>সাপ্তাহিক ক্লাস পরিক্ষা।
>মাল্টিমিডিয়া ক্লাস রুম।
সর্বপরি আইসিটি নিয়ে আর নয় চিন্তা
যোগাযোগঃ
সায়েম সোহায়েব
পরিচালক, আইসিটি পার্ক বগুড়া।
রায়-বাহাদুর লেন, জলেশ্বরীতলা,বগুড়া।
ফোনঃ ০১৩১৬-৩১২১৩০ অথবা ০১৯৪১-৫২৫০৫২
ইমেইলঃ [email protected]
প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য এসো
>প্রথম ২ টি ক্লাস একদম ফ্রী।
>উন্নত মান সম্বলিত প্রতিটি অধ্যায়ের হ্যান্ড নোট প্রদান।
>সাপ্তাহিক ক্লাস পরিক্ষা।
>মাল্টিমিডিয়া ক্লাস রুম।
সর্বপরি আইসিটি নিয়ে আর নয় চিন্তা
যোগাযোগঃ
সায়েম সোহায়েব
পরিচালক, আইসিটি পার্ক বগুড়া।
রায়-বাহাদুর লেন, জলেশ্বরীতলা,বগুড়া।
ফোনঃ ০১৩১৬-৩১২১৩০ অথবা ০১৯৪১-৫২৫০৫২
ইমেইলঃ [email protected]
সবাইকে আইসিটি পার্ক বগুড়া এর পক্ষ থেকে অগ্রিম বিজয় দিবস এর শুভেচ্ছা।
সায়েম সোহায়েব
পরিচালক
আইসিটি পার্ক, বগুড়া।
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়া হচ্ছে!
করোনার কারণে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হচ্ছে না। আর তাই শিক্ষা প্রশাসনের সবচেয়ে বড় চিন্তা এখন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা গ্রহণ নিয়ে। তবে সম্প্রতি করোনা শনাক্তের হার কিছুটা কমতির দিকে থাকায় চলতি বছরেই এ পরীক্ষা নেয়ার পরিকল্পনা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, শিগগিরই এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব না হলে আগামী দিনে অন্যান্য পাবলিক পরীক্ষাও আনুপাতিক হারে পেছাতে হবে। যদি এইচএসসি পরীক্ষা গ্রহণে আরো দেরি হয়, তাহলে উচ্চশিক্ষায় সেশনজট দীর্ঘ হবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও চলতি বছরের মধ্যেই এইচএসসি পরীক্ষা শেষ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। করোনা পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হলে আগামী নভেম্বরেই এই পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ডের সভা ডাকা হয়েছে। এতে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে পরিকল্পনা এবং জেএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন। যেহেতু এবার জেএসসি পরীক্ষা হচ্ছে না তাই কীভাবে এসব শিক্ষার্থী নবম শ্রেণিতে উন্নীত হবে, সে ব্যাপারে সভায় সিদ্ধান্ত হতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সংবাদমাধ্যমকে বলেন, অনেকদিন পর সরাসরি সভা হচ্ছে, যেখানে বোর্ড চেয়ারম্যানরা থাকবেন। পরীক্ষাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা সব বোর্ড চেয়ারম্যানের মতামত ও পরামর্শ জানব।
এইচএসসি পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, আমরা এখনো আগের অবস্থানেই আছি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অন্তত ১৫ দিন পরে এই পরীক্ষা নেওয়া হতে পারে। তবে এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।
জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যাপারে এরইমধ্যে পরিকল্পনা প্রণয়ন করেছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ২৪ সেপ্টেম্বর বৈঠকে সেই পরিকল্পনা উপস্থাপন করা হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছে। কেন্দ্রের সংখ্যাও কয়েক গুণ বাড়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ঢোকানো হবে এবং বের করা হবে। কোনো কেন্দ্রে যাতে ৫০০-এর বেশি শিক্ষার্থীকে বসাতে না হয়, সে ব্যাপারেও পরিকল্পনা করা হয়েছে।
চলতি বছরের ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে পরীক্ষাসূচি স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে।
তথ্যসূত্র ঃ সময় নিউজ টিভি
https://www.somoynews.tv/pages/tags/news/hsc#sn
ZOOM apps এর মাধ্যমে খুব সহজে HSC ICT Live Class এ অংশ গ্রহণ করতে পারো যে কেউ।
বিস্তারিত জেনে নাও ফোন করে
01316-312130
অথবা এই পেজে Inbox করতে পারো
আইসিটি পার্কের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি পার্ক বগুড়া আয়োজন করতে যাচ্ছে Online Revision Class। আগ্রহী ছাত্র-ছাত্রী দের অতি দ্রুত সায়েম স্যার এর সাথে যোগাযোগ করতে বলা হলো।
নিচের এই নম্বরে -
Phone 01316-312130
সবাইকে আইসিটি পার্কের পক্ষ থেকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।
সায়েম সোহায়েব,
পরিচালক
আইসিটি পার্ক,
জ্বলেশরীতলা, বগুড়া।
করোনার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত । এপ্রিলের প্রথম দিকে প্রকাশিত হবে পরীক্ষার পরবর্তী সময় সূচী।
HSC ICT full Course for 3 Months.
Contact by
01316-312130 or 01721-484985
সঠিক স্বপ্ন ও সঠিক সিদ্ধান্ত সুন্দর জীবন গঠনের জন্য যথেষ্ট।
যে কোন প্রযুক্তি আমাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ক্লাউড ও তেমনি একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। কিন্তু এই জনপ্রিয়তার সাথে সাথে এক বিপজ্জনক অবস্থারও সৃষ্টি হতে পারে। আর তার জন্য আমরা
কতটা প্রস্তুত।
সম্প্রতি কম্পিউটারের জগতে আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তির মধ্যে রয়েছে ক্লাউড কম্পিউটিং। বর্তমানে তথ্যপ্রযুক্তির সবই চলে এই ক্লাউডের ওপর নির্ভর করে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের জগতে ক্লাউড কম্পিউটিং সূচনা করেছে এক সুদূরপ্রসারী বিপ্লবের। ইন্টারনেট ও কম্পিউটিংয়ের সর্বত্র আজ ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির জয়জয়কার। ক্লাউড যেনো এক জাদুর কাঠি, যার ছোঁয়ায় নিমিষে সমাধান হয়ে যাবে সব সমস্যা! অবশ্য এক দিক থেকে চিন্তা করলে কথাটা কিছুটা সত্যিও বটে। ক্লাউড আজ সবখানে ছড়িয়ে আছে, সব প্রযুক্তির পেছনেই কাজ করছে। পুরনো কিছু প্রযুক্তিকে নতুন করে ঢেলে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে ক্লাউডে। বর্তমানের অধিকাংশ ক্লাউড আসলে খুব বড় আকারের ডেটা সেন্টার, যেখানে হাজার হাজার সার্ভার র্যাকে করে সাজানো থাকে, লাখ লাখ ডলার খরচ করে তাদের ঠা-া রাখতে হয়। কিন্তু এই হাজার হাজার সার্ভার দিয়ে অজস্র ক্লায়েন্টের জটিল সব সমস্যার সমাধান অনেক সহজে করা চলে। ক্লাউড কোন নির্দিষ্ট টেকনোলজি নয়, বরং এটা একটা ব্যবসায়িক মডেল। অর্থাৎ ক্লাউড কম্পিউটিংয়ে কিছু নতুন-পুরনো প্রযুক্তিকে একটি বিশেষভাবে বাজারজাত করা হয় বা ক্রেতার কাছে পৌঁছে দেয়া হয়। যেসব ক্রেতার অল্প সময়ের জন্য কম্পিউটার দরকার বা তথ্য রাখার জায়গা দরকার, কিন্তু এই অল্প সময়ের জন্য কম্পিউটার কেনার পেছনে অজস্র টাকা খরচের ইচ্ছা নেই, তারা ক্লাউডের মাধ্যমে ক্লাউড সেবাদাতাদের কাছ থেকে কম্পিউটার বা স্টোরেজ স্পেস ভাড়া নেন।
বর্তমান সময়ে ক্লাউড কম্পিউটিং সংক্রান্ত একাডেমিক গবেষণা কিংবা ক্লাউডের ব্যবসায় থাকা অনেকের কথা শুনলে মনে হয়, কম্পিউটিংয়ের জগতের সব সমস্যার সমাধানই হলো ক্লাউড কম্পিউটিং! বাস্তবে কি তাই? আসলেই কি ক্লাউড কম্পিউটিং আমাদের সব সমস্যার সমাধান করে দেবে? ২০০৮ সালে নানা কোম্পানির আড়াই শ’ চীফ টেকনিকাল অফিসার অর্থাৎ কারিগরি বিভাগের প্রধান কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন ক্লাউড কম্পিউটিং ব্যবহার করায় তারা অনীহা দেখাচ্ছে। জবাবটা মোটামুটি সুস্পষ্ট ছিল, প্রায় তিন-চতুর্থাংশ তথা ৭৫% চিন্তিত ছিলেন নিরাপত্তা নিয়ে, এর কাছাকাছি শতাংশের ভয় ছিল সার্ভিসের মান এবং চালু থাকার নিশ্চয়তা নিয়ে। ক্লাউড ব্যবহারের মূল সমস্যাটা হলো ডেটা বা তথ্য অথবা প্রোগ্রাম বা এপ্লিকেশনের ওপর নিয়ন্ত্রণ না থাকা। ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা (যেমন আমাজন, গুগল) চায়না যে ক্লায়েন্ট অর্থাৎ ব্যবহারকারীরা জানুক ক্লাউডের ভেতরে কোথায় কী হচ্ছে, কীভাবে তথ্য সংরক্ষণ করা হচ্ছে বা কার কার হাত ঘুরে তথ্য সংরক্ষিত/প্রসেস হচ্ছে। আর কোথায় কীভাবে তথ্য রাখা হবে ইত্যাদি ক্লায়েন্টরা অনুরোধ করতে পারে, কিন্তু একবার ক্লাউডের কাছে তথ্য পাঠিয়ে দেয়ার পরে তা নিয়ে কী হচ্ছে, তা বোঝার সহজ কোনো উপায় ক্লায়েন্টদের থাকেনা।
এই ব্যাপারটা, অর্থাৎ ক্লাউডের ব্ল্যাক বক্স বৈশিষ্ট্য (কম্পিউটার বিজ্ঞানের পরিভাষায় নষধপশ নড়ী মানে হলো বাইরে থেকে ভেতরে দেখা যায় না কী হচ্ছে না হচ্ছে, এমন সিস্টেম) ক্লাউড ব্যবহারের সব সমস্যার মূল।
ক্লাউড সার্ভিস প্রোভাইডার খুব বিশ্বাসী, সুনাম সম্পন্ন কোম্পানি হতে পারে, কিন্তু আপনার খুব জরুরী ও গোপনীয় তথ্য তার কাছে নিরাপদে আছে কি না, তা নিশ্চিত করার উপায় নাই বললেই চলে। এই ব্ল্যাক বক্স স্বভাবটিকে এড়িয়ে যাবার উপায়ও নাই, ক্লাউডের ভিতরের সব খবর সবার কাছে বলে দিলে বাইরের শত্রুরা আরো সহজে সব আক্রমণ চালাতে পারবে। আপনার তথ্য যদি ক্লাউডে রাখেন সরাসরি, তাহলে সেই তথ্যের গোপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে। তথ্য ক্লাউডে পাঠানোর পরে সেই তথ্য বা আপনার ফাইল শেয়ার্ড হার্ড ডিস্কে রাখা হয়। সেখানে সেই তথ্য ক্লাউড প্রোভাইডার নিজেই পড়ে ফেলতে পারে, অথবা ক্লাউড প্রোভাইডারের অসাধু কর্মচারী ( যেমন সিস্টেম এডমিনিস্ট্রেটরেরা) পড়ে ফেলতে পারে। অথবা ক্লাউডের ডেটা সেন্টারে ঢুকে পড়া হ্যাকারেরা ডিস্ক থেকে সেই তথ্য চুরি করতে পারে।
ক্লাউড হলো অনেকটা হোটেলের মতো। যে কেউ টাকা দিলেই রুম ভাড়া নিতে পারে। ফলে চোর-বাটপারদের আর কষ্ট করে পাঁচিল ডিঙাতে হয়না, তারা রীতিমত প্রকাশ্য দিবালোকেই ঢুকতে পারে ভিতরে, আর গাঁড়তে পারে আস্তানা আপনার পাশের রুমেই। আর সেখানে বসে দেয়ালে কান পেতে আপনার কথা শোনার চেষ্টা করতে পারে, কখন ঘরে আসেন যান বা আপনার ঘরে কে আসে যায়, এসব ড্যাব ড্যাব করে বসে দেখতে থাকতে পারে। আর প্রথম সুযোগেই দুই রুমের মাঝের দরজা ভেঙে ঢুকে পড়ে চুরি করতে পারে আপনার মাল সামানা। এমনকি, রুমে ঢুকতে না পারলেও পেতে পারে অনেক খবর।
ইন্টারনেট সার্ভার রুম।
Monday | 14:30 - 19:00 |
Tuesday | 14:30 - 19:00 |
Wednesday | 14:00 - 19:00 |
Thursday | 14:30 - 19:00 |
Saturday | 14:00 - 19:00 |
Sunday | 14:00 - 19:00 |
The best educational institution in Bogra, Bangladesh under the National Curriculum in English from
শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও
School
A Center For Creative Learning