
Govt. BM College, Barisal
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Govt. BM College, Barisal, College & University, Govt. BM Collge, Barishal.
Operating as usual


সরকারি ব্রজমোহন কলেজের বাংলা নববর্ষ ১৪৩১ বরণ। অনুষ্ঠানমালায় ছিল মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১-২০২২
প্রথম ধাপ রচনা প্রতিযোগিতা॥
মহা সমারোহে উদযাপিত হল সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল এর সরস্বতী পূজা ২০২০। ২১টি বিভাগের আলাদা পুজা, একাদশ-দ্বাদশ, ৪টি হোষ্টেল এবং কেন্দ্রীয় পূজাসহ মোট ২৭টি পূজা যার ২৩টি পূজাই পাশাপাশি। সাথে সাথে অনুষ্ঠিত হয় তিনটি সাংস্কৃতিক অনুষ্ঠান যা কলেজের ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার, অধ্যক্ষ এবং প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ মহোদয়ের পৃস্ঠপোষকতায় জনাব মোঃ আলআমিন সরোয়ার, সম্পাদক, শিক্ষক পরিষদ এর সার্বিক সহযোগিতায় জনাব তপন কুমার সাহা কেন্দ্রীয় কমিটিতে, জনাব মনোজ হালদার বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে, জনাব বিলাস মল্লিক কবি জীবনানন্দ দাস হলে এবং ড. সঞ্জয় কুমার দাস সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে আহবায়কের দায়িত্ব পালন করেন। তাছাড়া জনাব বিকাশ কুসুম দাস প্যান্ডেল সমন্বয়ে জনাব সনজয় কুমার বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকবৃন্ধ বিভিন্ন দায়িত্বে অত্যন্ত তৎপর ছিলেন।

সরকারি বিএম কলেজ কর্তক মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন।

A seminar held on "Career Excellence" of Accouting in Captain Mohiuddin Jahangir Auditorium. Organised by Department of Accounting with the help of ICAB and Accounting Alumni Association Govt. BM College.

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল কর্তৃক আয়েজিত অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরি।
মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ কর্মসূচি
bmcollege.gov.bd
bmcollege.gov.bd

মহান বিজয় দিবস প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। আজ ব্যবসায় প্রশাসন ভবন মাঠে প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার, অধ্যক্ষ মহোদয়ের উদ্বোধনের মধ্যদিয়ে সকাল ১১ টায় হিসাববিজ্ঞান ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের মধ্যে শুরু হয় খেলাটি। টস জিতে মাঠের ইতিহাসে সর্বোচ্চ রানধারী(১০ ওভারে ১৬৯) দল প্রফেসর রুবীয়া বেগম এর পৃষ্ঠপেষকতায় ও সহকারী অধ্যাপক জনাব মনোজ হালদারের পরিচালনায় এবং খায়রুল হাসান সৈকত এর অধিনয়কত্বে হিসাববিজ্ঞান ব্যাটিংএর সিদ্ধান্ত নিয়ে ১০ ওভারে ১০৪ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেয়। জবাবে অপর যোগ্য ফাইনালিস্ট মৃত্তিকাবিজ্ঞান প্রথমে মো: সাইফুল ইসলাম এর দুরন্ত ব্যাটিং জাদুতে হিসাববিজ্ঞান বিভাগের খেলোয়ারদের মারাত্মক চাপে ফেলে। কিন্তু আকস্মিকভাবে কামরুল আলম তানিমের বিধ্বংশী বোলিং(১ওভারে ৪উইকেট) খেলার মোড় ঘুরিয়ে দেয় ফলে হিসাববিজ্ঞান ১০ রানে জয়লাভ করে কাপ অর্জন করে। তানিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। বিজয় দলের অন্যান্য খেলোয়ারা হল রাসেল, সঞ্জয়, নিয়ন, আকাশ, হিরন, সিরাজ, জিতু, পাপ্পু, দিদার সজিব ও আরিফ।
একাডেমিক ক্যালেন্ডার অনার্স্ ৪র্থ্ বর্ষ্ (শিক্ষাবর্ষ্ ২০১৩-২০১৪)
http://bmcollege.gov.bd/uploadfile/IMG_20170608_0001.pdf
অনার্স্ ১ম বর্ষ্ নির্বাচনী পরীক্ষা ২০১৭ এর সময়সূচি
http://bmcollege.gov.bd/uploadfile/IMG_20170608_0003.pdf
পবিত্র রমজান উপলক্ষে ক্লাশ বন্ধ
http://bmcollege.gov.bd/uploadfile/IMG_20170608_0007.pdf

বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২০১৭ উদযাপন।

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল'র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬। প্রধান অতিথি ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসি, অতিরিক্ত সচিব(কলেজ), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি প্রফেসর মু. জিয়াউল হক, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, প্রফেসর মেহোম্মদ ইউনুস, পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চল। উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ্ব, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ্ব ও অন্যান্ন অতিথিবৃন্দ্ব। সভাপতি: প্রফেসর স. ম. ইমানুল হাকিম, অধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Govt. BM Collge
Barishal
8200