
ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্ব নিয়মিত ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা ২০২৩ এর সংশোধিত সময়সূচি।
রুটিন PDF লিংকঃ https://shorturl.at/glosX
"প্রযুক্তির জন্য এসো প্রবৃদ্ধির জন্য বেড়িয়ে যাও,
পড় তোমার প্রভুর নামে,যিনি তোমাকে সৃষ্টি করেছেন" Faculties and departments:
1. Civil Technology
2.
Computer Science & Technology
3. Electrical Technology
4. Electronics Technology
5. Electro-Medical Technology
6. Mechanical Technology
7. Power Technology
Operating as usual
ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্ব নিয়মিত ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা ২০২৩ এর সংশোধিত সময়সূচি।
রুটিন PDF লিংকঃ https://shorturl.at/glosX
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য জব ফেয়ার-২০২৪।
🗓তারিখঃ ২৯ এপ্রিল ২০২৪ খ্রি., সোমবার
🗞🗞স্থানঃ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর খেলার মাঠ
⏰⏰সময়ঃ সকাল ০৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
জরুরী নোটিশঃ
শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন।
✅আগামী ২৮/০৪/২৪ তারিখ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকব।
জব ফেয়ার সংক্রান্ত নোটিশ
🎤🎤জরুরী নোটিশ🎤🎤
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সকল সেশনের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল স্টুডেন্টদের রেজিস্ট্রেশন কার্ডে ছবির সমস্যা রয়েছে বা পরিবর্তন হয়েছে, সে সকল ছাত্র-ছাত্রীদের রেজিস্টার শাখায় অতি দ্রুত যোগাযোগ করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
"২৬/০৩/২০২৪ইং তারিখ পর্যন্ত এন্ট্রি ফরম পূরণ (ফরম ফিলাম) না করা শিক্ষার্থীদের তালিকা"
অত্র প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চলতি ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের যে সকল নিয়মিত শিক্ষার্থী ২৬/০৩/২০২৪ইং তারিখ বিকাল: ৫.০০ ঘটিকা পর্যন্ত ফরম ফিলাপের টাকা অন-লাইন বা অফ-লাইনে জমা দেয় নাই তাহাদের রোল নম্বর নিম্নে প্রদত্ত হইল। উল্লিখিত শিক্ষার্থীদের আগামী ২৭/০৩/২০২৪ইং তারিখ বিকাল: ৪.৩০ ঘটিকার মধ্যে রেজিস্ট্রার সেকশনে (কক্ষ নং-২১৭) টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল। উল্লেখ্য, টাকা জমা দেওয়া সত্ত্বেও অত্র তালিকায় রোল নম্বর পরিলক্ষিত হইতে টাকা জমার প্রমানকসহ একই সময়ের মধ্যে রেজিষ্ট্রার সেকশনে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া গেল। অন্যথায়, পরবর্তীতে কোন আপত্তি গ্রহনযোগ্য হইবে না।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর ১ম পর্বের ছাত্র/ছাত্রীরা ট্যাপ অ্যাপে এখনো যে সকল শিক্ষার্থী টাকা আজ ২১.০৩.২০২৪ ইং বেলা ২ ঘটিকার পূর্বে পরিশোধ করেনি নিম্নে তাদের তালিকা প্রকাশ করা হলো।
বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট এর অনিয়মিত সকল ছাত্র ছাত্রীদের জন্য।
"পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা" (পর্বমধ্য পরীক্ষা-২০২৪)
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর যে সকল শিক্ষার্থীদের হাজিরা সন্তোষ জনক নয়, তারা অনলাইনে টাকা জমা দিতে পরবেন না
(অনলাইনে টাকা জমার জন্য রোল সার্সে আসবে না)
উক্ত শিক্ষার্থীদের টাকা জমাদানের জন্য প্রতিষ্ঠান বা সাপোর্ট সেন্টারে কোন ধরনের ফোন কল না করার নির্দেশ প্রদান করা হয়েছে।
**উক্ত শিক্ষার্থীদের সরাসরি প্রতিষ্ঠানে এসে ফর্ম ফিলাপের টাকা জমা দিতে হবে।
"৫ম পর্ব ইলেকট্রনিক্স ও পাওয়ার টেকনোলজির পর্বমধ্য পরীক্ষার সংশোধিত সময়সূচি"
বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
১ম, ৩য়, ৫ম এবং ৭ম পর্বের পর্বমধ্য পরীক্ষার রুটিন-২০২৪
" পর্বমধ্য পরীক্ষা সংক্রান্ত জরুরী নোটিশ "
এতদ্বারা বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের নিয়মিত (প্রবিধান-২০২২ ও ২০১৬ ভূক্ত) সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, তাহাদের পর্বমধ্য পরীক্ষা আগামী ২৪/০৩/২০২৪ইং তারিখ হইতে আরম্ভ হইবে এবং উক্ত পরীক্ষার সময়-সূচী পরবর্তীতে প্রকাশ করা হইবে।
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন" এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫/০৩/২০২৪ইং তারিখ বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হইবে। উক্ত পরীক্ষার প্রস্তুতি ও সিট প্ল্যান অনুযায়ী আসন বিন্যাসের জন্য আগামী ১৪/০৩/২০২৪ইং তারিখ শুধুমাত্র একাডেমিক পাঠদান স্থগিত থাকিবে। তবে, ফরম ফিলাপ সংক্রান্ত কার্যক্রমসহ অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকিবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মে_ জুন, ২০২৪ মাসে অনুষ্ঠিতব্য পরীক্ষার ফরম ফিলাপের বিজ্ঞপ্তি
এতদ্বারা অত্র ইন্সটিটিউটের সকল নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামী ০৬/০৫/২০২৪ইং তারিখ হইতে অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্ব, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ও ৭ম পর্ব এবং অন্যান্য অনিয়মিত সকল পর্বের সমাপনী পরীক্ষার এন্ট্রি ফরম (ফরম ফিলাপ) পূরণের তারিখ আগামী ১২/০৩/২০২৪ইং তারিখ হইতে ২১/০৩/২০২৪ইং তারিখ পর্যন্ত নির্ধারন করা হইয়াছে। তবে, ৩০০/-(তিনশত) টাকা বিলম্ব ফিঃ প্রদান পূর্বক আগামী ২৪/০৩/২০২৪ইং পর্যন্ত এন্ট্রি ফরম পূরন (ফরম ফিলাপ) করা যাইবে। এন্ট্রি ফরম পূরণের টাকা জমা দেওয়ার পর ২৮/০৩/২০২৪ইং তারিখ স্ব স্ব বিভাগে উপস্থিত হইয়া প্রিন্টআউট ফরম স্বাক্ষর করিতে হইবে।
“বিশেষ জরুরী নোটিশ”
১ম, ৩য়, ৫ম এবং ৭ম পর্বের নিম্নের তালিকাভুক্ত শিক্ষার্থীদের ক্লাসের হাজিরা সন্তোষ জনক না থাকায় তাদেরকে পর্ব মধ্যে পরীক্ষা ও ফর্ম ফিলাফ থেকে বিরত রাখা হল।
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষক/কর্মচারীর (খন্ডকালীনসহ) অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন পবিত্র রমজানে ক্লাস চলাকালীন দিনগুলিতে উভয় শিফটের পাঠদানের সময়সূচী নিম্নরুপ পরিবর্তন করা হইল।
ডিপ্লোমা_ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
ডিপ্লোমা_ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত।
রেজাল্ট লিংকঃ
" জরুরী বিজ্ঞপ্তি "
এতদ্বারা বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম পর্বের (উভয় শিফট) ভর্তি হওয়া শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আসন্ন পর্ব সমাপনী পরীক্ষার এন্ট্রি ফরম (ফমর ফিলাপ) পূরনে তারিখ অতি শীঘ্রই ঘোষনা করা হইবে। সে মোতাবেক ১ম পর্বের (উভয় শিফট) ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের উক্ত পরীক্ষার ফিঃ সমূহ অন-লাইন ব্যাংকিং সেবা" TAP (Trust Axiata Pay)" এর মাধ্যমে জমা নেওয়া হইবে। অবশ্যই। নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে উক্ত ফিঃ পরিশোধের নিমিত্তে জরুরী ভিত্তিতে ১ম পর্বের সকল শিক্ষার্থীকে উল্লিখিত অন-লাইন। ব্যাংকিং সেবা" TAP (ট্যাপ)" এ হিসাব খোলার জন্য নির্দেশ দেওয়া গেল (হিসাব খোলার নিয়মাবলী সংযুক্ত)।
আন্ত:ক্রীড়া ও বহি:ক্রীড়া ও সাহিত্য -সংস্কৃতি প্রতিযোগিতা সময়সূচি।
আন্ত: ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ক নোটিশ ও সময়সূচি।
প্রতিষ্ঠানে আবস্থানকালীন সময়ে শিক্ষার্থীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান এবং আইডি কার্ড সাথে রাখার বিষয়ে জরুরী নোটিশ
নিম্ন তালিকাভুক্ত শিক্ষার্থীদের কে আগামী ১২/০২/২৪ ইং তারিখের মধ্যে পিতা/ মাতাকে নিয়ে বিভাগীয় প্রধান এর সামনে ক্লাসে অনুপস্থিতির কারণ লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ প্রাদান করা হল।
"টিউশন ফিঃ জমা দানের সময় বৃদ্ধির নোটিশ"
এতদ্বারা বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের ৩য়,৫ম ও ৭ম পর্বের (উভয় শিফট) নিয়মিত শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র প্রতিষ্ঠানের স্মারক নংঃ বপই/একা/১৬৮৬ তারিখঃ ২৪/১২/২০২৩ইং মোতাবেক ০৬/০২/২০২৪ইং তারিখের মধ্যে চলতি পর্বের টিউশিন ফিঃ অন-লাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হইয়াছেল। উক্ত সময়ের মধ্যে যে সকল শিক্ষার্থী টিউশন ফি জমা দিতে ব্যর্থ হইয়াছে- তাহাদিগকে আগামী ১৪/০২/২০২৪ইং তারিখের মধ্যে টিউশন ফি জমা দানের জন্য পূণরায় নির্দেশ দেওয়া হইল। উক্ত তারিখের মধ্যে উল্লিখিত টিউশন ফিঃ জমা দিতে ব্যর্থ হওয়া শিক্ষার্থীকে আসন্ন পর্বমধ্য পরীক্ষায় অংশ গ্রহন হইতে বিরত রাখা হইবে এবং পরবর্তীতে ৩০০/-(তিনশত) টাকা বিলম্ব ফিঃসহ টাকা আদায়ের ব্যবস্থা গ্রহন করা হইবে।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ফেইসবুক পেইজ কর্তৃক নতুন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি হেল্প ডেস্ক খোলা হলো- পেইজে সরাসরি মেসেজের মাধ্যমে ভর্তি সম্পর্কিত তথ্য পাবেন।
বিদ্রঃ BTEB যখন ভর্তির নোটিশ প্রদান করবে সে থেকে আমাদের হেল্প ডেস্ক থেকে ভর্তি সম্পর্কিত তথ্য প্রদান করা হবে। এর পূর্বে বেসিক জিজ্ঞাসা করা যাবে।
Faculties and Departments:
1 Civil Engineering
2 Electrical Engineering
3 Computer Engineering
4 Electronics Engineering
5 Power Engineering
6 Mechanical Engineering
7 Electro-Medical Engineering
8 Tourism & Hospitality Management
Monday | 20:00 - 17:00 |
Tuesday | 08:00 - 17:00 |
Wednesday | 08:00 - 17:00 |
Thursday | 08:00 - 17:00 |
Saturday | 08:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
University of Global Village (UGV), the first private university in southern part of Bangladesh (Bar
সুন্নতে নববীর পূর্ণ আদর্শে ছাত্রদেরক
আসুন সুদ ঘুষ কে না বলি, হালাল পথে ব্যাবসা করি। পুজি ছাড়া ব্যাবসা শিখতে লাইক দিয়ে সাথেই থাকুন।
placed on 1970
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের অপ্রকাশিত ছোট গল্প শেয়ারের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম
Barisal Information Technology College (BITC) COURSE : CSE (Bsc In Computer Science & Engineering) BBA (Bachelor Of Business Administration)