Linkers in Barishal University

Linkers in Barishal University

Share

This is the page of Barishal University's Students. From this page we communicate and know the day by day news of our university.

In future it will be our most effective communication medium.

Operating as usual

02/02/2025

এতো দিন রিমোট জব দেখেছি, এবার প্রথম রিমোট হরতাল দেখবো 😁😁

01/02/2025
01/02/2025

wtf!

31/01/2025

ববির নতুন ডিপার্টমেন্ট : Abdul Aziz Department of Economics 👀

( Don't take it seriously)

27/01/2025

✨ 🌟 ক্যাম্পাস ফটো কনটেস্ট ২০২৫ 🌟 ✨

📸 আপনার সৃজনশীলতা প্রকাশ করুন – ক্যাম্পাসের সেরা মুহূর্তগুলো বন্দি করুন!

---

🎯 নিয়মাবলী ও শর্তাবলী:

📌 ১. যোগ্যতা:
🎓 শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

📌 ২. ছবি জমা দেওয়ার শর্তাবলী:
📷 ছবি অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলা হতে হবে।
📷 একজন সর্বোচ্চ ২টি ছবি জমা দিতে পারবেন।
📷 ছবি অবশ্যই মূল এবং স্বত্বাধিকারী ব্যক্তির হতে হবে। কপিরাইট করা বা অন্যের ছবি গ্রহণযোগ্য নয়।
📷 ছবি হতে হবে JPEG/PNG ফরম্যাটে এবং উচ্চ রেজোলিউশনে।

📌 ৩. এডিটিং শর্ত:
✨ সামান্য এডিট (উজ্জ্বলতা, কনট্রাস্ট) করা যেতে পারে।
❌ অতিরিক্ত এডিটিং বা ডিজিটাল ম্যানিপুলেশন কঠোরভাবে নিষিদ্ধ।

📌 ৪. জমা দেওয়ার প্রক্রিয়া:
📩 আপনার ছবি জমা দিন নিচের তথ্যসহ:

পূর্ণ নাম

বিভাগ

ব্যাচ

👉 জমা দিন আমাদের ইমেইল [email protected]
অথবা লিংকার্স বরিশাল ইউনিভার্সিটি ফেসবুক পেইজে।

📌 ৫. প্রদর্শনী:
🌟 নির্বাচিত ছবি আমাদের প্ল্যাটফর্মে আপনার নামসহ প্রকাশিত হবে।

📌 ৬. পুরস্কার:
🏆 সর্বোচ্চ রিচ এবং মানের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ! সোস্যাল মিডিয়া রিচ এবং জাজমেন্টাল টিমের রেজাল্ট এর উপর ভিত্তি করে বিজয় ঘোষণা করা হবে। (🎯সোস্যাল মিডিয়া রিচের উপর ৪০ % মার্ক)

🥇 ১ম স্থান: 🎖আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ স্বীকৃতি।
🥈 ২য় স্থান: 🎖আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ স্বীকৃতি।
🥉 ৩য় স্থান: 🎖আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ স্বীকৃতি।

📌 ৭. অন্যান্য শর্তাবলী:
✔ ইভেন্ট টিম যে কোনো ছবি গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
✔ জমা দেওয়া ছবির ব্যবহারের অধিকার ইভেন্ট আয়োজকদের থাকবে।
📌 ৮. ডেডলাইন :
⏱️ ১৪ ই ফেব্রুয়ারী ২০২৫ রাত ১১.৫৯ মিনিট ---

🔍 বরিশাল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য আপনার লেন্সে তুলে আনুন এবং শেয়ার করুন আমাদের সাথে ।

🎥 তাই আর দেরি নয় – এখনই অংশ নিন!
আপনার সেরা ছবি পাঠান এবং স্মৃতিগুলো অমর করে তুলুন।

🌿 #

26/01/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের সংঘর্ষ মানে?

কলেজ তো ছয়টা ভাই, তিতুমীর তো বিশ্ববিদ্যালয় এখন.....

23/01/2025

ক্যাপশন: ভালোবাসায় আলোকিত বরিশাল বিশ্ববিদ্যালয় গেট
নাম: মো: রাকিবুল ইসলাম
বিভাগ: সমাজবিজ্ঞান
ব্যাচ : ১৩ তম

21/01/2025

ঠিকাছে?😎

19/01/2025

প্রিয় বন্ধুরা,

আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমাদের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা ইসলাম এর ছোট ভাই গুরুতর আহত হয়েছে, তার চিকিৎসার জন্য ১০-১২ লক্ষ টাকা দরকার কিন্তু সে অনেক অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছি।
এই কঠিন সময়ে, আমরা আপনাদের সহযোগিতা এবং সমর্থন কামনা করছি।

যে কেউ সাহায্য করতে চান, তারা 01834342236( Bkash/ nagad /rocket)এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন। আপনাদের সামান্য সহযোগিতাও তার জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

আপনাদের সহমর্মিতা এবং ভালোবাসার জন্য আগাম ধন্যবাদ।
পদার্থবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ
বরিশাল বিশ্ববিদ্যালয়

18/01/2025

সরকার জুলাই-আগস্টে নিহত হওয়া ৮৩৪ জনের গ্যাজেট প্রকাশ করেছে। মানে এই ৮৩৪ জন ভ্যারিফায়েড। এরা কবে, কোথায়, কখন কিভাবে মারা গেছে সব কিছুর রেকর্ড আছে। আরো হত্যাকান্ড ভেরিফিকশনের কাজ চলছে। যেগুলো শেষ হতে সময় লাগবে। আশংকা করা হচ্ছে এই সংখ্যা ১৫০০ ছাড়িয়ে যাবে।

এর মধ্যে যদি রাতের অন্ধকারে বেওয়ারিশ লাশের দাফন, গনকবর, মৃতদেহ পোড়ানোর হিসাব আনা হয় তাহলে জুলাই আগস্টে আওয়ামী লীগ, পুলিশ আর বিডিআর কর্তৃক নিহত মানুষের সংখ্যা ২,০০০ হয়ে যাবে।

একজন ৮০ বছর বয়স্ক মহিলা মানুষ জাস্ট ক্ষমতায় থাকার জন্য তার নাতী-নাতনী বয়সীদের বুকে উন্মাদের মত গুলি চালিয়ে ২ সপ্তাহে এতগুলো মানুষ মেরে ফেলতে পারে এরকম নজির পৃথিবীতে আর একটাও আপনি দেখাতে পারবেন না।

আওয়ামী লীগের রাজনীতি করে এরকম কারো কাছ থেকে এই হত্যাকাণ্ড নিয়ে কোন অনুশোচনা বা দুখ:বোধ দেখি নাই। বরং আফসোস দেখছি যে, আরো দশ হাজার মানুষ মেরেও হাসিনা কেন ক্ষমতায় থাকতে পারলো না।

এটা একেবারে তৃনমুল কর্মী থেকে কেন্দ্রীয় নেতা সবার মধ্যে এই অনুভূতি দেখছি। এগুলোতে আসলে এখন আর অবাক হই না। কারন, তারা তো আসলে মানুষ না, আওয়ামী লীগ। সো ইট ইজ এক্সপেক্টেড।

বাট, আমার অবাক লাগে আমার ফ্রেন্ডলিস্টে থাকা আওয়ামী সমর্থকদের দেখলে। এখনো হাসিনা ফিরে আসবে এই পোস্টে তারা লাভ দেয়, হাসিনার হুমকি-ধামকি দেয়া পোস্টে তারা লাভ দেয়, শহীদদের নিয়ে করা ভিডিও, ডকুমেন্টরি বা পোস্টে হা হা রিয়েক্ট দেয়।

হাসিনার ফ্যাসিবাদের সিম্বল ধানমন্ডি-৩২ এর বাড়ি পোড়ানো নিয়ে তাদের ক্ষোভ, ঘৃনা, রাগ চোখে পড়ে বাট হাসিনার পুলিশ কর্তৃক লাশের স্তুপে আগুন ধরায় দেয়া তাদের মনে কোন ভাবান্তর ঘটায় না, কোন নিন্দা-ঘৃনা তারা জানায় না।

এরা কিন্তু কেউ গ্রামে বা বস্তিতে বসবাসরত আওয়ামী লীগের অশিক্ষিত তৃনমুল কর্মী না। এরা ম্যাক্সিমাম খুবই হাইলি কোয়ালিফাইড। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ দেশের বাইরে পড়াশোনা করছে বা চাকরি করছে। স্টিল তাদের এডুকেশন তাদেরকে ন্যায়-অন্যায় শেখাতে পারে নাই।

মাঝে মাঝে আমি সত্যি ফিল করি, আওয়ামী লীগ সমর্থন করলেই কি তাদের মধ্যে একটা জেনেটিক্যাল বা বায়োলজিক্যাল বা নিউরোলজিক্যাল পরিবর্তন এসে যায়? এতটা বোকা**দা হওয়া কিভাবে সম্ভব?

Ahmed Sadib

18/01/2025

😜

17/01/2025

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি হবে
যদি মান পরিবর্তন না করতে পারো!!!
ফ্যাসিস্টরাও শুধু নাম বদলাতো,মান না....

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

😜
শীতের মৌসুমে যেন নব প্রাণ সঞ্চারিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।  চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত।  গান, গল্প, এবং খেলাধুলায় ...
এরা এইসব প্রচারের সময় বুঝতে পারেনা যে এদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করছে?আর এদের দেখে এখান থেকে অনেকেরই শিক্ষা নেওয়ার ব্যাপ...
Speechless🥹
😁
এইটা কে? 😅 ভাই এতোদিন কই ছিলো?
😞
বাংলাদেশ ঢুকার চেষ্টা ।🥴 এ সময় বি এস এফ সৈনিকরা তাদের কে বাধা প্রদান করেন।
কোনো এককালে নাকি এখানে "ওয়ারফেজ" আসছিলো 🥱
যতটা না ধার্মিক তার চেয়েও বেশি রাজনৈতিক 🤦‍♂️
কি বলো বান্ধবীরা? 🐸

Location

Website

Address

University Of Barishal
Barishal
8200