
ইলমে আত্মশুদ্ধিতে মারেফত
আমি বিজাত নই তোমারই জাত। আজ গুণ হারিয়ে গুরুত্বহীন-তুমি স্বাধীন আমি পরাধীন-অবশ্যয়ই একসাথে ছিলাম একদিন
Operating as usual


★ বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রা:) যেদিন জন্মগ্রহন করেন,সেদিন তাঁর বরকতময় জন্মভূমি জীলান নগরীতে এগারশ শিশুর জন্ম হয়।🥰
✅ সবচেয়ে অবাক করা বিষয় হলো - তাদের সবাই ছেলে সন্তান ছিল এবং সবাই আল্লাহর ওলী হয়েছিলেন।😊🥰
সুবহানআল্লাহ🤲🤲🤲

আমি সে গলি(দরবারে মুস্তফা ﷺ)'র ভিখারী ,
যেখানে রাজা বাদশাহরাও ভিক্ষুকের মতো ঘুরে বেড়ায়..

পেটের শূন্যতার মধ্যে লুকিয়ে আছে মাধুর্য।
- মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)।

যিনি মানুষ হয়ে গেছেন,
তিনিই মানুষের থেকে দূরে চলে গেছেন।

যদি দয়ালের ভাবে নিজের ভাব মিশাতে পারো"
"তবেই তুমি উত্তম মানুষ রুপে গন্য হবে""""

ইয়া মওলা আলী আঃ🙏😭🙏
হে অকৃতজ্ঞ মুনাফিক মুসলিম জাতি
কেন তোরা ধংস হবি না,,,,
কেন আজকে মুসলিম জাতি নির্যাতিত
হবে না,,,,,,,
আজকে তো অবশ্যই মুসলিম জাতি
নির্যাতিত নিপীড়িত অবহেলিত
ধ্বংসিত হবেই,,,,,,
পৃথিবীতে কি এমন কোন জাতি আছে
জারা নিজের ধর্মের পথপ্রদর্শকে হত্যা
করে?? এমনকি তার বংশধরদের পর্যন্ত
হত্যা করে পৃথিবী থেকে মুছে ফেলার
চেষ্টা করে????
কিন্তু এই মুসলিম জাতি তা করে নিজেদের
ধ্বংস ডেকে নিয়ে এসেছে,,,,
এমনকি মুসলিম জাতির পথপ্রদর্শকে
সরিয়ে নিজে নিজে ক্ষমতায় মুসলিম জাতিকে
ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে,,,,
যেই মাওলা আলী আঃ এর ব্যাপারে নবী পাক
বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা
আরো বলেছেন আমি জ্ঞানের শহর আর এই শহরে ঢোকার দরজা হযরত আলী
সেই জ্ঞানের সম্রাট কে হত্যা করে,,,,,
মূর্খ জাহেলের হাতে এই ইসলাম ধর্ম পরিচালিত
হয়েছে, তাহলে আজক মুসলিমদের
এই করুন অবস্থা হবে না কেন ????
এই রকম মুনাফিক আজও পৃথিবীতে
শাসন করছে, এই পৃথিবীতে এখন ৭৩ ভাগ
মুসলিমের মধ্যে ৭২ ভাগ মুসলিম মুনাফিক,,,,
তাই হে মুমিন এই ৭২ দল মুনাফিকদের সঙ্গে
নিজেকে মিশিয়ে ফেলো না
নবীজি যেই আহলে বায়াতকে ধরে রাখতে
বলে গেছেন তাদের দ্বারে যাও ও তাদের শক্ত করে ধরে রাখো তাহলেই তুমি একদল জান্নাতির মধ্যে থাকতে পারবে,,,, 🙏😭🙏
নারায়ে হায়দারী ইয়া মাওলা আলী আঃ🙏😭🙏

সুফী শব্দের উদ্ভব
আরবি সাফা শব্দ থেকে।
সাফা ( صَفَا ) অর্থ সাফ হওয়া,
নির্মল হওয়া, সচ্চ হওয়া।
সুফী কে?
সালাত ও জাকাতের মাধ্যমে আপন নফসের কতল কর্ম দ্বারা নিজেকে সাফ/
নির্মল তথা পরিশুদ্ধ করেছে তাকে সুফী বলে।
এক কথায় দেহমনে পরিশুদ্ধ ব্যক্তিই সুফী।
দেহমনে পরিশুদ্ধ হলেই কোরানের নুর অন্তরে প্রবেশ করে। কেননা পরিশুদ্ধ তথা পবিত্রতা ব্যতীত এই নুর স্পর্শ করা যায় না- (কোরান)।
তারা প্রত্যেকেই ইলমে লাদুন্না অর্থাৎ সিনার জ্ঞান তথা রহস্য জ্ঞানের অধিকারী ছিলেন।
রহস্য জ্ঞান সকল জ্ঞানের 'জননী'।
এদের নিকট বস্তু-অবস্তু সকল কিছুর ভিতর বাহিরের জ্ঞান একাকার।
তাই তাদের কোন কেতাবি এলেমবিদের নিকট গমন করতে হয়না বরং কেতাবি এলেমগণ তাদের নিকট গমন করে থাকে শিক্ষা নেয়ার জন্য।
উদাহরণ স্বরূপ: কট্টর শরীয়তী জ্ঞানের অধিকারী মুসা নবী খিজির এর নিকট গমন করেছিলেন ইলমে লাদুন্না অর্জনের উদ্দেশ্যে তাও শর্তসাপেক্ষে!!
সুতরাং যারা ইলমে লাদুন্না তথা সিনার জ্ঞানে জ্ঞানী তারাই প্রকৃত আলেম, ওয়ারেসুল আম্বিয়া।
তারা নয়;
যারা কিতাবের জ্ঞানে জ্ঞানী!
রসুলুল্লাহ্(আ.) বলেছেন-
'আল-ইলমুল হিজাবুল আকবর'
অর্থাৎ কিতাবের জ্ঞান সিনার জ্ঞানের অন্তরায়!!

১৫ই রমজান ইমাম হাসান ইবনে আলী আল-,মুজতবা আলাইহি ওয়াসাল্লাম এর মহা শুভ বেলাদত দিবস।" হে মহান, মহানের সন্তান আপনার তরে জানাচ্ছি অসংখ্য দরুদ ও সালাম,"সাথে আহলে বাইতের সকল আশেকানদেরর জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ঈদ মোবারক।
ইমাম হাসান (আঃ)'র অসংখ্য মোজেজার মধ্যে ছোট একটি ঘটনাঃ
একদা ইমাম হাসান (আঃ )’র সাথে কোনো এক সফরে হযরত যুবাইর (রা.) তার এক পুত্র সঙ্গে ছিল। তাঁরা কোন এক খেজুর বাগানের নিকটে গিয়ে বসেন খেজুর বৃক্ষটি শুকিয়ে গিয়েছিল ইবনে যুবাইর বললেন এ খেজুর বৃক্ষটি যদি জীবিত থাকতো আমরা তা থেকে খেজুর খেতে পারতাম। হযরত ইমাম হাসান (আঃ ) বললেন, তুমি কি তাজা খেজুর খেতে ইচ্ছে করছো? ইবনে যুবাইর বললো হ্যাঁ, হযরত ইমাম হাসান দু হাত তুলে দুআ করলেন, সঙ্গে সঙ্গে খেজুর বৃক্ষটি সবুজ হয়ে যায় তাতে খেজুরও দেখা যায়। লোকেরা গাছে উঠে খেজুর ছিড়ে নিল, সবাই পেটভরে খেয়ে নিল। (শাওয়াহেদুন নবুওয়াত, পৃ: ৩০২, কারামাতে আহলে বায়তে আতহার।
আল্লাহুমা সাল্লে আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Barishal
Opening Hours
10:00 - 10:00 |