UMAR FARUQ IBNE RASEL

UMAR FARUQ IBNE RASEL

Share

গ্রাম, দক্ষিণ সাতানি 3 নং ওয়ার্ড, পোস্ট, ফরাসগঞ্জ, থানা লালমোহন, জেলা,ভোলা বিভাগ, বরিশাল

Operating as usual

05/08/2024

১৬ই জুলাই থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০০০জনের কাছ থেকে তথ্য পেয়েছি যে দেশে হিন্দি ভাষায় কথা বলা পুলিশ, বিজিবি, মিলিটারি নেমেছে। একটা সিংগেল কেইস পেলাম না যেখানে কোন সত্যতা পাওয়া গেলো। মাঝখানে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলা পুলিশ সদস্য'কে আপনাদের অনেকেই বললেন ভারতীয় ভাষায় কথা বলা পুলিশ!

আবার আজকে কে বা কাহারা প্রচার করলো সংসদ ভবনে আর গণভবনে নাকি গণকবর পাওয়া গেছে। পরে ওই স্থানে লোক পাঠিয়েও কোন লাশের সন্ধান পাওয়া যায়নি।

মধ্যরাতে রাজধানী ঢাকার বাড্ডা থানায় কিছু বিক্ষোভকারী আক্রমণ করে। নিজেদের বাঁচাতে অবরুদ্ধ পুলিশ সদস্যরা গুলিবর্ষণ করেন। সেটা কে প্রচার করা হলো র'এর আক্রমণ হিসেবে।

আজ সারাদেশে প্রায় ৪০০ পুলিশ থানায় আক্রমণ করা হয়, এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে ১৪৫ জন নিহত হন, সাভারের বাইপাইল পুলিশ থানায় অবরুদ্ধ পুলিশ সদস্যদের সেনাবাহিনীর ৬০ বেংগল উদ্ধার করতে গেলে পুলিশ আতংকিত হয়ে গুলি চালায় এতে বাংলাদেশ সেনাবাহিনীর লেঃশাহরিয়ার এবং আরো কয়েকজন সেনাসদস্য আহত হন। পরবর্তীতে পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভার সেনানিবাসে নিয়ে আসা হয়।

একটি ভিডিওতে জনৈক মহিলাকে বলতে শোনা যায় তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার করেছেন। কিন্তু ওইটা একে ৪৭ রাইফেল না, ১২গেজ শটগান, যা একে ৪৭ এর আদলে তৈরি। ছবি সংযুক্ত। আর ওই ভিডিওর ১.১৩ সেকেন্ড থেকে ১.১৮ সেকেন্ডের মধ্যে একটি পুরুষ কন্ঠকে বলতে শোনা যায় 'শটগান শটগানটা কই'।

আর যাদের কথা তিনি উল্লেখ করেছেন, ওই ব্যক্তিরা ছাত্রলীগ সদস্য যারা একটি মাইক্রোবাসে করে পলায়নরত ছিলেন, পরে সেনাসদস্যরা ওই গাড়ি মাওনা এলাকায় আটক করে।

ধন্যবাদ।
©️

05/08/2024

সাভার ক্যান্টেমেন্ট এর ভিতর RAW এর এজেন্টদের ধরে রেখেছে / গ্রেপ্তার করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী

05/08/2024

R A W এর কাজ সাবধান হোন সকলে........

05/08/2024

বাড্ডা তে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ১০৮জন অলরেডি ডেট এখনো গোলাগুলি চলছে আর্মি ভাইদের কে জানানোর জন্য অনুরোধ করছি
#বাড্ডা থানা

05/08/2024

পুলিশ বনাম সেনাবাহিনী মুখোমুখি হতে যাচ্ছে নাকি গৃহ যুদ্ধ বাঝানোর কোনো নতুন পন্ধি আকতেছে?

05/08/2024

সংসদ ভবনের সামনে থাকেন!
যেকোন মুহূর্তে আগুন লাগার সম্ভাবনা আছে!
গভীর স্বরযন্ত্র চলছে!

05/08/2024

৩০০+ মা*রা গেছে ঢাকায় এখন পর্যন্ত 🙂

05/08/2024

রাত,,৩:৩০ মি:
আজকের রাতটা খুবই ভয়ংকর, বাড্ডা উওরা লাশের মিছিল বেড়েই চলছে,এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গুলাগুলি হচ্ছে,,,জানি নাহ আবার কোন নতুন ষড়যন্ত্রে মেতে উটছে দেশ,তাই সবাই সজাগ দৃষ্টি রাখুন,,,দেশ এখনোও স্বাভাবিক হয় নি,,হে আল্লাহ আপনি দেশ ও জাতিকে রক্ষা করুন।

05/08/2024

>>>> Attention Plz

05/08/2024

প্রিয় দেশবাসী সবাই সতর্ক থাকেন আমাদের দেশকে নিয়ে বড় ষড়যন্ত্র চলছে এখন গন কভবনে আগুন লাগছে যে যেভাবে পারেন গন বাবুদের দিকে এগিয়ে যান

05/08/2024

আমরা এখনও স্বাধীন হই নি
ষড়যন্ত্র চলছে …
ভারতীয় পুলিশ বাংলাদেশ এ 🙂

05/08/2024

কিছু একটা চলছে ভিতরে ভিতরে! জনগণ চোখ কান খোলা রাখবেন! দাবার গুটি যেন উল্টে না যায় ✊

05/08/2024

ইন্ডিয়ান পুলিশ সাভার বাইপেল আমাদের অনেক ভাইকে শহীদ করে দিছে এখন সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করছে উৎসব জনতা সেনাবাহিনী সহ ঘেরাও করে রেখেছে

13/10/2023
15/08/2023

ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) বলেছিলেন-
بيننا وبينكم يومُ الجنائزِ

আমাদের এবং তোমাদের মাঝে পার্থক্য হয় জানাযার দিন। জানাযার উপস্থিতিই প্রমাণ করে কারা নন্দিত আর কারা ঘৃণিত ও নিন্দিত। কুরআনের পাখিকে আল্লাহ তায়া’লা জান্নাতে সুখে শান্তিতে রেখ আমিন।

31/03/2022

আজ মনে হয় জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছি

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#vairalvideo #reels
ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) বলেছিলেন- بيننا وبينكم يومُ الجنائزِআমাদের এবং তোমাদের মাঝে পার্থক্য হয় জানাযার দিন। জানাযার...

Location

Telephone

Website

Address


Gaimara
Barishal
8330