
১৬ই জুলাই থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০০০জনের কাছ থেকে তথ্য পেয়েছি যে দেশে হিন্দি ভাষায় কথা বলা পুলিশ, বিজিবি, মিলিটারি নেমেছে। একটা সিংগেল কেইস পেলাম না যেখানে কোন সত্যতা পাওয়া গেলো। মাঝখানে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলা পুলিশ সদস্য'কে আপনাদের অনেকেই বললেন ভারতীয় ভাষায় কথা বলা পুলিশ!
আবার আজকে কে বা কাহারা প্রচার করলো সংসদ ভবনে আর গণভবনে নাকি গণকবর পাওয়া গেছে। পরে ওই স্থানে লোক পাঠিয়েও কোন লাশের সন্ধান পাওয়া যায়নি।
মধ্যরাতে রাজধানী ঢাকার বাড্ডা থানায় কিছু বিক্ষোভকারী আক্রমণ করে। নিজেদের বাঁচাতে অবরুদ্ধ পুলিশ সদস্যরা গুলিবর্ষণ করেন। সেটা কে প্রচার করা হলো র'এর আক্রমণ হিসেবে।
আজ সারাদেশে প্রায় ৪০০ পুলিশ থানায় আক্রমণ করা হয়, এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে ১৪৫ জন নিহত হন, সাভারের বাইপাইল পুলিশ থানায় অবরুদ্ধ পুলিশ সদস্যদের সেনাবাহিনীর ৬০ বেংগল উদ্ধার করতে গেলে পুলিশ আতংকিত হয়ে গুলি চালায় এতে বাংলাদেশ সেনাবাহিনীর লেঃশাহরিয়ার এবং আরো কয়েকজন সেনাসদস্য আহত হন। পরবর্তীতে পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভার সেনানিবাসে নিয়ে আসা হয়।
একটি ভিডিওতে জনৈক মহিলাকে বলতে শোনা যায় তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার করেছেন। কিন্তু ওইটা একে ৪৭ রাইফেল না, ১২গেজ শটগান, যা একে ৪৭ এর আদলে তৈরি। ছবি সংযুক্ত। আর ওই ভিডিওর ১.১৩ সেকেন্ড থেকে ১.১৮ সেকেন্ডের মধ্যে একটি পুরুষ কন্ঠকে বলতে শোনা যায় 'শটগান শটগানটা কই'।
আর যাদের কথা তিনি উল্লেখ করেছেন, ওই ব্যক্তিরা ছাত্রলীগ সদস্য যারা একটি মাইক্রোবাসে করে পলায়নরত ছিলেন, পরে সেনাসদস্যরা ওই গাড়ি মাওনা এলাকায় আটক করে।
ধন্যবাদ।
©️