
Hatem Ali College Short Stories
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের অপ্রকাশিত ছোট গল্প শেয়ারের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম
Operating as usual

দুইটি বছর..!
একটা অধ্যায়ের শেষ হলো আজ..
এরপর জীবনের পথ গুলো বদলে যাবে..! শরু হবে জীবনের আসল লড়াই.
অনেকেই পাড়ি জমাবে নতুন শহরে! পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকতো যারা তারা ফিরে যাবে নিজেদের শহরে..কত বন্ধুর মুখ হারিয়ে যাবে. কত জনের সাথে দেখা হবে না আর কোনদিন...!
কলেজ জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে অনলাইনে-অনলাইনের যুদ্ধ
মাঠের আড্ডা, কলেজ ক্যান্টিন,মামার ঝালমুরি,কলেজ ফেস্ট,জূনিয়র সিনিয়র আড্ডা আরও কত কি.!
একটি মুহূর্ত বেঁচে থাকে একটি ক্ষনের তরে,
কিন্তু স্মৃতি থেকে যায় আবহমান কাল ধরে
আমি সাক্ষী💙
ওহে আমার প্রিয় ক্যাম্পাস, ভুলো না মোরে
বারবার যে ফিরে আসতে চায় মন
তোমারি তরে,, 🌸
সমাপ্তি-তেই ২৪
GSHACAIN
প্রেম করার বয়সে কড়া পাহারায় রেখে
বিয়ার সময় জিজ্ঞেস করে পছন্দের কেউ আছে কিনা
জিজ্ঞেস করাকে সৃজনশীল প্রশ্ন বলে,, 😁😜
সাইফা
হাতেম আলী কলেজ বরিশাল
সমাজকর্ম ডিপার্টমেন্ট
চতুর্থ বর্ষে একটি ক্যারিয়ার বিষয় সেমিনারে গিয়েছিলাম।
প্রধান আলোচক উনার আলোচনার মাঝে বলছিল,
গ্রাম থেকে যারা পড়াশোনা করেন,আর গ্রাম থেকে চাকুরি পাওয়ার আশা করেন তারা বেকুব ছাড়া আর কিছু না, এসব করা মূর্খের মতো কাজ" কথাটা শুনে চোখে জল এসে গিয়েছিল,
আমিও তো গ্রামে থাকি, সেখান থেকে পড়াশোনা করি,
এভাবে কথাটা না বললেও পারতেন তিনি,
তিনিই আমায় সেখানে নিয়ে গিয়েছিলেন,আর এভাবেই বলে দিলেন কথাটা,
আসলে মানুষ অতীত মনে রাখে না,
ঐ স্যারের বাবা এখনো গ্রামে কৃষি কাজ করেন,
স্যার বেড়াতে আসলে ছবি আপলোড করেন বাবা করা কৃষি ক্ষেত্রে এমন ক্যাপসন দিয়ে।
অথচ তিনি শহরে গিয়ে সব ভুলে যান,
এর পর থেকে আর কোথাও যাওয়া হয় না এসব সেমিনারে।
কারণ আমি গ্রামে থাকি আমাদের স্বপ্ন দেখা হারাম😭গ্রামের মানুষের পড়াশোনা করাও হয়তো খারাপ কিছু।
রিয়া,
এমএসএস শেষ পর্ব,
হাতেম আলী কলেজ বরিশাল
কলেজ থেকে স্টাডি ট্রুরে যাওয়ার সময় সকালে নাস্তার সাথে কলা দিয়েছিলো। কয়েকজন কলা পায়নি! তারমধ্যে আমাদের ব্যাচের একটা মেয়ে আমাকে বলতেছিলো- "আবির তোমার কাছে এক্সট্রা কলা হবে?"
তার জিজ্ঞাসা শুনে আমি তখন হ্যাঁ-না কিছু বলতে পারিনি।
এরপর থেকে ক্যাম্পাসে গেলেই ব্যাচমেটদের সাথে সাথে সিনিয়র আপুদের সাথে দেখা হলেই বলে উঠে "আবির তোমার কাছে এক্সট্রা কলা হবে?"
কি যে এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বারবার।
নাম প্রকাশে অনিচ্ছুক
অর্থনীতি বিভাগ
হাতেম আলী কলেজ বরিশাল
১৯-১০-২৩ ইকোনমিকস পরিক্ষা।
হলে প্রবেশ করতেই পাশে দেখলাম একজন সুন্দরী রমনীর সিট 🫣 মন প্রান উজাড় করে খাতার প্রত্যেকটা লাইনই দেখালাম।
পরিক্ষা শেষে বাহিরে এসে দেখি ওনার ইয়ে ওনার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে 🙂
এর পর থেকে সিন্ধান্ত নিলাম প্রেম করতে মন চাইলেই নিজের গালে একটা করে থাপ্পড় দিব। 🙂
( নাম প্রকাশে অনিচ্ছুক )
ব্যবস্থাপনা বিভাগ
২০২১-২২ সেশন
সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
8200