
Study tour - 13/09/2024
Department of Social Work ❤️ 🔰
সরকারি বরিশাল কলেজ(Official)
শিক্ষা সৃজনশীলতা মানবতা ।
Operating as usual
Study tour - 13/09/2024
Department of Social Work ❤️ 🔰
সরকারি বরিশাল কলেজ(Official)
সমাজকর্ম বিভাগের আয়োজিত শিক্ষা সফরে, বরিশাল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আলী হোসেন স্যারের উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি
এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার তুলে দেয়ার সময়, উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অন্যতম প্রিয় শিক্ষক, শিক্ষার্থীদের সৃজনশীলতা যিনি সব সময় অনবদ্য থাকেন আমাদের সকলের প্রিয় জনাব Salauddin Biswas স্যার (প্রভাষক) সমাজকর্ম বিভাগ।
একাদশ শ্রেনীর কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ।
Association Of Social Work- GBC
সরকারি বরিশাল কলেজ(Official)
সরকারি বরিশাল কলেজ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত Association Of Social Work- GBC এর পক্ষ থেকে ২৭-০৮-২৪ তারিখে সম্মানিত অধ্যক্ষ স্যারের অনুমতি ক্রমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ী ১ম ১৫ জনের প্রত্যেককেই আজ ০৩-০৯-২৪ইং তারিখ রোজ মঙ্গলবার পাঠ্যবই উপহার হিসেবে প্রদান করার পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Association of social workers এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ Salauddin Biswas স্যার ( প্রভাষক, সমাজকল্যাণ বিভাগ) । উক্ত অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলো Association এর নেতৃবৃন্দ ।
সরকারি বরিশাল কলেজ(Official)
সরকারি বরিশাল কলেজের Association Of Social Work- GBC সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত জনতার পাশে দাঁড়ানোর জন্য ফান্ড সংগ্রহ কর্মসূচি।
কুইজ প্রতিযোগিতা ( মানবিক বিভাগের জন্য)
সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তাদের সাধারণ জ্ঞানের দক্ষতা বৃদ্ধির জন্য Association Of Social Work- GBC কর্তৃক ( ২৭/০৮/২৪ ) ইং তারিখে রোজ মঙ্গলবার ১১ঃ ১৫ মিনিটে ৪০৩ নম্বর রুমে ১টি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ১ম ১৫ জন প্রত্যেককেই পাঠ্য বই উপহার প্রদান করা হবে। উল্লেখ্য Association Of Social Work- GBC সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রধান উপদেষ্টা অত্র বিভাগের প্রভাষক জনাব Salauddin Biswas স্যার।
প্রতিযোগিতার বিস্তারিতঃ
১. পরীক্ষার জন্য ৯৯টি প্রশ্নের প্রস্তুতি নিতে হবে, নিম্নে সংযুক্ত করা রয়েছে।
২. পরীক্ষায় ৫০ টি প্রশ্ন দেয়া থাকবে সময় ১০ মিনিট।
৩. ৫০টি প্রশ্নের মধ্যে সর্বোচ্চ উত্তর দাতাদের মধ্যে প্রথম ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।
ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। প্রিয়জনদের সঙ্গে নিয়ে আপনার এই ঈদ হোক আনন্দময় ও নিরাপদ, এই প্রত্যাশায়...
২০২১-২২ সেশনের পরিক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়, উক্ত পরিক্ষার ফলাফল প্রত্যাশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️
অন্তরের অন্তস্থল থেকে আগামীর জন্য শুভ কামনা রইলো ।
বরিশাল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয় ।
উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক
Salauddin Biswas স্যার ।
প্রভাষক, সমাজকর্ম বিভাগ
আরো উপস্থিত ছিলেন
রাজু আহমেদ স্যার
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বরিশাল সরকারি কলেজ ।
আয়োজনে : Association Of Social Workers - GBC
এসোসিয়েশনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা সকল শিক্ষার্থীদের প্রতি । শুভ কামনা রইলো, সৃজনশীল চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাও ♥️
অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে শুভ কামনা ❤️
বরিশাল কলেজের Association Of Social Work- GBC এর পূর্নাঙ্গ কমিটির তালিকা কিন্তু সমাজকর্ম বিভাগের সকল শিক্ষার্থী এসোসিয়েশনের সদস্য ।
সবাইকে অভিনন্দন ❤️