
JOTA-JOTI is the world’s largest digital and radio Scout events,promoting friendship and global citizenship
https://www.facebook.com/IPIRSG/
Operating as usual
JOTA-JOTI is the world’s largest digital and radio Scout events,promoting friendship and global citizenship
সমাজ উন্নয়ন এওয়ার্ড অর্জনে রোডম্যাপ বিষয়ক ৭ম কর্মশালাটি মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি রসিক চন্দ্র কলেজে অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালার শুরুতে কলেজ ক্যাম্পাসে একটি ফলজ বৃক্ষ রোপণ করেন কোর্সে পরিচালক ও উপস্থিত রোভারবৃন্দ 🏅
27/9/24
বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলা রোভারের ব্যবস্থাপনায় বরিশালের শ্রেষ্ঠ যুব সংগঠন শালিণ্য'র তত্বাবধানে পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বিশ্ব যুব দিবস উদযাপনে বৃক্ষরোপণ করা হয়।
রোপিত বৃক্ষের মধ্যে পেয়ারা, কৃষ্ণচূড়া, আমলতি, হরিতকি ও ডালিম গাছের চারা অন্যতম।
বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট এর রোভার স্কাউট ডেনে বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা ও বরিশাল জেলা রোভারের রোভার স্কাউট লিডার প্রৌকশলী পবিত্র কুমার হালদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালা।
বরিশালের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট, ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট, বরিশাল সরকারি স্কুল এন্ড কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বরিশাল জেলা ইয়োথ ফোরাম।
" ০৮-০৮-২৪থেকে ১৩-০৮-২০২৪ পর্যন্ত বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, যেমন ফলপট্টি, চকবাজার, চকেরপুল, মহা শ্মশান মোড়, নথুল্লাবাদ, নতুনবাজার, এবং পুলিশ ফাঁড়িতে ট্রাফিক নিয়ন্ত্রণে অসামান্য ভূমিকা রেখেছে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার এবং বরিশাল রোভার স্কাউটস। তাদের এই অবদান সত্যিই প্রশংসনীয়।"
অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।
সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতনা মনকে কেন্দ্রীভূত করা।
ইসলাম ধর্মের সব থেকে পবিত্র উৎসব গুলির মধ্যে একটি হলো ঈদ। ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরের বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন।❤️❤️❤️❤️
Infra Polytechnic Institute Rover Scout Group এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।🥰🥰🥰🥰
ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে “১৫ই আগস্ট জাতীয় শোক দিবস-২০২২” উপলক্ষে অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব জসিম উদ্দিন হায়দার
জেলা প্রশাসক ,বরিশাল
ও
সভাপতি ,ব্যবস্থাপনা কমিটি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট
উক্ত সবাই সভাপতিত্ব করেন
জনাব এম এ রহিম
অধ্যক্ষ ,ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট।
সভায় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সার্বিক সহযোগিতায় ছিল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।
©️ Infra Polytechnic Institute, Barisal
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
শোক জ্ঞাপনে: ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।
"সিনিয়র রোভার মেট বিদায়ী সংবর্ধনা ও নতুন সিনিয়র রোভার মেট নির্বাচন-২০২২ ।"
আজ ইনফ্রা পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত সিনিয়র রোভার মেট বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও নতুন সিনিয়র রোভার মেট নির্বাচনী অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী সিনিয়র রোভার মেট জনাব সজল হাওলাদার কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় এবং রোভার গোলাম রাব্বিকে নতুন 'সিনিয়র রোভার মেট' নির্বাচিত করা হয়। পাশাপাশি নাফিউর রহমান কে 'রোভার মেট ' এবং সালমান জিম কে 'সহকারী রোভার মেট' হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার গ্রুপের গ্রুপ সভাপতি জনাব এম. এ. রহিম , মাননীয় অধ্যক্ষ, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট।
আরো উপস্থিত ছিলেন রোভার নেতা জনাব রফিকুল ইসলাম ও জনাব আলমগীর কবির , সম্মানিত শিক্ষক বৃন্দ, অত্র প্রতিষ্ঠান
এবং প্রতিষ্ঠানের অন্যান্য রোভার স্কাউট সদস্য বৃন্দ।।
অভ্যন্তরীণ নৌ পরিবহন যাত্রী সেবা-২০২২
যাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রা সহজ করার লক্ষ্যে ০৫ থেকে ০৯ মে, ২০২২ তারিখ পর্যন্ত কাজ করেছে বরিশাল জেলার দক্ষ রোভার বৃন্দ।
আয়োজন ও অংশগ্রহণে : বরিশাল জেলা রোভার।