Sarsina Darussunnat Kamil Madrasha-ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা।

Sarsina Darussunnat Kamil Madrasha-ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা।

Share

সুন্নতে নববীর পূর্ণ আদর্শে ছাত্রদেরক

Operating as usual

22/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
ছারছিনা মাহফিলে যোহরের নামাজের আগে রশি থেকে কপড় নামাতে আর শোনা যাবে না এই কন্ঠকে।

বিদায় নিয়েছেন ছারছিনা দরবারের একনিষ্ঠ খাদেম, বিশিষ্ট আলেম দ্বীন আবু জাফর মোহাম্মদ সামসুদ্দোহা, আমতলি হুজুর (রহঃ)

আল্লাহ ভুলগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

01/08/2022
Photos from Sarsina Darussunnat Kamil Madrasha-ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা।'s post 26/05/2022

আল-হামদুলিল্লাহ!
আজ চরমোনাই জামিয়ার ইফতা,আদব ও তাফসির বিভাগ সহ অন্যান্য বিভাগ গুলো পরিদর্শন করেন

শাইখুল হাদিস জনাব হজরত মাওলানা সিরাজুম মুনির তাওহীদ (মাঃজিঃআঃ)

হেড মুহাদ্দিস ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা
মোঃ দেলোয়ার হোসেন
সেকশন অফিসার আইন বিভাগ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়৷

উপস্থিত ছিলেন
মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব
উপাধ্যক্ষ চরমোনাই আলিয়া শাখা
মুফতি মিজানুর রহমান সাহেব
প্রধান আদিব চরমোনাই কওমিয়া শাখা

আরো উপস্থিত ছিলেন চরমোনাই জামিয়ার অন্যান্য আসাতিজায়ে কেরাম

14/03/2022

এক নজরে আমীরে হিজবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হুজুরের নসিহতসমূহঃ

১.এমন মুবাল্লিগের কথা শুনবেন না, যে গিলে একটা, বের করে আরেকটা, এমন মুবাল্লিগের কোনো দরকার নেই।

২ আদর্শের ব্যাপারে কোনো আপোষ চলে না।

৩.আমাদের সংগঠনের নাম বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এটি একটি অরাজনৈতিক সংগঠন কেউ একে রাজনীতির সাথে মিলাবেন না।

৪. বাসায় পর্দা করবেন পর্দা করা ফরজে আইন নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ বিধান।

৫. শুধু মুরিদ হলেই চলবে না তরিকা মশক করতে হবে। ওয়াজ করা খুবই সহজ কিন্তু তরিকা মশক করা ও নিয়মিত আমল করা এটি একটি কঠিন কাজ।

৬. সকলে ঐক্যবদ্ধ হয়ে চলবেন। কারো গীবত শেকায়েত করবেন না ,চোগলখোরী করবেন না, কেউ কোন কথা বললে সেটা যাচাই বাছাই করবেন তারপর সিদ্ধান্ত নেবেন।

৭. আমরা সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন ভঙ্গ করবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না।

৮. সকলেই তাকওয়ার পোশাক পরবেন আমাদের জামা হবে গোল নেসফেসাক জামা ।পাজামা ,টুপি এগুলো মরহুম হুজুরদ্বয়ের মতো হবে।

৯. কেউ কোন পদ পদবী পেলে সেটি নিয়ামত হিসেবে মনে করবেন ।এর অপব্যবহার করবেন না দ্বীনের ওপর চলার জন্য বারবার তাগিদ দেন। নিজের সিলসিলা ও আদর্শকে জলাঞ্জলি দিবেন না।

১০. সাইন বোর্ডের মুবাল্লিগ, সাইনবোর্ডের মুরিদ এগুলো হবেন না নিয়মিত তরিকা মশক করবেন আমল করবেন।

১১. আমি কাউকে খেলাফত দেয়োনা কারো খেলাফত কাটিও না। এটা যার যার আমলের মাধ্যমে অর্জন করে নিবেন।

১২. হালাল খাবার ভক্ষণ করবেন এবাদতের দশভাগের নয়ভাগ হালাল খাবারের উপর নির্ভর করে। ফাসেক ফুজ্জার দাওয়াত দিলে তাদের কে বেশি দিবেন আপনি নিবেন কম। হাদীয়া দিবেন ৫০০ খাবেন ১০০।

১৩.সাবধান আদর্শের বাইরে ছেলে বিয়ে করাবেন না এবং মেয়ে বিয়ে দিবেন না।

১৪. আমি আলিয়া মাদ্রাসার বিরোধী নই, আমি সহ- শিক্ষা বিরোধী।

১৫. চলার পথে দ্বীনিয়া মাদ্রাসা পেলে, এক টাকা হলেও দান করে যাবেন। অনেক টাকা দরকার নাই, বরকতের এক টাকাই অনেক।

১৬. ব্যবহারে উদার পন্থী, আদর্শের সময় কঠোর পন্থী। আদর্শের ব্যাপারে কাউকে আপোষ করা যাবে না।

১৭. মাথায় পাগড়ী পরিধান করবেন।

১৮. দীনিয়া মাদ্রাসা করবেন বারবার দীনিয়া মাদ্রাসার কথা বলছি এর পিছনে হেকমত আছে। ইঙ্গিতে বুঝে নিবেন । কার নির্দেশে করছি।

১৯. প্রত্যেকের বাড়িতে একটি করে লাইব্রেরী করবেন আমাদের সিলসিলার কিতাবগুলো ক্রয় করবেন এগুলো পড়বেন।

২০. ইউটিউব, ফেসবুকে সবার ওয়াজ শোনা যাবে না আমাদের সিলসিলার হক্কানী আলেমদের আলোচনা শুনবেন।

২১. পীর লেখার ব্যাপারে সতর্ক করেন। বলেন পীর হইও না বাবা মুরিদ থাকো এতেই কল্যাণ রয়েছে।

04/03/2022

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।

20/02/2022

ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট , রিটেইক ও মানোন্নয়ন) পরীক্ষা-২০২০ এর সংশোধিত সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।২০/০২/২০২২

18/01/2022

**আদর্শ জীবন**
জামালপুরী হুজুর রহঃ

আজ ১৮ জানুয়ারি মরহুম প্রিন্সিপাল হুজুরের ১৩ তম ইন্তেকাল বার্ষিকী। হে আল্লাহ তা'য়ালা! আমাদের পিতৃতূল্য উস্তাদ, মরহুম প্রিন্সিপাল হুজুরের মর্যাদা বুলন্দ করুন। হুজুরের উসিলায় আমাদের দুনিয়া এবং আখেরাতে সম্মানজনক জীবন দান করুন, আমিন।
হুজুরের ইন্তেকাল সময়,
আঠারই জানু দুহাজার নয় রবিবারের ভোর।

#পরিচয়____★

আল্লামা মুফ্তী মুহাম্মদ আমজাদ হুসাইন ( রহঃ)
নায়েবে আমির, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ্।
রঈস,ছারছীনা দারুসসুন্নাত জামায়ায়ে নেছারীয়া দীনিয়া ।
প্রিন্সিপাল, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার ।

#হুজুরের_কিছু_বৈশিষ্ট্য
হুজুরের হাজারও বৈশিষ্ট্যের মধ্যে কিছু_______!
"গোলাপেরও কাঁটা থাকে, কিন্তু আমার আমজাদের কোন কাঁটা নেই।" 🌹 ---- শাহ সূফী আবু জা'ফর মোহাম্মদ ছালেহ (রহ.)

১. মুখলেছ মানুষ ১০০% ।
২. শরীফ স্বভাবের মানুষ।
৩. নিরহংকার মানুষ।
৪. অনেক বড় মাপের আলেম হয়েও মাটির মানুষ।
৫. যুগশ্রেষ্ঠ মুফ্তী ও শাইখুল হাদীস।
৬. হাতের লিখা ও সাক্ষরটাও ছিলো অসাধারণ।
৭. হুজুরের ক্বেরাত ছিল আকর্ষণীয়, ইমাম হিসেবে শ্রেষ্ঠ।
(প্রিন্সিপাল হুজুর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে প্রথম হয়েছিলেন , স্বীয় পীরের অনুমতি না পাওয়ায় আর যাওয়া হলো না। তখন মাওলানা ওবায়দুল হক (রহঃ) খতিব হয়েছিল।
৮. ফতোয়া ও ফরায়েজে পারদর্শী ও নিখুঁত।
৯. পরিচ্ছন্ন ও পরিপাটি।
১০. সালামের উত্তর দিতেন উচ্চকণ্ঠৈ। শিশু বাচ্চা থেকে শুরু করে যে কোন স্তরের ব্যক্তি সালাম দিলে হাসিমুখে উচ্চস্বরে জবাব দিতেন।
১১. ভালোমানের মুসান্নিফও বটে। হুজুর বহুগ্রন্থের প্রণেতা।

ইবাদতের ধরণ।

নিয়মিত তাহাজ্জুদ, ফজর নামাজ পড়ে এশরাক ও চাশতের নামাজ পড়ে জায়নামাজ থেকে উঠতেন। মসজিদে সবসময় নামাজের সুরতে বসে থাকতেন ।

30/12/2021

২০২১ সালের দাখিল পরীক্ষার রেজাল্ট।

18/11/2021

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩১ তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।

তারিখঃ ২৯,৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর-২০২১ খ্রীঃ
রোজঃ সোম, মঙ্গল ও বুধবার। বাদ যোহর আখেরী মুনাজাত।

12/04/2021

দারুসসুন্নাত ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সকলকে তোহফায়ে রমজানুল মোবারক।।।

27/02/2021

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত।।।

স্থানঃ- ছারছীনা দরবার শরীফ, নেছারাবাদ, পিরোজপুর।।।

তারিখঃ- ২৭, ২৮ ও ২৯ ফাল্গুন-১৪২৭ বাংলা মোতাবেক ১২, ১৩ ও ১৪ ই মার্চ-২০২১ খ্রিস্টাব্দ শুক্র, শনি ও রবিবার বাদ জোহর আখেরী মুনাজাত।।।

ফ্রান্স সরকার কে কঠিন হুংকার দিলেন আল্লাম শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন (মাঃজিঃআ) 01/11/2020

ফ্রান্স কর্তৃক রসুলে পাক (সাঃ) এর শানে বেয়াদবির প্রতিবাদে
ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে বরিশাল টাউন হলে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানব বন্ধনে নেতৃত্ব দান করেন ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা, আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মাঃজিঃআঃ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আলা, ছারছীনা কামিল মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল ড. সাইয়েদ শারাফত আলি সাহেব, নায়েবে নাজেমে আলা মাওলানা নুরুর রহমান বেগ ছাহেব, ও ছারছীনা কামিল মাদরাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন সালেহি সাহেব। এছাড়াও জমিয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ।

ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলার নির্দেশে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশালের মানববন্ধনে শাহ ছাহেব হুজুর তার বক্তব্যে নিচের দাবিসমূহ তুলে ধরেন।
১।সংসদে নিন্দা প্রস্তাব
২।ফ্রান্সের সকল পন্য সকলের বর্জন
৩।বাংলাদেশে ব্লাশফেমি আইন পাশ
৪।সকল ইসলামী দলকে একসাথে বড় সমাবেশের আহবান।

ফ্রান্স সরকার কে কঠিন হুংকার দিলেন আল্লাম শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন (মাঃজিঃআ) ফ্রান্স কর্তৃক রসুলে পাক (সাঃ) এর শানে বেয়াদবির প্রতিবাদে ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে বরিশাল টাউন হলে এক বিশা....

25/09/2020

একটি বিশেষ বিজ্ঞপ্তি।।।।
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-ই ইসলামিয়ায় আগামী ২৭-০৯-২০ ইং তারিখ রোজ রবিবার কামিল (হাদিস, তাফসির ও ফিকাহ) বিভাগে ভর্তি শুরু হবে।
বিঃদ্রঃ- আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভাইভার প্রস্তুতি নিয়ে যথাসময়ে উপস্থিত থাকবেন।

12/09/2020

“শুধু বক্তৃতা ও বাগ্মিতা, শুধু কলমের ধার ও ভার, শুধু চিন্তার চমক ও গবেষণার চটক এবং শুধু জ্ঞানবিদগ্ধ মনীষা দ্বারা যুগ ও সমাজের বুকে বিপ্লব সৃষ্টি করা যায় না। বিপ্লব তো বড় কথা সাদামাটা পরিবর্তনও আনা যায় না। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের এ যুগে আরও বেশি প্রয়োজন উন্নত চরিত্রের, হৃদয় ও আত্মার সুতীব্র দহনের এবং এমন তাপ ও উত্তাপের যা ভিতরে ভিতরে জন্ম দেয় প্রবল এক আগ্নেয়গিরির। যার লাভার উদগীরণ বিদ্যমান সব জঞ্জাল ভস্মীভূত করে এবং লক্ষ কোটি মানুষের হৃদয়কে একইভাবে উত্তপ্ত করে। আজ দরকার কিছু জীবন্ত হৃদয়ের এবং কিছু অশ্রুসিক্ত চোখের। আর সেজন্য সময় ও সমাজ তাকিয়ে আছে আপনাদেরই পানে ব্যাকুল দৃষ্টিতে। কারণ, মখমলের গালিচার অভাব নেই; অভাব খেজুরপাতার ছিন্ন চাটাইয়ের। সুদৃশ্য ইমারত দাঁড় করাতে হলে অনেক ইট-পাথরকে মাটির নিচে বিলীন হতে হয়। আজ আপনাদেরকে সে ত্যাগী ইট-পাথরের মত হতে হবে।”

বাণী
শাইখুল হাদিস আল্লামা মুফতি মাওলানা মুহাম্মাদ সিরাজুম মুনীর তাওহীদ (হাফি.)
হেড মুহাদ্দিস, ছারছিনা দারুচ্ছুন্নাত জামেয়া-ই ইসলামিয়া।

12/08/2020

কামিল মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

০১. কামিল ২য় বর্ষ (হাদিস, তাফসির, ফিকহ) সকল বিভাগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭.০৮.২০ইং রোজ সোমবার।

০২. কামিল ১ম বর্ষ (হাদিস) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮.০৮.২০ইং রোজ মঙ্গলবার।

০৩. কামিল ১ম বর্ষ (তাফসির, ফিকহ) বিভাগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯.০৮.২০ ইং রোজ বুধবার।

Heart Touching Milad & Kiam-মনমাতানো হৃদয় ছোঁয়া মিলাদ ও কিয়াম, স্থানঃ- আমড়াগাছিয়া খানকা শরিফ। 14/07/2020

Heart Touching Milad & Kiam-মনমাতানো হৃদয় ছোঁয়া মিলাদ ও কিয়াম, স্থানঃ- আমড়াগাছিয়া খানকা শরিফ। মিলাদ ও কিয়াম আশেকে রাসূলের আত্মার খোরাক, মিলাদ কিয়াম করলে আশিকে রাসুলের হৃদয় শান্ত হয়, বার বার মদিনা মুনাওওয....

11/07/2020

যুগ জামানা বদলে দিতে চাইনা অনেক জন, এক মানুষ ই আনতে পারে জাতির জাগরণ।

শাইখুল হাদিস আল্লামা নাজিরপুরি হুজুর (হাফি.) যিনি একদিকে হাদিস বিশারদ অন্যদিকে বাতিল আকিদার যম। হুজুর যখন হাদিসের দরস প্রদান করেন তখন ক্লাসে সকল ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করে। তাই আমারা বুক উচু করে বলতে পারি আল্লামা সিরাজুম মুনির তাওহীদ (মাঃজিঃআঃ) এর মতো একজন শাইখুল হাদিস থাকলে আমাদের হাজারো শাইখুল হাদিসের দরকার নেই।
আল্লাহপাক হুজুরের নেক হায়াত দরাজ করুক।

বিঃদ্রঃ হুজুর প্রতিদিন সকাল ৯.৩০ মিনিটে তার ফেসবুক পেইজে বোখারী শরীফ এর দরস প্রদান করেন। আপনারাও চাইলে অংশ নিতে পারেন।

11/07/2020

একটি বিশেষ ঘোষণা 🔈🔈🔈
শাইখুল হাদিস আল্লামা নাজিরপুরি হুজুর হাফি এর নিয়মিত দরসে বুখারীর ক্লাস এখন থেকে হুজুরের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রতিদিন সকাল ৯.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে, তাই সকলের কাছে অনুরোধ আপনারা যথাসময়ে হুজুরের ক্লাসে অংশগ্রহণ করবেন।

বিঃদ্রঃ এই পেইজটি হুজুরের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজ, আপনার নিয়মিত হুজুরের দরস পেতে ফেসবুক পেইজটি ফলো করে শেয়ার করুন।

★★★পেইজ লিংক⤵⤵⤵

https://bit.ly/2Oc4qTR

04/07/2020

একটি বিশেষ ঘোষণা 📢
অনিবার্য কারনে শাইখুল হাদিস আল্লামা নাজিরপুরি হুজুর (হাফি) এর দরসে বুখারি ক্লাস ১০.৩০ মিনিটের পরিবর্তে ০৯.৩০ করা হয়েছে। সুতরাং সকলের কাছে অনুরোধ আপনারা নির্ধারিত সময়ের মধ্যে হুজুরের ফেসবুক লাইভে অংশগ্রহণ করবেন।

হুজুরের ফেসবুক আইডি ⤵⤵⤵

Sirajum Munir

27/06/2020

কথিত আহলে হাদীসদের দলীলহীন ৫০টি মতবাদ:

কুরআন হাদীস বিরোধী আহলে হাদীস মতাদর্শের কিছু নমুনা নিচে উপস্থাপন করা হল-
মতবাদ-১
গায়র মুকল্লিদদের নিকট কাফেরদের জবাই করা পশু হালাল। আর তা খাওয়া জায়েজ। {গায়র মুকাল্লিদ আলেম নওয়াব সিদ্দিক হাসান খান রচিত “দলীলুত তালেব”-৪১৩,
গায়র মুকাল্লিদ আলেম নূরুল হাসান খান রচিত আরফুর জাদী-২৪৭,
নিজেদের আহলে হাদীস দাবী করে কুরআন হাদীসের রেফারেন্স না দিয়ে এখানে তারা আল্লামা শাওকানী রহ. এর অন্ধ তাকলীদ করেছেন। কুরআন ও হাদীসের দলিল ছাড়া এ তাকলীদ কি [কথিত আহলে হাদীসদের বক্তব্য অনুসারে] শিরক নয়?
মতবাদ-২
একই সময়ে যতজন মহিলাকে ইচ্ছে বিয়ে করা জায়েজ। চার জনই হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। {গায়র মুকাল্লিদ আলেম নওয়াব সিদ্দীক হাসান খান রচিত “যফরুল লাজী”-১৪১, ১৪২, এবং আরফুল জাদী-১১৫}
এ মতবাদটি সরাসরি কুরআনের আয়াত বিরোধী। এখানে ও কথিত আহলে হাদীসরা কুরআন হাদীস ছেড়ে আল্লামা শাওকানী রহ. এর অন্ধ তাকলীদের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন।
মতবাদ-৩
স্থলভাগের ঐ সকল প্রাণী হালাল, যার শরীরে রক্ত নেই। {গায়র মুকাল্লিদ আলেম নওয়াব সিদ্দীক হাসান রচিত “বুদূরুল আহিল্লাহ”-৩৪৮}
এ বক্তব্যটির পক্ষে কথিত আহলে হাদীসদের পক্ষে কুরআন হাদীসের কী দলিল আছে? কোত্থেকে নাজিল হল এ মতবাদ?
মতবাদ-৪
মৃত প্রাণী পাক, নাপাক নয়। {দলীলুত তালেব-২২৪}
কুরআন বা হাদীসের কোন বর্ণনার উপর ভিত্তিশীল এ বানানো মতবাদ?
মতবাদ-৫
নওয়াব সিদ্দীক হাসান খান সাহেব লিখেন-“শুকর নাপাক হওয়ার উপর আয়াত দিয়ে দলিল দেয়া গ্রহণযোগ্য নয়। বরং তা পাক হওয়াকেই বুঝায়। {বুদূরুল আহিল্লাহ-১৫, ১৬}
তাহলে কথিত আহলে হাদীসদের মতে শুকর পাক? এ মতবাদ কোত্থেকে আমদানী হল?
মতবাদ-৬
হায়েজ নেফাসের রক্ত ছাড়া মানুষ ও সকল প্রাণীর রক্ত পাক। {দলীলুত তালেব-২৩০, বুদুরুল আহিল্লাহ-১৮, আরফুল জাদী-১০}
কুরআনের কোন আয়াত বা কোন হাদীসের ভিত্তিশীল এ উদ্ভট মতবাদ?
মতবাদ-৭
ব্যবসায়িক সম্পদে কোন জাকাত নেই। {বুদুরুল আহিল্লাহ-১০২}
কুরআনের কোন আয়াত বা কোন হাদীসের ভিত্তিশীল এ মতবাদ?
মতবাদ-৮
হাদীসে বর্ণিত ছয়টি বস্তু ছাড়া বাকি সকল বস্তুতে সুদ নেয়া জায়েজ। {দলীলুত তালেব, আরফুল জাদী, আল বুনয়ানুল মারসূস, বুদূরুল আহিল্লাহ ইত্যাদি গ্রন্থ।
কুরআনের কোন আয়াত বা হাদীস দ্বারা এ মতবাদ প্রমাণিত?
মতবাদ-৯
গোসল ছাড়াই নাপাক ব্যক্তি কুরআন কারীম স্পর্শ করা, উঠানো, রাখা, হাত লাগানো জায়েজ। {দলীলুত তালেব-২৫২, আরফুল জাদী, আল বুনইয়ানুল মারসূস}
এ মতবাদের পক্ষে কী দলিল আছে?
মতবাদ-১০
স্বর্ণ রোপার অলংকারে যাকাত আবশ্যক নয়। {বুদুরুল আহিল্লাহ-১০১}
কুরআন বা হাদীসের কোথায় আছে এ মতবাদ?
মতবাদ-১১
মদ নাপাক ও অপবিত্র নয়, বরং তা পাক। {বুদূরুল আহিল্লাহ-১৫, দলীলুত তালেব-৪০৪, উরফুর জাদী-২৪৫}
কী দলিল আছে এ মতবাদের?
মতবাদ-১২
স্বর্ণ রোপার অলংকারে কোন সূদ নেই। তাই যেভাবে ইচ্ছে কম-বেশি করে তা ক্রয়-বিক্রয় জায়েজ। {দলীলুত তালেব-৫৭৫}
কোন দলিল আছে কি এ মতবাদের?
মতবাদ-১৩
বীর্য পাক। {বুদূরুল আহিল্লাহ-১৫}
কুরআনে কারীমের কোন আয়াত বা হাদীস দ্বারা প্রমাণিত এ মতবাদ?
মতবাদ-১৪
সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার আগেই জুমআর নামায পড়া জায়েজ। {বুদূরুল আহিল্লাহ-৭১}
কোন স্থানে রাসূল সাঃ বলেছেন যে, সূর্য হেলার আগেই জুমআর নামায পড়া জায়েজ? এ ব্যাপারে কোন সহীহ হাদীস আছে কি?
মতবাদ-১৫
জুমআর নামাযের জন্য জামাত হওয়া জরুরী নয়। যদি দুইজন ব্যক্তিও হয়, তাহলে একজন খুতবা পড়বে, তারপর উভয়ে মিলে জুমআর নামায পড়ে নিবে। {বুদূরুল আহিল্লাহ-৭২}
ক্রুআন হাদীসের কোন দলিলের ভিত্তিতে এ মতবাদ প্রতিষ্ঠিত?
মতবাদ-১৬
গায়র মুকাল্লিদদের নিকট জুমআর নামায অন্যান্য নামাযের মতই কেবল খুতবা ছাড়া। আর কোন বিষয়ে পার্থক্য নেই। {বুদুরুল আহিল্লাহ-৭২}
প্রথমত একথারতো হাদীস বলতে হবে যে, জুমআর নামায ও অন্যান্য নামাযে কোন পার্থক্য নেই।
দ্বিতীয়ত রাসূল সাঃ জুমআর নামাযের মাঝে অন্যান্য নামাযের মাঝে অনেকগুলো পার্থক্যের কথা বলেছেন। যেমন-
জুমাআর নামাযের জন্য গোসল নির্ধারণ করেছেন। অন্যান্য নামাযের জন্য নয়।
খুশবো লাগাতে বলেছেন। অন্য নামাযের ক্ষেত্রে বলেন নি।
মহিলাদের জন্য জুমআর নামায সাকিত করেছেন, অন্যান্য নামায নয়।
মুসাফিরের জন্য জুমআর নামায ফরজ নয়, অন্যান্য নামায ফরজ।
অসুস্থের উপর জুমআর নামায ফরজ নয়, কিন্তু অন্যান্য নামায ফরজ।
এছাড়া আরো অনেক পার্থক্য আছে। তারপরও একথা বলা যে, শুধু খুতবা ছাড়া জুমআ ও অন্যান্য নামাযে কোন পার্থক্য নেই বড়ই আশ্চর্যজনক কথা।
মতবাদ-১৭
গায়র মুকাল্লিদদের নিকট দারুল হরবে জুমআ পড়া জায়েজ আছে। {বুদুরুল আহিল্লাহ-৭৪}
কোন হাদীসে রাসূল সাঃ দারুল হরবে জুমআর নামায পড়ার হুকুম দিয়েছেন?
মতবাদ-১৮
গায়র মুকাল্লিদদের নিকট তেলাওয়াতে সেজদা দেওয়ার জন্য নামাযী ব্যক্তির জন্য যেসব শর্ত পাওয়া জরুরী তথা সেজদায়ে তেলাওয়াত দেয়ার ক্ষেত্রে থাকা জরুরী নয়। {বুদুরুল আহিল্লাহ-৬৮}
মানে হল অজু ছাড়া, কিংবা যেকোন অবস্থায়ই সেজদায়ে তেলাওয়াত দেয়া জায়েজ।
যে কোন অবস্থায় সেজদায়ে তেলাওয়াত দেয়া যায়, এ ব্যাপারে রাসূল সাঃ এর কোন নির্দেশ বা আমল আছে?
মতবাদ-১৯
গায়র মুকাল্লিদদের নিকট মুক্তাদীর যদি ইমামের পিছনে নামাযে কোন ভুল হয়, তাহলে মুক্তাদীর জিম্মায় সেজদায়ে সাহু দেয়া ওয়াজিব। {বুদুরুর আহিল্লাহ-৬৮}
এর মানে হল সে সময় মুক্তাদীর ইমামের অনুসরণের কোন দরকার নেই।
এ ব্যাপারে কোন দলিল আছে কি যে, মুক্তাদী ভুল করলে ইমামের পিছনে থাকা সত্বেও তার উপর সেজদা আবশ্যক? কিংবা সে সময় ইমামের ইক্তিদা করা আবশ্যক থাকে না?
মতবাদ-২০
গায়র মুকাল্লিদদের নিকট যুবক নারী-পুরুষের জন্য রূপার গহনা পড়া জায়েজ আছে। {বুদূরুল আহিল্লাহ-৩৫৬, দলীলুত তালেব-৪৩৫}
পুরুষের জন্য রূপার গহনা পড়া জায়েজ কোন হাদীসের দলিলের ভিত্তিতে বলা হল?
মতবাদ-২১
গায়র মুকাল্লিদদের নিকট বন্দুকের গুলিতে যে প্রাণী মারা হয়, তা খাওয়া জায়েজ আছে। {বুদূরুল আহিল্লাহ-৩৩৫}
গুলি চাপ দিয়ে হত্যা করে, কিংবা পুড়ে ফেলে, ধারালো ছুড়ির মত কাটে না। তাই এ দাবির পক্ষে কুরআন হাদীসের দলিল উপস্থাপন করা দরকার। কিন্তু কোথায় কুরআন এবং হাদীস?
মতবাদ-২২
গায়র মুকাল্লিদদের নিকট যদি কেউ ইচ্ছেকৃত নামায ছেড়ে দেয়, তারপর তা কাযা করে, তাহলে এ কাযা পড়ার কোন ফায়দা নেই। এ নামায কবুল হবে না। এর কাযা আদায় করাও তার জিম্মায় ওয়াজিবও নয়।{দলীলুত তালেব-২৫০}
তাহলে লোকটি সারা জীবন গোনাহগারই থাকবে?
এ মতবাদের পক্ষে কুরআনের কোন আয়াত বা হাদীস আছে? হাসান বসরী রহ., দাউদ জাহেরী রহ. ও ইবনে হাজম রহ. এর বক্তব্যতো আপনাদের কাছে দলীল হতে পারে না। এটাতো মুকাল্লিদদের কাজ। আর মুকাল্লিদরাতো আপনাদের ভাষায় মুশরিক, নাউজুবিল্লাহ!
মতবাদ-২৪
গায়র মুকাল্লিদদের নিকট সকল প্রাণীর প্রস্রাব পাক। {বুদূরুল আহিল্লাহ-১৪,১৫,১৬}
ফুক্বাহাদের বক্তব্য রেখে কুরআন হাদীসের কী আছে এ মতবাদের পক্ষে?
মতবাদ-২৪
মরে ভেসে উঠা মাছ ছাড়া সমুদ্রের সকল প্রাণী হালাল, চাই জীবিত হোক বা মৃত। {বুদূরুল আহিল্লাহ-৩৩৩, আরফুল জাদী-২৪৭}
ইমাম শাফেয়ী রহ. ও ইমাম মালেক রহ. এর মুকাল্লিদ যদি আপনারা না হয়ে থাকেন, তাহলে এ দাবীর পক্ষে হাদীস পেশ করুন। নতুবা হাদীস পড়–ন-যাতে রাসূল সাঃ বলেছেন যে, আমার জন্য দু’টি মৃত প্রাণী হালাল করা হয়েছে, একটি হল টিড্ডি, অপরটি হল মাছ। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৩১৪}
এ হাদীসটি এসে অন্য হাদীসের ব্যাপকতাকে খাস করে দিয়েছে। তারপরও আপনাদের মনগড়া মতবাদের পক্ষে কুরআন ও হাদীসের কী দলীল আছে?
মতবাদ-২৫
গায়র মুকাল্লিদের নিকট স্বর্ণ-রূপার পাত্র ব্যবহার করা জায়েজ। {বুদূরুল আহিল্লাহ-৩৫৪}
ইমাম আবু হানীফা রহ., ইমাম শাফেয়ী রহ. প্রমুখদের তাকলীদ যেহেতু তারা করেন না, তাই তাদের বক্তব্য উদ্ধৃত না করে কুরআন হাদীসের দলিল দিন এ মতবাদের পক্ষে।
মতবাদ-২৬
গায়র মুকাল্লিদদের নিকট কেউ কোন মহিলার সাথে যিনা করে, তাহলে উক্ত মহিলার মেয়েকে যিনাকারী বিয়ে করতে পারবে, যদিও সেই মেয়েটি তারই যিনার কারণে জন্ম নিয়ে থাকে। {আরফুল জাদী-১১৩}
গায়র মুকাল্লিদ হিসেবে ইমাম শাফেয়ী রহ. বা ইমাম রাজী রহ. এর মতামতের তাকলীদ না করে কুরআন হাদীসের দলিল দিন এ মতাবাদের পক্ষে।
মতবাদ-২৭
গায়র মুকাল্লিদদের নিকট হস্ত মৈথুন করে বীর্যপাত করা, কিংবা অন্য কোন পদ্ধতিতে বীর্যপাত করা এমন ব্যক্তির জন্য জায়েজ যার স্ত্রী নেই। আর যদি তার গোনাহ করার সম্ভাবনা থাকে, তাহলে এভাবে বীর্যপাত করা ওয়াজিব বা মুস্তাহাব । {আরফুল জাদী-২১৪}
গায়র মুকাল্লিদ ভাইয়েরা কারো তাকলীদ করে ফুক্বাহাদের বক্তব্য উদ্ধৃত না করে কুরআন হাদীস থেকে এ মতবাদের দলীল দিন।
মতবাদ-২৮
গায়র মুকাল্লিদের নিকট কুরবানীর একটি বকরী অনেক ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট। চাই তা শত ব্যক্তির পক্ষ থেকেই করা হোক না কেন! {বুদূরুল আহিল্লাহ-৩৯১}
এ মতবাদের পক্ষে কুরআন হাদীসের কী দলিল আছে?
মতবাদ-২৯
গায়র মুকাল্লিদদের নিকট রাসূল সাঃ এর রওজা যিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। {আরফুল জাদী-২৫৭}
কোন হাদীসে এসেছে যে, রাসূল সাঃ এর রওজা জিয়ারতের জন্য সফর করা নাজায়েজ?
গায়র মুকাল্লিদ হয়ে থাকলে কোন ব্যক্তির উক্তি পেশ না করে হাদীস পেশ করুন।
মতবাদ-৩০
গায়র মুকাল্লিদদের নিকট নাপাক পড়ার দ্বারা কোন পানিই নাপাক হয় না। পানি কম হোক বা বেশি হোক। নাপাকটি পায়খানা প্রস্রাব হোক বা অন্য কিছু হোক। হ্যাঁ, যদি রং বা গন্ধ যদি প্রকাশ পায়, তাহলে নাপাক হয়ে যাবে। {আরফুল জাদী-৯}
কম পানিতেও নাপাক পড়লে তা নাপাক হয় না, শুধু গন্ধ হলে বা রং পাল্টে গেলে নাপাক হবে, একথার দলীল কোন হাদীস?
সাহাবীর কথা, বা ফুক্বাহাদের কথাতো গায়র মুকাল্লিদের কাছে দলিল হতে পারে না। তাহলে এ মতবাদ কিভাবে সাবিত হল?
মতবাদ-৩১
গায়র মুকাল্লিদদের নিকট অজু ছাড়া ব্যক্তি কুরআন শরীফ স্পর্শ করতে পারে। {আরফুল জাদী-১৫}
এ মতবাদের পক্ষে কী দলীল আছে ফুক্ব্হাদের কওল ছাড়া?
মতবাদ-৩২
গায়র মুকাল্লিদদের নিকট যদি নামাযী ব্যক্তি নাপাক শরীরে নামায পড়ে, তাহলে তার নামায বাতিল হয় না। তবে সে গোনাহগার হবে। {বুদূরুল আহল্লিাহ-৩৮}
এ মতাবাদের পক্ষে ইবনে মাসউদ রাঃ বক্তব্য, কিংবা হানাফী ফক্বীহদের কথাতো আপনাদের পক্ষে দলীল হতে পারে না, এর পক্ষে কুরআন বা হাদীসের কী দলীল আছে?
মতবাদ-৩৩
গায়র মুকাল্লিদদের নিকট শরীর থেকে যতই রক্ত বের হোক এতে অজু ভাঙ্গবে না। {দস্তুরুল মুত্তাকী-২৯}
কুরআন হাদীসের কোন দলীলের ভিত্তিতে এ মতবাদ প্রতিষ্ঠিত?
মতবাদ-৩৪
গায়র মুকাল্লিদদের নিকট মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছনে ইক্তেদা করবে না, যদি ইক্তেদা করতেই হয়, তাহলে শেষের দুই রাকাতে ইক্তেদা করবে। {আল বুনইয়ানুল মারসুস-১৬৩}
এ মতবাদ কুরআনের কোন আয়াত বা নবীজী সাঃ এর কোন হাদীস দ্বারা প্রতিষ্ঠিত?
মতবাদ-৩৫
গায়র মুকাল্লিদদের নিকট মাথা মুন্ডানো খেলাফে সুন্নাত এবং খারেজীদের আলামত। {আল বুনইয়ানুল মারসূস-১৬৯}
এ মতবাদের পক্ষে ফক্বীহদের বক্তব্য রেখে কুরআন হাদীসের দলীল কই?
মতবাদ-৩৬
গায়র মুকাল্লিদদের নিকট “আল্লাহ” শব্দে জিকির করা বেদআত। {আল বুনইয়ানুল মারসূস-১৭৩}
এ মতবাদের পক্ষে কুরআন বা হাদীসের কী দলীল আছে?
মতবাদ-৩৭
গায়র মুকাল্লিদদের নিকট কতিপয় সাহাবাগণ ফাসেক ছিলেন (নাউজুবিল্লাহ)। এমনকি হযরত মুয়াবিয়া রাঃ কবীরা গোনাহ ও বিদ্রোহ করেছেন (নাউজুবিল্লাহ)। {আল বুনইয়ানুল মারসূস-১৮৪}
আক্বায়েদের কিতাবের রেফারেন্স, বা ফুক্বাহদের কথা না বলে কুরআন হাদীসের বক্তব্য উপস্থাপন করুন কোথায় আছে যে, সাহাবাগণ ফাসেক ও গোনাহে কবীরার মুরতাকিব ছিলেন?
মতবাদ-৩৮
গায়র মুকাল্লিদদের নিকট মহিলাদের নামায পূর্ণ শরীর ঢাকা ছাড়াও জায়েজ আছে, চাই একাকী নামায পড়–ক বা অন্যান্য মহিলাদের সাথে নামায পড়–ক, কিংবা স্বীয় স্বামীর সাথে নামায পড়–ক, বা অন্য কোন মাহরামের সাথে নামায পড়–ক, সর্বাবস্থায়ই নামায সহীহ হয়ে যাবে। সর্বোচ্চ মাথা ঢাকা থাকলেই হবে। {বুদূরুল আহিল্লাহ-৩৯}
নামায সহীহ হওয়া এটা শরয়ী হুজ্জত, তাই এর পক্ষে কুরআন হাদীসের দলিল আবশ্যক। গায়র মুকাল্লিদগণ এটা কোন দলীলের ভিত্তিতে বলে থাকেন?
মতবাদ-৩৯
গায়র মুকাল্লিদদের নিকট নামাযী ব্যক্তির কাপড় পাক হওয়া শর্ত নয়। যদি কেউ কোন ওজর ছাড়াই ইচ্ছেকৃত নাপাক কাপড় পরিধান করে নামায পড়ে নেয় তাহলে নামায হয়ে যাবে। {দলীলুত তালেব-২৬৪, আরফুল জাদী-৩২, বুদূরুল আহিল্লাহ-৩৯}
গায়র মুকাল্লিদদের নিকট যেহেতু সাহাবাদের আমল হুজ্জত নয়, তাই এসব উপস্থাপন না করে হাদীস উপস্থাপন করুন এ মতবাদের পক্ষে।
মতবাদ-৪০
গায়র মুকাল্লিদদের নিকট টাখনুর নিচে পায়জামা পরিধান করার দ্বারা অজু ভেঙ্গে যায়। {দস্তুরুল মুত্তাকী-২৯}
টাখনুর নিচে পায়জামা পরিধান করলে অজু ভেঙ্গে যায় এমন হাদীস কোথায় আছে? গোনাহ হওয়া এক বিষয়, আর অজু ভাঙ্গা আরেক বিষয়। এতটুকু বুঝার ক্ষমতাও কি আপনাদের হয়নি?
মতবাদ-৪১
রমজান মাসে রোজাবস্থায় যদি কেউ ইচ্ছেকৃত খেয়ে ফেলে তাহলে গায়র মুকাল্লিদদের নিকট উক্ত ব্যক্তির জিম্মায় কাফফারা আদায় করা আবশ্যক নয়। {দস্তুরুল মুত্তাকী-১০৩}
মতবাদ-৪২
গায়র মুকাল্লিদদের নিকট পর্দার বিধান কেবল মাত্র রাসূল সাঃ এর সম্মানিত স্ত্রীগণের জন্যই নাজিল হয়েছে। উম্মতের মহিলাদের জন্য নয়। [আল বুনইয়ানুল মারসূস-১৬৮}
উম্মতী মহিলাদের জন্য পর্দা জরুরী নয়,এমন কথা কুরআন হাদীসের কোথায় আছে?
মতবাদ-৪৩
গায়র মুকাল্লিদদের নিকট সজারু খাওয়া জায়েজ। যেহেতু হারাম হওয়ার কোন হাদীস প্রমানিত নেই। {বুদূরুল আহিল্লাহ-৩৫১}
এ হযরতদের কাছে জিজ্ঞাসা সজারু খবীশ প্রাণী হওয়ার জন্য কোন হাদীসের দলীল লাগবে? “খবীশ প্রাণী হারাম” সে হাদীসের অন্তর্ভুক্ত সজারু নয়? তাহলে সজারু হালাল কোন হাদীসের ভিত্তিতে?
মতবাদ-৪৪
গায়র মুকাল্লিদদের নিকট কাফেরদের থেকে হিলা করে সুদ খাওয়া জায়েজ। {আল বুনইয়ানুল মারসূস-১৭৩}
এ মতবাদের পক্ষে কুরআন বা হাদীসের কী দলীল আছে? গায়র মুকাল্লিদ হয়ে মুকাল্লিদদের মত ব্যক্তির বক্তব্যের দলীল কেন দেয়া হয়?
মতবাদ-৪৫
গায়র মুকাল্লিদদের নিকট পশু জবাই করার সময় বিসমিল্লাহ না বলে থাকলে খাওয়ার সময় বিসমিল্লাহ বললেই খাওয়া জায়েজ হয়ে যাবে। {আরফুল জাদী-২৪১}
এ মতবাদের দলীল কি? ইমাম বুখারীর বক্তব্যতো আপনাদের পক্ষে দলীল হতে পারে না। দলীল দিতে হবে কুরআন ও হাদীস থেকে।
মতবাদ-৪৬
কাফের অবস্থায় যদি কোন কাফের মান্নত করে, তারপর উক্ত কাফের মুসলমান হলে, কাফের অবস্থায় যে মান্নত করেছিল তা পূর্ণ করা তার উপর ওয়াজিব। {আরফুল জাদী-২৫৭}
তাহলেতো কাফের অবস্থায় কাযাকৃত সকল ইবাদতও কাযা করা উচিত। তাই নয়কি? যাহোক এ উদ্ভট বক্তেব্যের পক্ষে কুরআন হাদীসের দলীল কি?
মতবাদ-৪৭
ফরজ আদায়কারী ব্যক্তি নফল আদায়কারীর পিছনে ইক্তেদা করলে শুদ্ধ হবে গায়র মুকাল্লিদদের নিকট। {আরফুল জাদী-৩৭}
সাহাবীদের বক্তব্য যেহেতু গায়র মুকাল্লিদদের নিকট দলীল নয়, তাই “নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়ের ইক্তেদা সহীহ হয়” মর্মে সহীহ হাদীস উপস্থাপন করা উচিত। কিন্তু হাদীস কোথায়?
মতবাদ-৪৮
গায়র মুকাল্লিদদের নিকট নাবালেগ ছেলে যদি বালেগ ব্যক্তিদের ইমামতি করে, তাহলে এ ইমামতী সহীহ আছে। [আরফুল জাদী-৩৮}
রাসূল সাঃ এর কওল বা ফেল এ ব্যাপারে দলীল হিসেবে উপস্থাপন করা উচিত। কিন্তু আছে কি কোন দলীল?
মতবাদ-৪৯
গায়র মুকাল্লিদদের নিকট ঈদের নামায একাকী একজন ব্যক্তির দ্বারাও সহীহ হয়ে যায়। এজন্য জামাত হওয়া জরুরী নয়। {বুদূরুল আহিল্লাহ-৭৮}
এ ব্যাপারে রাসূল সাঃ থেকে কোন কওলী, ফেলী বা তাক্বরীরী হাদীস আছে? তবে কোন যুক্তিতে এ মতবাদ প্রতিষ্ঠিত হল?
মতবাদ-৫০
গায়রে মুকাল্লিদগণ নামাযের বিভিন্ন রুকনকে ফরজ, সুন্নাত মুস্তাহাব বলে মন্তব্য করে থাকেন। কিন্তু প্রশ্ন হল যেহেতু তারা কোন ব্যক্তির অনুসরন তথা তাক্বলীদকে শিরক মনে করেন, শুধু কুরআন ও হাদীসই দলীল বলে প্রচার করে থাকেন, তাহলে ফরজ, সুন্নাত, ওয়াজিব ও মুস্তাহাব ইত্যাদি পরিভাষা কুরআন হাদীসের কোথায় আছে? এসব কুরআনের কোন আয়াতে আছে? হাদীসের কোন কিতাবে আছে?
যদি না থাকে, তাহলে তারা এসব বলে নিজেদের সংজ্ঞা অনুযায়ী গায়রে মুকাল্লিদ থাকেন কী করে?
শেষ কথা
প্রিয় পাঠকবৃন্দ!
এখানে গায়রে মুকাল্লিদ বা কথিত আহলে হাদীসদের কিছু মতবাদ বর্ণনা করা হল। আপনারাই লক্ষ্য করুন-যাদের পবিত্রতা, নাপাকী, হালাল-হারাম, জায়েজ-নাজায়েজ, সুন্নাত-বেদআত ইত্যাদি বিষয়ের উপর সামান্য জ্ঞানও নেই, তারাই দাবি করছে যে, তারা হাদীসের উপর আমল করেন। আর মুকাল্লিদরা সবাই মুশরিক ফির রিসালাত।
যদি কেউ চারজনের বদলে আটজন মহিলাকে বিয়ে করে নেয়, তাহলে কোন সমস্যা নেই।
যদি বদনা ভরা পানিতে কিছু প্রস্রাব পড়ে যায়,তাতে কোন সমস্যা নেই! পানি পাক! যতক্ষণ না রং, গন্ধ বা স্বাদ পাল্টে না যাবে!
জীনা করে উক্ত মহিলার বাচ্চাকে বিয়ে করা জায়েজ!
যদি বেশ্যা মহিলা তওবা করে, তাহলে বেশ্যাগিরি করে কামানো টাকা হালাল হয়ে যাবে!
রক্ত, বীর্য, পশুর প্রস্রাব পবিত্র!
সূদ নিতে ইচ্ছে হলে হীলা করে নিতে পারবে!
সূর্য পশ্চিম দিগন্তে সামান্য হেলে পড়ার আগেই জুমআর নামায পড়তে পারবে!
সমুদ্রের কচ্চপ, কাঁকড়া, ব্যাঙ, সামুদ্রিক কুকুর সব খাওয়া জায়েজ!
আল্লাহ আল্লাহ জিকিরই যেহেতু বেদআত, তাহলে আর থাকলোই কি?
যে সাহাবাগণের উপর দ্বীনের ভিত্তি, তারাই যদি ফাসেক হন তাহলে আর কী থাকে?
মদ নাকি নাপাকই না!
শরীর থেকে যতই রক্ত ঝরুক, অজু এতই মজবুত যে এতে ভাঙ্গবে না!
কিন্তু পায়জামা টাখনু থেকে একটু নিচে নামলেই সাথে সাথেই অজু ভেঙ্গে যাবে!
কাফেরদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ!
মহিলাদের গহনায় কোন যাকাত নেই। তারা একদম স্বাধীন এ ব্যাপারে!
ব্যবসায়ীরা গায়রে মুকাল্লিদদের মুবারকবাদ দেয়া দরকার। কারণ বন্দুকের গুলিতে মারা প্রাণী একদম হালাল! তাই তাদের ব্যবসা করার সুযোগ গেল বেড়ে।
পুরুষদের জন্য রূপার গহনা পরিধান করা জায়েজ!
পর্দার বিধান শুধু রাসূল সাঃ এর সম্মানিত স্ত্রীগণের জন্যই খাস। অন্য কোন মহিলাকে পর্দা করতে হবে না। বেপর্দা হয়ে মনের আনন্দে ঘুরে বেড়াতে পারবে।
মাথা ঢেকে রেখে কাপড় খোলা রাখা অবস্থায়ও মহিলাদের জন্য নামায পড়া জায়েজ আছে!
মোটকথা
গায়রে মুকাল্লিদ হতে পারলে দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে, সব কিছুই করা যাবে মনে খুশি মত।

(আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুম মুনির তাওহীদ মা. জি. আ মোহতারাম নাজিরপুরি হুজুরের টাইমলাইন থেকে নেওয়া)

ছারছীনার পীর ছাহেব হুজুরের করোনা ভাইরাস সংক্রমণের জন্য ২০ টি পরামর্শ। 06/04/2020

ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ মুহাম্মদ মোহিব্বুল্লাহ (মাঃজিঃআঃ) এর করোনা ভাইরাস সংক্রামক সম্পর্কিত ২০ টি পরামর্শ।

উপস্থাপন করেনঃ- মুফতি ডঃ কফীল উদ্দীন সরকার সালেহী (মুবাল্লিগ, ছারছীনা দরবার শরীফ, নেছারাবাদ, পিরোজপুর)

ছারছীনার পীর ছাহেব হুজুরের করোনা ভাইরাস সংক্রমণের জন্য ২০ টি পরামর্শ।

08/03/2020

🏴 একটি শোক সংবাদ 🏴
বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি এনায়েত উল্লাহ ফয়রাবী হুজুরের আব্বা, ফয়রা দরবারের পীর সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

♦মহান আল্লাহ পাক তাকে জানাতের উচ্চ মাকাম দান করুক।
#আমিন 🤲

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Nesarabad
Barishal

Opening Hours

09:00 - 17:00
Other Colleges & Universities in Barishal (show all)
Department of EEE, UGV Department of EEE, UGV
Barishal

University of Global Village (UGV), the first private university in southern part of Bangladesh (Bar

AB puducation AB puducation
Barishal, 01753962565

YouTuber

Ms faeia akta Ms faeia akta
Dhaka
Barishal, 709070

veri so

Abdul mumin Abdul mumin
Barishal

𝙄𝙨𝙡𝙖𝙢  𝙍𝙞𝙮𝙖𝙙 𝙄𝙨𝙡𝙖𝙢 𝙍𝙞𝙮𝙖𝙙
𝑷𝒉𝒐𝒕𝒐 𝑲𝒉𝒂𝒍𝒊
Barishal

Abir Mahmud Abir Mahmud
Barishal

Mehrab Rifat Mehrab Rifat
Barishal

Sofol Uddokta Sofol Uddokta
Sajid IT, Cowmatha Lake, C&B Road, Barisal City
Barishal, 8200

আসুন সুদ ঘুষ কে না বলি, হালাল পথে ব্যাবসা করি। পুজি ছাড়া ব্যাবসা শিখতে লাইক দিয়ে সাথেই থাকুন।

Govt. Sher E Bangla Degree Collage, Shikarpur, Uzirpur, Barisal. Govt. Sher E Bangla Degree Collage, Shikarpur, Uzirpur, Barisal.
Shikarpur, Uzirpur
Barishal, GOVT.SHEREBANGLADEGREECOLLEGE,SHIKARPU,UZIRPU,BARISA. SHIKARPURRD HTTPS://MAPS.A

placed on 1970

Hatem Ali College Short Stories Hatem Ali College Short Stories
Barishal, 8200

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের অপ্রকাশিত ছোট গল্প শেয়ারের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম

Barisal Information Technology College - BITC Barisal Information Technology College - BITC
C & B Road, Hatem Ali Chowmatha
Barishal, 8200

Barisal Information Technology College (BITC) COURSE : CSE (Bsc In Computer Science & Engineering) BBA (Bachelor Of Business Administration)

SM SOJIB SM SOJIB
Barishal, 0000

SM SOJIB♡MOHONA