Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ

Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ

Share

Nearby schools & colleges

Alikadam Moitree High School
Alikadam Moitree High School
4650

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ, Community College, Alikadam, Chittagong, Bandarban.

Operating as usual

25/04/2024

শুক্রবার ২টায় “সালাতুল ইসতিসকা” অনুষ্ঠিত হচ্ছে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে

24/04/2024

আলীকদমে প্রথমবারে মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ইসলামী দাওয়াহ্ কনফারেন্স’

24/04/2024

আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুয়েলের শয্যাপাশে জামাল চেয়ারম্যান

Photos from Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ's post 24/04/2024

যে স্মৃতি অমলিন

২০০৮ সালে আলীকদম উপজেলা সদরে ‘আলীকদম মৈত্রী হাইস্কুল’ প্রতিষ্ঠালগ্নে আমি ছিলাম প্রতিষ্ঠাতা সদস্য সচিব। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে ২০১৪ সাল অবধি কার্যনির্বাহী কমিটির গুরুদায়িত্ব পালন করি। প্রতিষ্ঠানটি সকল শিক্ষার্থীই যেন আমার অন্তর-আত্মার সাথে জড়িত ছিলো। স্কুলের ড্রেসপরা স্কুলগামী শিক্ষার্থী দেখলেই তাদের সাথে ছবি তোলার সুযোগটি হাতছাড়া করতাম না!

সম্ভবত এই ছবিগুলি ২০১২-’১৩ সালের কোন একদিন মাতামুহুরী ব্রিজে তোলা। সাথে ছিলেন আমার সাবেক সাংবাদিক সতীর্থ Deshmoni Tongchongya ও Hasan Mahmud। ছবির শিক্ষার্থীরা কে কোথায় আছে জানি না। সকলের প্রতি অনেক অনেক দোয়া ও শুভাশিষ রইলো।

23/04/2024

সেদিন হিট সহ্য করতে না পেরে মাথায় গামছা দিয়েছিলাম!
প্রকৃতির যক্ষপুরে থাকি, তথাপি মোরা নিঃস্ব, কান্তারে কান্ডারী।

23/04/2024

আজ বিশ্ব বই দিবস উপলক্ষ্যে আমার লেখা বইগুলি উপস্থাপন করলাম...

আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই দিবস। ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে এই দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।

প্রথমে বিশ্ব বই দিবসের ধারণা আসে স্পেনীয় লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেস এর কাছ থেকে। তিনি তার প্রিয় লেখক মিগেল দে থের্ভান্তেসকে সম্মান জানানোর একটি উপায় হিসাবে ধারণাটি দেন।

১৯২৬ সালের ৬ ফেব্রুয়ারি রাজা আলফনসো ত্রয়োদশ স্পেনজুড়ে স্পেনীয় বই দিবস পালনের জন্য একটি রাজকীয় ফরমান জারি করেন। পরে সমগ্র স্পেনে দিবসটি পালন করা শুরু হয়। প্রথমে ৭ অক্টোবর থের্ভান্তেসের জন্মদিনে দিবসটি পালন শুরু হয়, পরে তা তার মৃত্যুদিন ২৩ এপ্রিলে স্থানান্তর করা হয়।

বিশ্ব বই বা গ্রন্থ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো বিশ্বজুড়ে মানুষদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, বইয়ের মুদ্রণ ও বইয়ের স্বত্বাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এই দিনটাকে কপিরাইট দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে।

মানুষের ভেতরের অন্ধকার ও কুসংস্কার দূর করে আলোকিত সমাজ, দেশ ও জাতি গঠনে বই হলো শ্রেষ্ঠ হাতিয়ার। সেজন্যই ভিক্টর হুগো বলেছেন,“বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হইতেছে সভ্যতার রক্ষাকবচ।”

বই আমাদের একাকীত্বের সঙ্গী হতে পারে। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, “বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।” বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারি।

বই পড়লে আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটে। বই আমাদের নতুন করে চিন্তা করতে শিখায়। বইয়ের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিজীবনে আমরা সফল হতে পারি। পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক রকেট সায়েন্সের বিদ্যা বই পড়ার মাধ্যমে অর্জন করেছেন। বিল গেটস প্রতি বছর ৫০টি বই পড়েন এবং তিনি খুব কম বয়সেই বই পড়ার অভ্যাস গড়ে তুলেন।

তাই আসুন আমরা ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলি। ছোটদের বই সম্পর্কে আগ্রহী করে তুলি। বুকমার্কের পক্ষ থেকে বিশ্ব বই দিবসের অশেষ শুভেচ্ছা। (কপি পোস্ট)।

22/04/2024

এই স্থান থেকেই মাতামুহুরী নদীর শুরু...!

মাতামুহুরী পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম নদী। একক কোন উৎস হতে মাতামুহুরী নদী সৃষ্টি নয়। মাতৃস্তন সদৃশ্য অসংখ্য পাহাড়ের গা বেয়ে পানি চুয়ে চুয়ে পড়ে বিভিন্ন শাখা খাল বা ঝিরির পানিতেই মাতামুহুরীর সৃষ্টি। মুহুরী শব্দের অর্থ অসংখ্য ছিদ্র দিয়ে পানি পড়ার ঝাঁঝর। ইংরেজিতে যাকে বলে শাওয়ার (Shower)। এভাবে অনেকগুলো শাখা-প্রশাখার পানি শাওয়ার আকারে ঝরে এই নদীতে মিলিত হয় বলেই এ নদীর নাম মাতামুহুরী।

মার্মা ভাষায় মাতামুহুরী নদীর নাম- মোরেই খ্যোং বা মেরিখ্যাইং। মোরেই বা মেরি শব্দের অর্থ মাতামুহুরী আর খ্যোং বা খ্যাইং শব্দের অর্থ নদী।

দু’টি স্রোতধারার মাঝে সবুজাভ পাহাড়ের কিনারে আমি দাঁড়িয়ে আছি। এখানে এসে মাতামুহুরী নদী তার নাম হারিয়েছে!

স্থানীয় মুরুংদের মতে, আমার ডানদিকের খালটির নাম ‘দোছরী’, আর বামদিকের খালটির নাম ‘ফাত্তারা’। এ দু’টি খালের সংযোগ স্থল থেকেই মাতামুহুরী নদীর শুরু! এ স্থানটি ইংরেজি Y (ওয়াই) অক্ষরের মতো।

তবে ভিন্নমতও রয়েছে এ নিয়ে।

কারো কারা মতে, দোছরি খাল যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটিই হবে মাতামুহুরীর উৎসমুখ! কারণ নদীর সংজ্ঞা অনুযায়ী সেটিই হওয়ার কথা। দোছরি খালটির উৎপত্তিস্থল ‘ওয়ালিতং’ পাহাড়। এ পাহাড়টি বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী। তবে পাহাড়টি বাংলাদেশের অভ্যন্তরেই। সুতরাং বলা যায় ‘ওয়ালিতং’ পাহাড়ই কল্লোলিনী মাতামুহুরীর উৎসমুখের পাহাড়!

যাই হোক! এ নদী যেন জীবনেরসত্তা, বিত্ত-বৈভব আর সুখের প্রবাহ; একইসাথে লাস্যময়ী-হাস্যময়ী-রূপময়ী-রহস্যময়ী! তার চলনের গতি যেন কোন সুরূপা-অপরূপার এঁকেবেঁকে হেঁটে চলা! আমি একাধিকবার হেঁটেছি এই নদীর কুলঘেঁষে, পাড় ধরে। সবশেষে পৌঁছেছিলাম নদীর উৎসমুখেও!

Photos from Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ's post 22/04/2024

মাতামুহুরী নদীর উৎসমুখের কাছাকাছি শীতল পানিতে বসে ক্লান্তি দূর করার চেষ্টা...

পার্বত্য জনপদ আলীকদম ও লামায় সমাজ-সভ্যতা সৃষ্টির অন্যতম কারিগর এই শৈবলিনী মাতামুহুরী। পাশাপাশি সমতলের চকরিয়া উপজেলা আর লামা-আলীকদমের আঞ্চলিক সামাজিকতাকে করেছে সজীব-পুষ্ট ও হৃষ্ট।

শত-সহস্র বর্ষের ঐতিহ্যের ধারক-বাহক প্রবাহিণী মাতামুহুরী। নদীঘেঁষা জনপদে সুদূর প্রাচীনকালে গড়ে উঠেছিল সভ্যতা। এ নদীর অববাহিকা ঘিরে গড়ে উঠে জনবসতি। নদীর পানি সিঞ্চনে প্রতিবছর আবর্তিত হয় কৃষি অর্থনীতি। ফলে এ নদীর উদারতা পাহাড়ি জনপদ আলীকদম-লামা ও সমতলের চকরিয়া উপজেলাকে দিয়েছে নান্দনিক বৈভব। এ যেন মহান স্রষ্টার অতুলনীয় সৃষ্টি ও ঐশ্বর্য।

Photos from Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ's post 12/04/2024

বাবা

Photos from Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ's post 12/04/2024

বাবা-মা, ভাই ও ছেলে-মেয়েদের সাথে ঈদ আনন্দ

05/04/2024

“কতই রঙ্গ দেখি দুনিয়ায়
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে।”

04/04/2024

বান্দরবানে ব্যাংক লুট ও অপহরণ
কেএনএফের সঙ্গে সব সংলাপ স্থগিত ঘোষণা শান্তি প্রতিষ্ঠা কমিটির

04/03/2024

অর্কিড রেস্টুরেন্ট এন্ড রেসিডেন্সিয়াল, আলীকদম বাজার

27/02/2024

আলীকদমে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা-২০২৪ থেকে জীবনে প্রথমবারের মতো আমার ছেলে মোঃ সাফওয়ান মমতাজ রাহী একটি বই কিনেছে। বইয়ের নাম: “মজার মজার গল্প ও উপদেশ”।

আলীকদমে বইমেলা করে বুদ্ধিবৃত্তিক চর্চার অনুপম ক্ষেত্র তৈরী করে দেওয়ার জন্য তরুন রাজনীতিক জনাব William Marma ও Zamir Uddin কে আবারো ধন্যবাদ।

24/02/2024

সুপার-সহ তিনটি পদে নিয়োগ দিচ্ছে আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসা

19/02/2024

প্রথমবারের মতো আলীকদম উপজেলায় অনুষ্ঠিত অমর একুশে বইমেলার জ্ঞানকোষ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও অসথু ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগমের লিখিত ‘পত্র-সাহিত্যে নজরুল’ বইটি।

19/02/2024

২১ ফেব্রুয়ারি থেকে আলীকদম বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিতব্য ‘অমর একুশে বইমেলা-২০২৪’ এর প্রান্ত প্রকাশনীর স্টলে পাওয়া যাবে আলীকদম প্রেসক্লাব সভাপতি লিখিত ‘গিরিনন্দিনী আলীকদম’ বইটি।

19/02/2024

আলীকদম বঙ্গবন্ধু চত্বরে ২১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ‘অমর একুশে বইমেলা-২০২৪’ এর প্রান্ত প্রকাশনীর স্টলে পাওয়া যাবে আলীকদম প্রেসক্লাব সভাপতি লিখিত ‘পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতী’ বইটি।

12/02/2024

আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসায় পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
https://alikadampressclub.com/madrasha-news/

11/02/2024

আলীকদমে বইমেলা-২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।

09/02/2024

আলীকদমে বইমেলা হচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে...

08/02/2024

আলীর পাহাড় ও সুড়ঙ্গকে নিয়ে রয়েছে নানান কিংবদন্তি-রূপকথা-উপকথা এবং জনশ্রুতি (Mythology) । আলীর সুড়ঙ্গ নিয়ে এক রূপসী নারী ও কাঠুরিয়ার মধ্যে ঘটে যাওয়া একটি পৌরানিক কাহিনী
https://alikadampressclub.com/?p=1490

04/02/2024

আলীকদম মাধ্যমিক শিক্ষক সমিতির ভ্রমণ ও পিকনিক সম্পন্ন
https://alikadampressclub.com/?p=1473

04/02/2024

‘রূপমুহুরী’ ঝর্ণার উচ্ছ্বলসমীরণ উচ্ছ্বসিত হয়ে সেখানকার ভূপ্রকৃতিকে বিচিত্র বাসন্তী শ্রীতে বিভূষিত করেছে।
https://alikadampressclub.com/?p=1469

01/02/2024

‘ম্রো শিক্ষার্থীরা সকল সম্প্রদায়ের জন্য অবদান রাখবে’ - আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ
https://alikadampressclub.com/?p=1456

Photos from Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ's post 01/02/2024

আলীকদম মুরুং কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে...

আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় ম্রো কল্যাণ ছাত্রাবাসের ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের শীতের সুয়েটার, শিক্ষাসামগ্রী ও স্থানীয় পাহাড়ি-বাঙ্গালী দুঃস্থ জনসাধারণের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলীকদম জোনের অধিনায়ক লেঃ কর্নেল শওকাতুল মোনায়েম পিএসসি, সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) তবিদুর রহমান, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ।

Photos from Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ's post 26/01/2024

আলীকদমে ৫৭ বিজিবির উদোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

আলীকদম আশ্রায়ন প্রকল্পভূক্ত এলাকার স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের শীতবস্ত্র ছিল না। পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়ের দরিদ্র অভিভাবকদের পক্ষেও তাদের সন্তানদের শীতবস্ত্র কিনে দেওয়ার সামর্থ ছিলো না। তাই কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন সকালে কনকনে ঠান্ডায় বিদ্যালয়ে উপস্থিত হতো শুধুমাত্র স্কুলড্রেস পড়েই।

সম্প্রতি এ ধরণের একটি খবর পেয়ে আলীকদম উপজেলাধীন অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আকিভ জাবেদ, পিএসসি। সে সময় তিনি সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে এসব দরিদ্র শিক্ষার্থীদে শীতবস্ত্র প্রদানের আশ্বাস দেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় ১০১ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষকসহ মোট ১০৭ জনের উন্নতমানের সুয়েটার প্রদান করা হয়েছে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে। সে সাথে ১০০ জন অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, বিদ্যালয়টি উপজেলার প্রান্তিক জনপদ আশ্রায়ণ প্রকল্প এলাকাভূক্ত।

26/01/2024

আলীকদমে ৫৭ বিজিবির অনুদান : শিক্ষার্থী-শিক্ষক পেল ১০৭ সুয়েটার, অভিভাকরা পেলো ১০০ কম্বল
https://alikadampressclub.com/atpgps-news

24/01/2024

শিশু পর্যটক মোঃ সাফওয়ান মমতাজ রাহী

Want your school to be the top-listed School/college in Bandarban?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🌿 আলীকদম উপজেলার শিক্ষা, পর্যটন ও উন্নয়ন নিয়ে বিটিভিতে প্রচারিত প্রতিবেদন...

Location

Address


Alikadam, Chittagong
Bandarban
4650
Other Community Colleges in Bandarban (show all)
Department Of Economics, Bandarban Govt College Department Of Economics, Bandarban Govt College
Bandarban Govt University College
Bandarban, 4600

Bandarban Govt. High School Bandarban Govt. High School
Bandarban Govt. High School
Bandarban, 4600

Official page of Bandarban Government High School, Bandarban, Bangladesh. For more please visit official website here: www.bandarbangovths.gov.bd