21/02/2024
বাংলাদেশ কি কেবলই বাংলা ভাষাভাষীদের দেশ? উত্তর হলো, "না"। শতাব্দীর পর শতাব্দী এদেশ লালন করে আসছে বহু ভাষা ও সংস্কৃতি। বাংলা ছাড়াও দেশে চাটগাঁইয়া, সিলোটি, চাকমা, বম, খুমি, তঞ্চঙ্গ্যা প্রভৃতি স্বকীয় ভাষায় কথা বলেন বহু মানুষ। অঞ্চলভেদে এসব ভাষার ব্যাপ্তি তুলে ধরছে আমাদের এ ম্যাপ - Dhaka Tribune
একইসাথে উপজাতিদের অবস্থান জানতেও সাহায্য করবে এই মানচিত্র।
20/02/2024
[১]
আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য সদ্য ঘোষিত ‘একুশে পদক পুরস্কার’ গুরুত্বপূর্ণ। গুরুত্ব সহকারে পড়িও।
[২]
‘যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি’। এটা উৎসর্গকৃত।
[৩]
মাতৃভাষা দিবসে ভিনদেশি ভাষায় গান বাজিয়ে অসুন্দর উপায়ে উদযাপন করা থেকে বিরত থাকার অনুরোধ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যাঁদের কল্যাণে পেয়েছি তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা🖤
19/02/2024
📍Attention:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ থেকে...
09/02/2024
📍সর্বশেষ তথ্যে জিআই পণ্য—
01/02/2024
📍রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের চুড়ান্ত আবেদনকারী নির্বাচন—
26/01/2024
📍𝐑𝐢𝐠𝐡𝐭 𝐟𝐨𝐫𝐦 𝐨𝐟 𝐕𝐞𝐫𝐛𝐬:
(বিশ্ববিদ্যালয়-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। কমপক্ষে ২-৩ নম্বর কমন আসে)
12/01/2024
📍বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক:
11/01/2024
📍 গোছানো নোট :
—আমার পথ
কাজী নজরুল ইসলাম
30/12/2023
জন্মদিনের শুভেচ্ছা, আদর্শ মানুষ❤️
স্বপ্ন থেকে যোজন যোজন দূরত্বে থাকা পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে তা বাস্তবে রূপ দেওয়াটা নিসন্দেহে এক দুঃসাহসিক ব্যাপার। আপনি সেটাকেই বাস্তবে পরিণত করে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থীকে দেশসেরা বিশ্ববিদ্যালয়সমূহে পড়ার সুযোগ তৈরি করে দিচ্ছেন, যে অবদান আনোয়ারাবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে যুগ থেকে যুগান্তর।
বৃক্ষের পরিচয় ফলে আর আপনার পরিচয় আনোয়ারার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর সাফল্যে ও বিভিন্নভাবে উপকৃত হওয়া ব্যক্তিদের প্রশংসাগাঁথায়। স্যালটু, ফলভারে নতজানু বিনয়ী ব্যক্তিত্ব।
আলোকবর্তিকা হয়ে দ্যুতি ছড়ান সমাজের প্রতিটি স্তরে। দোয়া ও শ্রদ্ধা রইলো।
18/12/2023
📍 ‘খ’ ইউনিটের সার্কুলার—
পড়ে নিন বিস্তারিত..........
11/12/2023
📍ব্রেকিং নিউজ:
৫, ৬ ও ৭ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
08/12/2023
📍 BUP Admission Test 23-24:
বিইউপির ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ও ২০ জানুয়ারি ২০২৪-এ অনুষ্ঠিত হবে।
▪️ FASS ও FSSS: ১৯ জানুয়ারি, ২০২৪
▪️ FBS ও FST: ২০ জানুয়ারি ২০২৪
▪️ আবেদন শুরু: ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
05/12/2023
📍২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা-
▪️ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ : ২৩ ফেব্রুয়ারি,
▪️বিজ্ঞান অনুষদ : ২৪ ফেব্রুয়ারি,
▪️বাণিজ্য অনুষদ : ১ মার্চ
▪️চারুকলা অনুষদ : ২ মার্চ
🔹এবারো ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
30/11/2023
🏛️ ৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশিত!
👑 ক্যাডার পদ সংখ্যা: ৩,১৪০ জন
---------------
📌 আবেদন শুরু: ১০ ডিসেম্বর, ২০২৩; সকাল - ১০:০০ মিনিট
📌 আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৩; সন্ধ্যা - ৬:০০ মিনিট
---------------
🔔 প্রবেশপত্র ডাউনলোড করা যাবে: ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে।
🔔 প্রিলির সম্ভাব্য তারিখ: মার্চ, ২০২৪ [পিএসসি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে তারিখ জানাবে।]
---------------
🔗 আবেদন লিঙ্ক: http://bpsc.teletalk.com.bd/
---------------
🔔 ৪৬তম বিসিএস বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রার্থীর বয়স সম্পর্কে!
📌 ১ নভেম্বর, ২০২৩ যাদের বয়স ২১ - ৩০ বছর, তারা আবেদন করতে পারেন।
📌 মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের জন্য বয়স ২১ - ৩২ বছর প্রযোজ্য হবে।
📌 এছাড়া ক্ষুদ্র - নৃগোষ্ঠীর প্রার্থীরা শিক্ষা ও টেকনিক্যাল ক্যাডারে ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
📌 অবতীর্ণ (Appeared) সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে।
🔔 অবতীর্ণ (Appeared) সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে।
26/11/2023
📍HSC রেজাল্ট পরবর্তী Varsity ব্যাচে ভর্তি চলছে.....
আনোয়ারা-সহ দক্ষিণ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এক সম্মিলিত উদ্যোগের নাম ❝মাইলস্টোন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং❞। প্রতিষ্ঠার শুরুর ৩ বছরেই ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ৪র্থ পজিশন (চট্টগ্রাম থেকে ১ম পজিশন) অর্জনসহ প্রায় ৭০% শিক্ষার্থী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, যা কোচিং জগতে অনন্য। দেশসেরা ঢাবি ও চবি শিক্ষার্থীদের প্রত্যক্ষ গাইডলাইনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবছর বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সফলতা অর্জনের মাধ্যমে আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হোক 𝐌𝐢𝐥𝐞𝐬𝐭𝐨𝐧𝐞 এর সাথে!
📍বিভাগসমূহ:
মানবিক বিভাগ (খ)
বানিজ্য বিভাগ (গ)
বিভাগ পরিবর্তন (ঘ)= [বিজ্ঞান+বানিজ্য+মানবিক]
📍যোগাযোগ:
▪️আনোয়ারা সরকারি কলেজের নিকটবর্তী এ.পি.এল হোসেন নিউ মার্কেটের ২য় তলা (UCB'র পাশে), আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম।
▪️01815382616, 01644413878
Milestone University Admission Coaching
Milestone is a befitting educational platform guided by enthusiastic and dedicated instructors aimin
23/11/2023
প্রতিটি লাইনই আপনাকে উজ্জীবিত করবে 🧡🧡
এবারের ক্রিকেট বিশ্বকাপ আমাদের শিখিয়ে দিলো জীবনে কখনো হট ফেভারিট হওয়া ভাল না। পরীক্ষা হবার আগেই ভাব ভংগী অহংকার এসব ভাল না। "ইংল্যান্ড" আমাদের সেই প্রমাণ দিয়ে দেখিয়ে দিলো যে টপ হলেও ঝড়ে পড়তে সময় লাগে না।
"সাউথ আফ্রিকা"র ৪০০ রানের বার বার ইনিংসগুলা আমাদের শিখিয়ে দিলো PSC JSC SSC HSC তে A+ পেলেই যে ভাল ক্যারিয়ার হবে এমন গ্যারান্টি নাই।
"পাকিস্তান" আমাদের শেখালো শুধু খামখেয়ালি আর মেধা থাকলেই হবে এমন নয়; সাথে স্থিতিশীলতা দরকার। দরকার সঠিক সময়ে সঠিক ডিসিশানের।
"আফগানিস্তান" আমাদের শিখিয়ে দিলো প্রখর চেষ্টা দিয়েই অনেক কিছু সম্ভব। তবে মেধাও থাকতে হয়। আর সংবেদনশীল হতে হয়।
"নিউজিল্যান্ড" আমাদের শেখালো মেধা চেষ্টা সবকিছু ব্যর্থ হয় যদি ভাগ্যে না থাকে। দারুণ পারফরম্যান্সের পরেও ব্যর্থতা আসতে পারে। তবে তোমরা থামলে চলবে না।
"শ্রীলঙ্কা" আমাদের শেখালো পারিবারিক ইতিহাস ঐতিহ্য দিয়ে সব সময় ভাল দিন কাটে না, নিজেদেরকে পরিশ্রম করে অর্জন করতে জানতে হয়। তবেই আসবে সফলতা।
"বাংলাদেশ" আমাদের শেখালো পারিবারিক দ্বন্দ্ব থাকলে আর ব্যক্তিস্বার্থ বিসর্জন না দিলে কখনো সঠিক ভাবে নিজের স্বপ্ন কে বাস্তবায়ন করা যায় না। দিন শেষে পারফরম্যান্স হয় হতাশার।
"ভারত" আমাদের শেখালো জীবনে হোঁচটও খাওয়ার দরকার আছে। টানা ম্যাচ জিতে, অত্যাধিক আত্ম বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। তাই সব সময় নমনীয় ও সজাগ থাকতে হবে।
আর মাইটি অস্ট্রেলিয়া আমাদের শেখালো। হোচট খাওয়াই মানে সবকিছু শেষ নয়। প্রথমে টানা দুই ম্যাচ হারার পরেও কিভাবে উঠে দাড়াতে হয়। কোথায় ঘাটতি বুঝে নাও। আবার প্রবল চেষ্টা করো। তুমি পারবে। দেখিয়ে দাও চেষ্টার অসাধ্য কিছু নয়। ভরসা করো। আর এগিয়ে যাও। দিন শেষে তুমিই বিজয়ের হাসি হাসবে।
—সংগৃহীত ও সংশোধিত
19/11/2023
Congratulations, Aussies 🥰
14/11/2023
দেশের জ্বালানি খাতের জন্য আরো একটি সু-খবর নিয়ে এলো পেট্রোবাংলার কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।
এই কোম্পানির কৈলাশটিলা-২নং কূপটি সফলভাবে ওয়ার্কওভার করে ডিপার হরাইজোনে গ্যাসস্তরের সন্ধান পাওয়া গিয়েছে। খুব শিগগিরই এই কূপ থেকে দৈনিক ৭০ লক্ষ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে। গ্যাসের বর্তমান বাজার মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ৩৬০০ কোটি টাকা। এছাড়াও গ্যাসের সাথে দৈনিক ৭০ ব্যারেল কনডেনসেট উৎপাদন করা যাবে। অপরদিকে এলএনজি প্রাইস বিবেচনায় উক্ত গ্যাসের মূল্য ৯৯০০ কোটি টাকা। উল্লেখ্য এ কূপের ওয়ার্কওভারে ব্যয় হচ্ছে প্রায় ৭১ কোটি ৮৫ লক্ষ টাকা (কোম্পানির নিজস্ব অর্থায়ন)।
#গ্যাস #সিলেট
▪️Collected from Ministry Of Power, Energy And Mineral Resources, Dhaka, Bangladesh
10/11/2023
Today, 10th November is being celebrated as the 𝓘𝓷𝓽𝓮𝓻𝓷𝓪𝓽𝓲𝓸𝓷𝓪𝓵 𝓐𝓬𝓬𝓸𝓾𝓷𝓽𝓲𝓷𝓰 𝓓𝓪𝔂 all over the world to create awarness of the significance of accounting learning in personal life to global business & economy.
The Department of Accounting & Information Systems of Dhaka University celebrated this day jointly with Bangladesh Accounting Association following the theme 'Accounting for good governance' with glorious manner in the premises of Faculty of Business Studies. Teachers-Students-Alumny and all the concerns joined in an attracting rally in the campus as a part of the observation of this day.
22/10/2023
📍𝐍𝐎𝐓𝐈𝐂𝐄:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৩ ও ২৪ অক্টোবর তথা সোমবার ও মঙ্গলবার মাইলস্টোন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সব ব্যাচের ক্লাস বন্ধ ঘোষণা করা হলো।
21/10/2023
📍নতুন বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের সাথে আগের ব্যাকরণের পার্থক্য তুলে ধরা হলো। অপশনে দুটোই থাকলে নতুনটা ফলো করবেন। আর না থাকলে পুরাতনটা।
P2A