Disary

Disary

Share

একাডেমিক কোচিং সেন্টার, কলেজপাড়া, ব্র?

Operating as usual

29/03/2024

বিষয়টি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ুন।
জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।

রমাদান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলে সময় পার করে সেখানে বাংলাদেশের অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। আমাদের দেশে সবাই মুসল্লি। মসজিদ মুসল্লিতে ভরপুর। কিন্তু ঈমানী শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল।বর্তমানে মসজিদ পাকা আর ঈমান হল কাঁচা।

এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করার। তাহলে আমাদের মধ্যে ঈমানী শক্তি বেড়ে যাবে। তাহলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করার পরেও যদি কারোর দ্বারা যদি খারাপ কাজ সংগঠিত হয় তাহলে বুঝতে হবে তার সালাত সঠিক ভাবে কায়েম হচ্ছে না।

আমাদের সততা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরফের হয়ে যায়। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না, আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না, এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না। মহান, দয়ালু ও সর্বশক্তিমান আল্লাহ সবাইকে এই বিষয়টি উপলব্ধির সুযোগ দিন।
জাযাকাল্লাহ খাইর!
-সংগৃহিত।

02/03/2024
17/09/2023

আপনি কি ব্রাক্ষণবাড়িয়াতে ড্রাইভিং শিখতে চাচ্ছেন?
বিদেশগামীদের জন্য অল্প সময়ে ড্রাইভিং শিখার সুব্যবস্থা আছে?
মহিলাদের জন্য আছে সুব্যবস্থা
ভর্তির সময় 0106Marium প্রমো কোডটি ব্যবহার করলে পাচ্ছেন ৫০০ টাকার গিফট হ্যাম্পার।
ভর্তি হতে আজই যোগাযোগ করুনঃ শাকির ড্রাইভিং ট্রেনিং সেন্টার
মোবাইলঃ 01711360475 Whatsapp
01736282321
বেকার বসে না থেকে ড্রাইভিং শিখে ক্যারিয়ার গড়ুন
SDTC

18/06/2023

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা🤲

প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ।

Happy Father's Day💝

18/06/2023

ভালবাসার এক জীবন্ত কিংবদন্তি আহমেদ দিদাত। শিক্ষক যেমন হবে ছাত্র তেমন হবে এটাই স্বাভাবিক। উনাকে পরপারে ভাল রাখুন রাব্বে কারিম।

Bangladesh Export Processing Zones Authority (BEPZA) 28/08/2022

👉 ৩০টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ 👇👇
০১। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষঃ
পদসমুহঃ ১৩ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ৩১-০৮-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bepza.teletalk.com.bd

০২। এনসিসি ব্যাংকঃ
পদের নামঃ Management Trainee Officer.
আবেদনের সময়সীমাঃ ১০-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ https://www.nccbank.com.bd/Career

০৩। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনঃ
পদসমূহঃ ১৭ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৮-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bscic.teletalk.com.bd

০৪। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরঃ
পদের নামঃ ফায়ারফাইটার (পুরুষ) -৫৫০টি পদ।
আবেদনের সময়সীমাঃ ৩১-০৮-২০২২ থেকে ২১-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://fscd.teletalk.com.bd

০৫। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সঃ
পদের নামঃ জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) -১০০টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৮-০৮-২০২২ থেকে ১১-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bbal.teletalk.com.bd

০৬। বাংলাদেশ সেনাবাহিনীঃ
পদের নামঃ জুনিয়র কমিশন্ড অফিসার।
আবেদনের সময়সীমাঃ ২৯-০৮-২০২২ থেকে ২৮-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://army.teletalk.com.bd
০৭। পরিবার পরিকল্পনা অধিদপ্তরঃ
পদের নামঃ সরবরাহ কর্মকর্তা- ০৬টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৯-২০২২ ইং।
আবেদন ফরমঃ https://dgfp.gov.bd/site/notices/a12e89ae-05a8-4338-8082-ac54a64c0ed9/নিয়োগ-বিজ্ঞপ্তি
০৮। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ৩৫ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৯-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://coxda.teletalk.com.bd
০৯। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটঃ
পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা -১৩টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২১-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bina.teletalk.com.bd
১০। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৯-২০২২ ইং।
বিস্তারিতঃhttps://www.bepza.gov.bd/public/storage/upload/recruitment/220808090146-1247DEPZ%20medical.pdf
১১। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনাঃ
পদসমূহঃ ০৭ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৪-০৯-২০২২ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃ http://www.bcsl.gov.bd/site/view/jobs
১২। বিএএফ শাহীন কলেজ, ঢাকাঃ
আবেদনের সময়সীমাঃ ০৯-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ https://bafsdjobs.osl.ac/হোম-পেজ
১৩। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডঃ
পদসমূহঃ ১১ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৬-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://sgfl.teletalk.com.bd
১৪। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটঃ
পদসমূহঃ ১১ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৬-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bjri.teletalk.com.bd
১৫। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদঃ
পদসমূহঃ ২১ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৫-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bcsir15.teletalk.com.bd
১৬। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।
অনলাইনে আবেদনের সময়সীমাঃ ০১-০৯-২০২২ ইং।
১৭। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, ঢাকাঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ৩১-০৮-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://supremecourt.teletalk.com.bd/home.php
১৮। ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডঃ
পদসমূহঃ ০৭ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ৩১-০৮-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://egcb.teletalk.com.bd
১৯। ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডঃ
পদসমূহঃ ১৮ ক্যাটাগরিতে ৯৪টি পদ।
আবেদনের সময়সীমাঃ ৩১-০৮-২০২২ ইং।
বিস্তারিতঃ http://www.dapfcl.gov.bd/site/view/notices
২০। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজঃ
পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৮-০৮-২০২২ ইং।
বিস্তারিতঃhttps://www.biiss.org/public/files/notices/6301ff6a37197Scan_20220821.pdf
২১। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ঃ
পদসমূহঃ ১৪ ক্যাটাগরির পদ।
নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ২৮-০৮-২০২২ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃ http://rrrc.gov.bd/site/view/notices

জেলা প্রশাসকের কার্যালয়সমূহঃ
২২। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকাঃ
পদসমূহঃ
(i) ইউনিয়ন পরিষদ সচিব- ০৭টি পদ।
(ii) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১৫টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৯-২০২২ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃ http://www.dhaka.gov.bd/bn/site/view/notices
২৩। জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ:
পদের নামঃ ইউনিয়ন পরিষদ সচিব - ০৮টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০১-০৯-২০২২ থেকে ৩০-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://dcnaogaon.teletalk.com.bd
২৪। জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জঃ
পদসমূহঃ ০৯ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০১-০৯-২০২২ থেকে ৩০-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://dckishoreganj.teletalk.com.bd
২৫। জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জঃ
পদসমূহঃ ০৯ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৯-২০২২ ইং।
বিস্তারিতঃ http://www.narayanganj.gov.bd/bn/site/view/notices
২৬। জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://dcnoakhali.teletalk.com.bd
২৭। জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড়ঃ
পদের নামঃ অফিস সহায়ক - ০৮টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://dcpgr.teletalk.com.bd
২৮। জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীঃ
পদের নামঃ ইউনিয়ন পরিষদ সচিব - ১১টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৯-২০২২ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃhttp://file-barisal.portal.gov.bd/uploads/70ce9be6-27fa-4639-b155-46a7105297d9//62f/b91/16e/62fb9116e247a205435953.pdf
২৯। জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীঃ
পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৯-০৯-২০২২ ইং।
আবেদন ফরম ডাউনলোডঃ http://www.patuakhali.gov.bd/bn/site/view/notices
৩০। জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারঃ
পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৬-০৯-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://dccox.teletalk.com.bd

Bangladesh Export Processing Zones Authority (BEPZA)

13/07/2022
Want your school to be the top-listed School/college in ব্রাক্ষণবাড়িয়া?

Click here to claim your Sponsored Listing.

পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত চুনারুঘাটে কোচিং সেবা

পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত চুনারুঘাটের শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে আসছি মানসম্মত কোচিং সেবা ।

Category

Address


কলেজপাড়া
ব্রাক্ষণবাড়িয়া
3400