DAKHS

yes

Operating as usual

04/01/2023

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাজিতপুর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিলাল পুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে

Photos from DAKHS's post 01/01/2023

অত্যন্ত আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে আমাদের দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩খ্রি. পালন করা হয়।

29/12/2022

কিসের এতো চিন্তা?
যেখানে আল্লাহ নিজেই উত্তম পরীকল্পনাকারী - সবার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ!

27/12/2022

ব্রেকিং নিউজ
আগামী বছরের এসএসসি এপ্রিলে - এইচএসসি জুনে...!!

26/12/2022

বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে...!!

25/12/2022

আমাদের #দিলালপুর_আব্দুল_করিম_উচ্চ_বিদ্যালয় সাবেক ছাত্রী মোছাঃজান্নাত আক্তার Bangabandhu 46th national athletics championship _2022 champion হওয়াতে অত্র বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইলো

25/12/2022

ব্রেকিং নিউজ
এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণ ফেল থেকে পাস ১১৮৭ পরীক্ষার্থী - জিপিএ-৫ পেলেন ৭৬৯ জন...!!

21/12/2022

দয়া করে কেউ ১০ টাকা কেজি দরে বই গাইড বিক্রি করবেন না।

বাজারে নতুন বইয়ের দাম প্রায় ২ গুন বেড়ে গেছে,অনেকে বই না কিনতে পেরে পড়াশোনা করতে পারবে না। অন্তত তাদের কাছে ফ্রিতে না দিলেও ২০০ টাকা নিয়ে বই গুলো বিক্রি করে দিন। এতে করে অনেক স্টুডেন্ট ঝরে পরা থেকে রক্ষা পাবে❤️❤️

20/12/2022

বইয়ের দাম সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

Photos from DAKHS's post 16/12/2022

আজ মহান বিজয় দিবস ২০২২খ্রি. উপলক্ষে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও আলোচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় ও শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়।

16/12/2022

বিজয় দিবস-২০২২ (Victory Day-2022)

আজ থেকে পূর্ণ হলো বিজয়ের ৫১ বছর। সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

সৌজন্যেঃ DAKHS

Photos from DAKHS's post 14/12/2022

মহান শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২খ্রি. পালন উপলক্ষে অত্র দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। পরিশেষে একাত্তরের এই দিনে শহিদ সকল বুদ্ধিজীবীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

13/12/2022

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে আমাদের দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় দল বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে।

09/12/2022

আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস চলুন আমরা সবাই সোচ্চার হই দুর্নীতি করব না দুর্নীতি সইব না দুর্নীতি মানবো না #দিলালপুর_আব্দুল_করিম_উচ্চ_বিদ্যালয় স্কাউট দল

01/12/2022

রেজাল্ট আশানুরুপ না হওয়ার জন্য জেএসসি এর রেজাল্ট সমন্বয় খুব বড় একটা ফ্যাক্ট 💔

30/11/2022

বাংলাদেশের সকল কিছুর সংখ্যাঃ
______________________________
০১. বিভাগ - ৮ টি
০২. জেলা - ৬৪ টি
০৩. সিটি কর্পোরেশন - ১২ টি
০৪. উপজেলা - ৪৯২টি (সর্বশেষ- শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
০৫. পৌরসভা - ৩২৯ টি (সর্বশেষ- তাড়াশ, সিরাজগঞ্জ)
০৬. থানা - ৬৫০ টি (সর্বশেষ- হাতিরঝিল)
০৭. ইউনিয়ন - ৪৫৬২ টি
০৮. গ্রাম - ৮৭১৯১ টি
০৯. শিক্ষা বোর্ড - ১১ টি
১০. শিক্ষা স্তর - ৪ টি
১১. সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় - ৪৫ টি
১২. সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১০ টি (সর্বশেষ- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বি.)
১৩. সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় - ৪ টি (সর্বশেষ- সিলেট মেডিকেল বি.)
১৪. টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ১ টি
১৫. কৃষি বিশ্ববিদ্যালয় - ৫ টি (সর্বশেষ- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়)
১৬. নদী বন্দর - ৩২ টি (সর্বশেষ- রূপপুর নদীবন্দর)
১৭. সমুদ্র বন্দর - ৩ টি (সর্বশেষ- পায়রা সমুদ্র বন্দর)
১৮. স্হল বন্দর - ২৩ টি (সর্বশেষ - বাল্লা, হবিগঞ্জ)
১৯. গ্যাস ক্ষেত্র - ২৭ টি
২০. সার কারখানা - ১৫ টি
২১. সরকারি সার কারখানা - ৮ টি
২২. সরকারি বস্ত্র কল - ১৮ টি
২৩. সরকারি চিনি কল - ১৫ টি
২৪. চা বাগান - ১৬৭ টি
২৫. সরকারি পাটকল - ২৬ টি, চালু - ১৮ টি
২৬. পরিবেশ আদালত - ৩ টি
২৭. আবহওয়া কেন্দ্র - ৪ টি
২৮. আন্তর্জাতিক বিমানবন্দর - ৪ টি
২৯. মোট তফসিলি ব্যাংক- ৫৯টি (সর্বশেষ- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড)
৩০. বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা - ২৬ টি (১৫ নভেম্বর '১৮ ইকোনমিক ক্যাডার বিলুপ্ত করা হয়)।

29/11/2022

কিসের এতো চিন্তা?
যেখানে আল্লাহ নিজেই উত্তম পরীকল্পনাকারী, সবাই সামনে দিকে এগিয়ে যাও জীবন আরো ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ!

28/11/2022

#দিলালপুর_আব্দুল_করিম_উচ্চ_বিদ্যালয় result
মোট পরীক্ষার্থীঃ১০৬
পাশঃ৯৭
পাশের হারঃ ৯১.৫১%
GPA 5 : ১
আলহামদুলিল্লাহ সবার জন্য আমাদের DAKHS পক্ষ থেকে শুভকামনা 💗
আর যাদের ফলাফল আশানুরূপ হয় নাই তারা হতাশ হবেন না। মনে রাখবেন আল্লাহ উত্তম পরীকল্পনাকারী

28/11/2022

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন

28/11/2022

শুধু মাত্র একটা কথাই বলবো "পরীক্ষার রেজাল্ট কখনো ভাগ্য নির্ধারণ করতে পারে না"! তাই রেজাল্ট নিয়ে মন খারাপ না করে পরবর্তী যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে নাও।

28/11/2022

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা!

28/11/2022

সবার জন্য শুভ কামনা রইলো।
আজ এসএসসি-2022 এর ফলাফল প্রকাশ করবে। সবার পরিবারের কাছে এবং প্রতিবেশীর কাছে অনুরোধ কারো রেজাল্ট খারাপ হলে তার উপর রাগ করবেন না প্লিজ। যার রেজল্ট খারাপ হয় সে নিজেও অনেক ডিপ্রেশনে থাকে আর তাদের সাথে যদি আপনারা আরো বেশি ডিপ্রেশন দেন তাহলে শয়তান তাদেরকে বিভিন্ন ধোকা দিতেও পারে এজন্য অনুরোধ করবো সন্তানদের সান্ত্বনা দিবেন।
এসএমএস করে রেজাল্ট দেখার নিয়ম:
এসএসসি: SSC SPACE FIRST 3 LETTERS OF BOARD (DHA,JES,BAR,CHI COM,RAJ,SYL,DIN,MYM, SPACE ROLL SPACE 2022 পাঠিয়ে দিন 16222
দাখিল: SSC SPACE MAD SPACE ROLL SPACE 2022 পাঠিয়ে দিন 16222
কারিগরি/ টেকনিক্যাল: SSC SPACE TEC SPACE ROLL SPACE 2022 পাঠিয়ে দিন 16222

24/11/2022

এতদ্বারা অত্র দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষা ২০২২খ্রি এ অংশগ্রহণকারী ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/১১/২০২২খ্রি. তারিখ রোজ সোমবার বেলা ১১.০০ ঘটিকায় নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

প্রধান শিক্ষক
Abdul Qayyum
দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়,
দিলালপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।

19/11/2022

#সন্তানের_শিক্ষককে_লিখা_আব্রাহাম_লিংকনের_চিঠি “মাননীয় মহোদয়,
আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম। তাকে মানুষ হিসাবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে আরও শেখাবেন, প্রত্যেক খারাপ লোকের মাঝেও একজন বীর থাকতে পারে। প্রত্যেক স্বার্থবান রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে উপার্জিত একটি ডলার অনেক মূল্যবান। এও শেখাবেন, কীভাবে পরাজয় মেনে নিতে হয় এবং কীভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগে বুঝতে পারে, যারা পীড়নকারী তাদের খুব সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য আছে তাও তাকে বুঝতে শেখাবেন।
আমার পুত্রকে বলবেন, বিদ্যালয়ে নকল করে পাস করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুল মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়- হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে। দুঃখের মাঝে কীভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা বুঝাতে শেখাবেন। নির্মম নির্দয় যারা তাদের ঘৃণা করতে শেখাবেন। আর সাবধান করবেন অতিরিক্ত আরাম আয়েশ থেকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না। কেননা আগুনে পুড়ে ইস্পাত খাটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে সাহসী হওয়ার ধৈর্য জানাবেন। শেখাবেন, নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার আস্থা থাকবে মানব জাতির প্রতি। ”

12/11/2022

আলহামদুলিল্লাহ, বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ১ম রাউন্ডের প্রতিযোগিতা পেরিয়ে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল এখন ২য় রাউন্ডের প্রস্তুতি নিচ্ছে। আবারো সকলের নিকট তাদের সফলতার জন্য দোয়া কামনা করছি।

12/11/2022

প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২খ্রি. এর জেলা পর্যায়ের বিতর্কে অংশগ্রহণ করার জন্য রওয়ানা করেছে। তাদের সফলতার জন্য সকলের দোয়া কামনা করছি।

10/11/2022

বিদ্যালয়ের সাধারণ নিয়মাবলী....

০১. শিক্ষার্থীরা সর্বদা পিতা-মাতা, গুরুজন ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্ব ক্ষেত্রে বিনয়ী হতে হবে।
০২. ক্লাস শুরু হবার ১৫ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
০৩. শ্রেণী কক্ষে বসার সিস্টেম চক্রাকারে যা শ্রেণী শিক্ষক নিদ্ধারণ করবেন। প্রত্যেক শিক্ষার্থীকে এই নির্দেশ মানতে হবে।
০৪. স্কুল চলাকালীন সময়ে অভিভাবকগণ শুধু অফিস কক্ষ ছাড়া স্কুলের ১ম ২ য় তলা বা শ্রেণী কক্ষের সামনে যাওয়া নিষেধ। এতে শ্রেণীর ব্যহত হয়।
০৫. ব্যক্তিগত খেলার সরঞ্জাম বিদ্যালয়ে আনা যাবে না।
০৬. বিদ্যালয় চলাকালীন সময়ে অকারণে শ্রেণী কক্ষের বাইরে শিক্ষার্থীদের দেখা গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৭. বিদ্যালয়ের সকল আসবাপত্রের প্রতি যত্নবান হতে হবে। কেউ ক্ষতিসাধন করলে ক্ষতিপূরণ দিতে হবে।
০৮. বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী অশালীন পুস্তক/ছবি/চাকু/ব্লেড ইত্যাদি আনা সম্পূর্ণ নিষেধ। উক্ত সরঞ্জাম যে কোন একটি আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
০৯. যে কোন পরামর্শ বা অভিযোগ থাকলে অভিভাবকগণ প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবেন।
১০. ভুল ডায়েরির ছুটির ঘরে অভিভাবক এবং শিক্ষকদের স্বাক্ষর থাকলে ছুটি গ্রহণ যোগ্য হবে।
১১. বছরকে তিন ভাগে ভাগ করে ৩টি সাময়িক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় পাসের নম্বর ৩৩%।
১২. মাসিক পরীক্ষায় অংশ গ্রহণ বাধ্যতামূলক ।
১৩. কোন অবস্থাতেই পিতা/মাতা/মনোনীত অভিভাবক ব্যতীত অন্য কারো সাথে ছাত্র-ছাত্রীকে স্কুল ত্যাগ করতে দেওয়া হবে না।
১৪. কোন ছাত্র-ছাত্রী অভিভাবক ছাড়া একা যেতে চাইলে তাকে অনুমতি সংগ্রহ করে আনতে হবে

10/11/2022

ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এ শিক্ষার্থীদের নিয়ে বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে অংশগ্রহণ।

29/10/2022

৩ বছরের বেশি বন্ধুত্ব আছে

এমন বন্ধু দেখান!'🖤

Photos from DAKHS's post 19/10/2022

"শেখ রাসেল নির্মলতার প্রতীক,
দুরন্ত, প্রাণবন্ত, নির্ভীক।"
এই প্রতিপাদ্যে আয়োজিত শেখ রাসেল দিবস ২০২২ খ্রি. এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব (২য়) এর পুরস্কারটি জেলা প্রশাসক, কিশোরগঞ্জের কাছ থেকে গ্রহণ করেন দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল কাইয়ুম স্যার। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব (১ম) এর পুরস্কারটি অত্র প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক জনাব শামসুন্নাহার ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা 'প্রিয় শেখ রাসেল' এ ৩য় স্থান লাভ করায় পুরস্কার গ্রহণ করে অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাজিন আক্তার। দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সাফল্যের জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

17/10/2022

আলহামদুলিল্লাহ, শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিযোগিতায় দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ (১ম) এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ (২য়) হয়েছে। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল কাইয়ুম মহোদয় জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ এ জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক জনাব শামসুন্নাহার বাজিতপুর উপজেলা প্রশাসন থেকে আগামীকাল উক্ত পুরস্কার গ্রহণ করবেন। দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশি।

09/10/2022

শ্রেণিশিক্ষকের মৌলিক দায়িত্ব ও কর্তব্য
---------------------------------------
★ হাজিরা খাতায় নাম উঠানো।
★ ডায়রিতে শিক্ষার্থীর পিতা-মাতার নাম বা স্থানীয় অভিভাবকের নাম এবং তাদের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, অভিভাবকের পেশা সংরক্ষন করবেন।
★ ফলাফল রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরী করবেন।
★ শ্রেণিশিক্ষক সবল, দুর্বল, অধিক দুর্বল, বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন।
★ শিক্ষক বিধি মোতাবেক সময়মত বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণিকার্যক্রম শেষে সবকিছু গুছিয়ে সুন্দর ভাবে প্রতিষ্ঠান ত্যাগ করবেন।
★ শিক্ষার্থীর প্রতি একজন শ্রেণিশিক্ষকের আচমকা বা দৃষ্টি ভঙ্গি সবসময় হবে ইতিবাচক। তিনি নেতিবাচকতা সম্পূর্ণভাবে পরিহার করবে। শিক্ষক নিজে শৃঙ্খলা মেনে চলবেন।

★ শ্রেণিশিক্ষক নিয়মিত প্রাত্যহিক সমাবেশে সময়মত উপস্থিত থাকবেন।
★ শ্রেণিকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সমান গ্রুপে ভাগ করে দিবেন।
★ শিক্ষার্থীর মধ্যে সুষ্ঠু গণতন্ত্রকে চেতনা সৃষ্টি করার মানসে শ্রেণিশিক্ষক গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করবেন।
★ একজন শ্রেণিশিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্ত বন্ধুর মত আচরণ করবেন।
★ শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণিশিক্ষক শিক্ষার্থীর সুখে-দুঃখে, সাফল্য-ব্যর্থতায় সবসময় পাশে থাকবেন।
★ একজন শিক্ষককে শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে হবে।
★ একজন শ্রেণিশিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন।

★ শ্রেণিশিক্ষককের নিজস্ব গঠনমূলক বা সৃজনশীল কোন পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন।
★ শ্রেণিশিক্ষক শ্রেণির বিষয় শিক্ষার্থীদের সাথে পরামর্শ করবেন এবং তাঁদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিবেন।
★ কোন শিক্ষার্থী শ্রেণিতে অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করলে শ্রেণি শিক্ষক তা অভিভাবক বা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবেন।
★ শ্রেণিশিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নিবেন। এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারবেন।

★ শ্রেণিশিক্ষক তাঁর বিষয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সময়ে সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। নিজ বিদ্যালয়ে ইন হাউজ ট্রেনিং করাবেন।
★ একজন শ্রেণিশিক্ষক বা বিষয়শিক্ষক যে বিষয়টিতে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করাবেন সে বিষয়টি সম্পর্কে তাঁর সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে।
★ শিক্ষক তাঁর সুবিধামত সময়ে এই পাঠাগারে প্রবেশ করবেন নিজের জ্ঞান প্রসার ঘটানোর জন্য।
★ পেশাদারি এবং নৈতিক দায়িত্ববোধ থেকে একজন শ্রেণিশিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সবসময় সকল শিক্ষার্থীর জন্য একই রকম ধারাবাহিকতা বজায় রাখবেন। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় যাতে প্রাধান্য না পায় বরং শিক্ষার্থীর মেধার মাধ্যমে সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রতিভাবান শিক্ষার্থীরা ষথাযতভাবে মূল্যায়িত হবে।

★ যথাযথ উপকরণ ব্যবহার ও পাঠ পরিকল্পনা করে অংশ গ্রহণমূলক ক্লাস নিতে হবে। যাতে থাকবে কুশল বিনিময়, পূর্বজ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, শিখনফল জানানো, বোর্ডের কাজ, আলোচনা, দলীয়, একক আলোচনা, মূল্যায়ন, বাড়ির কাজ, বিদায়। ICT পূর্ণ ব্যবহার।

এছাড়াও আরো কিছু দায়িত্ব সম্পর্কে একজন শিক্ষককে বিষয়গত জ্ঞানের পাশাপাশি নিম্ন লিখিত বিষয়েও জ্ঞান অর্জন করতে হয়--
* শিক্ষার্থীকে জানবার জ্ঞান।
* শিখন পরিবেশের জ্ঞান।
* শিক্ষাদান সম্পর্কিত জ্ঞান।
* বিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক জ্ঞান।
* তত্বাবধান সংক্রান্ত জ্ঞান।
* নৈতিকতার মূল্যবোধের জ্ঞান।
* রুচি বা আগ্রহ অনুযায়ী জ্ঞান।
তাছাড়া, প্রধান শিক্ষক বিদ্যালয় সম্পর্কিত যা নির্দেশ করবেন,সেগুলো করা।
কোথাও ভাষাগত ভুল হলে মাফ করবেন।(Copied)

26/09/2022

আমাদের #দিলালপুর_আব্দুল_করিম_উচ্চ_বিদ্যালয় সাবেক ছাত্রী Jannath Aktar প্রথম আলো শিরোনামে আমাদের DAKSH পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো

Photos from DAKHS's post 20/09/2022

দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে আজ ইন হাউস ট্রেনিং এর আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে আগমন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. হুমায়ুন কবির, বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব ডা. মো. শাহাবুদ্দিন, জনাব সৈয়দ জহিরুল হক ও জনাব মো. লুৎফর রহমান (খোকন), সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব মনজুর আলম এবং প্রশিক্ষণ কার্যক্রমটি সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল কাইয়ুম।

17/09/2022

চুল বড় রাখলে ছেলেরা খারাপ হয়ে যায় না

এগুলো নিউটন,রবীন্দ্রনাথ হওয়ার লক্ষণ🤭🥰

14/09/2022

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের প্রতি দোয়া ও
শুভ কামনা রইল।

13/09/2022

আসসালামু আলাইকুম প্রিয় DAKHS বাসী
SSC-22 এর সকল পরীক্ষার্থী ভাই-বোনদের জন্য আমাদের এডমিন প্যানেলের পেজে এর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইলো 💗
আশা করি আপনারা আপনাদের সর্বোচ্চটায় অর্জন করতে পারবেন 😊

13/09/2022

২০২২খ্রি. সালের এস.এস.সি পরীক্ষার সর্বশেষ সংশোধিত সময়সূচি

09/09/2022

খান বাহাদুর আবদুল করিমঃ

বাজিতপুরের অন্যতম কৃতি সন্তান খান বাহাদুর আবদুল করিম বাহেরনগর গ্রামে জন্মগ্রহণ করেন । আইনজীবি হিসাবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন । তার কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ ব্রিটিশ সরকার ১৯২৪ খ্রিষ্টাব্দে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন । ১৯৪১ সালে শেরে বাংলা এ কে ফজলুল হক তার দ্বিতীয় মস্ত্রীসভায় খান বাহাদুর আবদুল করিমকে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দেন ।

08/09/2022

আলহামদুলিল্লাহ, আমাদের দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় ফুটবল দল ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বাজিতপুর উপজেলা পর্যায়ের পূর্বাঞ্চলীয় সেমিফাইনালে আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে পূর্বাঞ্চলীয় ফাইনালের অপেক্ষায়। সকলের দোয়া ও শুভকামনা চাই।

Videos (show all)

Location

Category

Website

Address

Riyadh

Other Schools in Riyadh (show all)
Dar Jana International School Dar Jana International School
Abdullah Al Khurayji Street
Riyadh

Since 1999

Higher Institute for Plastics Fabrication Higher Institute for Plastics Fabrication
7798 AlKharj Road, New Industrial City, Unit #1
Riyadh, 14331-3244

HIPF is the first specialized institute to serve the plastic industry in the Kingdom. Pioneering the

Sekolah Indonesia Riyadh Sekolah Indonesia Riyadh
Um Al Hammam
Riyadh, 12329

Kedutaan Besar Republik Indonesia, Sekolah Indonesia Riyadh PO. BOX 94343 Riyadh 11693 Saudi Arabia

مدارس التربية النموذجية مدارس التربية النموذجية
شارع الامير ماجد بن عبد العزيز حي الريان
Riyadh, 41980

Al-Tarbiya Al-Namothajiyah School

FinanceBiz FinanceBiz
شارع هارون الرشيد، الفيحاء،
Riyadh, 14254

لا أحد يتحمل المسؤولية عن وضعك المستقبلي غير نفسك. إذا ?

CTaranim CTaranim
العليا/حي الورود
Riyadh

استقبال ورعاية الاطفال لجميع الاعمار بدًا من حديثي الو

International Indian School Riyadh المدرسة الهندية العالمي International Indian School Riyadh المدرسة الهندية العالمي
(Boys Section) الحسن بن علي،، Ar Rawdah, Girls Section Farazdaq Stre
Riyadh, 13211

Welcome to the Official Page of International Indian School Riyadh.

Knowledge Academy Knowledge Academy
شارع ابي هريرة، حي النسيم الشرقي
Riyadh

تدريس المنهج المصري باحترافية

SEK-Riyadh International School SEK-Riyadh International School
Al Toq
Riyadh

SEK International School Riyadh is conveniently located in the Al Rabie district, in central Riyadh

Rainbow International School KG Section Rainbow International School KG Section
Al Sulaimaniyah
Riyadh

Rainbow International School -Kindergarten aims to provide quality education based on the British cu