31/08/2023
আজ ৩১ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার নতুন কারিকুলামে ৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা-৪ তথ্য ঝুঁকি মোকাবিলায় মানববন্ধন এর প্রয়োগ অংশ হিসেবে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা তথ্য ঝুঁকি মোকাবিলা শীর্ষক মানববন্ধনের আয়োজন করে তা বাস্তবায়ন করে।
16/08/2023
অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী খান বাহাদুর আবদুল করিম তাঁর পৈত্রিক নিবাস কিশোরগঞ্জ জেলার
বাজিতপুরে উপজেলার অন্যতম কৃতি সন্তান খান বাহাদুর আবদুল করিম তিনি দিলাল পুর ইউনিউনের বাহেরনগর গ্রামে জন্মগ্রহণ করেন । আইনজীবি হিসাবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন । তার কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ ব্রিটিশ সরকার ১৯২৪ খ্রিষ্টাব্দে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন (১৯৩৭-১৯৪৩) সালে শেরে বাংলা এ কে ফজলুল হক তার দ্বিতীয় মস্ত্রীসভায় খান বাহাদুর আবদুল করিমকে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দেন উনার নামে ওই আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান #দিলালপুর_আব্দুল_করিম_উচ্চ_বিদ্যালয় নাম করন করা হয়েছে ❤️
15/08/2023
আজ ১৫ আগস্ট, ২০২৩খ্রি. জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, হামদ-নাত ও কুরআন তিলাওয়াত, আলোচনা সভা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দেয়ালিকা প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
01/08/2023
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
শিক্ষকদের দাবী পূরণের নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধির সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। তাই আগামীকাল রোজ বুধবার ০২-০৮-২০২৩ খ্রি সকাল. ১০টা হতে DAKHS এর শ্রেণী কার্যক্রম শুরু হবে।সবাইকে যথা সময়ে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া গেল অসংখ্য ধন্যবাদ
28/07/2023
আলহামদুলিল্লাহ।
২০২৩ সালের SSC পরীক্ষায় দিলালপুর আ: করিম উচ্চ বিদ্যালয়ের এর অর্জন ।
মোট পরীক্ষার্থী : ১২৭ জন
কৃতকার্য : ১০০ জন
GPA-5 পেয়েছে : ০ জন
পাসের হার : ৭৮.৭৪%
12/07/2023
আজ অত্র দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলামে শিখনকালীন মূল্যায়নবিষয়ক ইন হাউস প্রশিক্ষণ আয়োজন করা হয়।
28/06/2023
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও ম্যানেজিং কমিটির সকল সদস্যসহ সকলকে জানাই পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে
প্রধান শিক্ষক,
দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়,
দিলালপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।
23/05/2023
এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হবে
৩০/৭/২০২৩
ইনশাআল্লাহ সবাই যেন মা-বাবার মুখে হাসি ফুটাতে পারে।
13/05/2023
পাঁচ বোর্ডের রোববারের এসএসসি-সমমান পরীক্ষা স্থগিত
01/05/2023
DAKHS পক্ষ থেকে সকল শ্রমজীবী প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা❤️
30/04/2023
ব্রেকিং
প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ১৭ হাজার পরীক্ষার্থী
ব'হি'ষ্কা'র ২০...!!
29/04/2023
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল । আল্লাহ ভরসা ❤
29/04/2023
আগামীকাল (৩০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
DAKHS পরিবার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা।
26/04/2023
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান
-----------------------------------------------------------
26/04/2023
২০২৩ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OmR Sheet নিয়ে কিছু কথা:
১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।
৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।
৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।
৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।
৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।
সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।
21/04/2023
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও ম্যানেজিং কমিটির সকল সদস্যসহ সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে
প্রধান শিক্ষক,
দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়,
দিলালপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।
20/04/2023
DAKHS পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক❤️❤️❤️
16/04/2023
আজ ১৬.০৪.২০২৩ খ্রি. তারিখ রোজ রবিবার দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থী ২০২৩ খ্রি. এর বিদায় অনুষ্ঠান ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল কাইয়ুম স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ মো. মনজুর আলম স্যার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বৃন্দ অনুষ্ঠানে এস.এস.সি পরীক্ষার্থীদের সাফল্য এবং দেশের কল্যাণ কামনায় দোয়া করা হয়
15/04/2023
আপনি অথবা আপনার বাচ্চা কে জ্যামিতির Boss করতে চাইলে এই নোট টি শেখান!!!
#বিন্দু_রেখা_তল
১। স্থান কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ঐ বস্তুর স্থান বলে।
২। রেখা কাকে বলে?
উত্তরঃ যার দৈর্ঘ্য আছে কিন্তু, প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা (line) বলে। রেখার কোন প্রান্ত বিন্দু নেই।
৩। সরলরেখা কাকে বলে?
উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা (Straight Line) বলে।
৪। বক্ররেখা কাকে বলে?
উত্তরঃ যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে অর্থাৎ আঁকাবাঁকা চলে তাকে বক্ররেখা বলে।
৫। রশ্মি কাকে বলে?
উত্তরঃ যদি কোন রেখাংশের একটি প্রান্তবিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্তবিন্দুটি ইচ্ছেমত বাড়ানো যায়, তবে তাকে রশ্মি (Ray)বলে।
৬। বিন্দু কাকে বলে?
উত্তরঃ যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে। বিন্দুকে শূণ্য মাত্রার সত্ত্বা ধরা হয়।
অথবা, যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে।
৭। রেখাংশ কাকে বলে?
উত্তরঃ প্রকৃতপক্ষে রেখা হল কতগুলো বিন্দুর সমষ্টি। রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ (Parts of line)বলে।
৮। তল কাকে বলে?
উত্তরঃ যার শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ নেই তাকে তল বলে। অথবা, ঘন বস্তুর উপরিভাগকে তল বলে।
৯। লম্ব কাকে বলে?
উত্তরঃ একই রেখার উপর দুটি সন্নিহিত কোণ পরস্পর ৯০ ডিগ্রী বা সমকোণ হলে, সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব।
১০। সমান্তরাল রেখা কাকে বলে?
উত্তরঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে ।
১১। ছেদক কাকে বলে?
উত্তরঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে ।
কোণ!!!
১২। কোণ কাকে বলে?
উত্তরঃ যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়।
১৩। সূক্ষ্মকোণ কাকে বলে?
উত্তরঃ এক সমকোণ (90 ডিগ্রী) অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
১৪। স্থূলকোণ কাকে বলে?
উত্তরঃ এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।
১৫। সমকোণ কাকে বলে?
উত্তরঃ একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ = 90 ডিগ্রী
১৬। প্রবৃদ্ধকোণ কাকে বলে?
উত্তরঃ দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ 360 > x > 180 হলে x একটি প্রবৃদ্ধ কোণ।
১৭। সরলকোণ কাকে বলে?
উত্তরঃ দু’টি সরল রেখা পরস্পর বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা 180 ডিগ্রী।
১৮। বিপ্রতীপকোণ কাকে বলে?
উত্তরঃ দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
১৯। সম্পূরককোণ কাকে বলে?
উত্তরঃ দু’টি কোণের সমষ্টি 180 ডিগ্রী বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে
২০। পূরককোণ কাকে বলে?
উত্তরঃ দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রী হলে একটিকে অপরটির পূরক কোণ বলে
২১। একান্তরকোণ কাকে বলে?
উত্তরঃ দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাদেরকে একে অপরের একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
২২। অনুরূপকোণ কাকে বলে?
উত্তরঃ দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে সমান্তরাল রেখাদ্বয়ের সাথে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।
২৩। সন্নিহিতকোণ কাকে বলে?
উত্তরঃ যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।
#ত্রিভুজ👍♥️
২৪। ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।
২৫। সুক্ষ্মকোণীত্রিভূজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(90 ডিগ্রী ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।
২৬। স্থূলকোণীত্রিভূজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভূজের একটি কোণ সথূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে সথূলকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজের একের অধিক সথূলকোণ থাকতে পারে না।
২৭। সমকোণী ত্রিভূজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়।
২৮। লম্বকেন্দ্র কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র(orthocenter)।
২৯। সমবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।
৩০। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং অপর বাহুটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
৩১। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষোমবাহু ত্রিভুজ বলে।
৩২। অতিভুজ কাকে বলে?
উত্তরঃ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ এর সমকোণ-সংলগ্ন দুই বাহুর বর্গের যোগফলের সমান।
৩৩। অন্তঃস্থ কোণ কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনগুলিকে অন্তঃস্থ কোণ বলে। ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি ১৮০°।
৩৪। বহিঃস্থ কোণ কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের বাহুগুলিকে বর্ধিত করলে যে কোণগুলি পাওয়া যায়, তাদেরকে বহিঃস্থ কোণ বলে। । যেকোন বহিঃস্থ কোণ এর অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান।
৩৫। মধ্যমা কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আঁকা রেখাকে বলা হয় ত্রিভুজটির একটি মধ্যমা। ত্রিভুজের তিনটি মধ্যমা একই বিন্দুতে ছেদ করে এবং এটি প্রতিটি মধ্যমার শীর্ষবিন্দু থেকে দুই-তৃতীয়াংশ দূরত্বে অবস্থিত।
৩৬। ত্রিভুজের উচ্চতা কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে ঐ ত্রিভুজের উচ্চতা বলে।
৩৭। সর্বসম ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ দুইটি ত্রিভুজকে সর্বসম বলা হয় যদি এগুলি নিচের তিনটি শর্তের সেটের যেকোনটি পূরণ করে:
(১) একটি ত্রিভুজের এক বাহু ও দুইটি কোণ অন্যটির অনুরূপ বাহু ও দুইটি কোণের সমান;
(২) কোন একটি ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ অন্য ত্রিভুজটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান; অথবা
(৩) একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান। যদি একই সমতলে অবস্থিত দুইটি ত্রিভুজকে নিখুঁতভাবে একটির উপর আরেকটিকে বসিয়ে দেয়া যায়, তবে তারা সরাসরি সর্বসম। আর যদি বসানোর আগে একটিকে উল্টে নিতে হয়, তবে ত্রিভুজ দুটি বিপরীতভাবে সর্বসম।
৩৮। সদৃশ ত্রিভুজ কাকে বলে?
উত্তরঃ যদি দুইটি ত্রিভুজের একটির সবগুলি কোণ অন্যটির সবগুলি কোণের সমান হয়, তবে তাদেরকে সদৃশ ত্রিভুজ বলা হয় এবং এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়।
৩৯। অন্তঃকেন্দ্র কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু । এ বিন্দুই ত্রিভুজের অন্তঃকেন্দ্র।
৪০। পরিকেন্দ্র কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। এই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র।
৪১। ভরকেন্দ্র কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু । এই বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে।
৪২। লম্ববিন্দু কাকে বলে?
উত্তরঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। এই বিন্দুকে ত্রিভুজের লম্ববিন্দু বলে।
#চতুর্ভুজ👍♥️
৪৩। চতুর্ভুজ কাকে বলে?
উত্তরঃ চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে।
৪৪। কর্ণ কাকে বলে?
উত্তরঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম।
৪৫। সামান্তরিক কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (কিন্তু কোণ গুলো সমকোন নয়) , তাকে সামান্তরিক বলে।
৪৬। আয়তক্ষেত্র কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।
৪৭। বর্গক্ষেত্র কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।
৪৮। রম্বস কাকে বলে?
উত্তরঃ রম্বস এক ধরনের সামান্তরিক যার সবগুলি বাহু সমান কিন্তু কোণ গুলো সমকোন নয়
৪৯। ট্রাপিজিয়াম কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজ এর দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, তাকে ট্রাপিজিয়াম বলে।
৫০। সুষম বহুভুজ কাকে বলে?
উত্তরঃ যদি বহুভুজের সবগুলি বাহু ও কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে।
#বৃত্ত👍♥️
৫১। বৃত্ত কাকে বলে?
উত্তরঃ একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদুরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বক্রাকার চিত্রকে বৃত্ত বলে
৫২। কেন্দ্র কাকে বলে?
উত্তরঃ যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান সেই বিন্দুকে কেন্দ্র বলে।
৫৩। ব্যাসার্ধ কাকে বলে?
উত্তরঃ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যেকোনো বিন্দুর দূরত্ব কে ব্যাসার্ধ বলে।
৫৪। জ্যা কাকে বলে?
উত্তরঃ বৃত্তের পরিধির উপর যেই কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে জ্যা বলে।
৫৫। ব্যাস কাকে বলে?
উত্তরঃ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে।
৫৬। পরিধি কাকে বলে?
উত্তরঃ বৃত্তের সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে পরিধি বলে।
৫৭। বৃত্তচাপ কাকে বলে?
উত্তরঃ বৃত্তের যেকোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে।
৫৮। অর্ধ-বৃত্তচাপ কাকে বলে?
উত্তরঃ যে বৃত্তচাপের দৈর্ঘ্য পরিধির অর্ধেক তাকে অর্ধবৃত্ত বলে।
৫৯। বৃত্তাংশ কাকে বলে?
উত্তরঃ বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অংশকে বৃত্তাংশ বলে।
৬০। বৃত্তকলা কাকে বলে?
উত্তরঃ বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে।
৬১। বৃত্তস্থকোণ কাকে বলে?
উত্তরঃ বৃত্তের দুটি জ্যা পরস্পর কে বৃত্তের উপর কোন বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোন বলে।
৬২। কেন্দ্রস্থ কোণ কাকে বলে?
উত্তরঃ একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ঐ বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়।
৬৩। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত হয় সেই চতুর্ভুজকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে।
৬৪। স্পর্শক কাকে বলে?
উত্তরঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল ছেদবিন্দু থাকে তবে সরলরেখাটিকে বৃত্তের স্পর্শক বলা হয়।
৬৫। সাধারণ স্পর্শক কাকে বলে?
উত্তরঃ একটি সরলরেখা যদি দুইটি বৃত্তের স্পর্শক হয় তবে উক্ত রেখাটিকে সাধারণ স্পর্শক বলা হয়।
৬৬। পরিবৃত্ত কাকে বলে?
উত্তরঃ তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।
৬৭। পরিকেন্দ্র কাকে বলে?
উত্তরঃ পরিবৃত্তের কেন্দ্র কে পরিকেন্দ্র বলে।
#কনিক👍♥️
৬৮। কনিক কাকে বলে?
উত্তরঃ কার্তেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে সব বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক, তাদের সেই একটি সঞ্চারপথ এবং তাকে কনিক বলা হয় ।
৬৯। উপবৃত্ত কাকে বলে?
উত্তরঃ উপবৃত্ত হলো কতকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি সমতলীয় বদ্ধ বক্ররেখা যেন ঐ বক্ররেখার উপর অবস্থিত যে কোন বিন্দু হতে দুইটি নির্দিষ্ট বিন্দুর দুরত্বের সমষ্টি সব সময়ই একটি নির্দিষ্ট ধ্রূবক। প্রতিটি নির্দিষ্ট বিন্দুকে উপবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র বলে। যেহেতু এমন দুইটি নির্দিষ্ট বিন্দু রয়েছে, তাই উপবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র দুইটি। ফোকাস বিন্দু দুইটির মধ্যবর্তী দুরত্বকে ফোকাস দুরত্ব বলে। উপকেন্দ্র বিন্দু দুইটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দুই হলো উপবৃত্তের কেন্দ্র।
৭০। অধিবৃত্ত কাকে বলে?
অধিবৃত্ত হলো কতকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি সমতলীয় খোলা বক্ররেখা যেন ঐ বক্ররেখার উপর যেকোন বিন্দু হতে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা উভয়েরই দুরত্ব সমান। নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় অধিবৃত্তের উপকেন্দ্র বা ফোকাস এবং নির্দিষ্ট রেখাটিকে বলা হয় অধিবৃত্তের দ্বিকাক্ষ।
#পরাবৃত্ত 👍♥️
৭১। পরাবৃত্ত কাকে বলে?
উত্তরঃ পরাবৃত্ত হলো কতকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন দুইটি সমতলীয় খোলা বক্ররেখা যেন ঐ বক্ররেখা দুইটির অভ্যন্তরস্থ দুইটি নির্দিষ্ট বিন্দু হতে প্রতিটি বক্ররেখার উপর অবস্থিত যেকোন একটি বিন্দুর দুরত্বের পার্থক্যের পরম মান সবসময়ই একটি নির্দিষ্ট ধ্রূবকের সমান। প্রতিটি নির্দিষ্ট বিন্দুকে ফোকাস বা উপকেন্দ্র বলে। যেহেতু এমন দুইটি নির্দিষ্ট বিন্দু রয়েছে, তাই পরাবৃত্তের উপকেন্দ্র দুইটি। উপকেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুকে পরাবৃত্তের কেন্দ্র বলে। দ্বিমাত্রিক জগতে পরাবৃত্ত হলো একই সমতলে অবস্থিত দুইটি প্রতিসাম্য বক্ররেখা বা একটি বক্ররেখা আরেকটির আয়না প্রতিচ্ছবি।
৭২। পরাবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র কাকে বলে?
উত্তরঃ ফোকাস বা উপকেন্দ্র হলো পরাবৃত্ত বক্ররেখার অভ্যন্তরস্থ এমন দুইটি নির্দিষ্ট বিন্দু যাদের থেকে পরাবৃত্ত বক্ররেখা দুইটির যেকোন একটির উপর যেকোন বিন্দুর দুরত্বের পার্থক্যের পরম মান একটি নির্দিষ্ট ধ্রূবক।
৭৩। পরাবৃত্তের কেন্দ্র কাকে বলে?
পরাবৃত্তের উপকেন্দ্র দুইটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দুকে পরাবৃত্তের কেন্দ্র বলে। অন্যভাবে বললে, পরাবৃত্তের বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষের ছেদ বিন্দুকে কেন্দ্র বলে। তাছাড়া এই কেন্দ্র বিন্দুতে অক্ষদ্বয় পরস্পর সমকোণে মিলিত হয়।
৭৪। পরাবৃত্তের বৃহৎ অক্ষ কাকে বলে?
উত্তরঃ বৃহৎ অক্ষ হলো উপকেন্দ্রদ্বয় দিয়ে অতিক্রমকারী সরলরেখা। পরাবৃত্তের বৃহৎ অক্ষ আবার প্রতিসাম্য রেখা বলে পরিচিত। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a. সুতরাং, অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো a.
৭৫। পরাবৃত্তের শীর্ষ কাকে বলে?
উত্তরঃ বৃহৎ অক্ষ পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে তাকে শীর্ষ বিন্দু বলে। অন্যভাবে বললে, উপকেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ পরাবৃত্ত বক্ররেখা দুইটিকে যে দুইটি বিন্দুতে ছেদ করে তাদেরকে শীর্ষ বিন্দু বলে। কেন্দ্র থেকে যেকোন শীর্ষ বিন্দুর দুরত্ব $a$ যা অর্ধ বৃহৎ অক্ষের দুরত্বের সমান।
৭৬। পরাবৃত্তের অসীম তট কাকে বলে?
উত্তরঃ অসীম তট হলো কেন্দ্রগামী এমন একটি সরলরেখা যা পরাবৃত্তের বক্ররেখাকে কখনও ছেদ করবে না।
৭৭। পরাবৃত্তের ফোকাস দুরত্ব বা উপকেন্দ্রিক দুরত্ব কাকে বলে?
উত্তরঃ কেন্দ্র থেকে যেকোন ফোকাস বা উপকেন্দ্রের দুরত্বকে ফোকাস দুরত্ব বা উপকেন্দ্রিক দুরত্ব বলে।
৭৮। পরাবৃত্তের উপকেন্দ্রিকতা কাকে বলে?
উত্তরঃ ফোকাস দুরত্ব ও অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অনুপাতকে উপকেন্দ্রিকতা বলে। এটিকে e দ্বারা সূচিত করা হয়। যদি পরাবৃত্তের ফোকাস দুরত্ব c এবং অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য a হয়, তাহলে উপকেন্দ্রিকতা e = ca পরাবৃত্তের উপকেন্দ্রিকতা সবসময় এক অপেক্ষা বড় অর্থাৎ e > 1.
৭৯। পরাবৃত্তের দ্বিকাক্ষ বা নিয়ামক কাকে বলে?
উত্তরঃ দ্বিকাক্ষ বা নিয়ামক হলো কেন্দ্র হতে a2c একক দুরত্বে অবস্থিত বৃহৎ অক্ষের উপর লম্ব একটি সরলরেখা যেখানে a ও c হলো যথাক্রমে অর্ধ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ও ফোকাস দুরত্ব। একটি পরাবৃত্তের এরূপ দুইটি দ্বিকাক্ষ থাকে।
৮০। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কাকে বলে?
উত্তরঃ বৃহৎ অক্ষের উপর লম্ব এবং যেকোন উপকেন্দ্রগামী জ্যাকে উপকেন্দ্রিক লম্ব বলে। অন্যভাবে বলা যায়, উপকেন্দ্রিক লম্ব হলো বৃহৎ অক্ষের উপর লম্ব এবং উপকেন্দ্রগামী এমন একটি রেখাংশ যার প্রান্তবিন্দুদ্বয় পরাবৃত্তের বক্ররেখার উপর অবস্থিত। এটি উপকেন্দ্রগামী একটি বিশেষ জ্যা। আবার এটি উপকেন্দ্রগামী একটি অনন্য জ্যা যা বৃহৎ অক্ষ বা প্রতিসাম্য অক্ষ দ্বারা সমদ্বিখণ্ডিত হয়।
৮১। গোলক কাকে বলে?
উত্তরঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে ।
৮২। ঘনবস্তু কাকে বলে?
উত্তরঃ তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে ঘনবস্তু বলে।
৮৩। ঘনক কাকে বলে?
উত্তরঃ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে ।
৮৪। কোণক কাকে বলে?
উত্তরঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে
৮৫। সিলিন্ডার বা বেলন কাকে বলে?
একটি আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক বেলন বলে ।
কেমন লাগল লেখাটি? কমেন্ট করে আপনার মতামত জানান।
শেয়ার করে রেখে দিন আপনার টাইম লাইনে।
28/03/2023
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহারের ট্যাব হাতে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা।
17/03/2023
আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩খ্রি. উপলক্ষে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শেখ রাসেল দেয়ালিকা 'উদ্ভাস' প্রকাশ করা হয়। তারপর শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভান্তে জাতির জনক ও তাঁর পরিবারের সকল সদস্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল পরিচালনা করা হয়। পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে শিক্ষার্থীদের বিতরণ করা হয়।
17/03/2023
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩খ্রি. উপলক্ষে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয়
14/03/2023
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালিত হচ্ছে।
13/03/2023
রাত জেগে যারা এখনো পড়াশোনা করছে দিনশেষে তারাই সফলতার মুখ দেখবে।
07/03/2023
আজ ৭ মার্চ, ২০২৩ খ্রি. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ৭ মার্চ দিবস পালন উপলক্ষে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের পুষ্পস্তবক অর্পণ, কবিতা, ছড়া, ৭ মার্চের ভাষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
21/02/2023
আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩খ্রি. উপলক্ষে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় প্রভাত ফেরির। প্রভাত ফেরি শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে শেখ রাসেল দেয়ালিকা 'রক্তে রাঙা একুশ' প্রকাশ করা হয় এবং শহিদগণের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
20/02/2023
এস.এস.সি. পরীক্ষা ২০২৩খ্রি. এর পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।
07/02/2023
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অত্র দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে চলছে স্বাস্থ্য পরীক্ষা ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম।
25/01/2023
বাজিতপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল এর প্রধান শিক্ষক জনাব শাহ মুহাম্মদ আফজল স্যার এর Cerebral Digital Subtraction Angiography পরীক্ষা হবে National Institute Of Neurosciences & Hospital এ। তাই স্যারের এই পরীক্ষাটি যেন সফল হয় এবং উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই কামনায় অত্র দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সকলে মিলে এক দোয়ার আয়োজন করা হয়। আপনাদের সকলের নিকটও দোয়া কামনা করছি। আমীন।
22/01/2023
দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে চলছে পিঠা উৎসব।
20/01/2023
১৯/০১/২০২৩খ্রি. রোজ বৃহস্পতিবার দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন কিশোরগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয়। উনাকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মো. মনজুর আলম মহোদয়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল কাইয়ুম এবং সহকারী প্রধান শিক্ষক জনাব দেবজিত নাথের নেতৃত্বে সহকারী শিক্ষকবৃন্দ। এ সময় উনার সাথে ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোর্শেদা খাতুন, বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. হুমায়ুন কবির ও বাজিতপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় শ্রেণি কার্যক্রম, বিদ্যালয়ের ফুল-ফারছু পাঠাগার, শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ সার্বিক কার্যক্রম পর্বেক্ষণ করেন।
16/01/2023
** জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না; বাতিলের প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতি
04/01/2023
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাজিতপুর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিলাল পুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে
01/01/2023
অত্যন্ত আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে আমাদের দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩খ্রি. পালন করা হয়।
29/12/2022
কিসের এতো চিন্তা?
যেখানে আল্লাহ নিজেই উত্তম পরীকল্পনাকারী - সবার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ!
27/12/2022
ব্রেকিং নিউজ
আগামী বছরের এসএসসি এপ্রিলে - এইচএসসি জুনে...!!