Sawtul Quran madrasha - SQM সাওতুল কোরআন মাদরাসা।

Sawtul Quran madrasha - SQM সাওতুল কোরআন মাদরাসা।

Share

আসসালামু আলাইকুম। 🥰
ইহা একটি আন্তর্জাতিক মানের আধুনিক ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এবং এতিমখানা সাওতুল কোরআন মাদরাসা।
নূরানী, নাজেরা ও হিফজ খানা।

Photos from Sawtul Quran madrasha - SQM সাওতুল কোরআন মাদরাসা।'s post 01/07/2025

📚 সাওতুল কুরআন মাদ্রাসা 📚
১ম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ 🎉

আলহামদুলিল্লাহ! সাওতুল কুরআন মাদ্রাসার ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

🌟 শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমে আমরা গর্বিত।
🌿 কুরআনের আলোয় আলোকিত হোক তাদের ভবিষ্যৎ।
🏆 বিজয়ী ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা ও পুরস্কার।

বিশেষ ধন্যবাদ জানাই অভিভাবক, শিক্ষক ও সকল শুভানুধ্যায়ীকে—যাদের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়েছে সুন্দর ও সফল।

দোয়া করি—এই শিক্ষার্থীরাই হোক আগামী দিনের আলোকিত নেতৃত্ব।
আল্লাহ যেন তাদের দ্বীন ও দুনিয়ার উভয় সফলতা দান করেন, আমীন।


#পরীক্ষারফলাফল
#পুরস্কারবিতরণ

#ইসলামিকশিক্ষা

29/06/2025

সুবাহানাল্লাহ।৷ সুবহানাল্লাহ।।

20/05/2025

সত্যিই অসাধারণ একটি সংগীত। Sawtul Quran madrasha - SQM সাওতুল কোরআন মাদরাসা। ছাত্র মো: উবাইদুল্লাহ মীর গাইলেন। 🥰🥰🥰 #আমারদ্বীন২ #স্টার

20/05/2025

মাশাল্লাহ 🥰🥰🥰

06/04/2025

এমনকি গাজার পাখিরাও আমাদের রক্তাক্ত যন্ত্রণায় একা ফেলে রেখে দেশ ছেড়ে চলে যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে এমনটাই লেখা ইংরেজিতে।

এটি গাজার এক বোনের আইডি থেকে নেওয়া।

তারা হয়তো ভাবছে হায়! আজ যদি আমরাও পাখি হতাম কোথাও নিরাপদ স্থানে উড়ে যেতে পারতাম।

Want your school to be the top-listed School/college in Uttarati?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Uttarati