
আসসালামু আলাইকুম
শুভ সকাল।
আজ ২৫ রমজান, আমরা সবাই মিলে স্বাদ্রিতা বীরের জন্য ১৬.০৪.২৩ তারিখ পর্যন্ত ১৮৩৫০০ টাকা সংগ্রহ করেছি।
সম্পূর্ণ চিকিৎসার জন্য আরও কিছু টাকা প্রয়োজন
আল্যামনাই এর ইফতার মাহফিলে অনুদান বাস্কেট থেকে সর্বমোট-৫২০০০/- টাকা
বিকাশে ও অন্যান্য মাধ্যমে -৮১৫০০/-টাকা যার মধ্যে ১৮ তম ব্যাচের অংশগ্রহণ বেশী।
আমাদের ইউনিভার্সিটির সদয়বান এক ছোটবোন দিয়েছে-৫০০০০/- টাকা
অনেকেই সহযোগিতার জন্য আগ্রহ দেখিয়েছেন,
আমাদের সবার প্রচেষ্টায় স্বর্ণার ৬ মাসের বাচচাটা বেঁচে যেতে পারে।
আমাদের সবার সদয় দৃস্টির জন্য অনুরোধ রইলো।
ঈদের আগে আগামীকালই শেয ব্যাংক কর্মদিবস।
তাই আমরা যারা মনথেকে সাহায্য করতে চাই আগামীকাল দুপুরের আগে দেওয়ার জন্য অনুরোধ রইলো।