
🥰🥰🥰🥰🥰🥰🥰
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
الله
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাদশাগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা, Badshagonj, Sylhet.
🥰🥰🥰🥰🥰🥰🥰
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
⬇️
الله
সকলের প্রতি আন্তরিক দাওয়াত রইলো🥰🥰🥰🥰
🖋️🖋️🖋️
১/ আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা'আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। -[ড. বিলাল ফিলিপ্স]
২/ নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। -[ড. বিলাল ফিলিপ্স]
৩/ কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন। - [ড. বিলাল ফিলিপ্স]
৪/ কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। - [লুকমান (আ:)]
৫/ আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। - [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]
৬/ যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতোটা সম্ভব এড়িয়ে চলুন। - [ড. বিলাল ফিলিপ্স]
৭/ এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। - [ড. বিলাল ফিলিপ্স]
৮/ যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই। - [ড. বিলাল ফিলিপ্স]
৯/ যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন। - [ড. বিলাল ফিলিপ্স]
১০/ নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। - [ড. বিলাল ফিলিপ্স
-জীবন হল একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া খুব সহজ, কিন্তু বুঝা ঠিক ততটাই কঠিন।
-দুইটা পাঁ না ভিজিয়ে হয়তো বা সমুদ্র পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া যায় না।
-জীবনে কখনোই ভেঙ্গে পড়োনা, যা কিছু হারিয়ে যায়, তা অন্য কোনো রূপে জীবনে আবার ফিরে আসবে।
-মানুষকে ঠকাতে যাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় এবং বিবেক বাঁধা দেয়, তাদের জীবনে কখনো সুখ হয় না। দুঃখই সারাজীবন তাদের আড়াল করে রাখে।
#খাঁটি_মুমিন_হতে_চাই
কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন। - [ড. বিলাল ফিলিপ্স