
Myosin Online Medical Coaching Institute For 2023/24 Batch
Nearby schools & colleges
Jitu Miyar Point
যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাদের হেল্প করার জন্য আমাদের যাত্রা।
For HSC 23/24/25
Operating as usual


কোন মৌলটির যোজনী শূন্য…?
(ক) Na
(খ) Ni গ) Ne
( ঘ) Fe
HSC+Medi Q
কান্ডেলা কীসের একক?
ক) তড়িৎ প্রবাহ
খ) তাপমাত্রা
গ) দীপন ক্ষমতা
ঘ) পদার্থের পরিমাণ
Medi Q
75 kg ভরের এক ব্যক্তি 30 মিনিটে 300 m উঁচুতে উঠে। তার কাজ করার হার কত?
ক) 12. 5 W
খ) 122. 5 W
গ) 300 W
ঘ) 245 W
Medi type Q
বিভবশক্তি বা স্থিতিশক্তি নির্ভর করে কোনটির উপর?
ক) আকারের উপর
খ) তাপমাত্রার উপর
গ) উচ্চতার উপর
ঘ) আয়তনের উপর
Previous medi Q
কখন F বল দ্বারা কৃতকাজ শূন্য হবে? যখন
ক) α = 00
খ) α = 300
গ) α = 900
ঘ) α = 1200
Must Medi Q
একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতিশক্তি কত গুণ হবে?
ক) 2 গুণ
খ) 3 গুণ
গ) 4 গুণ
ঘ) 16 গুণ

আমার আব্বুর জন্য সকলের কাছে দোয়া চাই ।
সহজ প্রশ্ন: কোষের পাওয়ার হাউস কাকে বলে?
ক.রাইবোজোম খ. লাইসোসোম গ. গলগি বডি ঘ.মাইটোকন্ড্রিয়া....

Previous Medi Q

Next Medi Q InshaAllah

আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক।
মায়োসিন পরিবার হতে চায় তোমার স্বপ্নের সারথি....
#মায়োসিন শর্টকাট টেকনিক বই এখন থেকে আবার পাওয়া যাচ্ছে।

ইনশাআল্লাহ তুমিও একদিন এইভাবে পিক উঠবে।
✅মুখস্থ না করেও,,,টেকনিক্যালি Vocabulary এনরিচ করার উপায়,,,😀
পড়ার পর কেমন লাগলো জানিয়ো?
(তোমরা চাইলে আরো দিবো)😊
1)Accede-একমত হওয়া
( :Accede>Accept>কোনো কিছু Accepted হয় যখন সবাই #একমত হয়।☺️
2)Acumen-মানসিক দক্ষতা,সূক্ষ্ম বিচারশক্তি।
:Acu>IQ>যাদের IQ ভালো তাদের আমরা #
মানসিক #দক্ষ বলি...😶
3)Asylum-আশ্রয়
( :Asylum>Slum(বস্তি)>মানুষ বস্তিতে #আশ্রয় নেয়।🙃
4)Complacent-আত্মতৃপ্ত
:Complacent>Placent>Pleasant(তৃপ্ত)
নিজেকে Pleasant বা তৃপ্ত করাকেই Complacent বা আত্মতৃপ্ত বলা হয়।😌
5)Debacle-সম্পূর্ণ পতন,ধ্বংস।
( :Bacle>বেকল>বেক্কল😆>কোনো কাজ যদি বেক্কলকে দেওয়া হয়,, তাহলে কাজের Debacle (সম্পূর্ণ পতন) ঘটবে🫠
Amir Hamza Rafi
M.A.G. Osmani Medical College,Sylhet

ডিএমসির স্বপ্ন দেখো?????
যদি উত্তর হয় হ্যাঁ
তাহলে আমি বলবো তোমার মধ্যে ডিএমসিকে পাবার পূর্ন কোয়ালিটি আছে।
কারন স্বপ্ন চাইলে সবাই দেখতেও পারে না।
নাম শুনেই বিচলিত হয়ে যায় অনেকে।
তাই বলি কি,
স্বপ্ন দেখেছো যখন, বাস্তবতায় পাবার দায়িত্ব টাও তুলে নাও।
পড়াশোনা যাকে বলে,চেষ্টার হাইয়েস্ট লেভেল অবধি আরোহন করো,,,,,,,,,,,,
হবে না এর না শব্দ টা থাকা যাবে না।
দেখবে একদিন,
সত্যিই সত্যিই
ডিএমসি তোমারি
হয়ে যাবে ইনশাআল্লাহ ❤️🥰
কোন পর্বের প্রাণীতে কোন ধরণের সংবহনতন্ত্র বিদ্যমান
এটা মনে রাখার জন্য আমাদেরকে আগে ৯ টি প্রধান পর্বের নাম ধারাবাহিকভাবে জেনে রাখতে হবে।
1. পরিফেরা
2. নিডারিয়া
3. প্লাটিহেলমিনথেস
4. নেমাটোডা
5. মলাস্কা
6. অ্যানিলিডা
7. আর্থ্রোপোডা
8. একাইনোডার্মাটা
9. কর্ডাটা
( এদের মধ্যে সবচেয়ে কম উন্নত পরিফেরা, নিডারিয়া তার চেয়ে একটু বেশি উন্নত, এভাবে ক্রমান্বয়ে কর্ডাটা সবচেয়ে বেশি উন্নত)
আজকে ৪ রকমের সংবহনতন্ত্র নিয়ে কথা বলবো। ১.বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, ২. মুক্ত রক্ত সংবহনতন্ত্র, ৩. পানি সংবহনতন্ত্র, ৪. নালি তন্ত্র। এছাড়া কিছু কিছু পর্বের ক্ষেত্রে সংবহনতন্ত্র অনুপস্থিত।
প্রথমে আসি বদ্ধ রক্ত সংবহনতন্ত্রে। এটি সবচেয়ে উন্নত সংবহনতন্ত্র। তাই স্বভাবত-ই সবচেয়ে উন্নত পর্ব কর্ডাটায় থাকবে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। কর্ডাটা 9 নং পর্ব। 9 কে উল্টিয়ে লিখলে হয় 6। 6 নং পর্ব অ্যানিলিডাতেও থাকে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র।
অতঃপর আসি মুক্ত রক্ত সংবহনতন্ত্রে। আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমরা একজন মুক্ত খেলোয়াড় বলতে পারি। কখনো আইপিএল, কখনো বিগব্যাশ, কখনো সিপিএল বা কখনো বিপিএল; এক দেশ থেকে আরেক দেশের লীগে মুক্তভাবে খেলে বেড়ান তিনি। তার জার্সি নাম্বার 75। তাই 7 নং ও 5 নং পর্ব অর্থাৎ আর্থ্রোপোডা ও মলাস্কার ক্ষেত্রে দেখা যায় মুক্ত রক্ত সংবহনতন্ত্র।
তারপর আসি পানি সংবহনতন্ত্রে। পানি (H20) এর গঠনে অক্সিজেন পরমাণু আছে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8. তাই 8 নং পর্ব অর্থাৎ একাইনোডার্মাটার ক্ষেত্রে পাওয়া যাবে পানি সংবহনতন্ত্র।
নালিতন্ত্র কার ক্ষেত্রে পাবো? নালি থেকে মনে রাখি নুলা। নালিতন্ত্র পাওয়া যাবে সবচেয়ে নুলা পর্ব অর্থাৎ সবচেয়ে অনুন্নত পর্ব পরিফেরার ক্ষেত্রে।
3 নং ও 4 নং পর্ব অর্থাৎ প্লাটিহেলমিনথেস ও নেমাটোডা- এ দুটি হলো কৃমির পর্ব। আমরা সবাই জানি কৃমি আমাদের রক্ত চুষে খায়; কারণ তাদের নিজেদের রক্ত সংবহনতন্ত্র নেই। অর্থাৎ প্লাটিহেলমিনথেস ও নেমাটোডা পর্বের ক্ষেত্রে সংবহনতন্ত্র নেই। (সহজে মনে রাখার জন্য বলা আর কি)
বাকি থাকে নিডারিয়া যার মধ্যে সিলেন্টেরন গহব্বর যা একই সাথে পরিপাক-সংবহন গহব্বর হিসেবে কাজ করে।
তাহলে এক নজরে
বদ্ধ রক্ত সংবহনতন্ত্র- কর্ডাটা, অ্যানিলিডা
মুক্ত সংবহনতন্ত্র- আর্থ্রোপোডা, মলাস্কা
পানি সংবহনতন্ত্র- একাইনোডার্মাটা
নালিতন্ত্র- পরিফেরা
সিলেন্টেরন- নিডারিয়া
সংবহনতন্ত্র অনুপস্থিত- প্লাটিহেলমিনথেস, নেমাটোডা
🔴💥সূর্যের শক্তি উৎপন্ন হয়-
ক- রাসায়নিক বিক্রিয়ার ফলে
খ- পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ- তেজস্ক্রিয়তার ফলে
ঘ- পরমাণু ফিশন পদ্ধতিতে
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
ক/ কম হয়।
খ/ বেশি হয়।
গ/ একই হয়।
ঘ/ না খুব কম হয়।??
type q 🩺
🔴🔴ভেক্টর ক্ষেত্রের উদাহরণ কোনটি?
ক.ঘনত্ব খ.উষ্ণতা গ.বিভব ঘ.তড়িৎ প্রাবল্য
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Sylhet
3100
Kakoli Shopping Centre
Sylhet, 3110
ADVISOR: We are a professional consulting firm, dedicated to providing the best solutions to the students who are seeking to study at Internationally recognised educational institutions and Duolingo, OIETC and IELTS guidance also work permit Visa.
Niloy-60 (4th Floor Of Bank Asia), Chowhatta
Sylhet, 3100
Usually, it is a consultancy agency. We provide services to our students who wish to continue their higher studies in abroad and want to process their student visa of USA, UK, CANADA, NORWAY, SWEDEN, DENMARK, POLAND, ESTONIA AND MALTA.
402 Gallaria Shopping Complex, 4th Floor, Jallarpar Road, Zindabazar
Sylhet, 3100
911/C, Al Hamra Shopping City, Zindabazar
Sylhet, 3100
Empowering individuals and surpassing boundaries to enrich the worldwide educational ecosystem.
Sylhet, 3100
FCPS part 1 / Residency / Diploma /MPhil Entrance Exams