Madrasatul Hasanaine Sylhet BD

Madrasatul Hasanaine Sylhet BD

একটি আন্তর্জাতিক মানের মহিলা মাদরাসা

Operating as usual

Photos from Madrasatul Hasanaine Sylhet BD's post 17/05/2023

আমার শ্রদ্বেয় উস্তাজ আল্লামা গাছবাড়ী হুজুরের ইন্তেকাল।

ইয়া আল্লাহ! ভাবতেই অবাক লাগে, এত নিরবে ও নিঃশব্দে আল্লামা মুহিব্বুল হক্ব গাছবাড়ী হুজুর রহ. আজকে আমাদেরকে ছেড়ে চলে গেলেন দয়াময় আল্লাহর সাক্ষাতে।

এখন থেকে তাঁর নামের শেষে রহ. যোগ করতে হবে। ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজীউন।

এইতো গেল রামাদ্বানে মাদরাসাতুল হাসানাইন সিলেটের নতুন অফিস বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর তাঁর বরকতি হাতে রাখলেন। মাদরাসার নতুন কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও মহিলাদের জন্যে নির্মিত নতুন মসজিদ হল পরিদর্শন করলেন। মাদরাসার ভূয়সী প্রশংসা ও অনেক দোয়া দিয়ে গেলেন।

১৯৯৭-৯৮ সালে আমার মিশকাতের বছর দরগা মাদরাসায় হুজুরের কাছে সরাসরি পড়ার সুযোগ লাভ করি। তিনি অনেকটাই স্টুডেন্ট সেন্ট্রার্ড শিক্ষক ছিলেন। মাদরাসার বোর্ডিংয়ের প্রচলিত নিয়মকানুনের বাহিরেও তিনি ছাত্রদের সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রাখতেন।

আমার উস্তাজ শায়খে গাছবাড়ী রহ. বিদগ্ধ ও অন্তর্দৃষ্টিসম্পন্ন একজন আলেম ছিলেন। তাঁর পাঠদানে, বয়ানে ও নসিহতে এর স্বাক্ষর ছিলো স্পষ্ট। তিনি আমজনতা ও আলেমদের আস্হাস্হল ও রাহবার ছিলেন।

তিনি পুণ্যভুমি সিলেট শহরস্হ জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. এর শায়খুল হাদীস ও মুহতামিম ছিলেন।

মহান আল্লাহ তায়ালা আমার উস্তাজকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন। তাঁর রেখে যাওয়া পরিবার-পরিজনকে উত্তম বদলা ও সবরে জামিল দিয়ে ধন্য করুন। আমীন।

শাব্বীর আহমাদ
পরিচালক,
মাদরাসাতুল হাসানাইন সিলেট।
তারিখঃ ১৭ মে ২০২৩

29/04/2023

মাদরাসাতুল হাসানাইন সিলেট।
ব্লক সি, শাহজালাল উপশহর সিলেট।

সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে।
• ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ফ্রি বই বিতরন।
• বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান।
আজই যোগাযোগ করুনঃ 01717 674727

20/03/2023

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।

মাদরাসাতুল হাসানাইন সিলেট।
ব্লক সি, শাহজালাল উপশহর সিলেট।

Photos from Madrasatul Hasanaine Sylhet BD's post 22/02/2023

আলহামদুলিল্লাহ! ২২ ফেব্রুয়ারি ২০২৩।

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক্ব) ২০২৩ শিক্ষা বর্ষের ফাইনাল পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে ।

মাদরাসাতুল হাসানাইন সিলেট, বেফাকের অন্যতম একটি পরীক্ষা কেন্দ্র।

সিলেটের বিভিন্ন এলাকার মহিলা মাদরাসা থেকে শতাধীক ছাত্রীরা হাসানাইন কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।

হাসানাইনের পরীক্ষার্থীসহ সকল পরীক্ষার্থীদের কল্যান ও সফলতা কামনা করছি।

05/02/2023
Photos from Madrasatul Hasanaine Sylhet BD's post 26/01/2023

It is very cold in Bangladesh. Hasanah Aid distributed winter clothes to poor and helpless people. Many more people need to be helped.
Please come forward and help humanity.

অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন।

হাসানাহ এইড ।
www.hasanahaid.org

13/01/2023

হাসানাইনের গ্রাজুয়েশন সংবাদ!

মাদরাসাতুল হাসানাইন সিলেট’র আলিমা-হাফিজা গ্রাজুয়েশন ২০২৩ এর সংবাদ, বৃটেনের জনপ্রিয় টিভি চ্যানেল এসে প্রচারিত হয়েছে।

আল্লাহ কবুল করুন। আমিন॥

গ্রাজুয়েশনঃ ৮ জানুয়ারী ২০২৩ ইংরেজী।

27/12/2022

Madrasatul Hasanaine Sylhet BD

প্রিয় প্রতিষ্ঠান মাদরাসাতুল হাসানাইন সিলট’র গ্রাজুয়েশন অনুষ্টান। ৮ জানুয়ারী রবিবার ২০২৩।
আপনার উপস্হিতি ও দোয়া কামনা করছি।

Madrasatul Hasanaine Sylhet BD একটি আন্তর্জাতিক মানের মহিলা মাদরাসা
an international woman educational centre

ব্লক সি, শাহজালাল উপশহর সিলেট।
01712 181986, 01717 674727

07/12/2022

মাদরাসাতুল হাসানাইন সিলেট’র উদ্দ্যোগে ২০২২ শিক্ষাবর্ষে হিফজ ও আলিমা কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মানে অনুষ্টিত হতে যাচ্ছে আলিমা-হাফিজা গ্রাজুয়েশন ২০২৩।

দেশ-বিদেশের বরেন্য উলামায়ে কেরাম ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ অনুষ্টানে উপস্হিত থাকবেন ।

আশা করছি হাসানাইন একটি শিক্ষামুলক ও প্রানবন্ত গ্রাজুয়েশন অনুষ্টান উপহার দিবে , ইন শা আল্লাহ।

আপনাদের দোয়া ও উপস্হিতি একান্ত কাম্য ।

বিঃ দ্রঃ
অনুষ্টান শেষে দুপুরের খাবার পরিবেশন করা হবে।

Photos from Madrasatul Hasanaine Sylhet BD's post 30/11/2022

মাদরাসাতুল হাসানাইন সিলেটের ২০২২/২৩ইং. শিক্ষাবর্ষের ২য় সাময়িক ও নির্বাচনী পরীক্ষা আগামীকাল ১/১২/২২ থেকে শুরু হবে।ইন শা আল্লাহ!
মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ Abu Fawzan Shabbir সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এবং একঝাক মেধাবী,দক্ষ ও আন্তরিক আসাতিযায়ে কেরামের প্রচেষ্টায় পরীক্ষার প্রস্তুতি মূলক কাজ সুসম্পন্ন হলো।
ছাত্রীরাও পূর্বের চেয়ে দ্বিগুণ উদ্যমে অধ্যয়ন চালিয়ে যাচ্ছে।আলহামদুলিল্লাহ!
দু'আ করি আল্লাহ তাঁদের ইলম ও আমলে বারাকাহ দান করুক এবং আমাদের সকলের মেহনতকে কবুল করুক।
অবশেষে প্রিন্সিপাল সাহেবের নেক হায়াতের জন্যে দু'আ চাই,হুযূর প্রবাস থেকেও মাদরাসার মনিটরিং ও ম্যানেজমেন্টের কাজ সর্বোচ্চ ইহতিমামের সাথে আঞ্জাম দিচ্ছেন।
ইন শা আল্লাহ! আল্লাহ এর উত্তম প্রতিদান দান করবেন।

উস্তাজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ফাহিম হাফিজাহুল্লাহ এর পোষ্ট॥

Photos from আবু আব্দুল্লাহ মুহাম্মদ ফাহিম's post 30/11/2022

জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: কাজে বেশি মনোযোগী হওয়া আর আত্মবিশ্বাস থাকা।

সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা এবং নিদৃষ্ট লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া এবং অবিরত স্বপ্ন দেখাই সফলতার চাবিকাঠি॥

আল্লাহ তায়ালা সকলকে সফল জীবন দান করুন। আমিন॥

Photos from Madrasatul Hasanaine Sylhet BD's post 16/11/2022

Abu Fawzan Shabbir

আজকে বৃটেনের জনপ্রিয় টিভি *ইসলাম চ্যানেল বাংলা* আয়োজিত লাইভ প্রশ্ন-উত্তর অনুষ্টান ইসলামী জিজ্ঞাসায় আমার উপস্হিত হওয়ার সুযোগ হয়েছিলো। দর্শকদের প্রশ্নের জবাব দেয়ার প্রয়াস করেছি। আলহমাদুলিল্লাহ॥

ইসলাম চ্যানেল বাংলার আগামী পথচলা সত্য ও কল্যানের হোক। Sky 784

জ্ঞাতার্থেঃ
আমার সাপ্তাহিক নিয়মিত লাইভ প্রোগ্রাম “তালিমুল কুরআন” বৃটেনের বহুল প্রচারিত ও জনপ্রিয় টিভি ‘চ্যানেল এস’ ( Sky 777) থেকে প্রতি সোম ও মঙ্গলবার সরাসরি সম্প্রচার করা হয়।

চ্যানেল এসের প্রশ্ন-উত্তর মুলক লাইভ অনুষ্টান ‘ইসলাম এসেন্সিয়ালস’ এ উপস্হিত থাকার সুযোগ হয়।

আল্লাহ তায়ালা আমাদের সকলের নেক কাজ গুলো কবুল করুন। তাঁর সন্তুষ্টি ও মাগফিরাত হাসিলের জন্যে করার তৌফিক দিন। আমিন।

Photos from Abu Fawzan Shabbir's post 16/11/2022

Photos from Abu Fawzan Shabbir's post

চ্যারিটি সংস্থা হাসানাহ এইডের ব্যবস্থাপনায় ‘জার্নি টু প্যারাডাইস’ বা ‘জান্নাতী ভ্রমণ’ 30/08/2022

চ্যারিটি সংস্থা হাসানাহ এইডের ব্যবস্থাপনায় ‘জার্নি টু প্যারাডাইস’ বা ‘জান্নাতী ভ্রমণ’

Hasanah Aid news at Channel S.

হাসানাহ এইড-এর জার্নি টু প্যারাডাইস অনুষ্ঠানের নিউজ গতরাত লন্ডন সময় ১০টায় চ্যানেল এসে সম্প্রচারিত হয়।

ইউটিউব লিংকঃ
https://youtu.be/2R1vuKFVdBU

চ্যারিটি সংস্থা হাসানাহ এইডের ব্যবস্থাপনায় ‘জার্নি টু প্যারাডাইস’ বা ‘জান্নাতী ভ্রমণ’ মানবতার কল্যানের পাশাপাশি নতুন প্রজন্মকে সুখী ও শান্তির জীবন গঠনের পথের সন্ধান দিতে, চ্যারিটি সংস্থা হাসানাহ এই....

03/08/2022

On the ground on Channel S , Sky 777

মাদরাসাতুল হাসানাইন সিলেট এবং হাসানাহ এইড - এর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে চ্যানেল এসে প্রচারিত হবে ‘অন দ্যা গ্রাউন্ড’ লাইভ অনুষ্টান।

তারিখঃ ১০ আগষ্ট বুধবার ২০২২
লন্ডন টাইম বিকাল ৮টা।
Channel S , Sky 777

24/06/2022

ভয়াবহ বন্যায় আক্রান্ত মানবতার পাশে দাঁড়াতে ,
সাহায্য ও সহযোগিতার হাত বাড়াতে
হাসানাহ এইড আছে আপনাদের সাথে!

কর্মসুচী:
খাদ্যদ্রব্য, বস্ত্র বিতরন , মেডিকেল সাপোর্ট ও পুনর্বাসন

17/06/2022

হাসানাইনের সকল শিক্ষার্থী , শিক্ষক ও অভিভাবকদের জ্ঞাতার্থে : (বর্তমান বন্যার কারনে সাময়িক পোষ্ট)

মাদরাসা বন্ধ: ১৮ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ।
মাদরাসা বোর্ডিং: বাড়ী যেতে অক্ষম বা বন্যার পানিতে বাড়ী-ঘরে থাকা দুস্কর হলে হাসানাইনের বোর্ডিং থাকার সমুহ ব্যবস্হা রাখা হয়েছে।

হাসানাইনের কোন শিক্ষক বা অভিভাবক পরিবার নিয়ে থাকা-খাওয়ার অসুবিদায় থাকলে আমাদের পৃথক সাময়িক আবাসস্হলে আসতে পারেন। সম্পুর্ন আলাদা একটি বাসায় আপনাদের খিদমাত করা হবে ইনশাআল্লাহ। বা কোন ধরনের খাদ্য - পাণীয়’র প্রয়োজন থাকলে আমাদেরকে জানানোর আবেদন জানাচ্ছি।

দয়াকরে এই নাম্বারে যোগাযোগ করুন।
মাওলানা মাশহুদ আহমাদ
নির্বাহী পরিচালক
01717 674727

29/05/2022

প্রিয় হাসানাইনের মোবারক মাহফিলে আপনিও আমন্ত্রিত।

কবুল করুন ইয়া আল্লাহ!

17/05/2022

মাদরাসাতুল হাসানাইন সিলেট সাময়িক বন্ধ ঘোষনা:

বন্যার কারনে অদ্য ১৭ মে থেকে ২২ মে রবিবার পর্যন্ত মাদরাসা সাময়িক বন্ধ থাকবে।

ইনশাআল্লাহ! বন্যা পরিস্হিতির উন্নতি হলে আগামী ২৩মে সোমবার থেকে মাদরাসা যথারিতী খোলা হবে।

আল্লাহ সকলকে নিরাপদ ও সুস্হ রাখুন।

যোগাযোগ: 01712 181986

17/05/2022

মাদরাসা বন্ধ ঘোষনা:
বন্যার কারনে অদ্য ১৭ মে থেকে ২২ মে রবিবার পর্যন্ত মাদরাসা বন্ধ থাকবে।
যোগাযোগ: 01712 181986

09/05/2022

২০২২/২৩ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।

* মেধাবী শিক্ষার্থীদের জন্যে রয়েছে বিশেষ শিক্ষাবৃত্তি।
* নার্সারী - ইবতেদায়ী ৫ম পর্যন্ত বিনামুল্যে বই বিতরন।

আজই যোগাযোগ করুন।

Photos from Madrasatul Hasanaine Sylhet BD's post 17/03/2022

রামাদ্বান উপলক্ষ্যে পরিচালিত বিশেষ কোর্স সমুহ।
ভর্তি শুরু: ২৬ মার্চ ২০২২ শনিবার।

16/03/2022
Photos from Madrasatul Hasanaine Sylhet BD's post 09/03/2022

আল্লাহ মহান!

বেফাকের সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করছি।

21/02/2022

মাদরাসাতুল হাসানাইন সিলেট’র উদ্দ্যোগে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্টান

Photos from Madrasatul Hasanaine Sylhet BD's post 17/02/2022

মাদরাসাতুল হাসানাইন সিলেট এর উদ্দ্যোগে আরবী মাস্টার্স সমাপনী ছাত্রীদের বিদায়ী অনুষ্টান, পুরস্কার ও শীতবস্ত্র বিতরন।

আধ্যাত্মিক নগরী সিলেটের অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহর সি ব্লকে মাদরাসাতুল হাসানাইন সিলেট’র নিজস্ব ক্যাম্পসে আজ ১৭ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এক মহতি মাহফিল অনুষ্টিত হয়।

দু পর্বে অনুষ্টিত প্রোগ্রামের ১ম পর্বে ২০২২ শিক্ষা বর্ষের আরবী মাস্টার্স সমাপনী ছাত্রীদেরকে বুখারীর শরীফের শেষ পাঠদান করা হয়। দারস প্রদান করেন শায়খুল হাদীস আল্লামা শায়খ নাযির আহমাদ যিঙ্গাবাড়ী। উপস্হিত অভিবাবক ও মেহমানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ শাব্বীর আহমাদ। আরোও বক্তব্য রাখেন মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান শমশেরনগরী, শায়খ সালেহ নজীব আল আইয়ুবী, হাফিজ মাওলানা বুরহান উদ্দীন প্রমুখ। শায়খ নাযির আহমাদ যিঙ্গাবাড়ী হুজুরের দোয়ার মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়।

জুহরের নামাজের পর অনুষ্টিত দ্বীতিয় পর্বে শিক্ষার্থীদেরকে পুরস্কার ও শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র ও পুরস্কার প্রদান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ শাব্বীর আহমাদ। মাদরাসার নির্বাচনী পরীক্ষায় ১ম থেকে ৩য় স্হান অর্জনকারী শিক্ষার্থীদেরকে এবং মাদরাসার অন্যান্য সকল পড়ুয়াদেরকে বিশেষ পুরস্কার দেয়া হয়। গরীব ও ইয়াতিম শিক্ষার্থীদেরকে হাসানাহ এইডের সহযোগিতায় শীতবস্ত্র প্রদান করা হয়। এ পর্বে বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক এবং দারুল আযহার সিলেট’র প্রিন্সিপাল শায়খ মনজুরে এলাহী। সম্পুর্ন প্রোগ্রামটি পরিচালনা করেন মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মাশহুদ আহমাদ। আজকের প্রোগ্রামে পুরুষ ও মহিলা অভিভাবকদের স্বতস্পুর্ত উপস্হিতি ছিল আশাজাগানিয়া। স্হানীয় মসজিদ ও মাদরাসার সম্মানিত ইমাম ও শিক্ষকদের এবং এলাকাবাসির উপস্হিতি ছিল লক্ষনীয়। প্রোগ্রামে শেষে উপস্হিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্হা করা হয়।

আজকের মাহফিলে আগত রামাদ্বান উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কোর্সের ঘোষনা ও লিফলেট বিতরন করা হয়। বিশেষত এ বৎসর রামাদ্বানে পুরুষ ও মহিলাদের জন্য বিজ্ঞ হাফিজে কুরআনের মাধ্যমে খতমে তারাবীহ’র ব্যবস্হা কথা উপস্হিত সকলকে জানানো হয়।

এ মহতি মাহফিলটি শায়খ শাব্বীর আহমাদ সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

15/02/2022
14/02/2022

প্রিয় প্রতিষ্ঠানের মোবারক মাহফিল খতমে বুখারীতে আপনারা সবাই আমন্ত্রিত।

আপনাদের দোয়া ও উপস্হিতি কামনা করছি।

29/12/2021

যে আমলটি করলে স্বয়ং জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্যে দোয়া করে। সুত্র: তিরিমিযি শরীফের হাদীস

25/10/2021
16/09/2021

আলহামদুলিল্লাহ!
আগামী শনিবার থেকে মাদরাসাতুল হাসানাইন সিলেটের শিক্ষা কার্যক্রম যথারিতি শুরু হতে যাচ্ছে।

21/07/2021

ঈদ মোবারক

31/05/2021

“ তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন ”।
কাজী নজরুল ইসলাম

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Sylhet
Sylhet
Other Education in Sylhet (show all)
Dr. Toufique Rahman Chowdhury Dr. Toufique Rahman Chowdhury
Metropolitan University
Sylhet, 3100

Dr. Toufique Rahman Chowdhury- an economist,a banker,a social leader or better known as an eminent e

SGPHS 2001 Batch SGPHS 2001 Batch
Kalighat
Sylhet

The Sylhet Government Pilot High School (সিলেট সরকারি পাইলট উচ?

SUST Robotics, Aeronautics & Interfacing R.G. SUST Robotics, Aeronautics & Interfacing R.G.
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114

This is a Robotics, Aeronautics & Interfacing Research group. Its a group started by Shahjalal Unive

SUST BICS SUST BICS
Akhalia
Sylhet, 345

All pesent and past members, associates, activists, supporters, welwishers of BICS SUST.

Learning Point Learning Point
Head Office : House # 04, Block # D, Main Road, Uposhahor, Sylhet. Biswanath Off
Sylhet, 3130

Computer & Language institute

Smart Study Smart Study
Chhatiain
Sylhet, 3333

This is the best educational page in social media.

Oxygen School Oxygen School
Sylhet

Oxygen School, the place to learn something good easily.Stay with Oxygen School to learn easily and

SSB Academy SSB Academy
Sylhet
Sylhet, 3128

৫ম থেকে ১০ শ্রেণির একাডেমিক কোচিং এর ন

Learning English With Minhaj Learning English With Minhaj
Sylhet
Sylhet

I will provide English language learning information.You can learn English vocabulary antonyms synon

Abul Kasim Abul Kasim
Sylhet

B.A.Shely's study studio B.A.Shely's study studio
5/11
Sylhet

Assalamualaikum students. This page is about Hsc Assignment I have made this video specially for Hsc

Ace the Essay Ace the Essay
Sylhet
Sylhet

Contact us if you need help with proofreading or editing any piece of writing(s) of any kind! Fee: