২১ জুন!
বছরের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত।
আজ ২২ জুন থেকে ধীরে ধীরে দিন ছোট এবং রাত বড় হতে শুরু করবে।
Rupok Das
ইংরেজি ও গণিতকে শিক্ষার্থীদের কাছে সহজ করে তুলাই আমার উদ্দেশ্য।
Operating as usual
Date অর্থ 'তারিখ' আবার Date অর্থ 'খেজুর'।
এরকম আরো অনেক শব্দ আছে, চলো জেনে নেই:
✅ Watch- ঘড়ি
✅ Watch- দেখা।
My watch gives the right time.
I am keen on watching movies.
✅ Capital = রাজধানী
✅ capital =মূলধন
Dhaka is the capital of Bangladesh.
My uncle invested his all capital in his business.
✅ Kind- দয়ালু
✅ Kind-রকম
He is very kind hearted person.
She likes many kinds of food.
✅ like-পছন্দ
✅ like-মত
I like to swimming in the river.
You look like my brother.
✅ Light- আলো
✅ Light-হালকা
The sun gives us light and energy.
The boy is very light.
Thanks for reading.
চলুন, নীচের বাক্য গুলো পড়ি।
01) I taught Mathematics.
02) We learnt/learned English.
03) You wrote a letter.
04) He read a book.
05) She lost her pen.
06) They enjoyed playing cricket.
07) It made me happy.
08) Priya liked burgers.
09) Priyanka and Joy went to Dhaka.
10) Swimming was his favorite exercise.
লক্ষ্য করুন, এই সবগুলো বাক্যের structure হলো sub+v2+obj
তাই এগুলোর tense হলো Past Indefinite Tense. আর Past Indefinite Tense এ subject এর পর verb এর past form বসে।
Note: অতীতের সাধারণ কাজ বা অতীতের অভ্যাস বোঝাতে Past Indefinite Tense ব্যবহার করা হয়।
Rule-1: Singular subject এরপর singular verb বসে। যেমন:
I am doing the work.
He is eating rice.
Akash was playing football.
Tuya has a nice car.
Sagor seems to be happy.
Rule-2: Plural subject এরপর plural verb বসে। যেমন:
We are interested in swimming.
You were reading a noble.
They have built a bridge.
Niha and Soumik do the work.
I এর পর am বসে। I am a student.
He/she/it/any name এর পর is বসে।
He is a good boy.
অন্য সকল person ও number এর পর are বসে।
Subject singular হলে পরে was এবং plural হলে পরে were বসে।
শুধু 3rd person singular number এর পর has বসে।
অন্য সকল subject এর পর have বসে এবং সকল person ও number এর পর had বসে।
শুধু 3rd person singular number এর পর does বসে।
অন্য সকল subject এর পর do বসে এবং সকল person ও number এর পর did বসে।
শুধু 1st person(I&we) এর পর shall বসে এবং সকল person & number এর পর will বসে।
চলুন, নীচের বাক্য গুলো পড়ি।
01) I teach Mathematics.
02) We learn English.
03) You read a book.
04) He reads a book.
05) She plays cricket.
06) They play cricket.
07) It makes me happy.
08) Priya likes burgers.
09) Priyanka and Joy like ice-cream.
10) Man is mortal.
এই সবগুলো বাক্যের structure হলো sub+v1+obj
তাই এগুলোর tense হলো present indefinite tense. আর এই tense এ subject যদি 3rd person singular number (he, she, it and any name) হয়, তবে verb এর শেষে s/es যোগ করতে হয়।
: বর্তমানের সাধারণ কাজ, নিকট ভবিষ্যৎ, অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বোঝাতে present simple tense ব্যবহার করা হয়।
Like, comment & share please.
বর্তমানে কিছু করতে পারি(ability-সক্ষমতা/যোগ্যতা) বোঝাতে Sub + can + v1 এই structure হয়। যেমন:
I can do the work- আমি কাজটি করতে পারি।
I can drive a car- আমি গাড়ি চালাতে পারি।
She can make tea- সে চা তৈরি করতে পারে।
Joy can speak english- জয় ইংরেজি বলতে পারে।
Priyanka can swim-প্রিয়াঙ্কা সাঁতার কাটতে পারে।
অতীতে কিছু করতে পারতাম বোঝাতে Sub + could + v1 এই structure হয়। যেমন:
I could draw a picture-আমি ছবি আঁকতে পারতাম।
Joy could repair a phone- জয় ফোন মেরামত করতে পারতো।
She could make a phone call- সে ফোন কল করতে পারতো।
Priya could speak english fluently- প্রিয়া অনর্গল ইংরেজি বলতে পারতো।
Priyanka could sing a song- প্রিয়াঙ্কা গান গাইতে পারতো।
#মনে_রাখবে, can & could হলো model auxiliary verb. এরকম shall, should, will, would, may, might, need, dare, must, used to, ought to এগুলোও model auxiliary verb. আর সকল model auxiliary verb এর পরে original verb বসে। তুমি কী জানো original verb মানে কী?
Please like, comment and share.
এক রাজার একটি চোখ ও একটি পা অকেজো ছিল। তিনি একদিন সব অঙ্কন শিল্পীদের ডেকে বললেন, তাঁর একটা সুন্দর পোর্ট্রেইট আঁকতে, কিন্তু কেউ রাজি হলো না। কারণ সবাই ভাবছিল- কানা আর ল্যাংড়া রাজাকে ছবিতে সুন্দর কি
কীভাবে দেখানো সম্ভব?
একজন রাজি হলো। তার আঁকা শেষ হওয়ার পর সবাই দেখে অবাক হয়ে গেলো। তাঁর ছবিতে রাজা একটা হরিণ শিকার করছিল... এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল আর এক পা মুড়ে শরীরের ব্যালেন্স রাখছিল।
সে আঁকিয়ে অনেক দামি পুরস্কার পেয়েছিল, কিন্তু শুধু তাঁর ছবির জন্যে নয়, বরং সেই অমোঘ বার্তাটার জন্য যেটা সে তাঁর ছবির মাধ্যমে সবাইকে দিয়েছিল, সেটা হলো- সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে... সেইটুকু বাদ দিলে সবাই সুন্দর। কিন্তু কীভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখবে- তা নির্ভর করছে তোমার ওপর।
নতুন শিক্ষা কার্যক্রম অনুমোদন দিয়েছে সরকার
-------------------------------------------------
◾ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।(২০২৩ সাল থেকে )
◾ পিএসসি ও জেএসসি পরীক্ষা হবেনা। দশম শ্রেণির আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
◾ তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষাই থাকবে না।
◾ চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে নিজ প্রতিষ্ঠানে।
◾ বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না, এসব চালু হবে এইচএসসিতে।
◾ দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল দেয়া হবে।
◾ প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
◾ প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
◾ নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।
বিষয় গুলো হলোঃ-
১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি
# #সংগৃহীত # #
*বাচ্চারা আনন্দ পায়না বলে স্কুলে আসেনা।*
*এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য।*
*আচ্ছা লেখ তো এক অক্ষরে "ডাকাত"।*
*কেউ লিখতে পারলোনা।*
*তিনি "ডা' কাত করে লিখে বললেন- এই হলো ডাকাত।*
*সবাই হেসে হেসে কূটিকূটি।*
*আচ্ছা এবার বলোতো কীভাবে এক অক্ষরে "কাতলা" লিখবে।*
*সবাই আবার অবাক।*
*শিক্ষক 'লা' কাত করে লিখে বললেন- এই হলো কাতলা।*
*শিশুরা হাসছে তো হাসছে।*
*তারপর তিনি "কা" লিখে মুছে দিয়ে বললেন- বলো এবার কী লিখলাম।*
*সবাই আবারো অবাক।*
*তিনি বললেন - এবার লিখলাম কানাই।*
*শিশুদের হাসির রোল উঠলো।*
*এবার তিনি ছাত্রদের বললেন- বলো তো আমি কেমন পড়ালাম।*
*ছোট একটা শিশু দাঁড়িয়ে বললো- আপনি আমাদের আজ কিছুই পড়ান-নি।*
*কিছুই পড়াইনি। কি বলো?*
*এবার শিশুটি বোর্ডে গিয়ে একটা সূর্য আঁকলো। সূর্যের চারপাশে কিরণ এঁকে বললো- আজকে রবি শুধু তার আলো ছড়িয়েছে।*
* এই স্কুলটি হলো শান্তিনিকেতন
শিক্ষক টি কে জানেন?
"রবীন্দ্রনাথ ঠাকুর"
আর বোর্ডে যে ছাত্রটি এঁকেছিলেন তিনি ছোট্ট
“সত্যজিৎ রায়।
(Copy)
টমাস ফুলার
আমেরিকার ইতিহাস অকল্পনীয় হিংস্রতার ইতিহাস, কালো মানুষের বিরুদ্ধে সাদাদের নির্মম দাসত্বের ইতিহাস, নেটিভ আমেরিকান (রেড ইন্ডিয়ান)-দেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে শেষ করে তাদের জমি, তাদের দেশ দখলের ইতিহাস।
১৭২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে তাকে বিক্রি করে দেয়া হয় দাস হিসেবে, তার নাম টমাস ফুলার। তাকে ভার্জিনিয়ার ক্যালকুলেটর বা অসাধারণ গণিতবিদ বলা হতো। যেমন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেড় বছরে কতগুলো সেকেন্ড হবে। দুই মিনিটের ভেতর তিনি মনে মনে অংক করে বলে দিয়েছিলেন ৪৭,৩০৪,০০০। তখন তারা তাকে প্রশ্ন করল, একজন মানুষ যদি ৭০ বছর, ১৭ দিন, ১২ ঘন্টা বেঁচে থাকে, তাহলে সে সর্বমোট কত সেকেন্ড বেঁচে থাকল। দেড় মিনিটের ভেতরে তিনি মানসাংক করে বলে দিলেন, ২,২১০,৫০০, ৮০০।
বেশ ক'জন পণ্ডিত যারা তার অংক যাচাই করছিলেন, তাদের একজন লাফিয়ে উঠলেন, খুব খুশি হয়ে যে অবশেষে টমাসের অংকে ভুল ধরা গেছে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে তিনি বললেন, টমাসের উত্তর ঠিক নয়, সে বেশি সেকেন্ড বলেছে, আসলে মোট সেকেন্ড কম হবে। টমাস খুব ঠাণ্ডা মাথায় ভদ্রতা বজায় রেখে জবাব দিলেন, "দেখুন, ও সম্মানিত প্রভু, আপনি তো লিপ ইয়ার হিসেবের ভেতরে ধরেন নাই। লোকটা যদি এত দিন বেঁচে থাকে, তাহলে যতগুলো লিপ ইয়ার হয়, আমি সেই হিসেবও করে ফেলেছি। এবার আরো ভালো করে যাচাই করে দেখুন। দেখবেন আমার উত্তর একেবারেই সঠিক।"
#সংগৃহীত
প্রিয় ময়দা সুন্দরী😆😆😆😆
তোমাকে অনেক Like ও Love করতাম বলেই শুরু(Begin) থেকে তোমার Regret, Hate, ও Fear কে উপেক্ষা করে অনেক চেষ্টা ( Try, attempt) করেছিলাম সম্পর্কটা Stop না করে Continue করার জন্য। আমি কোনোভাবেই পারি না তোমাকে ভুলে থাকতে( Forget) তারপরও তুমি Start করলে আমাকে Neglect ও Omit করতে এর চেয়ে আমার শিক্ষার ( Learn) আর কিছুই থাকে না৷
ইতি
তোমার প্রিয় হিটলার.
উপরোক্ত Verb গুলোর পরে আরেকটি Verb আসলে ing বা to + V1 যেকোনো টা হতে পারে।
Example:
1) I like swimming in the river.
Or
I like to eat sweets.
2) I forget to give him money.
Or
I never forget teaching English.
মোঃ সুমন হায়দার
সিনিয়র লেকচারার (ইংরেজি বিভাগ)
বিসিএস কনফিডেন্স
(লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত)
বঙ্গবন্ধুর উপাধিসমূহ:
উপাধি: বঙ্গবন্ধু
▪উপাধি দেন: তোফায়েল আহমেদ
▪তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
▪স্থান: তৎকালীন রেসকোর্স ময়দান
(বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান )
উপাধি: জাতির জনক
▪উপাধি দেন: আ.স.ম. আব্দুর রব
▪তারিখ: ৩ মার্চ, ১৯৭১
▪স্থান: পল্টন ময়দান
উপাধি: Poet of Politics (রাজনীতির কবি)
▪উপাধি দেয়: 'নিউজ উইক' ম্যাগাজিন (এপ্রিল, ১৯৭১)
▪উপাধি দেয়া সাংবাদিকের নাম: লোরেন জেঙ্কিস
উপাধি: বিশ্ববন্ধু
▪উপাধি দেয়: বিশ্ব শান্তি পরিষদ
▪তারিখ: ২৩ মে, ১৯৭৩ (জুলিও কুরি পুরস্কার নেয়ার সময়)
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ
২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম
সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান।
১৪ এপ্রিল ২০০৮
বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্রেন্ডস অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন বৈশ্বিক কূটনীতিকেরা। জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে এ আখ্যা দেওয়া হয়।
দুপুর আনুমানিক ২.৩০ হবে। রাস্তার পাশের চেনা দোকানে চা খাচ্ছি। একটি মেয়ে, বয়স ২৩ কি ২৪ হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে একটা স্বচ্ছ ফাইল। ভিতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট এসব দেখা যাচ্ছে! সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদমাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনের ছিটেফোঁটা….
মেয়ে- দাদা, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে?
দোকানী- হ্যাঁ, ভাত পাবেন, বলুন কি কি খাবেন? ডাল, ডিম, সব্জি, রুই মাছ, পাবদা মাছ, ব্রয়লার মুরগীর মাংস,পাঠার মাংস।
মেয়ে- এমনি শুধু ডাল আর ভাত কত দাদা?
দোকানী – ভাত, ডাল, সবজি ৩৫ টাকা।
মেয়ে – আমার সবজি চাই না, আমায় শুধু ভাত আর ডাল দিন!
৩০ টাকায় হয়ে যাবে তো?
দোকানী – আচ্ছা বসুন দিচ্ছি!
এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে।
মেয়ে – ” হ্যাঁ মা বলো!
হ্যাঁ ! হ্যাঁ ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি! হ্যাঁ খেয়েছি। মাছ,সব্জী, ভাত। তুমি ওষুধগুলো খেয়েছ?….. হ্যাঁ আমি ৫ টার ট্রেনটা ধরবো… আচ্ছা ভাইকে টিউশান থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে……আচ্ছা রাখো।”
ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকলো….. হয়তো অসুস্থ মা.. স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করছিলো…
দেখে কি রকম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো… একটা অজানা অচেনা মেয়ের জন্য.. কি যেন বলে এই বয়সটাকে… বালিকার চেয়ে বড়.. যুবতীর চেয়ে ছোট।
নারী স্বাধীনতা কি- ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছে করছিলো, মনে মনে শুভকামনা জানালাম..
এই চাকরির আকালের যুগে হে বালিকা তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায়.. শক্ত মাটিতে নেমে এসেছ যুদ্ধের জন্য, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছো.. আর বাকী অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে…. এ পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিলো.. যদিও “মেয়ে” তুমি মন জিতে নিলে..
কিন্তু ঘটনাটা আরও বাকী….
দোকানী ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বললো,
দিদি আমি ভুল করে সব্জিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ!!
ওই তিরিশ টাকাই দিয়েন।
মেয়ে -কিন্তু আমি তো শুধু ডালভাতই….
দোকানী – আমি একদম ভুলে সব্জিটা দিয়ে ফেলেছি.. আপনি প্লিজ খেয়ে নিন.. তিরিশ টাকাই নেবো আমি…আমার ভুল.. আপনি না খেলে এতোটা খাবার নষ্ট হবে আমার..
ওদের মতো আমিও ভেবেছিলাম নিছকই ভুল…
বিল দেয়ার সময় দোকানদার কে জিজ্ঞাসা করলাম, দাদা সত্যিই কি ভুল করে সব্জীটা দিয়েছেন?
দোকানদার কানের কাছে এসে বললো, “শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা! এরকম ভুলগুলো করার সুযোগও খুঁজতে হবে:) ওর খুব খিদে পেয়েছে। দেশের বাড়িতে আমারও বোনটার বয়স এরকমই” বলে আবার নির্লিপ্ত মুখে চা, সিগারেট, ভাত, তরকারির রাজ্যে হারিয়ে যায়।
আমি খুঁজে পেলাম না, কার জন্য বেশী ভালো লাগা উচিৎ! মেয়েটা নাকি দোকানদার!!
হয়তো একটা কথা বলা যেতে পারে,
যে যুদ্ধ জিনিসটা বোঝে, সেই যোদ্ধার ঘাম, ক্ষুধার মূল্য দিতে জানে।
Copied from Swadesh_Biswas
White Politics
শুভ জন্মদিন মুহম্মদ জাফর ইকবাল স্যার 🌹❤
আজ ২৩ ডিসেম্বর।
শিশু-কিশোরসহ সব প্রজন্মের পাঠকের কাছে সমান জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের জন্মদিন। এ দেশে বৈজ্ঞানিক কল্পকাহিনির এই পথিকৃতের ৭০তম জন্মদিন আজ। ১৯৫২ সালের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদ ফয়জুর রহমান ও মা আয়েশা খাতুন। ১৯৭৬ সালে 'কপোট্রনিক সুখদুঃখ' বই লেখার মধ্য দিয়ে তিনি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে তার সক্রিয় ভূমিকা দেশবাসীকে উদ্দীপ্ত করে।
কত বছর বয়সে জানতে পেরেছেন?
"BOOK" এর ফুলফর্ম হলো: "Big Ocean Of Knowledge"🙂
(মিথ্যা বললে মাথায় টাক হপে)
আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তাহলে ৫০ বছর পূর্তির অনুষ্ঠানটা অন্যভাবে করতাম।
৫০ বছর উপলক্ষ্যে সারা দেশ থেকে ৫০ জন মানুষকে দাওয়াত দিতাম।
এই ৫০ জনের কেউ হতেন রিকশাওয়ালা, কেউ গার্মেন্টস কর্মী, কেউ প্রবাসী শ্রমিক, কেউ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কেউ একদম বেকার যুবক।
আমি স্টেজে উঠতাম না। আমি বসতাম দর্শক সারিতে।
স্টেজে বসে কথা বলতেন কেবল এই ৫০ জন।
তারা একটা বিষয়ের উপর কথা বলতেন। বিষয়টা খুব সহজ: এই ৫০ বছরে তারা কী চেয়েছিলন, আর ফাইনালি কী পেয়েছেন।
তাদের স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের কথা শুনতাম।
আমার দুই দিকে বসে থাকতন মন্ত্রীসভার সদস্য, আমলা আর সরকারি কর্মচারীরা।
তারা এই ৫০ জনের কথা শুনে নোট নিতেন। এবং অনুষ্ঠানের একদম শেষে আমি প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে শপথ নিতাম, এই ৫০ জন যা যা অভিযোগ করেছেন, আগামী ৫০ দিনের মধ্যে সেইসব অভিযোগের নিষ্পতি করা হবে। যাতে ৫১ তম বছরে এসে বাংলার মানুষ বলতে পারে, না, আমাদের কোনো অভিযোগ নাই। আমরা মোটামুটি ভালো আছি।
দেশের প্রকৃত মালিক জনগণ। আমি প্রধানমন্ত্রী আর কেউ না, এই জনগণের সেবক মাত্র।
৫০ বছর পূর্তিতে আমি ১৭ কোটি প্রকৃত দেশের মালিকদের কাছে জবাবদিহি করতাম। তাদের ট্যাক্সের টাকায় নাচগান করতাম না।
লেখক: আশীফ এন্তাজ রবি।
বিনম্র শ্রদ্ধা জানাই জাতির সূর্য সন্তানদের।
শহিদ বুদ্ধিজীবী দিবস, অমর হোক।✊
ভালো ফলাফল সহ স্নাতক পাশ করা ছেলেকে উপহার দিতে বাবা তাকে পারিবারিক গ্যারেজে নিয়ে গেলেন।
একটি পুরনো গাড়ি দেখিয়ে বললেন, জরাজীর্ণ এই গাড়িটা আমি বহু বছর আগে নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই।
তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য একটা গাড়ির শোরুমে যাও এবং দেখো, তারা এটার কত দাম বলে।”
ছেলেটা গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”
বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”
ছেলে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′
বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। ছেলেটা গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"
তখন বাবা তাঁর ছেলেকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক, তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্যায়ন না করা হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে, তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণ ও গুণীর মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না, যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন করার যোগ্য মানুষের বড্ড অভাব।"
-সংগ্রহীত
ছেঁড়া লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল এদেশের অশিক্ষিত, মূর্খ কামলারা। আর এখন প্যান্ট, শার্ট, কোট, টাই পরে দেশটা ধ্বংস করছে বড় বড় শিক্ষিত বাটপারেরা!
নারী নিয়ে যত এক কথায় প্রকাশ :
※ যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা।
※ যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী।
※ যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।
※ যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী।
※ যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।
※ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া।
※ যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা।
※ যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
※ যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
※ যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী।
※ যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
※ যে নারী বীর = বীরাঙ্গনা।
※ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা।
※ যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
※ যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
※ নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।
※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
※ যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
※ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা।
"আজ থেকে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ।"
—জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; (৫ ডিসেম্বর ১৯৬৯)
👉গুরুত্বপূর্ণ শব্দের অর্থ:
১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ?
➫ সুন্দর ।
২ ) ‘ নীপ’ শব্দের অর্থ কি ?
➫ কদম ।
৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ?
➫ নির্বোধ ।
৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ?
➫ কুকুর ।
৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ?
➫ আনন্দ ।
০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ?
➫ মেঘমালা ।
৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ?
➫ অস্বীকার ।
৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ?
➫ পাখা ।
৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ?
➫ চিরন্তন ।
১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ?
➫ আত্মীয় ।
১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ?
➫ চন্দ্র ।
১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ?
➫ একই সময়ে ।
১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ?
➫ পাখি ।
১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ?
➫ গতিশীল ।
১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ?
➫ নিবাস ।
১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ?
➫ মিথ্যা।
১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ?
➫ নারী ।
১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ?
➫ রক্ত ।
১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ?
➫ শব্দ ।
২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ?
➫ বাধা ।
২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ?
➫ আশ্রয় ।
২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ?
➫ আম ।
২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ?
➫ কদমগাছ ।
২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ?
➫ সমুদ্র ।
২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ?
➫ ধরনা ।
২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ?
➫ গুপ্তঘাতক ।
২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ?
➫ সফল ।
২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ?
➫ জন্মদাতা ।
২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ?
➫ হৃদয় , মণ , প্রাণ ।
৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ?
➫ মাছের আশের গন্ধযুক্ত ।
৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ?
➫ মাছ ।
৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ?
➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।
৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ?
➫ মালগাড়ি ।
৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ?
➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র ।
৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ?
➫ সংগোপনে / জনগণের আড়ালে ।
৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ?
➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে ।
৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ?
➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।
৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ?
➫ লালছে ।
৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ?
➫ অতিশয় বৃদ্ধা ।
৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ?
➫ দাঙ্গা ।
৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ?
➫ ক্ষুদে শিশু ।
৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ?
➫ ডান ।
৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ?
➫ স্বর্ণ ।
৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ?
➫ সূর্য ।
৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ?
➫ মুকুট ।
৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ?
➫ স্বনির্মিত অট্টালিকা ।
৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ?
➫ কলুষিত ।
৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ?
➫ পর্বত ।
৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ?
➫ সগর্বে / সদর্পে ।
৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ?
➫ জ্যোৎস্না ।
৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ?
➫ পদ্ম ।
৫২ ) ‘ কুঞ্জুর ’ শব্দের অর্থ কি ?
➫ হাতি ।
৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ?
➫ অশ্বারোহী সেনা ।
৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ?
➫ বীর ।
৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ?
➫ সমুদ্র ।
৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ?
➫ প্রবল বায়ু ।
৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ?
➫ শৃঙ্খল ।
৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ?
➫ পাখি ধরার ফাঁদ ।
৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ?
➫ কপাল ।
৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ?
➫ সমুদ্র ।
৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ?
➫ উড়িধান / তৃণধান্য ।
৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ?
➫ সূর্য কিরণ ।
৬৩ ) ‘ বহুব্রীহি ’ শব্দের অর্থ কি ?
➫ বহুধান ।
৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ?
➫ কপাট ।
৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ?
➫ উদাসীন ।
৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ?
➫ স্বাভাবিক ।
৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ?
➫ গতিশীল ।
৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ?
➫ বিখ্যাত ।
৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ?
➫ গোঁফদাড়ি ।
৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ?
➫ শাশুড়ি ।
৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ?
➫ বৃহৎ গ্রাম ।
৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ?
➫ সাপের খোলস ।
৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ?
➫ মনোযোগ ।
৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ?
➫ গন্ডোদেশ ।
৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ?
➫ বিড়াল ।
৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ?
➫ শান্তি ।
৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ?
➫ যুদ্ধ ।
৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ?
➫ কুন্ডলী পাকান ।
৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ?
➫ দুভিক্ষ ।
৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ?
➫ ভাত ।
৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ?
➫ মাকড়সা ।
৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ?
➫ জানালা ।
৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ?
➫ ভাসা ভাসা জ্ঞান ।
৮৪ ) ‘ কুন্ডলিক ’ শব্দের অর্থ কি ?
➫ অন্যের লেখা চুরি করে নজের নামে যে চালায় ।
৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ?
➫ শব্দার্থ ।
৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ?
➫উত্তেজনা ।
৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ?
➫ তরঙ্গ ।
৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ?
➫ হরিণ ।
৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ?
➫ ব্যাঙের ডাক ।
৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ?
➫ উড়োজাহাজ ।
৯১ ) ‘ হায়দর ’ শব্দের অর্থ কি ?
➫ ব্যাঘ্র / সিংহ ।
৯২ ) ‘ বহিত্র ’ শব্দের অর্থ কি ?
➫ নৌকা ।
৯৩ ) ‘ অদ্রি ’ শব্দের অর্থ কি ?
➫ পর্বত ।
৯৪ ) ‘ শরণি ’ শব্দের অর্থ কি ?
➫ সড়ক / পথ ।
৯৫ ) ‘ শীকর ’ শব্দের অর্থ কি ?
➫ জলকন্যা ।
৯৬ ) ‘ শীল ’ শব্দের অর্থ কি ?
➫ চরিত্র ।
৯৭ ) ‘ আভরণ ’ শব্দের অর্থ কি ?
➫ অলংকার ।
৯৮ ) ‘ দামিনী ’ শব্দের অর্থ কি ?
➫ বিদ্যুৎ ।
৯৯ ) ‘ বেসাতি ’ শব্দের অর্থ কি ?
➫ কেনাবেচা ।
১০০ ) ‘ সৎকার ’ শব্দের অর্থ কি ?
➫ সমাদর / আপ্যায়ন ।
#সংগৃহিত
উনি তারামন বিবি, বীর প্রতীক। বাংলাদেশের গর্ব।
কর্ণেল আবু তাহেরের অধীনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরে কুড়িগ্রামে তিনি যুদ্ধ করেছেন।
(জন্ম: ১৯৫৭ - মৃত্যু: ১ ডিসেম্বর, ২০১৮)
শ্রদ্ধাঞ্জলি ❤️
সম্রাট বাবর বলেছিলেন, "একটি জাতিকে সহজে পরাজিত করতে চাইলে তার সংস্কৃতিকে ধ্বংস করে তা সহজ করা যায়।"
এক সময় SSC- HSC পরিক্ষার আগে স্কুল থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হতো; নাম ছিল বিদায় অনুষ্ঠান। আমরা সেদিন শিক্ষকদের কাছে থেকে ক্ষমা চাইতাম, আশীর্বাদ নিতাম। আর চোখে জল নিয়ে বন্ধু-বান্ধব থেকে বিদায় নিতাম!
এখন দিন বদলেছে! এসেছে নানা অসুস্থ বিনোদন।বিদায় অনুষ্ঠান নাম পরিবর্তন করে হয়ে গেছে 'RAG Day' সাদা টিশার্টে যত বাজে ভাষা ব্যবহার করা যায়, সেটার প্রতিযোগিতা হচ্ছে; ডিজে গান আর ডান্স এর মাধ্যমে বিদায় জানাচ্ছে বন্ধু বান্ধব আর শিক্ষকদের!
দিন যাচ্ছে; মানুষ উন্নত হচ্ছে; কিন্তু সভ্যতা বিলুপ্তির পথে! শিক্ষিত বাড়তেছে কিন্তু সুশিক্ষিত লোকের বড়োই অভাব! জাতীয়তাবাদী চেতনা আজকাল আর খুব একটা দেখা যায় না। সচেতনতা ছাড়া অপূরণীয় ক্ষতি থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব।
সৃষ্টিকর্তা সবাইকে সঠিক জ্ঞান দান করুন।🙏
"যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে।
আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।"
..........সক্রেটিস।
✍️➡️থাইল্যান্ডে কুমিরের একটি খামারে একটি কোম্পানির বার্ষিক বনভোজন চলছিলো। কোম্পানির খেয়ালি মালিক হঠাৎ ঘোষণা করলেন, কেউ যদি কুমির ভরা এই পুকুরে সাঁতরে এপার থেকে ওপারে গিয়ে উঠতে পারে তবে সে ৫ মিলিয়ন ডলার পুরস্কার পাবে। আর যদি সে মারা যায় তাহলে তার পরিবার পাবে ২ মিলিয়ন ডলার।
দীর্ঘক্ষণ ধরে সাক্ষাৎ মৃত্যুর এই ভয়ংকর চ্যালেন্জ কেউ-ই নিতে সাহস করেনি। তারপর হঠাৎ একজন পুকুরে ঝাপিয়ে পড়ে। কিন্তু তার নিশ্চিত জীবনহানির কথা ভেবে পাড়ে দাঁড়িয়ে থাকা সবাই আফসোস করতে থাকে। তবে কোন এক অলৌকিকতায় সৌভাগ্যক্রমে মরণপণ সাঁতরে অক্ষত অবস্থায় সে পুকুরটি পার হতে সক্ষম হয়। তখন অনেকেই তাকে সফলতা এবং পুরস্কার প্রাপ্তির জন্যে অভিনন্দিত করছিলো। কেউবা এই ভয়ানক দুঃসাহসিকতার জন্যে ভৎসর্না করেছিলো।
হাপাতে হাপাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর কোম্পানির মালিক ৫ মিলিয়নের চেকটি সেই কর্মচারীর হাতে তুলে দেন।😇😇
কিন্তু তখনো আতংকগ্রস্থ সে কর্মচারীটি চেঁচিয়ে জানতে চান, আমাকে পিছন থেকে কে ধাক্কা দিয়েছিলো? 🤣🤣
পরে জানতে পারা গেলো তার স্ত্রীই তাকে ধাক্কা দিয়েছিলেন।
এবং সেই দিন থেকে এই প্রবাদটি সৃষ্টি হয়।
"প্রত্যেকটি পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত রয়েছে"।🤣
এতো সুন্দর মন মুগ্ধকর হাসি!
তবু উনি নিজেই বলেন আমি হাসি না!
শুভ জন্মদিন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী। ❤🙏
Punch - ঘুষি মারা।
Get ready - তৈরি হওয়া।
Chew - চিবানো।
Wink - পিটপিট করা।
Chatter - বকবক করা।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জানাজার পূর্বে গোসলে ব্যবহার করা হয়েছিল ৫৭০ সাবান! কাপনের কাপড় হিসেবে ছিল রিলিফের সাদা কাপড়! জানাজায় যাতে মানুষ অংশগ্রহণ করতে না পারে, সে জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল!
দেশের রাষ্ট্রপতিকে, স্বাধীনতার স্থপতিকে, প্রাণপ্রিয় মিয়া ভাইকে শেষবারের মতো দেখতে পারে নি এদেশের মানুষ!
সিনেমা : ১৫ আগস্ট ১৯৭৫।
কী মনে হয়? বাঘিনী তার পরিবারের ভরণপোষণের জন্য বিক্রির উদ্যেশ্যে কাঠ বহন করছে?
না, এটি তার পিছনের পায়ে ভর করে মুখ চুলকাচ্ছে।
শিক্ষা: চোখের দেখা সবসময় সত্য হয় না। পেছনে ভিন্ন অর্থ লুকিয়ে থাকতে পারে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
This Cadet College Is Located At Seven Kms North To The Sylhet City, East To The Osmani Air Port Road, In A Green And High Hill Oriented Cool And Serene Environment
Sylhet
আলোকের অভিসারী ( Follower of Light)
Academic Building " C", SUST
Sylhet, 3114
"Industrial Revolution; We mean it." ™
Beanibazer
Sylhet
This for everyone skill developing page.I hope everyone communicate with us and share your valuable opinion, idea,smartness etc..Thanks for connect with us.
Inathganj
Sylhet
Shopify is a subscription to a software service that offers you to create a website and use their sh
Anondo 41/2 (1st Floor), Khoradipara
Sylhet, 3100
Freelancer Learners' Hub BD is the Best Online Freelancing Training Institution In BD
Bahubal. Habiaganj. Sylhet
Sylhet, 3310
who want to earning by frilansing.. plz contact me.. and inbox my messenger..
Zakiganj
Sylhet, 3190
ভিপি - সাদিকুল ইসলাম তুহিন জিএস- মো. কামরুল ইসলাম এজিএস- ফাইজ মাহমুদ রাইয়ান