01/04/2023
১৯২৭ সালের এই ছবিটিকে বলা যেতে পারে বিশ্বসেরা বিজ্ঞানীদের মিলনমেলার এক অন্যন্য নিদর্শন!
এই ছবিটি দেখননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। ছবিটি মূলত ১৯২৭ সালে আয়োজিত সলভে কনফারেন্স এর৷ এই কনফারেন্সে পদার্থ এবং রসায়নের বিভিন্ন জটিল বিষয়ে আলাপ-আলোচনা করা হত। সলভে কনফারেন্স এর আয়োজক হচ্ছে ইন্টারন্যাশনাল সলভে ইন্সটিটিউট ফর ফিজিক্স এন্ড ক্যামেস্ট্রি। ১৯১২ সালে বেলজিয়ামের শিল্পপতি আর্নেস্ট সলভে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন৷
এই কনফারেন্সগুলোর মধ্যে ১৯২৭ সালেরটিকেই সবচেয়ে জনপ্রিয় হিসেবে ধরা হয়। এর মূল আলোচ্য বিষয় ছিল ইলেকট্রনস এবং ফোটনস। এই কনফারেন্সে অংশ নেন আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি, নিলস বোর, হাইজেনবার্গ, ম্যাক্স প্লাঙ্ক এবং শ্রোডিঞ্জারের মত বিজ্ঞানীরা। মজার বিষয় হচ্ছে অংশ নেওয়া ২৯ জন বিজ্ঞানীর মধ্যে ১৭ জন বিজ্ঞানী এর আগে অথবা পরে নোবেল পুরষ্কার লাভ করেন৷
©
22/03/2023
আমার পরীক্ষার খাতা আমাকে দেখার সুযোগ দেওয়া হউক 🤣
28/02/2023
দুবাইয়ে আবারো কোরআন তেলওয়াত এ ১ম স্থান অর্জন করলো বাংলাদেশের ছেলে হাফেজ ওয়াসিফ আহমাদ। ❤️🇧🇩
13/02/2023
মেডিকেল/AFMC ভর্তি আবেদনে যা যা লাগবে
১. এসএসসি-এইচএসসির রোল,বোর্ড,রেজিষ্ট্রেশন, সাল
২. কোটা থাকলে কোটার ইস্যু/সার্টিফিকেট নাম্বার
৩. বর্তমান ঠিকানা,স্থায়ী ঠিকানা
৪. ব্যক্তিগত মোবাইল নাম্বার এবং বিকল্প মোবাইল নাম্বার
৫. মেডিকেল কলেজের চয়েস [চেষ্টা করবে সবগুলো দেয়ার। নয়তো অনেক সময় ভাল নাম্বার পেয়েও শুধুমাত্র টপ কলেজগুলো দেয়াই না আসার সম্ভাবনা থাকে।
৬. 300×300 Pixel সাইজের এবং সর্বোচ্চ 100KB সাইজের ছবি এবং 300×80 pixel সাইজের এবং সর্বোচ্চ 60KB সাইজের সিগনেচার
৭. ১০০০ টাকা
৮. যদি নিজে আবেদন করে তবে, টেলিটক সিম [আবেদন ফি জমা দেয়ার ক্ষেত্রে], আবেদন ফি জমাদানের ক্ষেত্রে অবশ্যই ১০১৫-১০২০ টাকা ব্যালান্স রাখা আবশ্যক।
৯. আবেদনের ফি জমা দেয়ার সময় পছন্দের ৪ টি কেন্দ্র চয়েস করা এবং কোডগুলো সতর্কভাবে বসানো।
বি.দ্র: AFMC ভর্তি পরীক্ষার ভেন্যু ঢাকা এবং ৫ আর্মি মেডিকেল কলেজ।
©
07/02/2023
আগামীকাল বেলা ১১ টায় এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে, সবার জন্য শুভকামনা রইলো!
06/02/2023
***ব্রেকিং নিউজ***
তিন ধাপেও কলেজ পায়নি জিপিএ-৫ পাওয়া ৯১ জন!
02/02/2023
ভূতের গল্প বলার মতো পাশে কেউ নাই 😅
তাই chatgpt এর কাছ থেকে গল্প শুনে আসলাম। ভয়ে আমি এখন কুমাতে চলে গেছি 🤣
02/02/2023
http://iftekhar.epizy.com/
ঘুড়ে আসুন আমার ওয়েবসাইট থেকে ❤️
ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে অচিরেই আসতেছি 🥰
Iftekhar-Personal Protfolio
In my experience as a Front-End Web Developer,I am exceptionally good at creating websites that are readable from all devices,which are essential to making a project stand out.
01/02/2023
The interest in learning leads People to extremes of Development
-Iftekhar Hossain