যে লক্ষণ থাকলে আপনি একজন ব্যর্থ প্রোগ্রামার বা ডেভেলপার হবেন
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা 🥹
Learn With Jahin
Lets grow together
Operating as usual
স্কিল ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং এ বারবার ব্যর্থ হলে এই প্রশ্নগুলো নিজেকে করুন ✊
Justin Welsh , বর্তমানে One Person Business বা Solopreneur Business Model যারা প্রমোট করে তাদের মধ্য অন্যতম।
-
Justin Welsh এর একটা উইকলি নিউজলেটার আছে যার বর্তমান সাবস্ক্রাইবার ২১৫ কে প্লাস। নিউজলেটার লিংক প্রথম কমেন্টে থাকবে সাবস্ক্রাইবার করে রাখতে পারেন।
-
বর্তমানে সে এই নিউজলেটারের উপরের দিকে স্পন্সরশিপের জন্য ৩৫০০ USD চার্জ করে। এর মাঝে দেখলাম নেক্সট দুই মাস কোন স্লট খালি নেই , সব বুকড।
-
একবার পার্সোনাল ব্র্যান্ডিং দাঁড়িয়ে গেলে , ইনকামের মাল্টিপল স্ট্রিম তৈরি হয়ে যায়।
বাংলাদেশে ইউটিউব এক্সপার্ট আর ভিডিও র্যাঙ্কিং করার মানেই হচ্ছে VidIQ তে ৯০ প্লাস স্কোর 😬
-
নিচে কিছু চ্যানেল আর ভিডিও লিংক দিচ্ছে , যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে চান , তাদের কাজে লাগবে। ইউটিউবের এলগরিদম আসলে কিভাবে কাজ করে , কিভাবে ছোট চ্যানেল দিয়ে অথোরিটি বিল্ড করা যায় , সেইসব বিষয়ে ভালো ইনফরমেশন পাবেন।
-
(১) Creator Booth: ইউটিউব গ্রোথ এবং ছোট ক্রিয়েটর হবার পর ও কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন তা নিয়ে সবথেকে প্রাক্টিক্যাল ভিডিও এই চ্যানেলে নিয়মিত পাবেন https://www.youtube.com/watch?v=HehHm86vFPI
-
(২) Nate Black: খুবই প্রাক্টিক্যাল টিপসের দুর্দান্ত একটি চ্যানেল https://www.youtube.com/watch?v=2ca5g-OBhW4
-
(৩) Rafys: Azharul Rafy ভাই উনার রিসেন্ট একটা ভিডিও তে একেবারে ডাটা সহ দেখিয়েছেন কিভাবে একটা ইউটিউব ভিডিও ভাইরাল হয় এবং সেটাই ইনসাইড মেট্রিকস কেমন। বাংলাদেশে এইরকম কন্টেন্ট খুবই কম পাবেন https://www.youtube.com/watch?v=EgjBnxqYQa4
-
(৪) Algrow: হিন্দি বুঝলে এই চ্যানেল ফলো করতে পারেন , ওর স্কিপ্ট রাইটিং , ইনফরমেশন আর ভয়েস দুর্দান্ত https://www.youtube.com/watch?v=x6IWhAxxovY
-
এছাড়া কোন চ্যানেল ইউটিউব গ্রোথের জন্য জানা থাকলে কমেন্টে দিতে পারেন
Digital Product নিয়ে যখন লাস্ট ইয়ার কন্টেন্ট বানানো শুরু করি , তখন Buy me a Coffee দিয়ে প্রোডাক্ট সেল করা দেখিয়েছিলাম। লাস্ট দুই মাস থেকে BMC তে আর বাংলাদেশ থেকে একাউন্ট করা যাচ্ছেনা।
-
তাই এই ভিডিও তে দেখিয়েছি বর্তমানে সব থেকে বেস্ট অপশন Lemon Squeezy তে কিভাবে একাউন্ট খুলবেন , কিভাবে ইনফরমেশন দিলে আপনার স্টোর একটিভ হবে আর কি কি ফিচার Lemon Squeezy তে আছে যা Buy me a Coffee থেকে ইউনিক।
-
ভিডিও লিংক প্রথম কমেন্টে থাকবে
আমি যে Chrome Extension গুলো প্রতিদিন ব্যবহার করি
-
যেহেতু আমি শপিফাই স্টোর ডিজাইন নিয়ে কাজ করি , তাই বেশিরভাগ Extension সেই রিলেটেড থাকবে , আপনার পছন্দের এবং প্রতিদিন ব্যবহার করার Extension এর নাম কমেন্টে জানাতে পারেন
-
(১) Komodo: ক্লায়েন্টের জন্য ভিডিও বানানো , নিজের ইউটিউবের জন্য ভিডিও , কোর্স রেকর্ডিং সব কিছুই এখন রেগুলার ইউজ করছি Komodo Screen Recorder , বর্তমানে ইয়ারলি পেইড প্ল্যান ইউজ করছি যাতে ভিডিও ডাউনলোড ফিচার টা পেতে পারি। ১ বছর থেকে ইউজ করতেছি , শুধু ক্লায়েন্টের জন্য স্কিন রেকর্ডিং এর জন্য ফ্রি ভার্সন এ যথেষ্ট। এটার সন্ধান পেয়েছিলাম Faisal Ahammad ভাই এর একটা কমেন্ট। ভাই কে অসংখ্যা ধন্যবাদ।
-
(২) ColorZilla: কালার পিক করার জন্য ওয়েব ডিজাইনারদের প্রিয় টুল।
-
(৩) YouTube Summary with ChatGPT: যেকোন ইউটিউব ভিডিও কে ChatGPT মাধ্যমে কি পয়েন্ট বের করার জন্য ইউজফুল একটি Extension।
🔥
(৪) Grammrly: ইংলিশ লেখার ভুল এবং গ্রামার কারেকশনের জন্য বিখ্যাত Extension , অনলাইনে কাজ করার সবাই এই টুল কমবেশি ইউজ করেছেন।
🔥
(৫) SimlarWeb: যেকোন ওয়েবসাইট ট্রাফিক ইনফরমেশন কুইক দেখার জন্য।
🔥
(৬) WhatFont & CSS Pepper: ওয়েবসাইটের ফন্ট এবং স্টাইল কুইকলি দেখার Extension
🔥
(৭) Enable Right Click: কিছু সাইটে ইন্সপেক্ট ব্লক করা থাকে , এই Extension দিয়ে সেটা রিমুভ করা যায়।
🔥
(৮) GoFullPage: যেকোন ওয়েব পেইজের ফুল স্কিনশট তুলে পরে ডিজাইনের মকআপ বানানোর জন্য খুবই দরকারি একটি Extension
শপিফাই তে কাজ করলে রেগুলার এই প্ল্যাটফর্মের আপডেট এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য যেই চ্যানেল গুলো ফলো করতে পারেনঃ
-
(১) Ed Codes : বর্তমানে শপিফাই নিয়ে আমার প্রিয় চ্যানেল। এই চ্যানেল এড শপিফাই নিয়ে যেকোন নিউ আপডেট কাভার করে। প্লাস ছোট ছোট সেকশন কিভাবে কোড না জানলে ও ডেভেলপ করা যায় সেটা সে তার চ্যানেলে প্রজেক্ট ভিত্তিক দেখায়। ওর কিছু ভিডিও তে দেখানো কিছু সেকশন আমি নিজে ও ক্লায়েন্ট সাইটে এড করেছিলাম। অল্প কোডিং জানলে ও ওর চ্যানেল রিকোমেন্ডেড।
চ্যানেল লিংকঃ https://www.youtube.com/
-
(২) Code Inspireঃ অনেকে হয়তো থিমের পাশাপাশি শপিফাই এপ ডেভেলপমেন্টে ও ইচ্ছুক। এই চ্যানেলে ভালো কিছু রিসোর্স পেয়ে যাবেন।
চ্যানেল লিংকঃ https://www.youtube.com/
-
(৩) Coding with Jan ঃ চ্যানেলে এখন ভিডিও আসে কম। তবে নিজের নলেজ বাড়ানোর জন্য এবং শপিফাই ডেভেলপার দের ভালো গাইডলাইন এখনো চ্যানেলে নিয়মিত আসে।
চ্যানেল লিংকঃ https://www.youtube.com/
-
(৪) Saad Saif: রিসেন্ট চ্যানেল টি পেলাম। লিকুইড আর কোডিং রিলেটেড ডকুমেন্টেশন বেইজড বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন।
চ্যানেল লিংকঃ https://www.youtube.com/watch?v=Z0Bo5dlcKMI&t=1290s
-
(৫) Jahin Shahriar : শপিফাই পেইজ বিল্ডার নিয়ে সবথেকে ইন ডেপথ কন্টেন্ট উনার চ্যানেলে পেয়ে যাবেন 😬 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উনার পাশে থাকতে ভুলবেন না।
চ্যানেল লিংকঃ https://www.youtube.com/
-
শপিফাই রিলেটেড আপনার কোন প্রিয় চ্যানেল থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন।
ভিডিও রেকর্ডিং শুরু করে দিলাম, আপকামিং কোর্স ল্যান্ডিং পেইজ মাস্টারক্লাসের জন্য, আগ্রহী হলে প্রথম কমেন্টের ফর্ম ফিল আপ করে রাখুন।
-
প্রথমে প্ল্যান ছিলো শপিফাই ল্যান্ডিং পেইজ বিল্ডার দিয়েই কোর্স মডিউল সাজানো হবে।
-
পরে ফিডব্যাকের উপর ভিত্তি করে, শপিফাই নিয়ে রিয়েল প্রজেক্ট বেইজড থিম কাস্টমাইজেশন থেকে শুরু হবে। তাই যেকোন বিগিনার ও কোর্সে এড হতে পারবেন।
-
থিম কাস্টমাইজেশন এর পার্ট ফ্রি তে আমার ইউটিউব চ্যানেল পাবলিশ করা হবে। আশা করি এই থিম কাস্টমাইজেশন এর পার্ট অনেক ৫০০ থেকে ১৫০০ টাকার পেইড কোর্স কে রিপ্লেস করতে পারবে।
-
কোর্স টি হবে রেকর্ড কোর্স এবং কিছু প্রজেক্ট লাইভ ক্লাসে দেখানো হবে।
-
বরাবরের মতো ভাইয়েরা ফিডব্যাক দিয়ে হেল্প করবেন। একটা বিষয়ে কমেন্টে জানাবেন , আপনি কোন ধরণের কোর্স প্রিফার করেন লাইভ নাকি রেকর্ডেড? এবং যেটা পছন্দ করেন সেটার পিছনে আপনার কারণ টা জানাবেন। দুইটাই যদি পছন্দ হয়ে থাকে তবে তুলনামূলক লাইভ প্লাস রেকর্ডেড কোর্সের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করবেন।
অনলাইনে শেখা বা কোর্স করার একটা বড় সুবিধা হলো ইনস্ট্রাক্টর পছন্দ না হইলে অন্য কারো কাছ থেকে শেখা যায় এবং অধিকাংশ জায়গায় নিজস্ব গতিতে আগানো যায় ।
সব শিক্ষার্থীর শেখার ক্যাপাসিটি এবং লার্নিং স্টাইল যেমন একই রকম না, সব শিক্ষকেরও শেখানোর এ্যাবিলিটি এক রকম না, সব স্টুডেন্টের জন্য তার শেখানোর স্টাইল ও অপটিমাল না ।
যার লেকচার বুঝতে পারি ভালো এবং যেই স্পীডে আমি কমফোর্টেবল - এই দুইটা জিনিসের কম্বিনেশন যে কোন শিক্ষার্থীর জন্য ভালো এক্সপেরিয়েন্স এনে দিতে পারে ।
দুনিয়ায় কোন খারাপ স্টুডেন্ট বা টিচার থাকে না, যেই খারাপ লাগাটা আমরা অনুভব করি - এইটা সিম্পলি একটা হাইলি জেনারালাইজড সিস্টেমের মধ্য দিয়ে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের যাওয়া লাগে বলে আমাদের এক্সপেক্টেশন সব সময় মিট না করায় এরকম অনুভূতি হয়। টিচারদের কাছে মনে হয় অমুক স্টুডেন্ট ভালো না, স্টুডেন্টদের কাছে মনে হয় অমুক টিচার বুঝাইতে পারেন না ।
একটা দেশের রিসোর্স যেহেতু লিমিটেড থাকে, এরকম জেনারালাইজড সিস্টেম থেকে বের হয়ে একই কোর্সের জন্য একাধিক শিক্ষক কে দায়িত্ব দেওয়া বা স্টুডেন্টদের অপশন দেওয়া সহজ ব্যাপার না । সব প্রতিষ্ঠান এটা করতে পারবে না ।
ইন্টারনেট এই জায়গায় একটা বড় ধরনের বিপ্লব তৈরি করেছে, ভবিষ্যতেও করবে । সারা দুনিয়ার নানা প্রান্তের নানা মানুষের কাছ থেকে নানা বিষয়ে নিজের মত করে শেখার এরকম বিরল সুযোগ আগে কখনো পাওয়া যায়নি ।
এরপরও যারা শিখবে না, টিচার দের দোষ, সিস্টেমের দোষ দিবে, এদের আসলে শেখার ইচ্ছা নাই । এরা জাস্ট অজুহাত দিয়ে পার পেতে চায় ।
Courtesy: Abu Ashraf Masnun
শপিফাই দিয়ে কাজের পাশাপাশি অনেকভাবে ইনকাম করা যায়। যার মধ্য একটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।
-
আপনি চাইলে শপিফাই ট্রায়াল লিংক প্রমোট করে এফিলিয়েট ইনকাম করতে পারবেন , যেটার এপ্রুভাল আবার সহজে পাওয়া যায়না , কন্টেন্ট বা ব্লগ ছাড়া।
-
একজন ক্লায়েন্ট ৩ দিনের ট্রায়ার পরে ১ মাস ১ ডলারে ইউজ করে , এরপর শপিফাই কে মান্থলি পেমেন্ট দেওয়া শুরু করলেই কান্ট্রি বেইজড একটা ক্লায়েন্টের কনভার্সনের পরিমাণ ১৫০ ডলার বা ১০০ ডলার বা ২৫ ডলার।
-
আমি আমার ৬ হাজারের অডিয়েন্স থেকেই মাসে ৩০০ থেকে ৪০০ ডলার এই প্রোগ্রাম থেকে কনভার্ট হয়।
-
Jordan Bown নামের একজন ড্রপশিপার আর ইউটিউবার শুধু শপিফাই এফিলিয়েট প্রোগ্রাম থেকে মাসে ৫০ হাজার ডলার ইনকাম করছে
-
পাশাপাশি পেইজফ্লাই , রেপলো , বান্ডেল এপ এইগুলার রেফারেল লিংক দিয়ে ক্লায়েন্টের স্টোরে ইন্সটল করলে , ক্লায়েন্ট এপের পেইড ভার্সন ইউজ করলে প্রতি মাসে রেকারিং ইনকাম করবেন।
-
শপিফাই ইকোসিস্টেম আসলেই অসাধারণ।
ডিজাইনার , ডেভেলপার , মার্কেটার সবাই জন্য কাজ করার এবং ভালো পরিমাণ আর্ন করার সমান সুযোগ আছে।
আমাদের নিস স্পেসিফিক কোর্স বা মেন্টরশিপের আরো দরকার
-
দেখে ভালো লাগে যে এখন এইগুলা নিয়ে কাজ হচ্ছে।
-
যেমন ইন জেনারেল কেউ ফটোশপ শিখে যদি ইন্ডাস্ট্রি এক্সপার্ট এর কাছ থেকে ফটোশপ ফর ইউটিউব থাম্বনেইল শিখতে পারে সেটা যে কারো স্পেসিফিক ইন্ডাস্ট্রি নলেজ আরো বাড়াবে।
-
সেইম লোকাল বিজনেস যারা করবেন তাদের জন্য আলাদা ইকমার্স কোর্স হচ্ছে, স্পেসিফিক ল্যান্ডিং পেইজের কোর্স তৈরি হচ্ছে।
-
আমাদের শপিফাই ল্যান্ডিং পেইজের কোর্স ও সেইম গোল থাকবে। একটা স্পেসিফিক ফিল্ডে স্পেশিয়াল স্কিল বাড়ানো।
-
ইন ফিউচার কেউ কোর্স আনলে যে টপিক গুলা কনসিডার করতে পারেন।
-
অডিয়েন্স খুজছে কিন্তু এখনো এই রিলেটেড কোর্স নেই
-
(১) লিকুইড কোড বেইজড ফিগমা টু শপিফাই
(২) ক্লায়েন্ট প্রজেক্ট বেইজড শপিফাই লিকুইড কোর্স
(৩) ফটোশপ ফর শপিফাই স্টোর ডিজাইন, যেখানে ইকমার্স ভিত্তিক ফটোশপ শিখানো হবে
(৪) প্রফেশনাল ভার্চুয়াল এসিস্টেন্ট বা সাপোর্টে কাজ করবার জন্য ইংলিশ লার্নিং কোর্স
(৫) Notion Basic to Advance
আপনাদের কোন আইডিয়া থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন
English For Freelancing 👉 যে মাইন্ডসেট এবং রিসোর্স ব্যবহার করে ইংলিশে উন্নতি করবেন
Document Link: https://docs.google.com/document/d/1J5H3UgCBAzHyWF25Yhij03TVuZE9InDQL7KnoEF9Q1g/edit =h.gehksffaukc6
২০২৪ সালের জন্য ২৪ টি ভিডিও সাজেশন যা আপনার মাইন্ডসেট , ক্যারিয়ার কে পরিবর্তন করতে পারে ।
-
ব্যাক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবনে ইম্প্যাক্টফুল হবে ।
-
পোস্ট টি উপকারী মনে হলে টাইমলাইনে অন্যদের সাথে শেয়ার করুন।
-
২৪ টি ভিডিও লিংক
-
( ১ ) You Won’t Be The Same Person In 6 Months : https://www.youtube.com/watch?v=h_r6Mo8EDic&t=1745s
( ২ ) Asking For Advice Is Keeping You Unsuccessful : https://youtu.be/pK02W9y8PYo?si=9dtTei_NIhNiiHZ1
( ৩ ) 4 Steps To Make Your First Million Dollars : https://youtu.be/YJSayjacZUM?si=IU_RT5hCDlrXSMaH
( ৪ ) Turn Your Knowledge Into A Business: https://youtu.be/2DTZ6Kcdtmk?si=NARo1y6djWUB-x4_
( ৫ ) How To Force Your Brain To Crave Doing Hard Things: https://youtu.be/K8ZgwZf1E3E?si=WI4nZsvQ6pr0Aykc
( ৬ ) The Harsh Truth About "SUCCESS" in Bangladesh: https://youtu.be/XbdaG94VavY?si=kGgS9a1A8oLBVA7Y
( ৭ ) Controlling Your Dopamine For Motivation, Focus & Satisfaction: https://youtu.be/QmOF0crdyRU?si=tcMOWSVUYuWWti7L
( ৮ ) Exposing the Costs of Social Media : https://youtu.be/4TMPXK9tw5U?si=mQcB09ct8yQM_s_3
( ৯ ) 7 Life Lessons School Didn’t Teach You: https://youtu.be/CUPe_TZECQQ?si=PDSqmb_J9Msr6rFl
( ১০ ) 5 Scientific Rules for Making & Breaking Habits in 2024: https://youtu.be/v9VtjcRaRWc?si=CElCWlRl_NaayQko
( ১১ ) আমরা অসুস্থ হই কেন ? সকল রোগ থেকে বাঁচতে চাইলে ভিডিওটি: https://www.youtube.com/watch?v=S7pnLgsiFJ8
( ১২ ) Self Worth & Finding Your Identity: https://www.youtube.com/watch?v=dYlT8Ora_S8
( ১৩ ) Motivational Speakers and Success: https://youtu.be/LzsdZRTuhbw?si=FavtLKU5mCyVV5wa
( ১৪ ) Married Ever After: https://youtu.be/t5DF8Oy2oWw?si=5tciWF85Rqj52sgV
( ১৫ ) Don't Be Sad Allah Knows : https://youtu.be/5pyZkY93B2A?si=1fjhKt0YmFhbkYYN
( ১৬ ) রিজিক নিয়ে চিন্তিত? আলোচনাটি শুনুন : https://youtu.be/gDly1v20qy0?si=KX1ZvSUpeVyMikuu
( ১৭ ) Desiring More Vs Being Content - The Islamic Paradigm : https://youtu.be/gU8UHiUVx6Q?si=-Tg-0M5GC5Ji4d60
( ১৮ ) FREE 5 HOUR BUSINESS COURSE:
https://youtu.be/d9dPHRQvoS4?si=mBoH7tP6k5EErSFR
( ১৯ ) The Psychology of Money in 20 minutes: https://youtu.be/_5ecgEXLoCA?si=UjKF-ICtlOn67mOL
( ২০ ) They dont want you to watch this Podcast: https://youtu.be/a4Ta3srGmXo?si=criiYONFp6TZ1h3v
( ২১ ) Roadmap to achieving $10,000 per month in 2024: https://youtu.be/8beoStypxrM?si=UJn-n-LdVNQtsS13
( ২২ ) A Glitch In The Matrix : https://youtu.be/IV12SDKBTdY?si=gTCTtPPg1gEhHu1x
( ২৩ ) 23 Controversial Truths About Life: https://youtu.be/M4PzOjM5BJQ?si=_n9uSL8rVKqiYpM8
( ২৪ ) How To Stop Procrastinating For Good: https://youtu.be/z3jNYz0kxWg?si=4jwghfhi00TESDYx
-
- ভিডিও গুলো কে কয়েকটি ক্যাটাগরি তে ভাগ করেছি
প্রথমে আছে মাইন্ডসেট , ক্যারিয়ার রিলেটেড ভিডিও । যা সবার জন্য হাইলি রিকোমেন্ড করবো , প্রথম ৫ টি ভিডিও। ফ্রিল্যান্সিং বা অনলাইন ক্যারিয়ার এটাব্লিশ করতে চাইলে অবশ্যই ভিডিও গুলো থেকে উপকৃত হবেন।
এরপর হ্যাবিট , সোশ্যাল মিডিয়া , ডোপামিন
এরপর ধর্মীয় ভিডিও , যেখানে আমি বিশ্বাস করি , একজন মুসলিমের জীবনে গ্রোথ এবং ভারসাম্যর জন্য ধর্ম অনেক বড় ভূমিকা পালন করে
শেষে পছন্দের কয়েকটি পডকাস্ট যা আপনাকে চিন্তার উপাদান দিবে।
যারা নতুন ইংলিশ বই পড়া শুরু করতে চান তারা এই ১০টি লাইফ চেঞ্জিং এবং ইজি রিডিং বই দিয়ে শুরু করতে পারেন।
-
প্লাস যারা অনলাইনে ক্যারিয়ার বিল্ড করতে চান তাদের জন্য ৬ টা বোনাস বইয়ের রিকোমেন্ডেশন
-
সব গুলা বইয়ের সাথে PDF লিংক যুক্ত আছে
-
অন্যদের উপকার হবে মনে করলে শেয়ার করতে পারেন বা আপনার ফ্রেন্ড লিস্টের কাউকে পোস্টে মেনশন দিতে পারেন।
-
ভিডিও লিঙ্কঃ https://youtu.be/lgD879pPVJs
( 1 ) Atomic Habits By James Clear : https://drive.google.com/file/d/1cqM9mHAoT_RM8aw9l6oSREeV8U9UtI13/view?usp=sharing
( 2 ) Mindset By Carol Dweck: https://drive.google.com/file/d/1wb7H8IMnPUJBf3Cxeq5riGuncNONKtHZ/view?usp=sharing
( 3 ) Think and Grow Rich: https://drive.google.com/file/d/1PTm26fRV2xjjYBq8QbxR_cK7DuOld93m/view?usp=sharing
( 4 ) The Psychology Of Money : https://drive.google.com/file/d/1uynDkP--4VMrG37AUC5fYa7WBNRZBUiv/view?usp=sharing
( 5 ) The Alchemist : https://drive.google.com/file/d/1ErNuWsErXW3GjM8hlM8J_A5Ym24nPXFm/view?usp=sharing
( 6 ) The Art of Thinking Clearly : https://drive.google.com/file/d/1UEuLSUs86ySQ89ZSLzvkUZfbJfc93BOS/view?usp=sharing
( 7 ) How to Talk to Anyone : https://drive.google.com/file/d/17ZXiUfpE4A673OZeHvisHtfOfb0i9dWA/view?usp=sharing
( 8 ) Start With Why : https://drive.google.com/file/d/1O2BUpriIE9wuw4shIWeX9HIl7a7WgPyz/view?usp=sharing
( 9 ) The 7 Habits of Highly Effective People : https://drive.google.com/file/d/17_hafJuA3m_SK4lAV4oatOh7UDWA2LO0/view?usp=sharing
(10) The Almanack Of Naval Ravikant : https://drive.google.com/file/d/1vqVxDAwRD0MfKmXlirqO1ysnvTjyjf2z/view?usp=sharing
Special Recommendation
( 11 ) 100M Offers : https://drive.google.com/file/d/1hwDqjUb0E14QM6mf9qoXM_t5DtaufkvT/view?usp=sharing
( 12 ) 100M Leads : https://drive.google.com/file/d/1xID3gX77E3TEFckVAuWv50MWQrTf2hM5/view?usp=sharing
( 13 ) Dotcom Secrets : https://drive.google.com/file/d/1MZC1K9OpLbfZ25jwc3ibPVlL3tqWhNx2/view?usp=sharing
( 14 ) Expert Secrets : https://drive.google.com/file/d/1XMikE4LTwuNJBZP8o25MVqsErzORJPH_/view?usp=sharing
( 15 ) Steal Like an Artist : https://drive.google.com/file/d/1j_qz4kKke5YCtC4kvGpeMBJ1XjkErUkd/view?usp=sharing
( 16 ) Show Your Work : https://drive.google.com/file/d/19DvKfcPsVCO8lYi549745sKLf0AmoFp9/view?usp=sharing
এইরকম বন্ধু আমাদের সবার লাইফে দরকার 🥰
আপনার জীবনে এইরকম একজন বন্ধু থাকলে ও আপনি অনেক লাকি 🥰
-
-
Mahmudul Hasan Sohag | কেন আমি বিশ্বাসী হলাম ! Branding Bangladesh
আমাদের ডাবল স্ট্যান্ডার্ড - মাহমুদুল হাসান সোহাগ
" আমি রকমারিতে অনলাইনে বই বিক্রি করি এটা কিন্তু একটা বইয়ের দোকান । এটা করার পর সবাই আমাকে অনেক Appreciate করলো । সেই একি কাজ যদি আমি অনলাইনে না করে এটাই যদি শাহবাগের মোড়ে একটা বইয়ের দোকান দিতাম এরাই বলতোঃ "বুয়েট থেকে পাশ করে ভাই বইয়ের দোকান দিলেন !" আমাদের কাছে কিছু জিনিস অনলাইনে করলে কুল হয়ে যায় । সেই এক কাজই অফলাইনে করলে ব্যাকডেটেড । " \\
যার কারণে এখন আমরা ঘরে বসেই বই কিনতে পারি ।
ঘরে বসে ফ্রিল্যান্সিং
জামাল স্যারের কাছে ফ্রিল্যান্সিং শিখুন
মাসে লাখ টাকা ইনকাম করুন
Outsourcing Institute By Jamal Sir
Canva Pro For Lifetime | Legal Or Fake | সব রহস্য ফাঁস | Bangla Tutorial
🔥Canva Pro মাত্র 99 বা ৯৯ টাকায় !!⚡
🔥Canva Pro মাত্র ৩৯ টাকায় !!⚡
🔥Canva Pro For Lifetime⚡
🔥Canva Pro For Free⚡
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
3100