Badshaganj Govt. High School

Badshaganj Govt. High School

সুনামগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।

Operating as usual

22/06/2024

আপনার সন্তানকে সাঁতার শেখান।
[প্রতীকী ছবি | জনস্বার্থে প্রচারিত]

08/06/2024

বালিজুরী ট্রাজেডির ১৪ বছর!

২০১০ সালের আজকের এই দিনে (০৮ জুন) বালিজুরী গ্রাম থেকে বিদ্যালয়ে আসার পথে ট্রলার ডুবীতে ৮ জন শিক্ষার্থী প্রাণ হারায়, এছাড়াও নারী ও শিশু সহ মোট ১৬ জনের মৃত্যু হয়৷ অকালে ঝড়ে যায় তাঁজা প্রাণ।

ছবিতে যারা আছেন তাঁরা বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি।

03/06/2024

বাদশাগঞ্জ সরকারী বিদ্যালয়ের স্বনামধন্য, প্রথিতযশা ও কিংবদন্তি তুল্য প্রধান শিক্ষক, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হাজার হাজার ছাত্র ছাত্রীর আদর্শ জীবন গড়ার কারিগর, যাঁর হাত দিয়ে তৈরি হয়েছে অসংখ্য প্রখ্যাত আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনা অফিসার, পুলিশ অফিসার, সৈনিক, পুলিশ, শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষক, ব‍্যাবসায়ী, আমলা, রাজনীতিবিদ,প্রবাসী,ইসলামিক স্কলার, বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নাগরিক।

শুধু ঐতিহ্যবাহী সেলবরষ পরগণা নয়- শুধু ধর্মপাশা উপজেলা নয়, শুধু সুনামগঞ্জ জেলা নয়, মেঘালয় পাদদেশে, হিমালয় থেকে বয়ে আসা সুরমা বিধৌত বৃহত্তর সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের এক কিংবদন্তি তুল্য শিক্ষক হচ্ছেন তিনি।

তাঁর ছাত্রদের মধ‍্যে অনেকেই লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়ার মত জায়গা সহ সারাবিশ্বে আলো ছড়াচ্ছেন।

তাঁর দুই ছাত্র বাংলাদেশ পুলিশের দুটি রেঞ্জের প্রধান হিসেবে পুলিশে নেতৃত্ব দিচ্ছেন তাছাড়াও সেনাবাহিনীর অফিসার, সৈনিক, ব‍্যাংকার, আমলা হিসেবে ভালো অবস্থানে তার ছাত্রছাত্রীরা....

মেডিকেল প্রশাসনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত তাঁর ছাত্ররা পৌঁছে গিয়েছেন।

তাছাড়াও স্থানীয় ব‍্যাবসা-বাণিজ্য,সাংবাদিকতা, কৃষি, রাজনীতি সহ প্রায় সকল পেশায় রয়েছেন তাঁর হাজার হাজার ছাত্র।

সংসদে এখনো এমপি হিসেবে রয়েছেন তাঁর ছাত্র!

অত্র অঞ্চলের তিনি ছিলেন একজন অভিভাবক।

পরম শ্রদ্ধেয় শিক্ষা গুরু জনাব শামসুদ্দিন আহমেদ স‍্যার (এমএ, এমএড) অসুস্থ হয়ে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি আছেন।

মহান আল্লাহ তাআলা স‍্যারকে পরিপূর্ণ সুস্হতা দান করে হাইয়‍্যাতে তাইয়‍্যেবা প্রদান করূন। আমীন।

লিখাঃ আমিন আফ্রিদি চৌধুরী

27/05/2024

বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার বার নির্বাচিত সাবেক ম্যানেজিং কমিটির সদস্য - সাবেক ভাইস চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ শ্রদ্ধেয় জনাব নূরুদ্দাহার স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

12/05/2024
12/05/2024

বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি রেজাল্ট ২০২৪

02/05/2024

বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সাবেক সহ-সভাপতি ও বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় জনাব নুরুদ্দাহার স্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা কামনা করি।

14/04/2024

বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিলের পর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের ব্যবহৃত ওয়ানটাইম ইউজ প্লাস্টিকের প্লেট-গ্লাস ও অপচনশীল বর্জ্য যত্রতত্র ফেলে যান।

সেসব বর্জ্য পরিষ্কার করছেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক, এসএসসি ২০২২ ব্যাচের একদল শিক্ষার্থী।

"তাপস নিশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক না--- এসো হে বৈশাখ.. এসো... এসো.... "

09/04/2024

ইফতারের পর বর্জ্য - ওয়ানটাইম প্লেট ও গ্লাস নিদিষ্ট স্থানে ফেলুন।

04/04/2024

বিসমিল্লাহির রহমানির রহিম
-------------------------------------------
আগামী ২৯শে রমজান রোজ মঙ্গলবার (৯ই এপ্রিল ২০২৪ ইং) ইফতার, মাহফিল এবং পুনর্মিলন অনুষ্ঠিত হবে।
উক্ত আয়োজন সফল ও সার্থক করার জন্য এসএসসি ব্যাচ-১৭ এর সকল বন্ধুদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উক্ত আয়োজনে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭ ব্যাচের সকলেই আমন্ত্রিত ❣️

➡️বিকাশ/নগদ/রকেট:01628-423296(Aminul)

শরিশ্যাম গ্রামের প্রথম এমবিবিএস ডাক্তার হৃদয় চন্দ্র দাস 24/03/2024

অভিনন্দন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের অদম্য মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র দাস।

শরিশ্যাম গ্রামের প্রথম এমবিবিএস ডাক্তার হৃদয় চন্দ্র দাস দরিদ্র পরিবারের আমার জন্ম। ২০১৫ সালে এসএসসি পাস করার পর থেকেই প্রথম আলো ট্রাস্ট আমার পাশে ছিল। ‘ব্র্যাক ব্যাংক–প...

18/02/2024

❤️❤️অভিনন্দন ❤️❤️
ভাটি বাংলার প্রাণ, হাওরের বাতিঘর, উজ্জ্বল নক্ষত্র জনাব আব্দুল বাতেন স্যার। ডি আই জি হতে অতিরিক্ত আই জি পি পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিলের পর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের ব্যবহৃত ওয়ানটাইম ইউজ প্লাস্টিকের প্লেট-গ্লাস ও ...

Location

Category

Website

Address

Badshagonj
Sunamganj
2450

Opening Hours

Monday 09:30 - 17:00
Tuesday 09:30 - 17:00
Wednesday 09:30 - 17:00
Thursday 09:30 - 17:00
Saturday 09:30 - 17:00
Sunday 09:30 - 17:00
Other Schools in Sunamganj (show all)
BIAM Laboratory School,Sunamganj BIAM Laboratory School,Sunamganj
Kazir Point, Sunamganj Porushava, Sunamganj Sadar
Sunamganj, 3000

The toughest task for a human is to Humanise.

Rana Rana
Banglabazar
Sunamganj, 01734051806

মুজিব বাজার আইডিয়াল একাডেমি মুজিব বাজার আইডিয়াল একাডেমি
Biswamber Sunamganj
Sunamganj, 3000

mojib bazar Ideals Academy

Bongshikunda Momin High school-বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় Bongshikunda Momin High school-বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়
Bongshikunda
Sunamganj, 2456

একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্টান

HADI HADI
Sylhet
Sunamganj, 123456

play boy �

Unique online school Unique online school
Sunamganj

সবাই পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

Learn with Nizam Sir Learn with Nizam Sir
Chhatak
Sunamganj, 3080

Hello, everyone, on this page, I'm going to provide a lot of educational information so that you can

Sichni Goverment Primary School Shantiganj Sunamganj Sichni Goverment Primary School Shantiganj Sunamganj
Sunamganj, 3000

জ্ঞান মহাসাগরের চেয়েও বিস্তৃত ।

Moonlight  Ideal  Academy  Mohobbothpur Bazar  Dowara Bazar  Sunamgonj Moonlight Ideal Academy Mohobbothpur Bazar Dowara Bazar Sunamgonj
College Road
Sunamganj, 3070

for providing better services