চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়

NAME: CHARSAHA BHIKARI HIGH SCHOOL
EIIN: 106704
Centre: SONAGAZI-1,
Thana/Upazilla: SONAGAZI,
Zilla: FENI

Operating as usual

30/08/2023

অনেক পুরোনো এলবাম থেকে নেয়া, প্রধান শিক্ষক পুলিন বিহারী পাল, সহকারী প্রধান শিক্ষক মরহুম মালেক স্যার, শিবু চন্দ্র পাল, আহছান মাষ্টার, আমার বাবা আশরাফ আলী ছিদ্দিকী,মরহুম বাশার স্যার, খায়েজ আহম্মদ স্যার, মাঈন উদ্দিন ভাই, নিজাম ভাই, মিজান স্যার, কাশেম মামা, নাছির স্যার, শাহাবুদ্দিন স্যার, নুর ইসলাম ভাই, আর দুই জনকে বুঝা যাচ্ছেনা!

24/07/2023
Photos from চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়'s post 01/05/2022
13/03/2021

✴️কে, কিসের জনক?✴️
March 3
১. বিজ্ঞানের জনক কে?
- থ্যালিস।
২. আধুনিক বিজ্ঞানের জনক কে?
- রজার বেকন।
৩. রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
- অ্যারিস্টটল।
৪. আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
- নিকোলার ম্যাকিয়াভেলী।
৫. অর্থনীতির জনক কে?
- এডাম স্মিথ।
৬. আধুনিক অর্থনীতির জনক কে?
- পল স্যামুয়েলসন।
৭. সমাজ বিজ্ঞানের জনক কে?
- অগাস্ট কোঁৎ।
৮. ইতিহাসের জনক কে?
- হেরোডোটাস
৯. আধুনিক গণতন্ত্রের জনক কে?
- জন লক।
১০. অপরাধ বিজ্ঞানের জনক কে?
- ল্যামব্রাসো।
১১. জীব বিজ্ঞানের জনক কে?
- অ্যারিস্টটল
১২. প্রাণী বিজ্ঞানের জনক কে?
- অ্যারিস্টটল
১৩. রসায়ন বিজ্ঞানের জনক কে?
- জাবির ইবনে হাইয়ান
১৪. আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন?
- ল্যাভয়সিয়ে।
১৫. আধুনিক রসায়নের জনক কে?
- জন ডাল্টন।
১৬. পদার্থ বিজ্ঞানের জনক কে?
- আইজ্যাক নিউটন।
১৭. হিসাব বিজ্ঞানের জনক কে?
- লুকাপ্যাসিওলি।
১৮. মনোবিজ্ঞানের জনক কে?
- উইলহেম উন্ড।
১৯. চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
- ইবনে সিনা।
২০. দর্শন শাস্ত্রের জনক কে?
- সক্রেটিস।
২১. ভূগোলের জনক কে?
- ইরাটস থেনিস।
২২. মেডিসিনের জনক কে?
- হিপোক্রেটিস।
২৩. জীবাণু বিদ্যার জনক কে?
- লুই পাস্তুর।
২৪. বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
- চার্লস ডারউইন।
২৫. সামাজিক বিবর্তনবাদের জনক কে?
- হার্বাট স্পেন্সর।
২৬. বংশগতি বিদ্যার জনক কে?
- গ্রেডার জোহান মেনডেল।
২৭. শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
- কারোলাস লিনিয়াস।
২৮. শরীর বিদ্যার জনক কে?
- উইলিয়াম হার্ভে।
২৯. গণিতের জনক কে?
- আর্কিমিডিস।
৩০. সংখ্যাতত্ত্বের জনক কে?
- পিথাগোরাস।
৩১. জ্যামিতির জনক কে?
- ইউক্লিড।
৩২. বীজ গণিতের জনক কে?
- আল-খাওয়ারেজমী।
৩৩. ম্যাট্রিক্সের জনক কে?
-কেইলে।
৩৪. ত্রিকোণমিতির জনক কে?
- হিপ্পারচাস (গ্রীক)।
৩৫. পাটিগণিতের জনক কে?
- আর্যভট্ট।
৩৬. গণনার জনক কে?
- চার্লস ব্যাবেজ।
৩৭. লগারিদমের জনক কে?
- জন নেপিয়ার।
৩৮. সেট তত্ত্বের জনক কে?
- জর্জ ক্যান্টর।
৩৯. শূন্য আবিষ্কারকারক কে?
- ব্রক্ষগুপ্ত ও আর্যভট্ট।
৪০. ক্যালকুলাসের জনক কে?
- আইজ্যাক নিউটন।
৪১. পরিসংখ্যানের জনক কে?
- রোনাল্ড আলমার ফিশার।
৪২. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?
- ফ্রেডরিক উইনসল টেইলর।
৪৩. ব্যবস্থাপনার জনক কে?
- হেনরী ফেওল।
৪৪. আধুনিক শিক্ষার জনক কে?
- সক্রেটিস।
৪৫. এনাটমির জনক কে?
- আঁদ্রে ভেসালিয়াস।
৪৬. ফিনান্সের জনক কে?
- এ্যারোরা।
৪৭. হিসাব বিজ্ঞানের জনক কে?
- লুকা প্যাসিওলি।
৪৮. মার্কেটিং এর জনক কে?
- ফিলিপ কোটলার।
৪৯. ব্যাংকিং এর জনক কে?
- আলেকজেন্ডার হ্যামিলটন।
৫০. মিও শাস্ত্রের জনক কে?
- ড.স্যামুয়েল হ্যানিম্যান।
৫১. টেস্ট টিউব বেবির জনক কে?
- আর জে এডওয়ার্ড।
৫২. অলিম্পিকের জনক কে?
- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে।
৫৩. সমাজ কর্মের জনক কে?
- জন অ্যাডামস।
৫৪. কমিউনিজমের জনক কে?
- কার্ল মার্কস।
৫৫. ফ্যাসিজমের জনক কে?
- মুসোলীনি।
৫৬. ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
- হেনরী ফাওল।
৫৭. মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
- জর্জ এলটন ম্যায়ো।
৫৮. আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?
- ম্যাক্স ওয়েবার।
৫৯. প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
- হেনরী ফেওল।
৬০. পারমানবিক বোমার জনক কে?
- ওপেন হাইমার।
৬১. তেজস্ক্রিয়তার জনক কে?
- হেনরি বেকরেল।
৬২. আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
- আলবার্ট আইনস্টাইন।
৬৩. গতি বিদ্যার জনক কে?
- গ্যালিলিও।
৬৪. হাইড্রোজেন বোমার জনক কে?
- অ্যাডওয়ার্ড টেলর।
৬৫. কম্পিউটারের জনক কে?
- চার্লস ব্যাবেজ।
৬৬. ই-মেইল এর জনক কে?
- রে টমলিনসন।
৬৭. লেজার এর জনক কে?
- মেইম্যান।
৬৮. www বা world wide web এর জনক কে?
- টিম বার্ণাস লি।
৬৯. বাংলাদেশের জনক কে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭০. বাংলাদেশের সংবিধানের জনক কে?
- ডঃ কামাল হোসেন।
৭১. সনেটের জনক কে?
- পের্ত্রাক।
৭২. বাংলা সনেটের জনক কে?
- মাইকেল মধুসুদন দত্ত।
৭৩. বাংলা গদ্যের জনক কে?
- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
৭৪. বাংলা উপন্যাসের জনক কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৭৫. বাংলা নাটকের জনক কে?
- দীন বন্ধু মিত্র।
৭৬. বাংলা মুক্তক ছন্দের জনক কে?
- কাজী নজরুল ইসলাম।
৭৭. বাংলা চলচিত্রের জনক কে?
- হীরালাল সেন।
৭৮. বাংলা গজলের জনক কে?
- কাজী নজরুল ইসলাম।
৭৯. বাংলা গদ্য ছন্দের জনক কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর।
৮০. ইংরেজী কবিতার জনক কে?
- জিওফ্রে চসার।
৮১. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
- জর্জ বার্নার্ড শ।
৮২. ইংরেজি নাটকের জনক কে?
- শেক্সপিয়র।
৮৩. রুশসাহিত্যের জনক কে?
- ম্যাক্সিম গোর্কি।
৮৪. ইন্টারনেটের জনক কে?
- ভিন্টন গ্রে কার্ফ।
৮৫. মাইক্রোসফটের জনক কে?
- বিল গেটস।
৮৬. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক বলা হয় কাকে?
- ট্যাভেলড লিনাক্স।
৮৭. মোবাইল ফোনের জনক কে?
- মার্টিন কুপার।
৮৮. গুগলের জনক কে?
- সার্জেই বিন।
৮৯. ফেসবুকের জনক কে?
- মার্ক জুকারবার্গ।
৯০. টুইটারের জনক কে?
- জ্যাক ডোরসেই।
৯১. Wi-Fi এর জনক কে?
- ভিক্টর ভিক হেয়েস।
৯২. আধুনিক ল্যাপটপের জনক কে?
- বাল মেগারিজ।
৯৩. ATM-এর জনক কে?
- জন শেফার্ড ব্যারন।
৯৪. রেডিও বা বেতারের জনক কে?
- মার্কনী।
৯৫. বাই সাইকেলের জনক কে?
- কার্ল ভ্যান ড্রেইস।
৯৬. আমেরিকার জনক কে?
- জর্জ ওয়াশিংটন।
৯৭. You Tube (ইউটিউব) এর জনক কে?
- চ্যাড হারলি, স্টিভ চ্যান এবং বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম।
৯৮. Blogging ( ব্লগিং ) এর জনক কে?
- ইভান উইলিয়ামসডন।
৯৯. E-Book ( ই-বুকের ) জনক কে?
- মাইকেল এস হার্ট।
১০০. মাইক্রোকম্পিউটারের জনক কে?
- এইচ রবার্ট এডওয়ার্ডকে।
তথ্যসূত্রঃ বই ও ইন্টারনেট (ভুল থাকলে জানাবেন,যাচাই করে ঠিক করে নেব)
সকংলনেঃ ✍️ The B**g Kannya

27/02/2021

আগামী ৩০ মার্চ খুলছে দেশের সকল স্কুল কলেজ।

31/05/2020

একনজরে সোনাগাজী উপজেলার এসএসসি২০২০ এর পরীক্ষার ফলাফল বিবরন।

31/05/2020

চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে ৪ জন এ+ সহ ৭০ জন পাশ। পাশের হার ৯০.৯১

ঈদের আগেই এসএমএসে এসএসসির ফল 19/05/2020

ঈদের আগেই এসএমএসে এসএসসির ফল দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ফল শিক্ষার্থী অথবা অভিভাবকের মোবাইল.....

স্কুল-কলেজ বন্ধ ৩০ মে পর্যন্ত 06/05/2020

স্কুল-কলেজ বন্ধ ৩০ মে পর্যন্ত ঢাকা: করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধেকল্পে এবং শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভা....

06/05/2020

এক নজরে সোনাগাজী উপজেলা
১ । নামকরণঃ ধারণা করা হয়, পলাশী যুদ্ধের পর ১৭৮০ খ্রিঃ থেকে ১৮০০ খ্রিঃ এর মাঝামাঝি সময় নয়নগাজী নামে জনৈক ব্যক্তি ইসলাম ধর্ম প্রচারের জন্য উপমহাদেশের পশ্চিম অংশ থেকে অত্র এলাকায় আগমন করেন। সোনাগাজী নামে তাঁর এক ছেলে ধনসম্পদের অধিকারী হয়ে এ এলাকায় প্রভাব বিস্তার করেন। সম্ভবত তাঁর নাম অনুসারে অত্র উপজেলার নাম সোনাগাজী নামকরণ করা হয়।
কিংবদন্তি আছে, বাংলার বারো ভূঁইয়াদের বিখ্যাত জমিদার ছিলেন ফজলগাজী, ফজলগাজীর পুত্র বাহাদুর গাজী, বাহাদুর গাজীর পুত্র সোনাগাজী। তিনি প্রচুর ধনসম্পদের অধিকারী অত্যন্ত প্রতাপশালী ছিলেন, যার নামানুসারে এ অঞ্চলের নামকরণ করা হয় সোনাগাজী।
২ । সীমানাঃ উত্তরে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে
মীরসরাই উপজেলা, পশ্চিমে কো¤পানীগঞ্জ ও দাগনভূঞা উপজেলা।
৩। আয়তনঃ ২৮৪.৯ বর্গ কিলোমিটার, ১১০ বর্গমাইল,৭০,৪০০ একর
৪। সাধারণ তথ্যঃ
(ক) ইউনিয়নের সংখ্যাঃ ৯ টি
(খ) পৌরসভার সংখ্যাঃ ১ টি
(গ) থানার সংখ্যাঃ ১ টি (মডেল থানা)
(ঘ) মৌজার সংখ্যাঃ ৯৪ টি
(ঙ) গ্রামের সংখ্যাঃ ৯৭ টি
(চ) ইউনিয়ন ভুমি অফিসের সংখ্যাঃ ৪টি
(ছ) আদায় শিবিরঃ ২টি
(জ) সার্ভার স্টেশনঃ ১টি
৫। আদমশুমারি ২০১১ সাল অনুযায়ীঃ
(ক) পরিবার/ খানার সংখ্যাঃ ৪৯,৮১০ টি
(খ) মোট জনসংখ্যাঃ ২,৫৪,৯৭৪ জন
(গ) পুরুষঃ ১,২৫,৩৯০ জন
(ঘ) মহিলাঃ ১,২৯,৫৮৪ জন
(ঙ) বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হারঃ ০.৯০%
৬। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যঃ-
১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১০৮টি
২. মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ২৪টি
৩. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সংখ্যাঃ ০৩টি
৪. নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০২টি
৫. দাখিল মাদ্রাসাঃ ১৩টি
৬. আলিম মাদ্রাসাঃ ০৩টি
৭. ফাজিল মাদ্রাসাঃ ০৩টি
৮. কওমী মাদ্রাসাঃ ৩০টি
৯. সরকারি ডিগ্রী কলেজঃ ০১টি
১০. বেসরকারি ডিগ্রী কলেজঃ ০১টি
১১. বেসরকারি কলেজঃ ০১টি
১২. উচ্চ মাধ্যমিক বেসরকারি মহিলা কলেজঃ ০১টি
১৩. শিক্ষার হারঃ ৬১%

Photos from চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়'s post 27/03/2020

বিশেষ বিজ্ঞপ্তি

24/03/2020

Scholarship 2020
CHARSAHA BHIKARI HIGH SCHOOL
GENERAL STIPEND LIST
737738 | ARPITA ROY
737740 | SHAMIRA SULTANA
737735 | TANJINA JAFRIN TANISHA
737736 | BIBI KHADIJA NISHI
737737 | AFNAN SULTANA TOMA
737734 | SURAIYA MONJUR

25/02/2020

চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু বিজয় কৃষ্ণ দাসের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

04/07/2019

জেএসসি শুরু ২ নভেম্বর, এসএসসি ১ ফেব্রুয়ারি

https://m.facebook.com/story.php?story_fbid=2522410247781506&id=349770751712144

banglanews24.com ঢাকা: ২০১৯ সালের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও সমমান এবং ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবিত সময়স....

11/05/2019

একাদশে ভর্তি কার্যক্রম শুরু রোববার

https://www.facebook.com/349770751712144/posts/2427594907263041/?sfnsn=xwmo

banglanews24.com ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হচ্ছে রো...

18/04/2018

এসএসসির ফল ৬ মে
স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম আপডেট: ২০১৮-০৪-১৮ ১০:৩২:৪৫ এএম
247

শিক্ষার্থীদের ফাইল ফটো
শিক্ষার্থীদের ফাইল ফটো

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে (রোববার) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (১৮ এপ্রিল) সকালে তিনি বাংলানিউজকে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬ মে সময় দেওয়া হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করবো।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। সারা দেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন, মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

গত কয়েক বছর থেকে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমআইএইচ/ওএইচ/

24/04/2017

ব্রেকিং নিউজ!!
এসএসসি পরীক্ষার ফলাফল ৪ই মে ২০১৭ তে প্রকাশিত হবে।

11/08/2016

১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসি’র সতর্কতা

১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসি’র সতর্কতা

০১. বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি
০২. আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি অব চট্টগ্রাম
০৩. সাউদার্ন ইউনিভার্সিটি
০৪. ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস
০৫. সোনারগাঁ ইউনিভার্সিটি
০৬. নর্দান ইউিনভার্সিটি
০৭. আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি
০৮. ইবাইস ইউনিভার্সিটি
০৯. সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
১০. কুইন্স ইউিনভার্সিটি

শিগ্রই এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করার কথা জানিয়েছে ইউজিসি।

http://www.independent24.tv/%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4/

independent24.tv ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করতে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব বিশ্ববিদ্যালয় যেন শিক্ষার্থীদের টানতে না পারে সেদিকেও নজর রাখা হবে। এরই মধ্যে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে ইউজিসি। আগামী সপ্তাহেই জারি হবে গণবিজ্ঞপ্তি।…

Want your school to be the top-listed School/college in Sonagazi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Village:Char ShahaBhikari, No-5 Chardarbesh Union Parishod, Sonagazi, Feni
Sonagazi
3933

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00
Other Schools in Sonagazi (show all)
Sonagazi City School. Sonagazi City School.
Sonagazi City School
Sonagazi, 3930

Determination of Creative Talent...

Mangalkandi High School Mangalkandi High School
Mangalkandi, Feni
Sonagazi, 3900

One of the most ancient high school in Bangladesh, established in 1912

Sonagazi Govt. Primary School Sonagazi Govt. Primary School
Main Street At Sonagazi Upazilla
Sonagazi

ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিদ্যালয়।

Sonagazi Md. Saber Model Pilot High School Sonagazi Md. Saber Model Pilot High School
Sonagazi

The oldest, historical high school in sonagazi. This school is the best one not only in academic res

Rose Garden School Rose Garden School
College Road Sonagazi
Sonagazi, 3930

Rose Garden International School (RGIS), a creative mission of some dynamic people of Sonagazi, was

চরকৃষ্ণজয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চরকৃষ্ণজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
Sonagazi

শিশুদের হাতে খড়ি কেন্দ্র

Pragati Kindergarten Sonagazi Pragati Kindergarten Sonagazi
Olama Bazar Road
Sonagazi, 3930

Pragati Kindergaten Sonagazi is situated in Sonagazi in 1999. It is the best kindergarten in Sonagaz

Al-Manar Academy Mongazi Al-Manar Academy Mongazi
Https://goo. Gl/maps/KLpYy4hkgJv7m4UU 7
Sonagazi, 3930

"সৃজনশীলতা, নৈতিকতা ও প্রযুক্তির সমন্?

Sonagazi Fazil Degree Madrasah Sonagazi Fazil Degree Madrasah
Sonagazi Main Road
Sonagazi, 3930

Purbo Moheshchar Govt. Primary School Purbo Moheshchar Govt. Primary School
Purbo Moheshchar, Somobay Bazar, Feni
Sonagazi, 3932

Purbo Moheshchar Govt. Primary School Sonagazi, Feni. Primary Education in Online Platform