
বাচ্চাদেরকে সামলানো অনেক কঠিন.... যদি আপনি বুঝতেন...!
📎 মাদরাসা ১ সপ্তাহের জন্য বন্ধ হবে শুনে গার্ডিয়ান মাথায় হাত দিয়ে বললেন-
হুজুর আমি এতোদিন ওদেরকে আগলে রাখবো কিভাবে!
দুচার ঘন্টাতেই তো মাথা আউলাঝাউলা করে ছাড়ে ওরা।
📎 ৪ বছর বয়সী বাচ্চাকে মাদরাসায় ভর্তি করতে আনলেন গার্ডিয়ান।
এতো কম বয়সে বাচ্চাকে ভর্তির কারণ জানতে চাইলে তিনি বললেন-
বাসায় তাকে সামলানো অসম্ভব হয়ে গেছে।
সারাদিন এটা-ওটা নষ্ট করে।
কথা শুনে না। কাউকে ভয় পায় না।
অনেক পিড়াপীড়ি করে ভর্তি করানোর পর তিনি বললেন, না পড়লে না পড়ুক।
শুধু সামলে রাখবেন। সামলানোর দায়িত্ব(!) শিক্ষকের কাঁধে তুলে দিয়ে তিনি চলে গেলেন।
▪️একজন উস্তাদ।
তিনিও একজন মানুষ। তারও আছে একটি কোমল হৃদয়, দয়াদ্র আত্মা!
তিনি হাতে বেত তুলে নেন কখন?
যখন তখনই কি তুলে নেন নাকি অতিষ্ঠ হয়ে? এ বিষয়টিও মাথায় রাখুন।
দয়া করে ইনসাফের নজরে তাকান।
আপনি বাসায় কি করেন? সন্তানকে কখন মারেন?
যখন বাধ্য হন তখন তো আপনিও তাকে শাসন করেন।
তবে হ্যাঁ, অন্যায়ের কারণে গরুর মতো বা বেশি পেটানোও অন্যায়।
অপরাধ বিবেচনায় প্রাপ্য শাস্তির বাইরে যাওয়া যাবে না।
লিমিটের মধ্যে থাকতে হবে।
ছাত্রকে ধরে এনে পিটানো এবং আরো বিভিন্ন জায়গায় যে মারধরের নামে নির্যাতনের ঘটনা ঘটছে তা নিশ্চয় অতিরন্জিত।
লিমিটের বাইরে বলে আমি মনে করি।
এটা কখনো সমর্থন যোগ্য না।
আবার এই ধরণের বিচ্ছিন্ন ঘটনার জন্য মাদরাসা,
হিফজখানার বিরুদ্ধে আঙ্গুল তোলাটাও কখনো সমর্থন যোগ্য না।
অসংখ্য শিক্ষকগন ছাত্রদের আদর যত্ন করে আগলে রাখেন। বাধ্য না হলে বেত হাতে নেন না। আবার আবাসিক ছাত্রদের তত্ত্বাবধান করা আরো কঠিন কাজ। যেটা অনেক অভিভাবক নিজেও কন্ট্রোল করতে পারেনা।
আল্লাহ্ তায়ালা সবাই কে বুঝার তৌফিক দান করুক।
আমীন।