
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
আমাদের পেইজে আমাদের স্বাগতম। প্লে থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সবসময় ভর্তি চলছে।
Operating as usual
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
যদি লাইক বাটন না পাওয়া যায় তাহলে আপনার ফেসবুকে ঢুকে আপনার মোবাইলের স্ক্রিনের একদম উপরের ডান দিকে গিয়ে সার্চ আইকনে চাপ দিয়ে ইংরেজি বা বাংলাতে আমাদের স্কুলের নাম লিখুন। তারপরে আপনার পরিচিতদের নিচের ছবিতে দেওয়া আমাদের লোগোযুক্ত প্রোফাইলে ঢুকে ফলো তে চাপ দিতে উৎসাহিত করুন। তাহলে ফলো থেকে ফলোয়িং হয়ে যাবে। পরবর্তীতে প্রতিটি খবরের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।
আপনার ফেসবুকে ঢুকে আপনার মোবাইলের স্ক্রিনের একদম উপরের ডান দিকে গিয়ে সার্চ আইকনে চাপ দিয়ে ইংরেজি বা বাংলাতে আমাদের স্কুলের নাম লিখুন। তারপরে আপনার পরিচিতদের নিচের ছবিতে দেওয়া আমাদের লোগোযুক্ত প্রোফাইলে ঢুকে লাইক বাটনে চাপ দিতে উৎসাহিত করুন। তাহলে লাইক থেকে লাইকড্ হয়ে যাবে। পরবর্তীতে প্রতিটি খবরের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলেছে!
আপনার সন্তানকে কি একটি সুরক্ষিত ও সাচ্ছন্দময় পরিবেশে পড়ালেখা করাতে চান? তাহলে মুন স্টার স্কুল এন্ড কলেজ হচ্ছে সেই প্রতিষ্ঠান যার অঙ্গ প্রতিষ্ঠান ডে কেয়ার ও মাদ্রাসা বিভাগ যেখানে আপনার বাচ্চাকে ডে কেয়ারে রাখার পাশাপাশি মাদ্রাসা বিভাগের নূরানী, মক্তব ও নাজেরা শাখায় পড়াশুনা করাতে পারবেন। সেই সাথে আপনার বাচ্চা আমাদের বাংলা ভার্সনেও পড়তে পারবে। আপনার বাচ্চাকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করার আমন্ত্রণ রইল।
মুন স্টার স্কুল এন্ড কলেজের ৩য় সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ "নাটিকা" ভিডিওটি দেখে শেয়ার অপশনে চাপ দিয়ে আপনার প্রোফাইলে আপনার পরিচিতদের দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে অনুষ্ঠানের যাবতীয় ছবি ও ভিডিও আপনার মোবাইলে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।
ধন্যবাদে,
মুন স্টার স্কুল এন্ড কলেজ
৩য় সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান ও মুন স্টার স্কুল ও কলেজের অঙ্গ প্রতিষ্ঠান "মাদ্রাসা বিভাগের" উদ্বোধনী বক্তৃতা দিচ্ছেন,
অধ্যক্ষ প্রফেসর হারুন উর রশিদ
নূরানী, মক্তব ও নাজেরা শাখায় (মাদ্রাসা বিভাগ) উদ্বোধনী দুআ পরিচালনা করছেন:-
মাদ্রাসা পরিচালক:- হাফেজ মাওলানা মো: ইহসানুল হক
বনভোজনে কোমলমতি শিক্ষার্থীদের আনন্দময় মুহূর্ত
স্থান:- শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক, ১৭/৩/২০২৩
বার্ষিক বনভোজনে বাসের মধ্যে আনন্দরত শিক্ষার্থী, অভিভাবক ও টিচারগণ।
স্থান:- শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক
তারিখ:- ১৭/৩/২০২৩
২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ।
আপনার সন্তানকে সুনাগরিক করার কারিগর হচ্ছে #মুন_স্টার_স্কুল_এন্ড_কলেজ। প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত সবসময় ভর্তি চলছে। আপনার সন্তানকে নিয়ে স্কুল ভবন পরিদর্শন করার আমন্ত্রণ রইল।
আপনি কি আপনার সন্তানকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান! একমাত্র শিক্ষা কেন্দ্রই হচ্ছে আজকের সন্তানকে ভবিষ্যৎ ও আধুনিক বাংলাদেশের সুযোগ্য নাগরিক গড়ে তোলার কারিগর। ২৩ বছর ধরে #মুন_স্টার_স্কুল_এন্ড_কলেজ আপনাদের সন্তানের সফল ভবিষ্যৎ গড়ে তুলতে কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। ২০২৩ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত সবসময় ভর্তি চলছে। আপনি এবং আপনার সন্তানকে নিয়ে আমাদের স্কুল পরিদর্শনের আমন্ত্রণ রইল। আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে বিশেষ পর্ব হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার বার্ষিক পরীক্ষা ফলাফল অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের বিনোদনের জনই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব ছিল মনোরম সঙ্গীত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কিশোর কুমার ও তার দল। এই ভিডিওটি আপনাদের ভালো লাগল শেয়ার করে ছড়িয়ে দিন।
বার্ষিক পরীক্ষা ফলাফল উপলক্ষ্যে উদ্বোধনী বক্তৃতা পরিবেশন করছেন মাননীয় অধ্যক্ষ জনাব হারুন উর রশীদ
বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান উপলক্ষে অডিটোরিয়াম হয়েছে রঙিন সাজে। শীঘ্রই অনুষ্ঠানের ভিডিও পেইজে আপলোড করা হবে। পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইল বা কম্পিউটার/ল্যাপটপে দেখতে চাইলে আমাদের পেইজটি লাইক/ফলো দিয়ে আমাদের সাথে থাকুন
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
#মুন_স্টার_স্কুল_এন্ড_কলেজ এ প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।
আপনার সন্তানকে বাঙালিয় সংস্কৃতিমনা করতে চান!
তাহলে আমাদের স্কুলের তিন তলায় অবস্থিত সিসি ক্যামেরাযুক্ত নয়নাভিরাম স্কুল অডিটোরিয়াম "ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র" আছে, যেখানে সকল প্রকার পরীক্ষার ফলাফল অনুষ্ঠানসহ কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সেই সাথে নিয়মিত অভিভাবক সম্মেলন করা হয় যেখানে অভিভাবকবৃন্দ তাদের মতামত উপস্থাপন করেন এবং তাদের মতামতগুলোকে খুবই গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। আপনাকে আপনার সন্তান নিয়ে আমাদের স্কুল ভবন পরিদর্শন করার আমন্ত্রণ রইলো।
আপনার সন্তানকে ভিন্ন ভিন্ন স্কুলে ভর্তি না করিয়ে ১টি ভালো স্কুলে ভর্তি করান। সে জন্য আপনাদের পাশে সবসময় আছে #মুন_স্টার_স্কুল_এন্ড_কলেজ আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমরা রয়েছি অবিচল।
আমাদের প্রতিটি ভিডিও লাইক ও শেয়ার দিয়ে আপনার পরিচিতদের জানানোর সুযোগ করে দিন এবং পরবর্তী অনুষ্ঠানের ভিডিও ও ছবি পেতে পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
৩য় সাময়িক পরীক্ষার ফলাফল উপলক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা অংশগ্রহণকৃত সাংস্কৃতিক অনুষ্ঠান।
আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে আপনার পরিচিতজনদের জানানোর সুযোগ করে দিন।
তারিখ: ২১/১০/২০২২
৩য় সাময়িক পরীক্ষার ফলাফলে ডে শিফটে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ছবি
তারিখ: ২১/১০/২০২২
৩য় সাময়িক পরীক্ষার ফলাফলে মর্নিং শিফটে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ছবি
তারিখ: ২১/১০/২০২২
মাননীয় অধ্যক্ষ ও কিছু অভিভাবকদের মত বিনিময়
পেইজে লাইক ও ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।
তারিখ: ২১/১০/২০২২
৩য় সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর (অব:) হারুন-উর-রশিদ
পেইজে লাইক ও ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।
তারিখ: ২১/১০/২০২২
৩য় সাময়িক পরীক্ষার ফলাফল ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ও ছবি আগামীকাল সন্ধ্যা ৭.০০ টায় এক এক করে আমাদের পেইজে আপলোড হবে। আমাদের পেইজে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন।
২য় সাময়িক পরীক্ষার ফলাফল উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান - জুলাই, ২০২২। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের একাংশ।
তারিখ:- ২৯/০৭/২০২২
কুইজ প্রতিযোগিতা - জুলাই, ২০২২
অনুষ্ঠান চলাকালীন মর্নিং শিফটের প্রতিযোগী শিক্ষার্থীদের ভিডিও ফুটেজ।
তারিখ:- ২৮/০৭/২০২২
কুইজ প্রতিযোগিতা - জুলাই, ২০২২
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থীদের একাংশ
তারিখ:- ২৮/০৭/২০২২
ক্লাস শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ডে শিক্ষার্থীদের একাংশের ফুটেজ। ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন, ধন্যবাদ।
তারিখ:- ২৮/০৭/২০২২
শিক্ষার্থীদের হাতের লেখা সম্পর্কে বিশেষ লেকচার দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ এবং আমাদের শিক্ষকগণ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছেন।
তারিখ:- ২৯/০৭/২০২২
এই পোস্টটি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার পরিচিতদের আমাদের লোগোযুক্ত প্রোফাইলে ঢুকে লাইক দিতে উৎসাহিত করুন এবং পরবর্তীতে প্রতিটি খবরের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।
২য় সাময়িক পরীক্ষায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী প্রভাতী ও দিবা শাখার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবক-অভিভাবিকাদের পুরস্কার দিচ্ছেন মাননীয় অধ্যক্ষ। তারিখ: ২৯/০৭/২০২২
কুইজ প্রতিযোগিতা - জুলাই, ২০২২ অনুষ্ঠানে বিজয়ী প্রভাতী ও দিবা শাখার প্রতিযোগী ছাত্র - ছাত্রীদের পুরস্কার দিচ্ছেন মাননীয় অধ্যক্ষ। তারিখ: ২৯/০৭/২০২২
চিত্র অঙ্কন প্রতিযোগিতা - জুন, ২০২২
বিশেষ ফলাফল অনুষ্ঠান
তারিখ:- ১০/০৬/২০২২
চিত্র অঙ্কন প্রতিযোগিতা - জুন, ২০২২
প্রতিযোগিতায় বিজয়ী ডে শিফটের শিক্ষার্থী ও তাদের অভিববকগণ অধ্যক্ষের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন।
১০/০৬/২০২২
চিত্র অঙ্কন প্রতিযোগিতা - জুন, ২০২২
প্রতিযোগিতায় বিজয়ী মর্নিং শিফটের শিক্ষার্থী ও তাদের অভিববকগণ অধ্যক্ষের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন।
১০/০৬/২০২২
পরবর্তী আরো আপডেট পেতে নিচের ছবিতে গোল দাগ দেওয়া আমাদের পেইজের লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন, ধন্যবাদ।
বিজ্ঞপ্তি।
০৯/০৬/২০২২
চিত্র অঙ্কন প্রতিযোগিতা - জুন, ২০২২
চিত্র অঙ্কন শেষে আমাদের প্রতিযোগী ডে শিফটের শিক্ষার্থীদের হাস্যোজ্বল ও আনন্দময় মুহূর্তের ছবি। তাদের আনন্দই আমাদের আনন্দ। তাদের আনন্দ দেখে আপনারা খুশি হলেই সেটাই আমাদের অনুষ্ঠানের সার্থকতা।
০৯/০৬/২০২২
চিত্র অঙ্কন প্রতিযোগিতা - জুন, ২০২২
আমাদের ডে শিফটের শিক্ষার্থীদের একাংশের সুন্দর ছবি আঁকার এক মুহুর্ত
০৯/০৬/২০২২
Monday | 08:00 - 14:00 |
Tuesday | 08:00 - 14:00 |
Wednesday | 08:00 - 14:00 |
Thursday | 08:00 - 14:00 |
Sunday | 08:00 - 14:00 |
Department of Computer Science & Engineering, Jahangirnagar University.
আপনার সন্তান এর ব্যাসিক মজবুত করতে টাঙ্গাইয়ের ঐহিত্যবাহী ক্যাডেট কোচিং শহীদ ক্যাডেট চলে আসুন।
We are a parts of BPATC School & College! Stay with us! <3
আসসালামুয়ালাইকু, একটি আদর্শ শিক্ষার ?
It's an excellent English language Academy for the fellows from beginners to advance level. If you w
3 star model School . It is one of the best Educational system . Noihaty bazar, Ashulia, savar,Dha
স্থাপিত: ১৯৮৭ খ্রি. ব্যাংক টাউন, সাভার, ঢাকা।