https://youtu.be/60d4TozI9sA
ডামবেল পিটি প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের
Video: Harisankor Ray Ax Atik
Provatee Mukto Scout Institute
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Provatee Mukto Scout Institute, Education, আজিজুল্যাহ , ৩৩ নং ওয়ার্ড, মহানগর, রংপুর।, Rangpur.

সকলকে স্কাউট সালাম,
প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো সকলেই তার কাঙ্খিত লক্ষ্য পৌছানোর জন্য ।
পোস্ট: হরিশংকর রায়
❣️❣️❣️

রোভার মটো- সেবা !! এর ধারাবাহিকতায় হজ্জ ক্যাম্প ২০২৪ এ হাজীদের সেবার দানের জন্য প্রভাতী মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার Md Mostakim Ahmed হজ্জ ক্যাম্পে সাফল্যের সাথে অংশ গ্রহণ করে । তাকে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
পোস্ট : হরিশংকর রায়

স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪
প্রথম আলো কর্তৃক আয়োজিত স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪ এ দুই ক্যাটাগরিতে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অংশগ্রহণ।
প্রাইমারি লেভেলে ১০ জনের মধ্যে ৩ জন
১/ মাইশা আক্তার মুন
২/ নাজিয়া আক্তার মীম
৩/ আফাসানা মিমি
জুনিয়র লেভেলে ১০ জনের মধ্যে ১ জন
১/ রাফিয়া জান্নাত রিশা
সাফল্যের সাথে উত্তীর্ণ হয় এবং জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ লাভ করে।
প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
পোস্ট : হরিশংকর রায়

Happy Birthday -
Edward Michael Bear Grylls,
Cheif Ambassador of WORLD SCOUTING .
Born in 7th June, 1974.
Post: Harisankor Ray

"০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস"
"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন হবে মোদের খরা সহনশীলতা "
এই স্লোগান নিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ রোপণ সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা ও পরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান মিয়া প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট , প্রধান শিক্ষক মোছাঃ শাহিদা বেগম ও সকল শিক্ষক-শিক্ষিকা।
পোস্ট:- হরিশংকর রায়

০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস

বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড "রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড" পাওয়ায় পরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান মিয়া স্যারকে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর সকল শিক্ষক-শিক্ষিকা ফুল দিয়ে শুভেচ্ছা ও মত বিনিময় করেন।

বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড "রৌপ্য ব্রাঘ্য অ্যাওয়ার্ড " গ্রহণ করেছেন পরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান মিয়া প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভা
প্রধান অতিথি: মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সরাসরি সম্প্রচার
তারিখ: ০২ জুন, ২০২৪

বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড "রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড" অর্জনের জন্য মনোনীত হওয়ায় প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট জনাব মোঃ আব্দুস সোবহান মিয়া( MD Abdus Sobhan Mia) স্যারকে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো 🌹🌹🌹
কন্টেন্ট রাইটার : হরিশংকর রায়

প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এ সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)রংপুর শাখার আয়োজনে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন এবং বাংলাদেশ স্কাউটস কতৃক আয়োজিত বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতায় ২০২৩ কাব স্কাউট শাখায় প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর কাব আফিয়া আনজুম আনিতা - প্রথম এবং দ্বিতীয় ফাতেমা তাইয়্যেবাকে পুরস্কার প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল ইসলাম ভরসা (বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃশফিকুল ইসলাম (শফি)(অবসরপ্রাপ্ত সাব রেজিষ্টার)।উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)রংপুর শাখার ব্যাবস্থাপনা পরিচালক।আরো উপস্থিত ছিলেন প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পরিচালক জনাব মো:আব্দুস সোবহান মিয়া ও সহ শিক্ষক বৃন্দ। সভাপতিত্ব করেন জনাব মো:বেলাল হোসেন। (সভাপতি প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট)
ছবিওকন্টেন: Md Mostakim Ahmed

প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপের গার্ল ইন স্কাউটরা ২০২৪ এর এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ ৫ অর্জন করায় সকলকে অভিনন্দন।
#সারাহ_শবনম
#আণিকা_তাসনিম_অরিন
#রুকাইয়া_তাসনিম_তমা
#মেহজাবিন_বিনতে_মেঘা
#রামিশা_মোবাশ্বিরা
#আতিক_হাসান
#জেবা_মালিয়াহ
#নুশরাত_জাহান_আখি
#উসরাত_তাবাসসুম_ঐশী
#শাহরিয়ার_আক্তার_আশা

''বিশ্ব মা দিবস'' উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতায় কাব স্কাউট শাখায় প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর কাব আফিয়া আনজুম আনিতা - প্রথম এবং দ্বিতীয় - ফাতেমা তাইয়্যেবা । প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা রইলো🌹🌹।
পোস্ট : হরিশংকর রায়

গণিত শিক্ষক মো: রাহেনুল ইসলাম নতুন কারিকুলামে জমির পরিমাপ নির্ণয় শিখাচ্ছেন প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের।
পোস্ট : হরিশংকর রায়

শ্রমিকদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমই জাতি গঠনে সাহায্য করেছে। শ্রমিকদের সহযোগিতা ছাড়া প্রতিটি উন্নয়নই অসম্পূর্ণ। তাই সকল শ্রমজীবী মানুষকে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পক্ষ থেকে শুভ শ্রম দিবসের শুভেচ্ছা।
পোস্ট: হরিশংকর রায়।

যেথায় থাকুক
যে যেখানে
বাঁধন আছে
প্রাণে প্রাণে
প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক জনাব মো আব্দুস সোবহান মিয়া, প্রধান শিক্ষক মোছা শাহিদা বেগম, সভাপতি জনাব মো বেলাল হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্র ছাত্রী এবং রোভারা।

নতুন বছরে নতুন প্রতিজ্ঞা, নতুন করে চলবো,
সকলের মঙ্গল কামনা, সবার সাথে মিলে মিশে থাকবো।
প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকলকে জানাই পহেলা বৈশাখ ১৪৩১ এর শুভেচ্ছা।
সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক

আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট কতৃক আয়োজিত প্রতিবারের মতো এবারেও স্কাউটস ওন ও ইফতার মাহফিল খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।
"স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন" প্রতিপাদ্য নিয়ে পালিত হতে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪।
স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি।
পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ জুন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।
প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। সেবাকে হৃদয়ে ধারণ করে দেশ মাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।

প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন,উপস্থিত বক্তব্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
আজ ২৬মার্চ রোজ মঙ্গলবার সকালে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর সকল ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে আলোচনা করেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান মিয়া ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা মোছা: শাহিদা বেগম। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

https://youtu.be/AH7LLaJJ-7o?si=8QkdhS1mnqnSUJVy
18th Annual Sports 2024 Provatee Mukto Scout Group & Institute #pmsi #pmsg

প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, হাতের লেখা,চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ১৭মার্চ রোজ রবিবার সকালে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর সকল ছাত্র-ছাত্রীর সামনে১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সম্পর্কে আলোচনা করেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর পরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান মিয়া ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা মোছা: শাহিদা বেগম। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পবিত্র মাহে রমজানের প্রতিটি দিন হোক শুদ্ধতায় পরিপূর্ণ। এই মাসে জীবনে আসুক পবিত্রতা ও শুদ্ধতার প্রতিজ্ঞা।প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rangpur
5403
Rangpur
নার্সিং, প্যারামেডিকেল, ম্যাটস্ ,আইএইচটি বিভাগসমূহের যে-কোনো ভর্তি সংক্রান্ত তথ্য 01717-202248
Rangpur, 5540
Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for
Rangpur
If you have a dream to do something big, make the goal bigger
Rangpur, 5402
This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form
Kanthal Bari Road
Rangpur, 5620
B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa