27/09/2024
আজ (২৭ সেপ্টেম্বর, ২০২৪) "শহিদ আবু স্মৃতি বিতর্ক উৎসব ২০২৪" এর প্রথম পর্বটি ৮টি কলেজের অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হলো। যুক্তি-তর্কে ভরপুর চারটি বিতর্কের মাধ্যমে আমরা পেয়ে গেছি আমাদের সেমিফাইনালিস্ট ৪টি কলেজকে। সেমিফাইনালিস্ট দলগুলো হলো:
১. আর সি সি আই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।
২. রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর।
৩. রংপুর সরকারি কলেজ, রংপুর।
৪. সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর।
অপেক্ষা এবার সেমিফাইনাল ও ফাইনাল পর্বের, অপেক্ষা এবার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামকে যুক্তির মন্ত্রে আলোকিত করার। আমাদের আগামীকালের আয়োজনে সকল বিতর্কপ্রেমী আন্তরিকভাবে আমন্ত্রিত।
আগামীকাল এর আয়োজনের সময়সূচি :
১. সেমিফাইনাল পর্ব: সকাল ১০ টা।
২. চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ: দুপুর ১টা।
স্থান: জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
26/09/2024
উন্মুক্ত করা হচ্ছে, "শহিদ আবু সাঈদ স্মৃতি বিতর্ক উৎসব ২০২৪" এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম এবং প্রথম পর্বের বিতর্কের বিষয়সমূহ ও সময়সূচী।
"শহিদ আবু সাঈদ স্মৃতি বিতর্ক উৎসব-২০২৪" (১ম পর্ব)
ভেন্যু-১: ১১৩ নং রুম, ৩য় ভবন
বিতর্ক-১:
বিতর্কের বিষয়: গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকার চেয়ে জনগণের গণতান্ত্রিক চেতনার বিকাশ অধিক ফলপ্রসূ।
পক্ষ: কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।
বিপক্ষ: রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, রংপুর।
বিতর্ক-৩:
বিতর্কের বিষয়: দুর্নীতি রোধে সরকারি পদক্ষেপ অপেক্ষা গণতৎপরতা অধিক কার্যকর।
পক্ষ: রংপুর সরকারি কলেজ
বিপক্ষ: লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ,রংপুর।
ভেন্যু-২: ২১৪ নং রুম, ৩য় ভবন
বিতর্ক-২:
বিতর্কের বিষয়: মানহীনতা নয়, মানসিকতার কারণেই স্বদেশী পণ্য আজ অবহেলিত।
পক্ষ: বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর।
বিপক্ষ: রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর।
বিতর্ক-৪:
বিতর্কের বিষয়: যৌন হয়রানি নির্মূলে আত্নরক্ষামূলক প্রশিক্ষণ নয়, বরং নিরাপদ সমাজ নিশ্চিত করা প্রয়োজন।
পক্ষ: সরকারি বেগম রোকেয়া কলেজ,রংপুর।
বিপক্ষ: কারমাইকেল কলেজ, রংপুর
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
25/09/2024
আগামীকাল (২৬ সেপ্টেম্বর ; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা ক্লাবকক্ষে (দ্বিতীয় তলা, সংসদ ভবন) অনুষ্ঠিত হবে। সভার কার্যক্রম অনুষ্ঠিত হবে দুপুর ১২:৪০টায়।
সকলের উপস্থিতি কাম্য।
#তর্ক_আড্ডা_৮০
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
24/09/2024
ধন্যবাদ রংপুর গ্রুপ এবং রয়্যালটি মেগা মল-কে আমাদের এই শুভ প্রয়াসে পৃষ্ঠপোষক হিসেবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। একইসাথে আমরা ধন্যবাদ জানাই ল্যাবএইড ডায়াগনস্টিক- কে আমাদের কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য। আর জি সি ডিবেটিং ক্লাব পরিবার আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এভাবেই সত্যের আহ্বানে এগিয়ে আসুক সকল স্তরের মানুষ ও প্রতিষ্ঠান। ন্যায়ের আলোয় উদ্ভাসিত হোক সকলে, প্রতিষ্ঠিত হোক এক বিশুদ্ধ সমাজ।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
20/09/2024
তারপর বীরের নিরব নিরাত্মার গহীন থেকে
কে একজন উদাত্ত কন্ঠ তুলে বলে –
"এভাবেই বীর আসে, আসে আবু সাঈদ
আসে মুক্তি, আসে সুদিন –
কখনো মরে না বীর, মরে কাপুরষ
মরে না নূরলদীন।"
শীঘ্রই আসছে...
"শহিদ আবু সাঈদ স্মৃতি বিতর্ক উৎসব ২০২৪”
"রাজপথ থেকে মঞ্চ; যুক্তিতে বিপ্লব সর্বত্র"
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
18/09/2024
আগামীকাল (১৯ সেপ্টেম্বর ; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা ক্লাবকক্ষে (দ্বিতীয় তলা, সংসদ ভবন) অনুষ্ঠিত হবে। সভার কার্যক্রম অনুষ্ঠিত হবে দুপুর ১২:৪০টায়।
সকলের উপস্থিতি কাম্য।
দ্রষ্টব্য: যারা সদস্য অন্তর্ভুক্তি ফর্ম সংগ্রহ করেছেন, তারা ১ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ ফর্ম জমা দিবেন এবং গত সপ্তাহে যারা ফর্ম সংগ্রহ করতে পারেননি, তাদের আগামীকাল ফর্ম প্রদান করা হবে।
#তর্ক_আড্ডা_৭৯
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
17/09/2024
গত ১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কেয়ার এবং ইউএসএইডের সহযোগীতায় ধ্রুবতারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আরজিসি ডিবেটিং ক্লাব এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং অ্যাসোসিয়েশন।
"হার্ড স্কিল বনাম সফট স্কিল" শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় আরজিসি ডিবেটিং ক্লাব হার্ড স্কিলের পক্ষে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আর জি সি ডিবেটিং ক্লাবের অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন প্রথম বক্তা আরাফাতুজ্জামান অর্থ, দ্বিতীয় বক্তা জান্নাতুল ফেরদৌস দীপা, তৃতীয় বক্তা ও দলনেতা সৌমিক চন্দ জয়তু। বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দলনেতা সৌমিক চন্দ জয়তু।
এভাবেই বিজয়ের মধ্য দিয়ে এগিয়ে যাক আর জি সি ডিবেটিং ক্লাব, যুক্তির দ্বন্দ্বে বিশুদ্ধ হোক সমাজ!
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
11/09/2024
আগামীকাল (১২ সেপ্টেম্বর ; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা অনুষ্ঠিত হবে। এ সভায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিতর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। সকলের উপস্থিতি কাম্য।
স্থান: ২০৫ নম্বর রুম, দ্বিতীয় তলা, ১ম ভবন।
সময়: ১২.৪৫টা (কোনো কারণে একাদশ শ্রেণির কলেজের পাঠদান উল্লিখিত সময়ের পূর্বে সমাপ্ত হলে, কলেজ পাঠদান শেষ হওয়ামাত্রই সভাটি শুরু হবে)
#তর্ক_আড্ডা_৭৮
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
04/09/2024
আগামীকাল (৫ সেপ্টেম্বর ; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা ক্লাবকক্ষে (দ্বিতীয় তলা, সংসদ ভবন) অনুষ্ঠিত হবে। সভার কার্যক্রম অনুষ্ঠিত হবে দুপুর ১২:৪০টায়।
সকলের উপস্থিতি কাম্য।
বিশেষ দ্রষ্টব্য: কোনো কারণে একাদশ শ্রেণির কলেজের পাঠদান উল্লিখিত সময়ের পূর্বে সমাপ্ত হলে, কলেজ পাঠদান শেষ হওয়ামাত্রই সভাটি শুরু হবে।
#তর্ক_আড্ডা_৭৭
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
30/08/2024
আরজিসি ডিবেটিং ক্লাবের গতকাল (২৯ আগস্ট, ২০২৪) এর সভাটি নতুন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। এ সভায় বিতর্কের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আগামীর দিনগুলোতেও এভাবে অব্যাহত থাকুক বিতর্কচর্চা , যুক্তির দ্বন্দ্বে গড়ে উঠুক বিশুদ্ধ সমাজ।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
28/08/2024
আগামীকাল (২৯ আগস্ট; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা অনুষ্ঠিত হবে। এ সভায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিতর্কের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। সকলের উপস্থিতি কাম্য।
স্থান: ২০৫ নম্বর রুম, দ্বিতীয় তলা, ১ম ভবন।
সময়: ১২.৪৫টা (কোনো কারণে একাদশ শ্রেণির কলেজের পাঠদান উল্লিখিত সময়ের পূর্বে সমাপ্ত হলে, কলেজ পাঠদান শেষ হওয়ামাত্রই সভাটি শুরু হবে)
#তর্ক_আড্ডা_৭৬
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
21/08/2024
আগামীকাল (২২ আগস্ট; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা ক্লাবকক্ষে (দ্বিতীয় তলা, ছাত্র সংসদ ভবন) অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে নবীন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা, আমাদের তর্ক আড্ডায় নবীন শিক্ষার্থী সকলেই আমন্ত্রিত। সভার কার্যক্রম শুরু হবে বেলা ১২.৪৫টায়। সকলের উপস্থিতি কাম্য।
দ্রষ্টব্যঃ যেকোনো আকস্মিক কারণে কলেজের পাঠদান কার্যক্রম উল্লিখিত সময়ের পূর্বেই সমাপ্ত হলে, পাঠদান কার্যক্রম শেষ হওয়ামাত্রই অর্থাৎ কলেজ কার্যক্রম সমন্বয়ে পরিবর্তিত সময়ে এবং উল্লেখিত স্থানেই সভাটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি, এই পোস্টে এবং পোস্টের কমেন্ট সেকশনে পরিবর্তিত সময়টি আবারও উল্লেখ করা হবে।
#তর্ক_আড্ডা_৭৫
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
15/08/2024
গতকাল (১৪ আগস্ট; ২০২৪) একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আরজিসি ডিবেটিং ক্লাব কর্তৃক "পরিচয় পর্ব ও বিতর্ক আলোচনা" অনুষ্ঠিত হয়েছে। নবীনদের দিয়ে প্রারম্ভিক এ আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ ও আরজিসি ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মো. ফিরোজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মো. সাহাদুজ্জামান, প্রভাষক; ব্যবস্থাপনা বিভাগ ও ক্লাবের তত্ত্বাবধায়ক শিক্ষক জনাব মো. মোতাহার হোসেন সুজন, সহযোগী অধ্যাপক; বাংলা বিভাগ।
বিতর্কে আগ্রহী নবীন শিক্ষার্থী ও ক্লাবের বর্তমান সদস্যদের উপস্থিতিতে গতকালের আয়োজনটি মুখরিত হয়ে ওঠে। আগামীর দিনগুলোতে বিতর্ক চর্চার এ ধারা অব্যাহত থাকুক।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
14/08/2024
আগামীকাল (১৫ আগস্ট; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হবে না। আগামী সপ্তাহে সাপ্তাহিক তর্ক আড্ডা যথারীতি অনুষ্ঠিত হবে।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
12/08/2024
আগামী বুধবার (১৪ আগস্ট, ২০২৪) একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে আরজিসি ডিবেটিং ক্লাব কর্তৃক অনুষ্ঠিত হতে যাচ্ছে "পরিচয় পর্ব ও বিতর্ক আলোচনা"। নবীন শিক্ষার্থীরা সকলেই আমন্ত্রিত। একইসাথে, ক্লাবের সকল সদস্যের উপস্থিতি কাম্য।
সময়: বেলা ১২.৪৫ টা
স্থান: ক্লাবকক্ষ (২য় তলা, সংসদ ভবন)
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
07/08/2024
আগামীকাল (০৮ আগস্ট;২০২৪)রংপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে। ২০২৪-'২৫ শিক্ষাবর্ষে রংপুর সরকারি কলেজে চান্সপ্রাপ্ত সকল ভাইবোন কে রংপুর সরকারি কলেজ বিতর্ক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন!
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
07/08/2024
আগামীকাল ( ০৮ আগস্ট; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা ক্লাবকক্ষে অনুষ্ঠিত হবে। সভার কার্যক্রম শুরু হবে সকাল ১০টায়। সকলের উপস্থিতি কাম্য।
#তর্ক_আড্ডা_৭৪
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
05/08/2024
দেশটা আমাদের। দেশের মানুষগুলোও আমাদেরই আপনজন। দেশের সম্পদ আমাদের সকলের। লড়াইয়ে যারা সাথী ছিল, বিজয়েও তারা সাথী হবে। বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের বিজয়ের দিন নতুন বৈষম্য আর সংঘাত দিয়ে শুরু হতে পারে না। সকলের প্রতি অনুরোধ সংখ্যালঘু ভাই-বোনদের পাশে দাঁড়ান। দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসুন। স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদেরই।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
31/07/2024
বিজ্ঞপ্তিঃ
ক্রমিক নঃ ০২/২০২৪
তারিখঃ ৩১.০৭.২০২৪ ইং
আর জি সি ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্লাবের 'গঠনতন্ত্র' (২০২৩)-এর অনুচ্ছেদ ১, 'গ' ধারা এবং অনুচ্ছেদ ৩, 'চ' ও 'ছ' ধারা অনুযায়ী কখনোই, আর জি সি ডিবেটিং ক্লাব কিংবা রংপুর সরকারি কলেজের কোনো বর্তমান বা প্রাক্তন বিতার্কিক অথবা বিতর্ক সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা শিক্ষার্থীর, যেকোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, অন্যায়-উশৃঙখল আচরণ কিংবা জনসাধারণের ক্ষতিসাধনকারী কোনো ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ক্লাবের সবরকম কার্যক্রম থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। একইভাবে এই ক্লাবের কোনো অনুষ্ঠান কিংবা কার্যক্রমে উল্লেখিত প্রকারের অভ্যন্তরীণ বা বহিরাগত কোনো ব্যক্তির সম্পৃক্ততা বা উপস্থিতি কখনোই গ্রহণযোগ্য হবেনা।
একই সাথে আর জি সি ডিবেটিং ক্লাব এই মর্মেও বিবৃতি দিচ্ছে যে, ক্লাব 'গঠনতন্ত্র' (২০২৩)-এর অনুচ্ছেদ ৪, 'চ' অনুযায়ী সুষ্ঠু নাগরিক চেতনা ও আদর্শ বিকাশের লক্ষ্য এবং অন্যায়ের প্রতিবাদে ক্লাব সংশ্লিষ্ট কিংবা যেকোনো ব্যক্তির সক্রিয় অংশগ্রহণ এই ক্লাব উৎসাহের সাথে সমর্থন করে।
ঘোষণাক্রমেঃ
কার্যকরী পর্ষদ ২০২৪,
আর জি সি ডিবেটিং ক্লাব,
রংপুর সরকারি কলেজ, রংপুর।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
26/06/2024
আগামীকাল ( ২৭ জুন; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা ক্লাবকক্ষে অনুষ্ঠিত হবে। সভার কার্যক্রম শুরু হবে দুপুর ১টায়। সকলের উপস্থিতি কাম্য।
#তর্ক_আড্ডা_৭৩
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
16/06/2024
ঈদ উল আযহা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য ত্যাগের মহিমা। এই পবিত্র উৎসব বয়ে আনুক প্রাণ, আলো ও আনন্দ। এই পবিত্র উৎসবে মুছে যাক সকল দুঃখ। আসুন, সকলে এই পবিত্র উৎসবে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নিজেদের বিশুদ্ধ সমাজের কারিগর রূপে গড়ে তুলি। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক!
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
12/06/2024
আগামীকাল ( ১৩ জুন; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা ক্লাবকক্ষে অনুষ্ঠিত হবে। সভার কার্যক্রম শুরু হবে বেলা ১১টায়। সকলের উপস্থিতি কাম্য।
#তর্ক_আড্ডা_৭২
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
12/06/2024
গতকাল (১১জুন, ২০২৪) রংপুর সরকারি কলেজ মিলনায়তনে "আরজিসি ডিবেটিং ক্লাব" কর্তৃক আয়োজিত "ত্রৈমাসিক বিতর্ক প্রতিযোগিতা-০১, ২০২৪" এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্কপ্রেমী তার্কিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ফাইনাল পর্বটি।
ফাইনাল পর্বে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছিল, "জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতা ই বিশ্ব অর্থনৈতিক সংকটকে ত্বরান্বিত করছে।" বিষয়ের পক্ষে ছিল দল "রূপসা" ও বিপক্ষে দল "ধানসিঁড়ি "। উক্ত বিতর্কে মাননীয় মডারেটরে হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো.আবু বকর সিদ্দিক সরকার, অধ্যাপক, ইতিহাস বিভাগ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাহাদত হোসেন মোন্ডল, সহযোগী অধ্যাপক; হিসাববিজ্ঞান বিভাগ ও জনাব মোছা. আরজুমান্দ বানু, সহকারী অধ্যাপক; রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ বিতর্কে জয়ী হয়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পক্ষ দল। পরবর্তীতে অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
বিতর্কের সর্বজনীন চর্চা সর্বদা অব্যাহত থাকুক, শৈল্পিকভাবে মত প্রকাশের এ শিল্প বিরাজমান থাকুক। যুক্তির দ্বন্দ্বে সমাজ হোক পরিশুদ্ধ।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
10/06/2024
কাল (১১জুন, ২০২৪) ত্রৈমাসিক বিতর্ক প্রতিযোগিতা-১, ২০২৪ এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিষয়ঃ জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মানসিকতা ই বিশ্ব অর্থনৈতিক সংকটকে ত্বরান্বিত করছে।
পক্ষ: দল "রূপসা", বিপক্ষ: "ধানসিঁড়ি "
সময়ঃ বেলা ১২.৪৫টা
স্থানঃ ১০০ নম্বর কক্ষ (হলরুম), প্রথম ভবন
আমাদের ফাইনাল পর্বে বিতর্কপ্রেমী সকলকে আমন্ত্রণ জানানো হলো।
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ
05/06/2024
আগামীকাল ( ০৬জুন; ২০২৪, বৃহস্পতিবার) আরজিসি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক তর্ক আড্ডা ক্লাবকক্ষে অনুষ্ঠিত হবে। সভার কার্যক্রম শুরু হবে দুপুর ১:০০টায়। সকলের উপস্থিতি কাম্য।
#তর্ক_আড্ডা_৭১
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ