
https://www.facebook.com/100063829942677/posts/793151129489211/?mibextid=Nif5oz
Deuty High School and College Online Class HSC Result 2023
পৃথিবীকে গরতে হলে সবার আগে নিজেকে গড়ো?
https://www.facebook.com/100063829942677/posts/793151129489211/?mibextid=Nif5oz
Deuty High School and College Online Class HSC Result 2023
দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৫ ই আগস্ট জাতীয় "শোক দিবস" যথাযথ মর্যাদায় মাসব্যাপী পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে
এতদ্বারা দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/কর্মচারী গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ০৭/০৬/২০২৩ ইং তারিখে প্রকাশিত ৩৭০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩- ১১৭৩ মোতাবেক তাপ প্রবাহের সতর্কতার কারণে আগামীকাল ০৮/০৬/২০২৩ রোজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। উক্ত দিনের অর্ধ-বার্ষিক (৬ষ্ঠ থেকে ১০ম) এবং দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার রুটিন পরবর্তীতে জানানো হইবে এবং পরবর্তী দিনের পরীক্ষা সমূহ যথা নিয়মে অনুষ্ঠিত হইবে। বিষয়টি অতীব জরুরী।
এ.বি.এম মিজানুর রহমান
অধ্যক্ষ
দেউতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
কলেজের ২০২৩ সালের সর্বশেষ সংশোধিত ক্লাস রুটিন
অবশেষে অনলাইনে ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম।
কারও হেল্প লাগলে যোগাযোগ করতে পরেন।
একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সংশোধিত রুটিন ২০২২
** আজ বিশ্ব শিক্ষক দিবস **
মানুষ গড়ার কারিগর এ মহান পেশায় নিয়োজিত বিশ্বের সকল শিক্ষক কে জানাই বিনম্র শ্রদ্ধা।
আমি গর্বিত যে আমি একজন শিক্ষক।
একজন শিক্ষক হিসেবে এদেশের শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি, যাবতীয় বৈষম্যের অবসান , সর্বোচ্চ সুযোগ সুবিধা সৃষ্টি এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানাচ্ছি।💚💚
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনলাইন প্রশিক্ষন সম্পন্ন করে আরো একটি সার্টিফিকেট অর্জিত হলো
মুক্তপাঠের কোর্স সার্টিফিকেট
সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আমাদের ঝন্টু ভাই
দেউতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা,মোছাঃ ইমতিয়াজ আরা ম্যাম এর হাসবেন্ড, জুম্মাপাড়া নিবাসী ও রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু আজ ভোর ৪:৩৫, মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
"ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাইহি রাজিউন"।
আজ দুপুর ০৩ ঘটিকার সময় মরহুম কে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে।
বাদ আছর টেকনিক্যাল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা নামাজ শেষে মরহুম'র দাফন কার্য মিস্ত্রীপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ
দেউতি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক পৌরনীতি, রিফাত সুলতানা (বড় আপা)এর হাসবেন্ড জনাব জুলফিকার আলী ভুট্টু ঢাকায় চিকিৎসাধীন অবস্হায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজা নামাজ আজ রাত ৯.৩০ ঘটিকায় রংপুর শালবন কৈলাস রন্জন হাইস্কুল মাঠে অনুষ্টিত হবে ইনশাআল্লাহ্।উক্ত জানাজায় শরীক হওয়ার জন্য মরহুমের আত্মিয়স্বজন, বন্ধু বান্ধব ও সকল মুসলিম মিল্লাত আমন্ত্রিত।
Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for
If you have a dream to do something big, make the goal bigger
This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form
B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa