Share it as much as you can
[email protected]
Subject: Request to Deny Entry to Prime Minister Sheikh Hasina
Dear Government of Spain,
I am writing to urge you to deny entry to Prime Minister Sheikh Hasina due to serious allegations against her and her administration. There are credible reports of her team's involvement, in collaboration with the Student League and police, in the torture and killing of general students with her permission.
We believe it is imperative to take a stand against such human rights violations and support the pursuit of justice for the victims and their families.
Thank you for your attention to this critical matter.
Sincerely,
[Your Name]
Japanese Language Studies - Rangpur TTC
Nearby schools & colleges
Dhaka Rangpur Highway
After completing 6 months course students will be given certificate course. Passed students will tak
Operating as usual
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফেব্রুয়ারি ও মার্চ, ২০২৩ খ্রিঃ মাসে জাপানের SSW সেক্টরের এগ্রিকালচার সেক্টরে ৪০০ জন প্রার্থী, কেয়ারগিভার সেক্টরে ১০০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তাছাড়া JFT-Basic Test এর ক্ষেত্রে ১৮০০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এখন পর্যন্ত বাংলাদেশ হতে এগ্রিকালচার সেক্টরের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ১৩৬ জন, কেয়ারগিভার সেক্টরের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ৫৫ জন এবং JFT-Basic Test পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ২৬৪ জন প্রার্থী ভাউচার সংগ্রহ করেছে।
উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী যে সকল প্রার্থী এখনো ভাউচার সংগ্রহের সুযোগ পাই কিন্তু পরীক্ষা দিতে আগ্রহী তাঁরা আগামী মজ্ঞলবার New Horizons Computer Learning Center, Momtaz Plaza 3rd Floor, House 7, Road No. 4, Dhanmondi, Dhaka-1205 হতে ভাউচার সংগ্রহের সুযোগ পাবে বলে জানা গেছে।
জাপান যেতে আগ্রহী প্রার্থীদের এ বিষয়টি অবহিত করা যেতে পারে এবং তাদের এ সকল পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে উদ্ভুদ্ধ করা যেতে পারে।
সকলকে ধন্যবাদ।
For kind information of all-
বাংলাদেশ থেকে জাপানের Specified Skilled Worker(SSW) হিসেবে আসার জন্য জাপানের বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত Skill Test- এ পাস করতে হয়। এছাড়া, জাপানিজ ভাষার দক্ষতা পরীক্ষা ( JFT- Basic)/ JLPT N4 -তেও পাস করতে হয়।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে বাংলাদেশে এ Test শুরু হচ্ছে।
1. Test- এ অংশগ্রহণের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতাঃ
বয়সঃ * For Agriculture
Field-18 years or more
* For JFT-Basic -No age
limit
* For Nursing Care- 17
years or more
শিক্ষাগত যোগ্যতাঃ
Not required for any Test
2. ভাষাগত দক্ষতাঃ
JLPT N4 or JFT-Basic. এই পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পূর্বের কোনো সনদ/ যোগ্যতার প্রয়োজন নেই।
3. পরীক্ষা পদ্ধতিঃ
Computer Based Test (CBT)
4. পরীক্ষার ভাষাঃ
For skill tests- বাংলা। তবে Technical বিষয়গুলো জাপানিজ ভাষায় থাকবে।
For JFT-Basic - Japanese
6. Online Registration করতে হবে । ২০ জানুয়ারি Registration শুরু হবে। Registration এর পূর্বে/।নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত ফি জমা দিয়ে ভাউচার সংগ্রহ করতে হবে।
পরীক্ষার একাধিক তারিখ থাকবে - পছন্দের option থাকবে।
পরীক্ষার কেন্দ্রঃ
New Horizons Computer Learning Center
Momtaz Plaza 3rd Floor, House 7, Road No. 4, Dhanmondi, Dhaka-1205
7. JFT-Basic পরীক্ষার ফি- ২০০০ ( দুই হাজার) টাকা
8. Nursing Care- ১৫৬০ ( পনের শত ষাট) টাকা এবং Agriculture Field-২৭০০ ( সাতাশ শত) টাকা।

JFT-BASIC এবং Specified Skilled Worker (SSW) পরীক্ষা বাংলাদেশে অনুষ্ঠিত হবে এটার তথ্য সার্ভারে হালনাগাদ হয়েছে। দক্ষ কর্মী হিসেবে যারা জাপানে যেতে চান তাদের সবাই JFT-Basic এবং ssw পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন সেজন্য পড়াশোনায় আরও মনোযোগী হন। JFT-Basic ও SSW পরীক্ষার নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক প্রবেশ করে দেখুন http://ac.prometric-jp.com/testlist/jfe/jftbasic_bangladesh.html

রংপুর জেলা হতে কৃষিখাত সেক্টর এ বিনা খরচে জাপানে দক্ষ কর্মী নেয়া হবে আগামী ফেব্রুয়ারি মাসে। রংপুর টিটিসির প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন। এছাড়া যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারাও বিস্তারিত জানতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন,
প্রশিক্ষক,
সোনিয়া আহমেদ
Rangpur TTC, 01684535575।

Grab the opportunity amd fulfill your dream. To know more contact
Sonea Ahmed, language instructor
01684535575, Rangpur TTC.

রংপুর টিটিসির ৬ষ্ঠ ব্যাচ এর ছাত্র মনির হোসেন আই এম জাপান এর নিয়োগ পরীক্ষায় কৃতকার্য হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।

অদ্য ১৮/১১/২০২২ ইং তারিখ, IM japan এর ৫ জন টেকনিক্যাল ইণ্টার্নদের জাপান গমনের উদ্দেশ্যে বিমানের টিকেট বিতরন করেন অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজ এবং IM Japan এর কান্ট্রি ম্যানেজার উপস্থিত ছিলেন।

আইএম জাপানের সাতজন রেমিটেন্স যোদ্ধা .(আমার প্রাণপ্রিয়).....তারা সফলভাবে জাপানে অক্লান্ত পরিশ্রম করে তিন বছর কারিগরি প্রযুক্তিগত ইন্টার্নশিপ ট্রেনিং শেষ করে এই মুহূর্তে বাংলাদেশের বিএমইটিতে এসেছে তাদের বিজনেস ইন্সেন্টিভ ফান্ড গ্রহণ করার জন্য | সবাই আমাদের এই প্রিয় রেমিটেন্স যোদ্ধা দের জন্য দোয়া করবেন ...ধন্যবাদ

Job opportunities in different countries...

IM Japan Bangladesh Recruitment Examination Nilphamari Area 27 November to 1st December 2022.
Remarks:
The passing line for the written test is 80% for kana, 70% for Math, and 60% for N5 level.
Running and push-up sit-ups test starts early in the morning at 8 am when it is cooler.

So and N in Katakana

Technical intern recruitment test briefing held on Nilphamari ttc. Students of Rangpur ttc,Nilphamari ttc,Gaibandha ttc,Dinajpur ttc, Joypurhat ttc will take part in the upcoming exam held on Rangpur division.
New batch admission is going on. Some seats are still available. Candidates highly interested can contact Rangpur TTC Japanese Language Trainer,
Sonea Ahmed,
01684535575

রংপুর জোনের পরীক্ষা, টিটিসি নীলফামারিতে অনুষ্ঠিত হবে। আগামী ২৭ই অক্টোবর, ২০২২ IM Japan সেমিনার, এবং IM Japan select পরীক্ষার সময়সূচি জানানো হবে ।। সেমিনার এ উপস্থিত হওয়া ছাত্র কেবল মাত্র পরীক্ষা দিতে পারবে।।। সকল প্রশিক্ষণার্থীকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য বলা হচ্ছে।

অদ্য ১৯/১০/২০২২ ইং তারিখ, BMET ও IM japan এর ১৮ জন টেকনিক্যাল ইণ্টার্নদের জাপান গমনের উদ্দেশ্যে পাসপোর্ট, স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতারন করেন অত্র কেন্দ্রের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Rangpur
5400
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Rangpur
নার্সিং, প্যারামেডিকেল, ম্যাটস্ ,আইএইচটি বিভাগসমূহের যে-কোনো ভর্তি সংক্রান্ত তথ্য 01717-202248
Rangpur, 5540
Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for
Rangpur
If you have a dream to do something big, make the goal bigger
Rangpur, 5402
This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form
Kanthal Bari Road
Rangpur, 5620
B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa