অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উপলক্ষে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
নিসবেতগন্জ জরিমুননেছা স্কুল এন্ড কলেজ, মহানগর রংপুর।।
নিসবেতগঞ্জ জরিমুন নেছা স্কুল এন্ড কলেজ, রংপুর
It's an educational page
Operating as usual
বই উৎসব/২০২৪
নিসবেতগঞ্জ জরিমুন নেছা স্কুল এন্ড কলেজ, রংপুর
"নিশ্চিত মৃত্যু জেনেও যারা দিয়ে গেছে প্রাণ,
আজ ও পাই চারিদিকে তাদের ই ঘ্রান।।"
🌺🌺তোমাদের সবার জন্য বিনম্র শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা --হে বীর সেনানী।।🌺🌺
🌺Nishbetgonj jarimunnessa school and college 🌺
এস,এস,সি/২০২৪
অভিভাবক সমাবেশ
নিসবেতগঞ্জ জরিমুন নেছা স্কুল এন্ড কলেজ, রংপুর
ত্যাগের মহিমায় পরিশুদ্ধ হোক মন। সকলকে জানাই পবিত্র ঈদুল আজহা র শুভেচ্ছা।
ঈদ মোবারক।।
অংকের শিক্ষক একটি অংক দিয়ে বললোঃ তোদের
মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতা
গিফট করবো।
সকল ছাত্র অংকটি সঠিক
উত্তর দিলো।
শিক্ষকঃ আমিতো একজনকে জুতো দিতে পারবো। একটা কাজ কর, লটারী করি।
বাক্সের মধ্যে তোরা তোদের নাম আর রোল নম্বর লিখে দে।
ছাত্ররা রোল নাম/নম্বর লিখে বাক্সে রাখলো। শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন।
শিক্ষকঃ আমি কি নামটি পড়বো?
ছাত্ররা একত্রে বললোঃ পড়েন স্যার।
পুরো ক্লাশ Pin drop silence
শুধু শ্বাস-প্রশ্বাসের শব্দ।
শিক্ষক পড়লেনঃ
আল আমিন । রোল নম্বর ১
ছাত্ররা হাত তালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো।
শিক্ষক পরের দিন এক জোড়া জুতো নিয়ে এসে বললেনঃ তোরা সকলে মিলে জুতা ওকে পড়িয়ে দে।
টিচার্স রুমে ঐ শিক্ষকের চোখে পানি দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসাঃ স্যার, আপনার চোখে পানি কেনো।
শিক্ষক জুতোর ঘটনা খুলে বলে, বললোঃ আব্দুল ক্লাশে একমাত্র ছাত্র যে কিনা, খালি পায় ক্লাশে আসে।
আমি ওর কথা চিন্তা করে কঠিন অংক দিলাম। সবাই অংকটি সঠিক উত্তর দিলো। সবচেয়ে অবাক লাগলো, লটারীর বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের স্ব স্ব নাম
নাম না লিখে, লিখেছিলো, আল আমিন, রোল ১। যাতে করে জুতো জুড়া আল আমিন পায়।
১৯৭১ সালের ২৮ শে মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে শহীদ দের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া।।
🌿🌿নিসবেতগন্জ জরিমুননেছা স্কুল এন্ড কলেজ,🌿🌿
রংপুর।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০২৩
নিসবেতগন্জ জরিমুন নেছা স্কুল এন্ড কলেজ, রংপুর।।
ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে,,,
আলহামদুলিল্লাহ
আবার ও সংশোধিত এস,এস ,সি/২০২২
এর রুটিন।
সংশোধিত রুটিন
শুভকামনা সকল এস,এস,সি/২০২২ পরীক্ষার্থী দের।। আল্লাহ তোমাদের সহায় হোন।।❤️❤️
ঈদ মোবারক
কতনা বৈচিত্র এ দেশে!
_--------_------ -------------
যে শ্লোগাণ আমাদের স্বাধীনতা এনেছে,
লাখো মানুষ যে শ্লোগাণ বুকে ধারণ করে
নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন-
সে শ্লোগাণকে উচ্চারণ করার জন্য
আজ এ দেশে গেজেট নোটিফিকেশন করতে হয়।
সর্বোচ্চ আদালতের নির্দেশনার প্রয়োজন হয়।
পঁচাত্তরের কালোরাতের নির্মমতার কৃষ্ণ থাবা শুধু জাতির পিতা আর তাঁর পরিবারকে হত্যা করেনি হত্যা করেছে বাঙালি জাতির সমুন্নত চেতনা, বিশ্বাসবোধ এবং শৌর্য বীর্যের অবিনাশি স্তম্ভগুলোকে।
আমরা নৈরাশ্যবাদীদের দলে যোগ দিতে চাই না। লাখো শহীদের রক্তে ভেজা এ দেশের শ্যামল মাটিতে আর কখনোই যেন শ্বাপদ-সারমেয়রা আমাদের বুকের স্পন্দনের সাথে ধ্বনিত চেতনার প্রত্যয়ী শ্লোগাণকে কুয়াশাচ্ছন্ন করতে না পারে সেজন্য এ নরপশুদের ঘৃণার আগুনে ভস্মীভূত করতে হবে।
শুধু মুখে নয় হৃদয়ের সকল আবেগ, ভালোবাসা, দৃঢতার অপরিমেয় শক্তিকে কেন্দ্রিভূত করে রক্ষা করতে হবে আমাদের ঐতিহ্য, গর্ব, অর্জন ও অহংকারের শ্লোগাণ 'জয় বাংলা' কে। অন্ততঃ কয়েকটি বিষয় যেমনঃ জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতির পিতা, রাষ্ট্রীয় মূলনীতি, জাতীয় শ্লোগাণ ইত্যাদি ক্ষেত্রে ইস্পাত দৃঢ জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে।
এটা আজ প্রমাণীত যারা এসকল মৌলিক চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে জাতি তাদেরকে ইতিহাসের অন্ধকারচ্ছন্ন ডাস্টবিনে নিক্ষেপ করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এ অনুপম গেজেট নোটিফিকেশনকে স্বাগত জানাই।
অভিনন্দন জানাই মাননীয় হাইকোর্টের নির্দেশনাকে।
শুরু হলো একাডেমিক ভবন এর নির্মাণ কাজ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Rangpur
5401
Rangpur
Rangpur, 5350
Sohoj Academy is a E-learning platform in Bangladesh website Link: sohojacademy.com
Moyenpur
Rangpur, 5460
Moyenpur Kadamtala B.L High School It is a non-government high School 🏫
Gangachara
Rangpur, 5410
এই পেজটি সরকারি চাকুরিসহ সকল ধরনের চাকুরি ও বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অনন্য সহায়িকা
Jakdhka
Rangpur, 5330
The information on this page is sorted for academic books. You will get easy solutions especially for
R. G Hospital Lane
Rangpur, 5004
MediAim Rangpur Branch Location: R.G হাসপাতালের গলি,ধাপ,রংপুর