HSC learning Economics

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HSC learning Economics, Educational consultant, Lalmonirhat, Rangpur.

Operating as usual

11/11/2023

**ব্রেকিং নিউজ**
HSC 2023 পরীক্ষার ফলাফল ২৮ তারিখ সকাল ১১ টায় প্রকাশিত হবে।

10/11/2023

#আসন্ন_পরীক্ষার_জন্য_একবার_দেখুন:

★ পদ্মা সেতু চালু - ২৫ জুন, ২০২২
★ মেট্রোরেল চালু - ২৮ ডিসেম্বর, ২০২২
★ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু - ২ সেপ্টেম্বর, ২০২৩
★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেশিয়ান হস্তান্তর হয় - ৫ অক্টোবর, ২০২৩
★হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়- ৭ অক্টোবর, ২০২৩
★ পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন - ১০ অক্টোবর, ২০২৩
★ মুজিব :একটি জাতির রূপকার উদ্বোধন - ১৩ অক্টোবর, ২০২৩
★ মুজিব: একটি জাতির রূপকার ভারতে উদ্বোধন -২৭
অক্টোবর, ২০২৩। মিহিরজিকে
★ পদ্মা সেতু যাত্রী রেল সেবা চালু হয় -১ নভেম্বর, ২০২৩
★ বঙ্গবন্ধু টানেল চালু হয় - ২৮ অক্টোবর, ২০২৩
★ বঙ্গবন্ধু টানেলে যান চলাচল শুরু -২৯ অক্টোবর, ২০২৩
★ আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল উদ্বোধন -৪ নভেম্বর, ২০২৩
★ দোয়াহাজারী কক্সবাজার রেল চালু হবে- ১১ নভেম্বর, ২০২৩।

04/11/2023

#ব্রেকিং_নিউজ
১৮ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়েছে।
🔴তিনধাপে হবে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ।।। (প্রিলি,রিটেন ও ভাইভা)
🔴আবেদন শুরু ৯ই নভেম্বর এবং আবেদনের শেষ সময় ৩০শে নভেম্বর ।।।
🔴প্রিলি পরীক্ষার মানবন্টন : বাংলা-২৫,ইংরেজি -২৫,গণিত-২৫ এবং সাধারণ জ্ঞান-২৫ (পূর্ণমান-১০০)
🔥🔥 এইচএসসি পাশে আবেদন করা যাবে ইবতেদায়ী শিক্ষক পদে।

03/11/2023

নভেম্বর মাসের শেষের দিকে( ২৫-৩০)এর মধ্যে এইচএসসির ফল প্রাকাশ হতে পারে।

03/11/2023

>>>>>>>>>🔥 আপডেট তথ্য,🔥বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা - ২৯ টি ( সর্বশেষ ইলিশা-১,ভোলা)।
>>বর্তমানে দেশে নদীবন্দর আছে- ৪৩ টি ( সর্বশেষ নাজিরগঞ্জ, পাবনা)।
>>বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে বিশ্বের- ৪১ তম দেশ হিসেবে।
>রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে- বাংলাদেশ।
>>বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ- ৫৭ তম।
>> বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ৪৪৮ জন( জুন,২০২২)।
>>বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - আবদুর রউফ তালুকদার (১২ তম)।
>>বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার- কাজী হাবিবুল আউয়াল(১৩তম)।

19/09/2023

কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কু-নারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে!

18/08/2023
16/06/2023

আলহামদুলিল্লাহ দেশের ১৪ তম ভৌগলিক নির্দেশক পন্য হিসাবে স্বীকৃতি পেয়েছে শেরপুরের তুলসীমাল ধান।

14/06/2023

মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।

16/02/2023

মুদ্রাস্ফীতি ও ১০০০ টাকার বর্তমান মূল্য ২৭৯ টাকা!

ইতোমধ্যে সবাই অবগত হয়ে গেছেন আজকের বাজারে স্বর্নের দাম এক ভরি প্রায় ৯৩ হাজার টাকা।

স্বর্ণের দামের সাথে টাকার মূল্যমান নির্ধারনের ম্যাজিক দেখুন।
১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৯৩০০০ টাকা (প্রায়) অর্থাৎ আজকে আপনাকে ৯৩ টি ১০০০ টাকার নোট দেয়া লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত।
২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷৯৩=২৭৯

আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ২৭৯ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয় না।

সংগৃহীত

12/02/2023

ব্রেকিং ~
দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু।

25/10/2022

Economics শব্দটি Oikonomia নামক একটি গ্রীক শব্দ হতে উৎপত্তি। যার বাংলা অর্থ গ্রীহস্থালী ব্যবস্থাপনা। Economics শাস্ত্রের জনক এডাম স্মিথ। তিনি ১৭২৩ সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।

10/10/2022

#অর্থনীতি_নিয়ে_কেন_এতো_ভয়।

নবীন যারা অর্থনীতি সাবজেক্ট পেয়েছো তাদের সবার মনেই একটা ভয়, আর তা হলো অর্থনীতি অনেক কঠিন সাবজেক্ট। আমি কি অর্থনীতি নিয়ে অনার্স করতে পারবো?
তাদের উদ্দেশ্য বলি, অর্থনীতি সাবজেক্ট পাওয়ার পর অনেকেই আপনাকে ভয় দেখাবে অর্থনীতি সাবজেক্ট অনেক কঠিন। তুমি এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না। এই সাবজেক্টে ভালো সিজিপিএ উঠানো যায় না। তুমি এই সাবজেক্ট ছেড়ে সহজ একটা সাবজেক্ট নাও ইত্যাদি ইত্যাদি।
প্রথমেই বলি এই কথাগুলো যারা বলে তারা অর্থনীতি ডিপার্টমেন্টের না বা কখনো অর্থনীতি পড়েনাই। মনগড়া কিছু কথা বলে আপনার মধ্যে ভয় ঢুকিয়ে দিবে। আসলে আমরা সবাই বলি এই সাবজেক্ট কঠিন এই সাবজেক্ট সহজ। আমার কঠিন সাবজেক্ট না নিয়ে সহজ সাবজেক্ট নিলে ভালো হতো। সত্যিটা হলো এই যে কোন দুনিয়াতে কোন সাবজেক্টই সহজ নয়। কেউ কেউ বলবে ইতিহাস, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মনোবিজ্ঞান, ইসলাম শিক্ষা ইত্যাদি এগুলা সহজ। কিন্তু যারা এই সাবজেক্ট নিয়ে পড়ে তাদের জিজ্ঞেস করে দেখবেন এগুলা সহজ কিনা। আসলে কোন সাবজেক্টই সহজ নয় বা কোন সাবজেক্টই কঠিন নয়। যদি আপনি সহজভাবে নেন তো সহজ আর কঠিন ভাবলে কঠিন।
এবার আসি অন্যান্য সাবজেক্ট থেকে অর্থনীতি সাবজেক্টের সুবিধা।
প্রথমত অন্যান্য সাবজেক্ট থেকে অর্থনীতিতে রেজাল্ট ভালো করা খুব সহজ এবং রেজাল্ট ভালো হয়। তা হলো অন্যান্য সাবজেক্টে সব হলো থিওরি টাইপের প্রশ্ন। ১০ বা ৮ বা ৫ মার্কের প্রশ্নগুলো থাকে। আপনি যত ভালোই লিখেন আপনাকে স্যাররা কখনোই ফুল মার্ক দিবে না। কিন্তু অর্থনীতিতে ৮বা ৫বা ১০ মার্কের একটা প্রশ্ন আপনি যদি ভালোমতো লিখতে পারেন তাহলে ফুল মার্ক পাওয়া যায়। দ্বিতীয়ত অর্থনীতিতে ম্যাথ আছে। যেখানে ম্যাথে নাম্বার কাটার কোন অপশন থাকে না। ম্যাথ সঠিক হলে আপনাকে স্যাররা অবশ্যই ফুল মার্ক দিয়ে দিবে। অন্যান্য ডিপার্টমেন্টে ফাস্ট ক্লাস খুব কম সংখ্যক স্টুডেন্ট পায়। হাতে গোনা দুএক জন। কারন তারা যতই ভালো লিখে তাদের নাম্বার দেওয়া হয় না। কিন্তু অর্থনীতিতে ফাস্ট ক্লাসের সংখ্যা অনেক। এখানে নাম্বার কাটার কোন সুযোগ থাকে না।
এছাড়া অর্থনীতিকে Royal subject বলা হয়। কেননা দেশ বিদেশে অর্থনীতির ডিমান্ড অন্যান্য সাবজেক্ট থেকে কয়েক হাজার গুন বেশি। জব সেক্টরে অর্থনীতির স্টুডেন্টদের প্রাধান্য অনেক বেশি থাকে।
এবার আসি অর্থনীতিতে ম্যাথ গুলো কেমন হয়?
১ম বর্ষে মৌলিক গনিত এবং পরিসংখ্যান নামে দুইটা কোর্স আছে। এই দুইটা কোর্সেই শুধু ম্যাথ আছে। পরিসংখ্যানে ম্যাথ গুলো খুব সহজ আছে। দুএকবার করলেই পারবে। এছাড়া মৌলিক গনিতের তিনটা অধ্যায়ের ম্যাথগুলো একটু কঠিন। এছাড়া বাকি অধ্যায়ের ম্যাথ বুঝে একবার করলেই পারবে। নবম দশম শ্রেণীতে যারা ম্যাথে মোটামুটি ভালো ছিলে তাদের কোন সমস্যা হবে না। তবে প্রাকটিস করলে খুব কঠিন মনে হবে না।
সর্বশেষ বলবো ফিউচারে যদি ভালো কিছু করতে চাও তাহলে অর্থনীতি সাবজেক্টে অনার্স করো। একটু কষ্ট হবে তবে কষ্টের ফল অবশ্যই পাবে।

07/10/2022

Send a message to learn more

06/10/2022

আসসালামুআলাইকুৃম। HSC learning economics পেজে সকলকেই স্বাগতম।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Lalmonirhat
Rangpur
213135
Other Educational Consultants in Rangpur (show all)
Porag's Private Zone Porag's Private Zone
Mahimaganj
Rangpur, 5741

Welcome to my free class

Hsc English Preparatory  School Hsc English Preparatory School
Pandul Hazipara, Pandul , Ulipur, Kurigram
Rangpur, 5601

I am a teacher, a motivational speaker, a content creator and a social media marketer

A Rashid Sir Eureka Cadet coaching A Rashid Sir Eureka Cadet coaching
DC More
Rangpur, 5400

Let's learn English to make us worthy.

Sohoj Academy Sohoj Academy
Rangpur
Rangpur, 5350

Sohoj Academy is a E-learning platform in Bangladesh website Link: sohojacademy.com

Quantum Physics Solutions Quantum Physics Solutions
Rangpur, 5400

An Authentic, Academic and Admission Care( Related to Physics)

Rana cadet coaching Rangpur Rana cadet coaching Rangpur
Rangpur Zilla School More Register Office Related
Rangpur, 5402

Nibir's ICT Nibir's ICT
Rangpur

ICT learning centre

Oracle BCS Rangpur Oracle BCS Rangpur
Chartola Mor, College Road, Rangpur
Rangpur, 5400

ওরাকল BCS রংপুর একমাত্র শাখা ওরাকল ভবন,কলেজ রোড,চারতলা মোড়, রংপুর মোবাইলঃ ০১৭১১-৩২৮২৪১

Maruf's English Maruf's English
Rangpur

Hello friends, peace be upon you. I'm Maruful Islam and I'm a freelance English teacher.

Nucleus Biology Club Nucleus Biology Club
Radhaballav
Rangpur, 5400

"সংস্পর্শেই সাফল্য"

Kawsar Bd pro Kawsar Bd pro
Gaibandha. Gobindaganj
Rangpur

Hi, This kawsar Bd pro facebook I've two moro is Islamic channels,"kawsar Bd pro and with md.kawsar in this channel,I share my Islamic videos, and Islamic tune and Al qurran Al hadis everything about me, etc please like me bd kawsar pro bd peo .follo me