23/09/2022
৪/৫ মিনিটের মধ্যে যেকোন শ্রেণির যেকোন বিষয়ে সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নপত্র তৈরি করার বিশেষ সফটওয়্যার।
বাংলাদেশের আমরাই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান বান্ধব অনলাইন প্রশ্নব্যাংক সফটওয়্যার নিয়ে এসেছি। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি Creative, MCQ সহ সবরকম প্রশ্ন তৈরী করতে পারবেন খুব সহজেই।
৪র্থ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বিষয়ের লক্ষাধিক প্রশ্নের ভান্ডার এটি। এটি তৈরীকৃত কোন মডেল প্রশ্নপত্র বা ওয়ার্ড ফাইল নয়। এটি বিষয় এবং অধ্যায় ভিত্তিক প্রশ্নের পূর্ণাঙ্গ একটি ডাটাবেজ। এখানে সুশৃংখলভাবে বিষয় এবং অধ্যায় ভিত্তিক সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন (উত্তরসহ) সাজানো আছে। আপনি ৪/৫ মিনিটের মধ্যে যেকোন বিষয়ের জন্য মনের মত করে প্রশ্নপত্র তৈরী করে নিতে পারবেন।
অনলাইন প্রশ্নব্যাংক সফটওয়্যারে রেজিষ্ট্রেশন করার লিংক
https://shikkhafirst.com/sims/Question_Bank/
রেজিষ্ট্রেশন করার পদ্ধতি জানতে এই লিংকের ভিডিওটি দেখুন।
https://youtu.be/dx86C6LUghM
রেজিষ্ট্রেশন করার সময় নিরাপত্তার জন্য আপনি নিজেই আপনার আইডি ও পাসওয়ার্ড (আইডি ও পাসওয়ার্ড দয়া করে ৮ ডিজিটের দিবেন, বেশীও নয়, কমও নয়) তৈরী করে নিবেন। আপনি যে আইডি ও পাসওয়ার্ড দিবেন তা দিয়ে লগইন করুন https://shikkhafirst.com/sims/ এই লিঙ্কে। লগইন করার পর আপনি সৃজনশীল বা এমসিকিউ প্রশ্ন বার বার তৈরী করতে পারবেন।
রেজিষ্ট্রেশন করার পর কিভাবে প্রশ্ন তৈরী করবেন তা জানতে এই লিংকের ভিডিওটি দেখুন https://youtu.be/FL23NOJ-mpA
রেজিষ্ট্রেশন ফিঃ ৫০/- (পঞ্চাশ) টাকা মাত্র। রেজিষ্ট্রেশন করার সময় যেকোন শ্রেণির যেকোন একটি বিষয় পছন্দ করে নিতে পারবেন।
একাধিক বিষয়ে যুক্ত করার জন্য বার বার রেজিষ্ট্রেশন করতে হবে না। একবার রেজিষ্ট্রেশন করলেই আপনি একাধিক শ্রেণির বিভিন্ন বিষয় যুক্ত করতে পারবেন। কিভাবে একাধিক ক্লাশ ও বিষয় যুক্ত করবেন তা জানতে এই লিংকের ভিডিওটি দেখুন https://youtu.be/dx86C6LUghM
উল্লেখ্য যে, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার জন্য আলাদা আলাদা রেজিষ্ট্রেশন করতে হবে।
বিঃ দ্রঃ নবম-দশম ও একাদশ-দ্বাদশের কিছু কিছু বিষয় আছে যেগুলো বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শাখা সহ সব গ্রুপ হতেই নেয়া যায়। যেমনঃ কৃষি, ভুগোল ইত্যাদি। এসব বিষয় যে গ্রুপেই পাবেন সেখান থেকে রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং প্রশ্ন তৈরি করতে পারবেন।
অনলাইন প্রশ্নব্যাংক সফটওয়্যার নিয়ে সবার কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর দেখতে এই লিংকে ক্লিক করুন।
https://fb.watch/bcZYRvSEO7/
অনুগ্রহ পূর্বক পোষ্টটি ভালভাবে পড়ুন, উপরের লিংকগুলি দেখুন এরপরও বিষয়টি পরিষ্কার না হলে এবং খুবই জরুরী মনে হলে ০১৭১৮০৭৫৯০৩ নম্বরে কথা বলতে পারেন।
পেমেন্ট পদ্ধতিঃ রেজিষ্ট্রেশন করার সময়ই বিকাশের অনলাইন পেমেন্ট গেটওয়ে-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
23/09/2022
সব মাছের ইংরেজি নাম [All Fish Name in English and Bengali]
ইলিশ – HILSHA
কৈ মাছ – CLIMBING FISH
কাতল – CARP
কাঁকড়া – CRAB
চিংড়ি (গলদা) – LOBSTER
চিংড়ি (শলা) – PROWN
চিংড়ি মাছ – SHRIMP
চান্দা মাছ – MOON FISH
তিমি – WHALE
তারা মাছ – STAR FISH
পুঁটি মাছ – SMALL FRY
ফলুই মাছ – FLAT FISH
বাগদা চিংড়ি – SPRAWN
বোয়াল মাছ – TROUT
বাইন মাছ – EEL FISH
মাগুর মাছ – CAT FISH
মাছের ডিম – ROE
রুই – SALMON
শুটকি মাছ – DRY FISH
শিল মাছ – SEAL FISH
শিং মাছ – BARBEL
হাঙ্গর – SHARK
পাংগাস মাছ —-Pangasius Fish
টেংরা মাছ –—-Tengra Fish
রূপচাঁদা———-Rupchanda Fish
মাগুর মাছ ——Catfish Fish
মলা মাছ ——— Pale Carplet Fish
কৈ মাছ ———-Anabus Fish
শোল মাছ ———–Striped Snakehead Fish
কাই-কা মাছ ——–Kakila Fish
কাচকি মাছ ——–Corica Soborna Fish
তিমি মাছ———– Whale Fish
গজার মাছ ——–Giant Snakehead Fish
আইর মাছ ——–Long Whiskered Catfish
লাল চান্দা মাছ ——Glassy Fish
সরপুঁটি মাছ ———–Olive Fish
কার্ফু মাছ —————Carfu Fish
রয়না / মেনি মাছ ———-Meni Fish
বেলে / বইলা মাছ ———–Bele Fish
তেলাপিয়া মাছ ———-Tilapia
বাইন মাছ ———–Gring Fish
সিলভার কার্প ———Silver Carp Fish
টাকি মাছ ————Spotted Snakehead Fish
মিরকা মাছ ———–Trout Fish
ফলুই মাছ ———–Flat Fish
গাপ্পি মাছ ———–Guppy
ডলফিন————-Dolphin
বাটারফ্লাই মাছ——Butterfly Fish
তলোয়ার মাছ ———-Sword Fish
অ্যাঞ্জেল মাছ———– Angel Fish
কুইন অ্যাঞ্জেল মাছ ——–Queen Angel Fish
জেলি মাছ———– Jelly Fish
লায়ন মাছ——— Lion Fish
গোল্ড মাছ———— Gold Fish
💥 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️
ভর্তি হওয়ার লিংক➡️ https://10ms.io/leXLwE
ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁♂️
৩ মাস মেয়াদি এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র=
এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোর্স যেখানে এখন পর্যন্ত প্রায় ১ লাখের অধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। 🔥
23/09/2022
ফ্রি ই-বুকটি এখুনি ডাউনলোড করুন
Download Free E-Book On 500 Plus Important Vocabulary and Spoken English Sentence Knowledge Diary BD 0 Dear Learner hopes you are well. Today we will share an important e-book on Vocabulary and Spoken English Sentence which is totally free of cost for […]
23/09/2022
🍁 গুরুত্বপূর্ণ বিষয় .......এড়িয়ে যাবেন না!
মেয়ের বয়স পাঁচ মাস।শীতকাল তখন।উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকালের রোদ বাচ্চার জন্য খুব উপকারী। বাচ্চাকে রোদে শুইয়ে রাখল। হঠাৎই সেখানে আসল পাশের ঘরের রবিন। ইরার চাচা হয় রবিন।এসেই ইরাকে কোলে নিল।আদর করতে লাগল। হাসানোর চেষ্টা করল।কিছুক্ষণ পর সে ইরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মত করে ধরছে।
এতে যেন ইরা আরও খুশি হচ্ছে। ময়নাও দেখে হাসছে। মেয়ে হাসলে যেকোন মায়েরই ভালো লাগে।
ময়নারও ভালো লাগছে।
আর রবিন কেন!সবাই ই তো এভাবে খেলা করে বাচ্চাকে নিয়ে।
রবিন আবার ইরাকে আকাশের দিকে ছেড়ে দিল। ঠিকঠাক মত ক্যাচও ধরল।
🍁কিন্তু একি হল ??
ইরা হাসছে না। চোখ বন্ধ করে আছে। রবিন ভয় পেয়ে গেল।
ময়নাকে ডাক দিল।
ময়না দৌড়ে এসে ইরাবতীকে কোলে নিল ইরাকে।নানান নামে ডাকতে শুরু করল।হাত দিয়ে চোখ খুলার চেষ্টা করল।
কিন্তু না!ইরা চোখ খুলছে না।
চিৎকার করে কেঁদে উঠল ময়না।
বাড়ির সব মানুষ এসে ভীড় করল।
সবাই সাধ্যমতো চেষ্টা করল ইরাকে জাগানোর। কেউ ই পারল না।
উঠোনে শুয়ে গড়াগড়ি খেতে লাগল ময়না।
🍁তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ইরাকে। ইমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন ইরা মারা গেছে।
আর হাসবে না সে।
চিরদিনের জন্য তার হাসি বন্ধ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যায় ময়না।
একমাত্র মেয়েকে হারানোর ব্যাথা
সে নিতে পারছে না।
ঘরের পিছনে কবর দেওয়া হয় ইরাকে।
মাঝে মাঝেই রাতে পাগলের মত আচরণ করে ময়না। মেয়ের কবরের কাছে দৌড়ে চলে যায়। বিড়বিড় করে কথা বলে! ইরাকে ভুলতে পারছে না।
খাওয়া দাওয়া করছে না।
শুকিয়ে যাচ্ছে।অগত্যা ময়নাকে নিয়ে শহরে পাড়ি জমায় রাজিব।
🌷ঘটনার ব্যাখ্যাঃ-
বাচ্চাদের আকাশে তুলে আবার কোলে নিয়ে আমরা অনেক আনন্দ পাই।বাচ্চারাও পায়।
কিন্তু বাচ্চাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচিউর হতে অনেকদিন সময় লাগে।
খুব সহজেই সেগুলো আঘাতপ্রাপ্ত হতে পারে। ইরাকে যখন বারবার উপরে তোলা হচ্ছিল তখন গ্রাভিটির এগেইনস্টে তাকে বারবার উপরে তোলায় তার ব্রেইনের সাথে মাথার খুলির হাড়ের বারবার ধাক্কা লাগছিল।
যেহেতু তার ব্রেইন টাও নরম আর মাথার হাড়টাও নরম তাই হাড়ের সাথে বারবার ধাক্কা লেগে তার ব্রেইনের ধমনী ছিড়ে যায়।
ধমনী শিরাতে রক্ত চলাচল করে।
ব্রেইনের ধমনী ছিড়ে রক্তক্ষরণ শুরু হয় মাথার ভিতরে।
রক্তে থাকে গ্লুকোজ।
গ্লুকোজ না পেলে ব্রেইন ৪-৫ মিনিটের ভিতর মারা যায়।সাথে জীবন্ত মানুষটাও।রক্ত সব ধমনী দিয়ে বের হয়ে আল্টিমেটলি
ব্রেইন ডেথ হয় ছোট্ট ইরার।
🌷তাই এসব ব্যাপারে সঠিকভাবে জানতে হবে,সতর্ক হতে হবে, সামান্য একটি ভুলের কারণে আমরা আমাদের প্রিয়জনকে হারাতে পারি!!
সংগৃহীত
21/09/2022
বড় কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৈনিক সমাবেশ চলাকালে,,,