08/06/2023
এতদ্বারা শহীদ আবদুল আলী একাডেমির সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সারাদেশব্যাপী তীব্র তাপ প্রবাহের কারণে মাউশি কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুযায়ী আগামী ৮/৬/২০২৩ইং রোজ বৃহস্পতিবার বিদ্যালয় একদিন বন্ধ থাকবে। ৮/৬/২০২৩ তারিখের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সামষ্টিক মূল্যায়ণ এবং ৯ম ও ১০ম শ্রেণির অর্ধবার্ষিক (ইংরেজি ২য় পত্র) পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে, আগামী ১০/৬/২০২৩ রোজ শনিবার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সামষ্টিক মূল্যায়ণ পরীক্ষা নির্ধারিত সময়ে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধক্রমে নির্দেশ দেওয়া যাচ্ছে।
প্রধান শিক্ষক
শহীদ আবদুল আলী একাডেমি্।
রাঙ্গামাটি।
26/03/2023
একটা সময় প্রধানমন্ত্রীকে পর্যন্ত ভাই সম্বোধন করা যেত !!! এখন কি এমন হয়েছে যে স্যার না বললে জাত চলে যায় ?? প্রজাতন্ত্রের চাকররা জোর করে স্যার ডাক শোনার মধ্যে কি এমন মাহাত্ম পায় ??
25/03/2023
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।
28/02/2023
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা।
21/02/2023
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ এ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।
13/02/2023
শহীদ আবদুল আলী একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী এবং মরহুম হাজী আব্দুল বারি মাতব্বর স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি মাননীয় পুলিশ সুপার রাঙ্গামাটি, মাননীয় জেলা শিক্ষা অফিসার রাঙ্গামাটি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির মাননীয় সভাপতি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা হাজী মো: মুছা মাতব্বর মহোদয়। এতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, স্মৃতিবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদান এবং ২০২২ শিক্ষাবর্ষে সম্মিলিত মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী সদস্য জনাব মোঃ শাওয়াল উদ্দিনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
21/11/2022
রাংগামাটি'র ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ আব্দুল আলী একাডেমী - তে ৬ষ্ঠ-৯ম শ্রেণি পর্যন্ত অনলাইনে ভর্তি চলছে। আবেদনের শেষ তারিখ- ০৬.১২.২০২২ ইং।
ভর্তি সংক্রান্ত যোগাযোগ করুন - ০১৫৫৩১২০৩৪৮.
Send a message to learn more
20/09/2022
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এডুকেশন ২০২১-২০২২(২০২২ ব্যাচ ) এ ভর্তি বিজ্ঞপ্তি ৷
19/09/2022
#মাত্র_১০_মিনিটের_অনলাইন_প্রতিযোগিতা:
#প্রতিযোগিতার_বিষয়সমূহ।
নিচের লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে, আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২২, রাত ১২টা পর্যন্ত অনলাইনে।
https://quiz.sheikhrussel.gov.bd/
শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
গ্রুপ ক: ৮-১২ বছর
গ্রুপ খ: ১৩-১৮ বছর
নিবন্ধন:
২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর, ২০২২, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।
অনলাইন প্রতিযোগিতা:
গ্রুপ ক:: ৮-১২ বছর
৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
গ্রুপ খ:: ১৩-১৮ বছর
০১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
পুরস্কার:
গ্রুপ ক: ৮-১২ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
গ্রুপ খ:: ১৩-১৮ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
নিয়মাবলি:
কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
শেখ রাসেল কুইজ
২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর, ২০২২, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।
08/09/2022
২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার রুটিন ২০২২।
12/06/2022
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
27/04/2022
=>২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন.....!!
27/04/2022
২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী:
17/03/2022
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাত পোহালে শোনা যেতবঙ্গবন্ধু মরে নাই!যদি রাত পোহালে শোনা যেতবঙ্গবন্ধু মরে নাই!যদি রাজপথে আবার মিছিল হতোবঙ্গব...
16/03/2022
অ্যাসাইনমেন্ট স্থগিতকরণ সংক্রান্ত পরিপত্র:
15/03/2022
বহুদিন পর শিক্ষার্থীদের পদভারে মুখরিত শহীদ আবদুল আলী একাডেমি, ফিরে এলো প্রাণ, ফিরে এলো চাঞ্চল্য।
https://youtu.be/IO21rq2VxU0
প্রাত্যহিক সমাবেশ @ শহীদ আবদুল আলী একাডেমি, রাঙ্গামাটি।
বহুদিন পর শিক্ষার্থীদের পদভারে মুখরিত হলো স্কুল প্রাঙ্গণ, ফিরে এলো প্রাণচাঞ্চল্য।
11/03/2022
শিক্ষার্থীদের ২য় ডোজ টিকাদান সংক্রান্তঃ
08/03/2022
২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড দেয়া হলো। শিক্ষার্থীদেরকে ক্লাসরুটিন অনুযায়ী নির্ধারিত তারিখেই শ্রেণিশিক্ষকের নিকট অ্যাসাইনমেন্ট জমা দানের নির্দেশ দেয়া যাচ্ছে।
01/03/2022
চলে গেলেন পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ এম আব্দুল আলীর কনিষ্ঠ কন্যা আমাদের সবার প্রিয় নাজমা আক্তার লিলি আপা। 'ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন'। আমরা আবদুল আলী একাডেমি পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।
28/02/2022
২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড দেয়া হলো। শিক্ষার্থীদেরকে প্রত্যেক শ্রেণির কার্যদিবস অনুযায়ী অ্যাসাইনমেন্ট জমাদানের নির্দেশ দেয়া গেল।
27/02/2022
আমার প্রাণপ্রিয় কর্মস্থল শহীদ আব্দুল আলী একাডেমির ২৭/০২/২০২২ ইং তারিখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ।
23/02/2022
আজ ২৩/০২/২০২২খ্রিঃ। শহীদ আবদুল আলী একাডেমির শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশের কিছু স্থিরচিত্র।