
Faruk Academy
Academic and admission care for MATHEMATICS
Operating as usual


প্রিয় অনুজ,
আগামীকাল তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু বাংলা প্রথম পত্র দিয়ে,
প্রত্যেকে ভালভাবে এক্সাম দিও, প্রথম পরীক্ষা ভালো হলে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে, ফার্স্ট তিনটা কোশ্চেন ভালোভাবে সুন্দর হাতে লিখবে, কারণ প্রথম দিককার উত্তরেই টিচার বুঝে যায় স্টুডেন্টটা কেমন, কোন প্রশ্নের উত্তর ছেড়ে এসো না,,,
সামনের এক্সাম সায়েন্সের যেগুলো হবে এবং আইসিটি এগুলোতে যার যেখানে প্রবলেম এক্সাম এর আগে চলে আসবে অবশ্যই হেল্প করব,
খাতা দেয়ার পর ও এম আর ফ্রম ,রোল এবং রেজিস্ট্রেশন ভালোভাবে লিখবা,
সকলের প্রতি নিরন্তর শুভকামনা থাকলো
Omar faruk ( 01735264024)

আগামীকাল থেকে আমাদের এডমিশন ক্লাস শুরু হবে
ব্যাচ টাইম সকাল ৯টা ও ১১টা
Phone- 01735-264024


ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

Ssc 2022 students....

★একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত★
★যাঁরা SSC 22 পাস করছো তাদের কলেজে ভর্তি সম্পর্কিত কিছু তথ্য।
★৮ ডিসেম্বর হতে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু।।
★পর্যায়ক্রমে ৩ বার আবেদন করা যায়।
★আবেদন ফি ১৫০ টাকা।
★অনলাইনে আবেদন করতে হবে।
★সর্বনিম্ম ৫টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে হবে।(এর কম বেশি করা যাবে না)
★আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা থাকবে। ৫% বরাদ্দ থাকবে
★কলেজে ১ম পর্যায়ের আবেদন ৮ দিন স্থায়ী থাকে।।এই ৮ দিনের মধ্যেই আবেদন করতে হবে।
★যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে সেও এই ৮ দিনের ভিতর আবেদন করবে।।তবে তাদের 6-7 দিন পরে আবারো একটা আবেদন করতে হবে(ফলাফল চেঞ্জ হলে)
★১ম পর্যায়ে আবেদনের রেজাল্ট ১৫ দিন পরে দিবে।।
★১ম পর্যায়ে যাদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশন অপশন থাকবে সেটি 'Yes' করে ভর্তি হতে পারবে।।মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।
★১ম পর্যায়ে চান্স পেলে,রেজাল্টের ৭ দিনের ভিতর অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে।
★যাদের ১ম পর্যায়ে কলেজ আসবে না তারা ২য় পর্যায়ে আবার আবেদন করবে।।
★২য় পর্যায়ের রেজাল্ট আবেদনের ১দিন পরেই দিবে।।
★২য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
★২য় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তাঁরাও মাইগ্রেশন Yes করে ভর্তি হতে পারবে।
★যাঁরা ২য় পর্যায়েও চান্স পাবে না তাঁরা ৩য় পর্যায়ে আবারো আবেদন করবে।।।
★৩য় পর্যায়ের রেজাল্টও আবেদনের ১ দিন পরে দিবে।
★৩য় পর্যায়ে মাইগ্রেশন অপশন থাকবে না।
★৩য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
৩য় পর্যায়ে অনলাইনে কলেজ কনফার্ম করা শেষ হলে,১দিন পর থেকে কলেজে গিয়ে চান্সপ্রাপ্ত সবাইকে চূড়ান্ত ভর্তি হতে হবে।চূড়ান্ত ভর্তির তারিখ ৬ দিন থাকে।।এই ৬ দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র+ টাকা সহ কলেজে ভর্তি হয়ে আসতে হবে।
বি:দ্র:: অনলাইন ছাড়া সরাসরি কলেজে ভর্তির কোনো ব্যবস্থা নাই!!!!
ফর্মপূরণে সাহায্য করা হয়- 01735264024

***ব্রেকিং নিউজ***
একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন শুরু ৮ ডিসেম্বর থেকে, ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি!

🎤🎤মার্কশিট সহ যেভাবে এস এস সি রেজাল্ট দেখবেনঃ
১. প্রথমেই গুগলে যান। যেকোনো একটি ব্রাউজার থেকে গেলেই হবে। এরপর লিখুনঃ web result bd. এটি লিখে সার্স করার পর একেবারে প্রথমে যেই সাইটটি আসবে সেখানে ক্লিক করুন।
২. এরপর সেখানে যে তথ্যগুলো দিতে বলবে সেগুলো সঠিকভাবে প্রদান করুন। যেভাবে ডিটেইলস গুলো দিবেনঃ
★Examinationঃ SSC
★Year: (....)
★Board: (....)
★Result Type: Individual Result
★Roll: (....)
★Registration: (....)
এরপর সিকিউরিটি কি নামে একটা অপশন আসবে ওখানে যা লিখা থাকবে নিচের ঘরে যাস্ট লিখে দিবেন। তারপর Get Result e ক্লিক করলেই আপ্নার রেজাল্ট মার্কসিটসহ চলে আসবে।
📍📍📍এবার আসি SMS এস এম এস এ কিভাবে দেখবেনঃ
SSC লিখে স্পেস এরপর আপনার বোর্ডে এর প্রথম ৩ টি লেটার। যেমনঃ DHA. এরপর আপনার রোল লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে।
যেমনঃ SSC RAJ 120025
এরপর সেন্ড করবো 16222 নাম্বারে।
সবার আগে রেজাল্ট পেতে আমার এই আইডিতে এখনই ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়ে রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার জানিয়ে রাখুন। আর রেজাল্ট নিয়ে যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা মতামত। কোন কলেজে কিভাবে ভর্তি হবেন। কোন সাব্জেক্ট নিবেন ইত্যাদি যাবতীয় সহযোগিতা পেতে এখনই যুক্ত হন Faruk Academy গ্রুপে। আর সকল বন্ধুদের ইনভাইট করে দিন। এই গ্রুপ থেকে ইন্টারে ম্যাথ ক্লাস নেওয়া হবে। এবং প্রায় শতভাগ কমন উপযোগী সাজেশন পেয়ে যাবেন। একইসাথে এডমিশনেও সর্বোচ্চ সহযোগিতা আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। ধন্যবাদ সবাইকে।
Youtube:
Fb Page : Faruk Academy
মোঃ ওমর ফারুক
+880 1735-264024
01861132113
Founder: FARUK ACADEMY

🎤🎤🎤🎤 সুপ্রিয় শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকবৃন্দ
নিজেকে অন্যের থেকে একধাপ এগিয়ে রাখতে
ফারুক ম্যাথ একাডেমী সর্বদা আপনার পাশে,,,
👋👋👋 (SSC-22/HSC-24) এইচ এস সি প্রথম বর্ষের গণিত ক্লাস ইতোমধ্যেই শুরু হয়েছে,
যারা কলেজে ভর্তির পূর্বেই গণিত বইটি শেষ করে নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে দুটি সুপার অ্যাডভান্স ব্যাচ
(everyday- 9.30-11.00;11.00-12.30)
এছাড়াও অন্যান্য রেগুলার ব্যাচ এ ভর্তি চলছে,,
🕵️♂️🕵️♂️👁️👁️নিজেদের সুবিধা জনক ব্যাচ টাইম পেতে দ্রুত
আপনার আসনটি নিশ্চিত করুন,,
Online + offline উভয় ব্যাচে ভর্তি চলছে,,,
📲 01735264024 ; 01861132113
📍 মহিলা কলেজ সংলগ্ন গ্রেটার রোড মসজিদের ৫০ মিটার পশ্চিম পাশে, কাদিরগঞ্জ, রাজশাহী।

ভর্তি বিজ্ঞপ্তি:
ফারুক একাডেমিতে রি এডমিশন /2nd time admission batch এ অনলাইন ও অফলাইন উভয় ভাবেই ভর্তি চলছে,,
যোগাযোগ- 01735264024
01861132113
জরুরী ভিত্তিতে এক ব্যাগ
এ পজেটিভ (A+) blood প্রয়োজন
🌏Rajshahi
📲01737101790
অভিনন্দন বাঘিনীরা!
বাংলাদেশ (৩)
নেপাল (১)
কি লাভ ক্রিকেটের পেছনে এতো টাকা খরচ করে!
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বর্তমান সময়ে ইংরেজি সাজেশন করাটা কষ্টসাধ্য। বিশেষ করে রিটেন অংশের সাজেশন এখন আর আগের মতো দেওয়া যায় না। সবাই যেটা ভাবতে পারে না ঠিক সেরকম কিছু এক্সামে দিয়ে বসে থাকে। তার পরেও উপর আল্লাহর উপর ভরসা করে দিলাম বাকিটা আল্লাহ ভরসা।
Paragraph:
1. A book fair
2. Tree plantation
3. A school library
4. A school magazine
5. Load shedding
6. Traffic jam
7. Environment pollution ( Air, water)
8. Deforestation
9. Flood Affected
10. Price hike
11. Drug addiction
12. Covid 19 and dengue fever
13. Tree plantation
14. Mobile phone and internet
15. Food adulteration
16. Bangabandhu and Bangabandhu satellite 1
17. Padma brize
18. A winter morning at the tea shop
19. Importance of early rising
20. A steet accident
Dialog:
1. Necessity of washing hand
2. Importance of learning English and computer
3. Importance of reading newspaper
4. Use and abuse of internet / Facebook / or any social media / or watching TV.
5. Preparation for ssc exam
6. About aim in life
7. Computer club in your school
8. Bad effects of deforestation / or smoking
9. Eradicate illiteracy from our country
10. Physical exercise
E mail:
1. To do after ssc examination
2. Thanking show their hospitality
3. Congress of Out standing
4. Result how to improve english
5. During summer vacation
6. Importance of physical exercise
7. Thanking friend for the birthday present
8. Study tour from your school (picnic)
9. Congratulating him/ her for excellent result in the last ssc examination
10. About Bangladesh and her people
11. About progress studies or prize giving ceremony
CV writing:
1. Applying for the post of an Assistant Teacher
2. Applying for the post of a computer operator
3. Prayer for the post of a junior officer / or senior
4. Prayer for the post of an Medical representative
5. Applying for the post of an Accounts officer
6. Applying for the post of an sales officer
7. Prayer for the post of a computer programmer / or IT
8. Prayer for the post of an public relation officer
9. Prayer for the post of a salesman
10. Prayer for the post of a office assistant
Application:
1. A study tour.
2. Financial help
3. Seat in a school hostel
4. Relief goods
5. Half holiday
6. Leave of absence
7. T.c
8. For debating / computer club or common room
9. A canteen
10. Facilities (online classroom, multimedia classroom)
11. Testimonail
12. Birthday gift
Complaine letter:
1. Insufficient water supply
2. Electricity supply
3. Irregular train survice
4. Railway facilities including
5. Damaged goods
6. Mosquito means in your area
7. Reading defective goods
8. Resolve antisocial activities
9. Taking against extortionists
10.Irregular delivery of letter
Notice:
1. Model test routine published
2. Collect their ssc admit card
3. Cultural function
4. 102th birthday father nation (Bangabandhu)
5. Annual study tour
6. About test exam routine
7. Perents teachers meeting
8. About the closure of school form 5 April 2022 to 5 may 2022 for Ramadan
উল্যেখ্যঃ এবছর নোটিশ আসার সম্ভাবনাই প্রবল 💪
পরিশেষে একটা কথা মাথায় রাখবা সাম্প্রতিক দিকগুলো ভালো করে লক্ষ রাখবা। যেমন পদ্মা সেতু, বজ্ঞবন্ধু সেটেলাইট, করোনা, ডেংগু, রোড এক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের উর্ধগতি ইত্যাদি। আর একটি বিষয় হচ্ছে সাজেশন এর টপিক সেইম থেকে প্রশ্নের ধরণ ভিন্ন হতে পারে। অর্থাৎ সাজেশন পেরাগ্রাফ এর থিম লেটার বা ডায়লগ এ আসতে পারে। আবার ই মেইল লেটারে আসতে পারে। এরকম হতেই পারে। তাই যেটাই পড়বা ভালো করে পড়বা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।
MD ALIF SARDER
CSE (CU)
FOUNDER: MATH MILITANT
A TEACHER AND WRITER
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ex student faruk academy
কিছু কথাঃ
দ্রুত আমাদেরকে ১০০০০ এর মাইলফলক স্পর্শ করতে হবে। Math militant + faruk academyগ্রুপটা বেশি বেশি ইনভাইট করো সবাই। ধন্যবাদ সবাইকে।
আমার ফেসবুকে ভিডিও আপলোড করতে প্রবলেম হচ্ছে।
গ্যালারিতে ভিডিও আছে কিন্তু পোস্ট করতে গেলে সেই ভিডিও থাকছে না,
অভিজ্ঞরা দ্রুত জানাবেন প্লিজ

HSC-21 : Agri
কৃষি গুচ্ছের ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rajshahi