Ahmedpur M H High School SSC batch 2k23

Ahmedpur M H High School SSC batch 2k23

Comments

মায়া 🖤

SSC 2023. All students.

Operating as usual

28/06/2023

মানুষ চেনার উপায় 🙂😅

Photos from আহমেদপুর এম.এইচ উচ্চ বিদ্যালয়'s post 29/04/2023

Photos from আহমেদপুর এম.এইচ উচ্চ বিদ্যালয়'s post

29/04/2023

আসআলামু আলাইকুম...
আপনারা সবাই জানেন যে আগামীকাল থেকে SSC পরীক্ষা শুরু হতে যাচ্ছে.... 😪
তো আমিও একজন SSC পরীক্ষার্থী.. সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের বিদ্যালয়ের সকল পরীক্ষার্থীর জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো একটি রেজাল্ট বয়ে আনতে পারি.... 🙂🤲🤲
AhmeAhmedpur M H High School SSC batch 2k23 HiAhmedpur M H High School SSC batch 2k23hAhmedpur M H High School SSC batch 2k23oAhmedpur M H High School SSC batch 2k23 Ahmedpur M H High School SSC batch 2k23cAhmedpur M H High School SSC batch 2k233Ahmedpur M H High School SSC batch 2k23

28/04/2023

পোলাপান আর একদিন
রেডি তো সব,,,,

06/04/2023

is better than nothing 🤗🤗🤗
তোমার যা আছে, তাই নিয়ে সন্তুষ্ট থাকো।
#তু ষা র

Photos from Ahmedpur M H High School SSC batch 2k23's post 25/03/2023

বলা হয় জীবনের আরেক নাম পরীক্ষা
তবে কেন, প্রতিটি পরীক্ষায় কিছু না কিছু ত্যাগ থাকে।
প্রায়শই স্বপ্ন ভাঙায় ছিন্নভিন্ন হয়ে যায় সেই সমস্ত মানুষ
যারা জীবনের সত্য সম্পর্কে অজ্ঞাত।
চোখের কি দোষ, যে স্বপ্ন দেখায়
এটি শুধুমাত্র একটি নিরীহ হৃদয়ের চিত্র, একটি পরিচয়।

Photos from Ahmedpur M H High School SSC batch 2k23's post 25/03/2023

আর হবে না লাস্ট বেঞ্চে বসা... 😥😥

দোয়া করি পুরান যেন হয় সবার মনের আশা 🥰🥰

20/03/2023

🫣

19/03/2023

আগামীকাল, অতিরিক্ত দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে সকাল ১০ টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হলো

আদেশক্রমে
স্কুল কর্তৃপক্ষ

18/03/2023

স্মৃতি ছোয়া লাগানো অপেক্ষা

12/03/2023

'(বোখারি, হাদিস : ১৭৩২)। মহানবী (সা.) আরও বলেন, 'যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। ' (মুসলিম,)

একটু শেয়ার করবেন।

05/03/2023

Let's go

21/02/2023
Photos from Ahmedpur M H High School SSC batch 2k23's post 20/02/2023

we are ready pola pain🫣🤗

20/02/2023

আহমেদপুর এম এইচ উচ্চ বিদ্যালয়ের
Ex- 10 এর সকল শিক্ষাথিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে।
আজ সেসন ও বেতন নিয়ে আসবে

আদেশক্রমে
আমাদের প্রিয় শিক্ষক
শাহা্আলম স্যার

Photos from Ahmedpur M H High School SSC batch 2k23's post 15/02/2023

শেষ ভালো যার সব ভালো তার। 🥀

02/02/2023

🔴 ১ বছরের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায় পাশ করতে পারেনি...।

🔴১ মাসের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে তার বেতন পায়নি....।

🔴১ সপ্তাহের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে হাসপাতালে ভর্তি ছিল...।

🔴১ দিনের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে রোজা রেখেছিল...।

🔴১ ঘন্টার মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে প্রিয়জনের অপেক্ষায় ছিল...।

🔴১ মিনিটের মূল্য বুঝতে চান?
--তাকে জিজ্ঞেস করুন, যে এক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল..।

"" প্রতিটা মুহুর্ত খুব মূল্যবান...
গতকাল ইতিহাস..
আগামীকাল অজানা..
কিন্তু আজকের দিনটা আমাদের জন্য উপহার..।
আর একেই বলে বর্তমান...।
এই বর্তমানকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে, তাহলে জীবনে সাফল্য ধরা দিবে""। ইনশা-আল্লাহ 🌼🌸

@এক অসহায় 🤗

Photos from Ahmedpur M H High School SSC batch 2k23's post 17/01/2023

আলহামদুলিল্লাহ, অবশেষে টানটান উত্তেজনার পরে, জয় কে ছিনিয়ে এনেছে, শুভকামনা প্রিয় দল । শুধু জয়ের উল্লাসে নয়, জয়ের আগে যেন কান্নার নদী বয়ে গিয়েছিল।
শেষ ভালো যার সব ভালো তার। Finally upazila champion.

16/01/2023

ইচ্ছা থাকলে উপায় হয় 🫡কথা যে সত্য তা আজ প্রমান করে দিল, আমাদের তরুণ ক্রিকেটাররা, ১১ জনের মধ্যে ৯ জনেই আজ প্রথম অভিষেক হলো। নতুন একটি অভিজ্ঞতা অর্জন করল কাঠের বল দিয়ে খেলে। তারা যেন থেমে থাকেনি। জেগে উঠেছে তাদের উজ্জ্বল লক্ষে। স্থির করে রাখতে পারে নাই হাজার প্রচেষ্টার পরেও। তারা যেন জেগে উঠেছে অদম্য শক্তিতে। তাইতো পরপর দুই দুটি ম্যাচে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করল। অভিনন্দন, জ্বলে ওঠা উজ্জ্বল তাঁরা দের। 🥀🥀

13/01/2023

শোক সংবাদ,

আমাদের স্কুল যার নামে
👉এম এইচ (মোজাম্মেল হক) তিনি আর নেই😢

বড়াই গ্রাম ও গুরুদাসপুরের সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন,
আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচু মাকাম দান করেন।আমিন

12/01/2023

"গ" শাখা
যেমন শিক্ষাক
তেমন ছাত্র

29/12/2022

🥺😔

26/12/2022

স্বপ্ন পূরণ এর প্রথম ধাপ 🥰❤️

26/12/2022

............

24/12/2022

যে লক্ষ্য ও উদ্দেশে পৌঁছতে চায়,তাকে হাজার ষড়যন্ত্র এবং চেষ্টা করেও দমিয়ে রাখা যায় না।চেষ্টা আপনার, সফল করার দায়িত্ব মহান আল্লাহর।

23/11/2022

-নিউটন পড়তেন, মােমবাতির আলােয়।😳😳

-ঈশ্বরচন্দ্র পড়তেন, ল্যাম্প পােষ্টের আলােয়৷🥸

-শেক্সপিয়ার পড়তেন মশালের আলােয়।🤦‍♂️🤦‍♂️

-প্রশ্ন হলাে তারা দিনের আলােয় করতােটা কি?”🤔🤔

02/11/2022
31/10/2022

সৃজনশীল প্রশ্ন লেখার জন্য কিছু নির্দেশনাঃ

আমরা অনেকে অনেক বিষয় জেনেও পরীক্ষায় কম নম্বর পাই শুধু কিছু সাধারন ভুলের কারনে।
সৃজনশীল লেখার ক্ষেত্রে একটু সতর্ক হলেই আমরা এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠেতে পারবো।

>জ্ঞানমূলক

সম্পূর্ণ স্মৃতিনির্ভর উত্তর দিতে হয়। কে, কাকে, কখন, কী, কোথায়, কয়টি, কাকে বলে সাধারণত এই জাতীয় প্রশ্নের উত্তর করতে হয়।
এক কথায় সংক্ষিপ্ত উত্তর দিতে হবে।

>অনুধাবনমূলক

টেক্সটি আদৌ বুঝেছ কি না সেটা বোঝার জন্য অনুধাবনমূলক প্রশ্ন করা হয়। কী বুঝানো হয়েছে? কেন বলা হয়েছে? কাকে বলা হয়েছে?--এ জাতীয় প্রশ্নের উত্তর করতে হয়।
এখানেও নিজের মতামত এর সুযোগ নেই। পাঠ্য বইতে যা উল্লেখ আছে তারই ব্যাখ্যা করতে হবে।
এই প্রশ্নটির উত্তর দুই প্যারা করে দিতে হয়। প্রথম প্যারাটি এক লাইনের এবং পরবর্তী প্যারাটি প্রশ্ন অনুসারে ৩-৫ লাইনের হতে পারে।
>প্রয়োগমূলক

সাদৃশ/বৈসাদৃশ্য নির্ণয়।
অর্থাৎ টেক্সটের বাইরের উদ্দীপকের সঙ্গে তোমার টেক্সট রিডিং এর মধ্যে এক ধরনের সম্পর্ক স্থাপন করতে হবে।উদ্দীপকে কি বলা হয়েছে এবং তোমার টেক্সটে কি বলা হয়েছে তা নিয়ে আলোচনা করতে হবে।
উভয়ের ব্যাখ্যা উল্লেখ করে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বোঝাতে হবে।

>উচ্চতর মানসিক দক্ষতা

উদ্দীপকের আলোকে তোমার পড়া পাঠ্য সম্পর্কে মতামত দিতে হবে। এবং বিষদভাবে ব্যাখ্যা করতে হবে।
নিজের মতামতের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে।
সাভাবিকভাবেই, যেহেতু এটি ৪ নম্বরের প্রশ্ন তাই সবকিছুর ব্যাখ্যা একটু বড় করে লিখতে হবে।

তোমাদের মধ্যে অধিকাংশই শেষের এই দুটি প্রশ্ন এক করে ফেলো। একটার উত্তর আর একটাতে দিয়ে দাও।
আশাকরি মুল পরীক্ষায় আমরা এই ভুলগুলো করবো না।

আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভ কামনা।

তুষার m.h high school ssc batch 2k23.....

23/10/2022

_Sir: সবসময় মানুষের উপকার করবে,🙂

_Me: পরীক্ষার সময় আপনার এই মানবতা কই থাকে😐🌚✌🏻

12/10/2022

স্কুল লাইফ মানে😍
ফ্রেন্ড এর ব্যাগ দিয়ে টেবিল মুছা🤓,

স্কুল লাইফ মানে😍
বেস্ট ফ্রেন্ড এর জন্য সিট রাখা🙃,

স্কুল লাইফ মানে😍
বেঞ্চের উপর প্রত্যেকের নাম লেখা😆,

স্কুল লাইফ মানে😍
ব্যাক সিটে বসে আড্ডা দেওয়া 😜,

স্কুল লাইফ মানে😍
সব স্যার এর একটা করে নাম রাখা😂,

স্কুল লাইফ মানে😍
কোনো ছেলের সাথে বেশি মিশলে,
ওই ছেলের নাম দরে পছানো ফুলটাইম😁,

স্কুল লাইফ মানে😍
সামনের সিটে না বসে পিছনে গিয়ে বসা😎

স্কুল লাইফ মানে😍
ফ্রেন্ড দের সাথে মারামারি করা,আবার কিছুক্ষন পর সব ভুলে যাওয়া😅,

স্কুল লাইফ মানে😍
কেউ স্কুলে না আসলে, তারে বাড়িতে গিয়ে দরে নিয়ে আসা😂,

স্কুল লাইফ মানে😍
নানা অজুহাতে স্কুলে না যাওয়া😉,

স্কুল লাইফ মানে😍
এক প্যাকেট চানাচুর একটু একটু করে সবাই মিলে খাওয়া😋😋,

স্কুল লাইফ মানে😍
শুধু চিন্তা করা কবে উপরের ক্লাসে উঠবো 😖

স্কুল লাইফ মানে😍
ভালোবাসার এক নাম💜💜,,
এই দিন গুলাকেই প্রতিটি মুহুর্তে অনেক অনেক miss করব,,,,😔

05/10/2022

আজ ৫ অক্টোবর ২০২২ "বিশ্ব শিক্ষক দিবস"।
বিশ্বের সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং স্পেশালি আমার সকল শিক্ষকদের কে শ্রদ্ধা,ভক্তি এবং ভালবাসায় স্মরণ করছি।

05/10/2022

আজকের কবিতা :-শিক্ষক দিবস

এই জীবনের গুরু , শিক্ষাগুরু ।।
অমূল্য কারিগর হয় ।।
শিক্ষকের কাছে সবাই সমান,
কেউ পর নয় ।।

শিক্ষক ছড়ায় জ্ঞানের আলো,
শিক্ষক মহান হয় ।।
শিক্ষকের দেখানো পথে যদি চলে মন,
বিদ্যার্থীর হয় জয় ।।

শিশুর জন্ম থেকেই,
বাবা-মার কাছে,
শিক্ষার শুরু হয় ।।
স্কুল শিক্ষক, জ্ঞানের গুরু,
তবে ,তাদের আগে নয় ।।

সময়ের থেকে বড় শিক্ষক,
এই পৃথিবীতে কেউ নয় ।।
তাই সময়ে, সময়ে, সবার জীবনে,
শিক্ষকের উদয় হয় ।।

শিক্ষার কোন নেই কো শেষ ,
শিক্ষা লজ্জা নয় ।।
সব বয়সেই শিক্ষা সমতুল্য,
যদি শিক্ষক ভালো হয় ।।

শিক্ষকের শান্তি শিক্ষা দানে,
বেতন দামী নয় ।।
বিদ্যার্থী যদি হয় মনোযোগী,
শিক্ষা পূর্ণ হয় ।।

ওই বেতের ছড়ি, ডাস্টার , ব্ল্যাকবোর্ড,
স্মৃতি হয়ে শুধু রয় ।।
স্নেহ, ভালোবাসার কড়া শাসনে,
জীবন পূর্ণ হয় ।।

শিক্ষক এর শিক্ষায় বিকশিত প্রাণ,
অমানুষ, মানুষ হয় ।

কি করে ভুলিবো শিক্ষকের অবদান ?
শিক্ষার নেই ক্ষয় ।।
মৃত্যুকালে শিক্ষাই সাথে যায় ।।
সব কিছু পড়ে রয় ।।

হে মানুষ গড়ার কারিগর শিক্ষক,
আপনার হোক জয় ।।
আজ শিক্ষক দিবসে জানাই সালাম,
হৃদয়ে শ্রদ্ধা দিয়ে।।

আমার এই জীবনের সমস্ত শিক্ষককে জানাই আমার সালাম ।। সুস্থ থাকুন ,ভালো থাকুন ।।


নিউটনের আপেল চোর

Photos from Ahmedpur M H High School SSC batch 2k23's post 01/10/2022

🫣🫣

28/09/2022

আসসালামু আলাইকুম , আম জনতা # admin o batch 2k23 সকল কে বলছি এই পেজে আমরা কোন আপত্তি কর পোস্ট করব না। আমাদের যত কমেন্টর্স করা দরকার সব পোস্ট ও কমেন্ট করবো আমারের প্রাভেট গ্রুপে।

12/09/2022

কবিতাটির করিও যত্ন,
সাদমান ভাই যে
আমাদের রত্ন

10/09/2022
07/09/2022

স্যার বলে, "পাগলেও নিজের ভালো বুঝে "।
কিন্তু আমরা তো পাগল না 😁😁

admin post #

03/09/2022

~আজ শনিবার 🫡🫡
প্রাচীন কালে আমরা বিদ্যালয়ে যেতাম☺️🤭

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

একসাথে চরম মজা করলাম
গতকাল,  বৃষ্টিতে যখন আমরা আটকা পরি।
😆😆😆😆
এক হালি

Location

Category

Telephone

Website

Address

Rajshahi
Other Schools in Rajshahi (show all)
Rajshahi B. B. Hindu Academy Rajshahi B. B. Hindu Academy
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100

One of the best school in this subcontinent since 1898.

Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী
Madarigonj Bagmara
Rajshahi, 6440

Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School

Ranihati ML High School Ranihati ML High School
Ranihati, Rajshahi, Rajshahi
Rajshahi, 6300

Ranihati ML High School, Shibganj, Chapainawabganj

Arabic Learning Centre BD Arabic Learning Centre BD
Kajla
Rajshahi, 6500

Many people of Bangladesh want to learn Arabic Language but they don't get any suitable platform. Th

Konabaria High School, Konabaria, Bagmara, Rajshahi Konabaria High School, Konabaria, Bagmara, Rajshahi
Konabaria, Bagmara
Rajshahi, 6251

Konabaria High School, Bagmara, Rajshahi

Nourish Kindergarten Nourish Kindergarten
Kazihata, Rajpara
Rajshahi, 6000

A kindergarten school for children

English With Konaa English With Konaa
Rajshahi

English Learning Platform.

জামিয়া কওমিয়া মহিলা মাদরাসা রাজশাহী জামিয়া কওমিয়া মহিলা মাদরাসা রাজশাহী
Jamalpur, Padma Abashik, Boalia
Rajshahi, 6000,6100,6203

জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশা

RUETien TUTOR RUETien TUTOR
RAJSHAHI
Rajshahi

to built the nation effective.

Godagari River View Semi-English Medium School Godagari River View Semi-English Medium School
Godagari Thana More
Rajshahi, 6290

নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা
Rajshahi
Rajshahi, 6213

ইলম ও আমলের অনুশীলনে নির্ভরযোগ্য আদর?