সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Manaratul Iman Academy-MIA
Nearby schools & colleges
Dharkeynley
Main Road
Factory Road, Kyaukse
San Jose
අම්/සේනාගම මහා විද්යාලය
Avenida Max Bloch Arzobispado Colonia Médica, San Salvador
Bargarh JANDOL
Magrota Jhoke Leghari, Taunsa
.
Siddhirganj, Narayanganj
Canal Road
Nickel Drive
Baliadangi
কুরআন, আকীদা, ফিক্বহ ও আরবী ভাষা শিক্ষার একটি সৃজনশীল অনলাইনভিত্তিক মাদরাসা।
Operating as usual
اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعفَافَ، والغنَى
অর্থ: হে আল্লাহ আমি আপনার কাছে চাই হেদায়েত ও তাকওয়া এবং পবিত্রতা ও প্রাচুর্য। আমীন
إنا لله وإنا إليه راجعون
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
মানুষের পরিবর্তন ও সংশোধননের সূচনাটা হয় তার অন্তরাত্মা থেকে। এরপর সে অগ্রসর হয় পরিপূর্ণ পরিশুদ্ধতার পথে।
বিখ্যাত ছাহবী আব্দুর রহমান ইবনে আউফ রাঃ বলেন, আমাকে একদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমার গায়ে এই হলুদ রং কিসের ? আমি বললাম বিয়ে করেছি ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন তো স্ত্রীকে কী দিয়েছো? আমি বললাম খেজুর দানা পরিমাণ স্বর্ণ। রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: একটি ছাগল দিয়ে হলেও তুমি ওলিমা করো।
সুবহানাল্লাহ! বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীদের মাঝে কতই না মধুর সম্পর্ক ছিল !
ফজর নামাজের পর যা করব তাতেই বরকত:
কাজ করলে কাজে বরকত,
পড়ালেখা করলে পড়ালেখায় বরকত,
আমল করলে আমলে বরকত,
আর যদি ঘুমাই ও অলসতা করি তাহলে ঘুম ও অলসতাতেই বরকত হবে। জীবনটা ব্যর্থ হবে।
তাই চলুন যত কষ্টই হোক ফজর নামাজের পরের ঘুমটা পরিত্যাগ করি।
নতুন চাঁদ দেখার দোয়া,
اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام
শেষ হয়ে গেল 1445 হিজরী,
স্বাগতম
1️⃣4️⃣4️⃣6️⃣
হিজরী।
একটা প্রশ্নোত্তর পর্ব হয়ে যাক।
আজ 1445 হিজরী সনের শেষ দিন ; বলুন তো 1446 হিজরী সন আজ কখন থেকে শুরু হবে ?
আপনারা কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা ?
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো দুইজন: একজন হলো ঐ ব্যক্তি যে কোরআন শেখায়, আরেকজন হলো যে কোরআন শিখে। অর্থাৎ কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র; এই দুজনই পৃথিবীর সবচেয়ে দামী ও শ্রেষ্ঠ মানুষ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:( خيركم من تعلَّم القرآن وعلَّمه)
অর্থাৎ (তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কোরআন শেখে এবং তা শিক্ষা দেয়।)
সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে কোরআন শেখা এবং শেখানোর তাউফীক দান করেন এবং এই বিশাল মর্যাদা লাভ করার তাউফীক দান করেন।
আমীন
مَنْ صلَّى عليَّ صلاَةً، صلَّى اللَّه علَيّهِ بِهَا عشْرًا
সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম
যারা উত্তরা ও এর আশপাশে আছেন তাদেরকে একটি সুসংবাদ দিতে চাই।
আলহামদুলিল্লাহ, আমরা বোনদের জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও নাজেরা ও হিফজুল কোরআনের একটি সুন্দর ব্যবস্থা করেছি। উতরার 13নং সেক্টরে উন্নত মনোরম ঘরোয়া পরিবেশে আমরা এই ব্যবস্থাটি করেছি।
আমাদের আছে
----------------------
#দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হাফেজা শিক্ষিকা।
#আছে 100% শরয়ী পর্দার নিশ্চিদ্র ব্যবস্থা।
#সম্পূর্ণ অনাবাসিক সিস্টেম।
#🕥সকাল,বিকাল ও সন্ধ্যা, এই তিন টাইম অথবা যেকোন এক বা দুই টাইম পড়ার ব্যবস্থা।
☎️যোগাযোগ
+8801799818308
বিঃ দ্রঃ
ঘরোয়া পরিবেশে আমরা এই ব্যবস্থা করেছি। তাই বিভিন্ন কারনে ঠিকানা দিই নি। আমরা সাইনবোর্ডও করি নি। যারা ইচ্ছুক তারা মেহেরবানি করে উক্ত নম্বরে যোগাযোগ করে প্রথমে আমাদের হিফজখানাটি সরেজমিন ভিজিট করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এবং পছন্দ হলে তারপর ছাত্রীকে নিয়ে আসবন।
وَ لَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّکِرٍ ﴿۱۷﴾
অবশ্যই আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। আছে কি কোন উপদেশ গ্রহণকারী ?
হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারি ইলেম, উত্তম (হালাল) রিযিক ও মাকবুল আমল প্রার্থনা করি।
نِعْمَتَانِ مَغْبُونٌ فيهما كثيرٌ من الناس: الصحةُ، والفراغُ
সুস্থ্যতা ও অবসর এমন দুটি নেয়ামত, যাতে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত।
ঈদ মোবারক
এই ঈদকে আল্লাহ আমাদের সবার জন্য রহমত,বরকত, নাজাত ও মুক্তির উসিলা বানিয়ে দিন।
উবাই ইবনে কাআব রাঃ বলেন রামাদানের 27 রোজার রাত্রিটাই লাইলাতুল কদর। আর এর আলামত হলো সেদিন সকালের সূর্যটা খুব প্রখর হয়ে উদিত হবে না।
#মুসলিম শরীফ
আরো কয়েকজন সাহাবী থেকে এরকম আরো কয়েকটা বর্ণনা থেকে বোঝা যায় 27 শে রামাদানের রাত্রিটা লাইলাতুল কদর।
লাইলাতুল কদর সংশ্লিষ্ট সমস্ত বর্ণনার আলোকে উলামায়ে কেরামের অনেকগুলো মতামত এসেছে। তার মধ্যে বিশুদ্ধতর মত হলো রামাদানের শেষ দশকের যেকোন বেজোড় (21,23,25,27,29 এর ) রাতে লাইলাতুল কদর হতে পারে। তবে 27শে রামাদানের রাত্রিতে সেটার সম্ভাবনা বেশি। ।
আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর লাভ করার তাউফীক দান করেন।
রামাদান খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। কতটুকু পেরেছি তাকওয়া অর্জন করতে। আজকে 25 শে রামাদানের বেজোড় রাত। লাইলাতুল কদরের সম্ভাবনা ও আমাদের জন্য আরেকটি সুযোগ। আলহামদুলিল্লাহ
مَن قَامَ لَيْلَةَ القَدْرِ إيمَانًا واحْتِسَابًا، غُفِرَ له ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ
যে নেকনিয়ত ও পূর্ণ বিশ্বাস নিয়ে লাইলাতুল কদরে ইবাদত করবে, তার অতীতে যত গুনাহ আছে সব ক্ষমা করে দেয়া হবে। #বুখারী
আয়েশা( রাঃ)বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রামাদানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো।
একটি ছোট্ট দোয়া, কিন্তু হতে পারে আমার জাহান্নাম থেকে মুক্তির উপায়।
اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور أبصارنا
হে আল্লাহ, কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত ও চোখের জ্যোতি বানিয়ে দিন।
আমীন
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرآنَ وَ عَلَّمَهُ
তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং শেখায়।
(বুখারী শরীফ)
তিলাওয়াতের নিয়তে কেউ একবার (الم) পড়ল। তার আমলনামায় অন্তত(আলিফে10, লামে10, মীমে10 এই মোট) 30টি নেকি সাথে সাথেই লেখা হয়ে যাবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Uttara
Rajshahi Division
DHAKA
3300 Triumph Boulevard Suite 100\
Rajshahi Division, 84043
The New York Institute of Art and Design is a fast, affordable way to pursue a creative career with licensed online courses.
Manonyane, 2nd Floor , Room 17
Rajshahi Division
Coding Institute for job training, we offer the following courses, Java , Python, Web Development, Data Science and SQL. Entry requirements: LGCSE Certificate Duration: 6months Fee: from M350 p/m We offer internships and real world projects
Rajshahi Division
Welcome to the Official page of the SANHS- Supreme Secondary Learner Government.
Río Pánuco 118
Rajshahi Division
Te vamos a ayudar a cumplir tus metas. Termina tu preparatoria en línea y en solo 3 meses 👩🏻💻🎓