২ মে মাধ্যমিক ও
৮ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে
𝐺𝑂𝐴𝐿𝑃𝐴𝑅𝐴 𝐻𝐼𝐺𝐻 𝑆𝐶𝐻𝑂𝑂𝐿 -𝐻.𝑆
Nearby schools & colleges
Chawalgam Kulgam
Rabhapara Monglagaon
Pandaria Road Jabalpur Highway Dist Mungeli C G
Urbanización Primavera
Moosa Khera/Chandpura Road
P.O.BOX461-70200
Near Block Development Office Wavoora
এটা Official page নয়।এই পেজ টি শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করা জন্য করা হয়ছে।
Operating as usual
উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৪ এর রুটিন ( পরিবর্তিত সময় অনুযায়ী: সকাল ৯.৪৫ থেকে দুপুর ১ টা পর্যন্ত)
মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক নোটিফিকেশন অনুযায়ী পরিবর্তিত সময়ে ( 9.45 a.m.- 1 p.m.) মাধ্যমিক পরীক্ষা -২০২৪ এর রুটিন।
২০২৪ এর সামেটিভ পরীক্ষার সূচী।
২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
আজ জাতীয় শিক্ষা দিবস
****************************************
আজ ১১ ই নভেম্বর, জাতীয় শিক্ষা দিবস (National Education Day)। প্রতিবছর ১১ ই নভেম্বর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবদুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে এই দিবসটি পালন করা হয়। ২০০৮ সালে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জাতীয় শিক্ষা দিবস পালনের কথা ঘোষণা করে।
শুভ জন্মদিন বাংলার মহাপুরুষ ঊনবিংশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার বর্ণপরিচয়ের জনক ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়।🙏
💐💐💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐❤️💙🙏
#তুমি_না_থাকলে,
👇
#বর্ণপরিচয় 👉 পরিচিত হতো না!
#বিধবাবিবাহ 👉 চালু হত না!
#বাল্যবিবাহ 👉 বন্ধ হত না!
#নারী_শিক্ষা 👉 আজও হত না!
দয়ার সাগর কি জানাই হত না।
মাতৃভক্তি-র অর্থ বোঝা হত না।
তুমি বাঙালির হৃদয়ে আছো।
ভাঙিবে কে ?
"তুমি যে দয়ার সাগর,
তুমি যে বিদ্যাসাগর।"
আমাদের আশার আলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবসে শতকোটি প্রণাম।🙏🙏🙏 #𝐈𝐬𝐡𝐰𝐚𝐫𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐕𝐢𝐝𝐲𝐚𝐬𝐚𝐠𝐚𝐫𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫
প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য
📣এতদ্বারা গ্রুপ এর একাদশ ও দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্রছাত্রী'দের জানানো হচ্ছে যে, 'SWAMI VIVEKANANDA MERIT-CUM-MEANS SCHOLERSHIP, 2023-24' আবেদনের জন্য 12/07/2023 তারিখ থেকে পোর্টাল খোলা হয়েছে৷
যে সমস্ত একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% *নম্বর পেয়ে নতুন আবেদন করবে, এবং দ্বাদশ শ্রেণির যে সমস্ত* ছাত্রছাত্রীরা তাদের আবেদন Renewal করবে, তাদের দেওয়া হচ্ছে যে তারা যেন এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করো।
মনে রাখবে, যারা এই 'স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস্ স্কলারশিপ ২০২৩-২৪' এর জন্য আবেদন করবে, তারা ঐ একই সময়ে অন্য কোন স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না৷
👉আবেদন এবং renewal এর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন—
1. Marksheet of MP/Equivalent Exam
2. Photo copy of admission receipt.
3. Copy of 1" page of Bank Account (self attested) cancelled cheque (bank account
must be active/running).
4. One passport size photo (duly signed by the applicant)
5. Declaration of HOI
6. Ration Card
মাধ্যমিকের স্ক্রুটিনি যারা করেছিল তাদের পুনরায় রেজাল্ট আগামী ৩০/০৬/২০২৩ বৈকাল ৪ টা ঘোষণা করা হবে
ফিরে দেখা।
👀👀👀👀👀👀
আজকের দিনে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের "বর্ণপরিচয়"এর দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল।
১৮৫৫ সালের ১৩ই এপ্রিল বিদ্যাসাগর মহাশয়ের প্রাথমিক স্তরের শিশুশিক্ষা পুস্তক বর্ণপরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয়। বিজ্ঞানসম্মত ভাবে বাংলা ভাষায় রচিত শিশুশিক্ষার প্রথম বই। এরপর ঐ একই বছরে ১৮৫৫ সালে ১৪ই জুন প্রকাশিত হয় বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ।
এই ভাগে সংযুক্ত বর্ণের ব্যবহার ও তার দ্বারা শব্দ এবং বাক্য গঠন, অঙ্কে ও কথায় সংখ্যা গণনা, ফলাযোগে নানা শব্দসৃষ্টি এবং উপদেশসহ সংক্ষেপে নানা রচনার বর্ণনার
সহিত মোট দশটি পাঠ্য তালিকা আছে।
উল্লেখ্য বর্ণপরিচয়ের প্রথম ভাগে স্বরবর্ণ ও বঞ্জণবর্ণর পরিচয়, বিভিন্ন শব্দ ও বাক্যগঠন সহ অনুচ্ছেদ আকারে রচিত মোট একুশটি পাঠ্য তালিকা সংযুক্ত করা হয়েছিল।
উপরোক্ত বইদুটির জনা সেই সময় দু ' পয়সা মূল্য ধার্য হয়েছিল।
📣📣 চার বছরের গ্রাজুয়েশন ভর্তির চূড়ান্ত নোটিফিকেশন। যারা এই বছর নতুন উচ্চমাধ্যমিক দিয়েছো, তাঁরা অনলাইনের আবেদন করতে পারবে। সব প্রেসেসিং ৩১ আগস্টের মধ্যে শেষ করতে হবে..
⭐ Schedule👇👇
📙For Under Graduate Programmes (1 semester admission)
⏳Date of opening of Standalone Online Portal for Application for UG programmes-01 July 2023
⏳Submission of Applications in the Standalone Online Portal for UG programmes by- 15th July 2023
⏳ Publication of Merit Lists in UG programmes by 20 July 2023
⏳Completion of Admission at the UG programmes by 31 th July 2023
⏳Start of 1 Semester classes of UG programmes on - 1" August 2023
সমস্ত স্কুলে গরমের ছুটি বাড়ানো হলো..
15th June স্কুল খুলবে
📣📣স্কুল খোলা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের।
👉আগামী ৫ জুন ২০২৩ খুলবে এই রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল।
📣📣উচ্চমাধ্যমিক এর রেজাল্ট প্রকাশিত হল। এবার সন্তোষজনক রেজাল্ট না হলে পরীক্ষার্থীরা PPR(Post Publication Review) কিংবা PPS(Post Publication Scrutiny) এর জন্য অনলাইনে আবেদন করতে পারবে।এই মর্মে নির্দেশিকা জারি করলো WBCHSE
👉 সময় সীমা - 31/05 /2023 থেকে 15/06 /2023 তারিখের মধ্যে।
📣📣একাদশ শ্রেণির পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন
👉 আগামী 2023-24 শিক্ষা বর্ষ থেকে একাদশ শ্রেণির প্রশ্ন পত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষা ও অন্যান্য বিষয়ে সমস্ত দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ....
২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন
📣📣 উচ্চমাধ্যমিক (২০২৩) রেজাল্ট জানা যাবে ২৪ শে মে, দুপুর ১২.৩০ টা থেকে,নিচের website গুলো তে।👇
সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অনেক শুভ কামনা।
তবে একটা কথা মাথায় রেখো রেজাল্ট শেষ কথা নয় তুমি কি শিখছো সেটাই শেষ কথা।
সব ভালো হোক
সব আলো হোক
📣📣এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 24/05/2023 তারিখে দুপুর ১২টা থেকে.....
👉Mark sheet পাওয়া যাবে 31/05/2023 তারিখ সকাল ১১টা থেকে
📣📣19 May 2023 এ পর্ষদের ওয়েবসাইটে সকাল 10 টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
Results Link :
👉 https://wbbse.wb.gov.in/
👉 www.schools9.com
👉 https://wbresults.nic.in/
👉 www.jagranjosh.com
👉www.exametc.com
👉 www.vidyavision.com
👉http://abpananda.abplive.in
👉 www.news18bangla.com
👉www.anandabazar.com
👉 Bangla.hindustantimes.com
👉www.indiaresults.com
👉 www.fastresult.in
👉www.results.shiksha
👉 www.indiatoday.in/education-today
আগামী 2 মে থেকে গরমের ছুটির যেটা অর্ডার হয়েছিল সেটাই চলবে... অর্থাৎ দুই তারিখ থেকে গরমের ছুটি পড়ছে- মুখ্যমন্ত্রী।
২৩ এপ্রিল ১৯৯৫ সালে ইউনেস্কো প্রথমবারের মত বিশ্ব বই দিবস উপযাপন করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু অতি গুরুত্বপূর্ণ তথ্য....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Village And Post Office: GOALPARA, Block: CHANCHAL II, Police Station: CHANCHAL, District: MALDA, WEST BENGAL, Pin:732126
Rajshahi Division
732126
3300 Triumph Boulevard Suite 100\
Rajshahi Division, 84043
The New York Institute of Art and Design is a fast, affordable way to pursue a creative career with licensed online courses.
Rajshahi Division
Welcome to the Official page of the SANHS- Supreme Secondary Learner Government.