
আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।
Futkibari High School Established in 1993. It's situated at Futkibari, Mareya, Boda, Panchagarh.This School is a high performance school in this Aria .
Operating as usual
আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।
যথাযথ সম্মান ও মর্যাদায় পালন করা হল বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদেরস্মরনে স্মরণ সভা এবং জুলাই গনঅভ্যূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৪.
আজ ৫ ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ২০২৪.
যথাযোগ্য মর্যাদায় পালন করা হল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:)
You Can Find " Futkibari High School" on Google Maps.
https://shorturl.at/HFsYK
আগামী ৩ জুলাই/২৪ইং থেকে ৬ষ্ঠ-৯ম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মূল্যায়ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের কিছু উপকরণ আনতে হবে।
📚 বিষয়ভিত্তিক উপকরণ তালিকাঃ➖
👉 বাংলা: ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণির শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে।
👉 গণিত: সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী গণিত পাঠ্যবই, পুরোনো ক্যালেন্ডার এর কাগজ, আঠা নিয়ে আসবে।
👉 বিজ্ঞান: ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে।
👉 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান: ষষ্ঠ , অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে।
👉 ডিজিটাল প্রযুক্তি: শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য কাঁচি (৪/৫টি), আঠা সরবরাহ করবে। অষ্টম ও নবম শ্রেণির জন্য ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারের ব্যবস্থা করবে (যদি থাকে)। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরুপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে, শুধুমাত্র সপ্তম শ্রেণির শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে।
👉 স্বাস্থ্য সুরক্ষা: সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ওজন ও উচ্চতা পরিমাপক' সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণির শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে।
👉 ইসলাম শিক্ষা: সপ্তম শ্রেণির শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান ৪/৫টি রঙ পেন্সিল বক্স সরবরাহ করবে।
👉 হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিষ্ট ধর্ম: নবম শ্রেণির শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় এবং স্থানীয় সংবাদপত্র (প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে)।
👉 শিল্প ও সংস্কৃতিঃ সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান ২০ জনের দলের কাজের জন্য ৪/৫টি রঙ পেন্সিল বক্স, আঠা, কাঁচি ৪/৫টি, রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় ৪/৫টি গামছা, ৪/৫টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে।
SSC Result 2024
Google Maps এ আমাদের স্কুল ।
https://www.google.com/maps/@26.239864,88.6574889,3a,90y,350.59h,90.57t/data=!3m6!1e1!3m4!1sUNrYESQUIlaKdbAXQGGrxw!2e0!7i16384!8i8192?authuser=0&entry=ttu
ফুটকি বাড়ি উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনের কিছু ছবি।
ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও শিক্ষাক্রম ২০২২ নিয়ে আলোচনার জন্য পরিদর্শনে আসেন মোছাঃ ইয়াসমিন আক্তার, বাবু কল্যান চন্দ্র বর্মন উভয়ই মাড়েয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং মোঃ সারোয়ার হোসেন বি এস সি শিক্ষক খারিজা মাড়েয়া উচ্চ বিদ্যালয়।
ছাত্র /ছাত্রীদের সামনে মাদক, জংগিবাদ,বাল্যবিবাহ, সন্ত্রাসবাদ,আত্মহত্যা প্রভৃতি কিশোর অপরাধ সম্পর্কে সচেতনতা মুলক বক্তব্য বোদা ও দেবিগঞ্জ দুই উপজেলার সার্কেল অফিসার রুনা লায়লা।
জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর মূল্যায়ন বিষয়ক আলোচনা।উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার স্যার জনাব মোঃ আবু ওয়ারেশ।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী।
আগামী কাল ২৩/০৭/২০২৩ইং হতে যথারীতি ক্লাস চলবে।
Monday | 10:00 - 16:00 |
Tuesday | 10:00 - 16:00 |
Wednesday | 10:00 - 16:00 |
Thursday | 10:00 - 14:00 |
Saturday | 10:00 - 16:00 |
Sunday | 10:00 - 16:00 |