মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মাগুড়া, পঞ্চগড়।

মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মাগুড়া, পঞ্চগড়।

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মাগুড়া, পঞ্চগড়।, School, Magura Prodhan Para, Magura, Panchagarh.

হিমালয়ের
পাদদেশে বাংলাদেশের
সর্বউত্তরে অবস্থিত জেলা শহর পঞ্চগড়।
পঞ্চগড় সদর উপজেলার প্রত্যন্ত গ্রামের
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান
মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ
বিদ্যালয়। বিদ্যালয়টি শিক্ষার
পাশাপাশি আলোকিত
ব্যক্তি সৃষ্টিতে সাহিত্য ও
সংস্কৃতি চর্চায়
ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৬১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।

Operating as usual

21/10/2024

অসাধারণ 💯💥

26/01/2024
29/11/2020

২৯ নভেম্বর ২০২০
আজ পঞ্চগড় মুক্ত দিবস ❤️

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধ বাঙালি জাতিসত্ত্বার সবচেয়ে গৌরবজনক অধ্যায়। ১৯৭১ সালে ০৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর বাঙালি জাতি পাকিস্তানী শাসন ও শোষক গোষ্ঠির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রস্ত্ততি গ্রহণ করা শুরু করে। ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাতে শুরু হয় পাক- হানাদার বাহিনী কর্তৃক নিষ্ঠুর গণহত্যা। ১৯৭১ সালের ২৬শে মার্চের সূচনালগ্নে পাক-বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন। শুরু হয় অবরুদ্ধ স্বদেশ থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করার মরণপণ লড়াই, মুক্তিযুদ্ধ। সীমান্ত পরিবেষ্টিত ও ভৌগলিক অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়ে সংঘটিত হয়েছে ব্যাপক যুদ্ধ। বাংলাদেশে ০৪টি মুক্তাঞ্চলের মধ্যে পঞ্চগড় মুক্তাঞ্চল যুদ্ধের গতি প্রকৃতি নির্ণয়ে ও পরিকল্পনা প্রণয়নে অবিস্মরণীয়ভূমিকা রাখে ।পঞ্চগড়ের ইতিহাসে ১৯৭১ সালে ১৭ই এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন পাক- বাহিনী দখল করে নেয় পঞ্চগড়। জ্বালিয়ে দেয় সাজানো গুছানো পঞ্চগড় শহর এবং হত্যাযজ্ঞ চালায় নির্বিচারে। এছাড়াও পাক হানাদার বাহিনীএদেশীয় রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সহায়তায় হাজারো নিরস্র জনগণকে হত্যা করে ,তাদের ধনসম্পদ লুটপাট করে ,ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। ৬নং সেক্টরের অর্ন্তগত ৬ এ সাব সেক্টরের মুক্তিযুদ্ধের সময় বে- সামরিক উপদেষ্টা হিসাবে দাযিত্ব পালন করে তদানিন্তন প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য এ্যাডঃ সিরাজুল ইসলাম। বে সামরিক উপদেষ্টা এ্যাডঃ সিরাজুল ইসলাম, এ্যাডঃ কমরউদ্দিন আহমেদ (এম এল এ), এ্যাডঃ মোশারফ হোসেন চৌধুরী (এম এল এ), কাজী হাবিবর রহমান, তেঁতুলিয়া, আব্দুল জববার প্রমুখের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সংঘঠিত হয়ে ও ভারতে প্রশিক্ষণ নিয়ে পাক বাহিনী এবং তাদের এদেশীয় দূসর, রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর বিরুদ্ধে গেরিলা ও সন্মুখ লড়াই শুরু করে। এই এলাকায় ৭টি কোম্পানীর অধীনে ৪০টি মুক্তিযুদ্ধ ইউনিট পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডারের মধ্যে মাহবুব আলমের নাম উল্লেখযোগ্য। অন্যান্য কমান্ডাররা হলেন, মোঃ মতিয়ার রহমান, মোঃ তরিকুল ইসলাম. মোঃ মোকলেছার রহমান, মোঃ দুলাল হোসেন, আব্দুর রহমান এবং আব্দুল গণি। এ ছাড়া বাংলাদেশ লিবারেশন ফোর্স (বি এল এফ) এর আঞ্চলিক কমান্ডার ছিলেন বিশিষ্ট ছাত্র নেতা নাজিম উদ্দীন আহমেদ। ২৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা চার দিক থেকে পাক বাহিনীর উপর ঝড়ো আক্রমন শুরু করে এবং ২৯ শে নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনী মুক্ত হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পনের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে রচিত হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

তথ্যসূত্রঃ www.panchagarh.gov.bd

29/11/2020

আজ ২৯ নভেম্বর, পঞ্চগড় মুক্ত দিবস!

দেশের মোট ৪টি মুক্তাঞ্চলের মধ্যে পঞ্চগড় জেলা ছিল একটি। সীমান্ত পরিবেষ্টিত হওয়ায় ও ভৌগোলিক কারণে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এ মুক্তাঞ্চলটি যুদ্ধের গতি প্রকৃতি নির্ণয়ে ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত পঞ্চগড় জেলা ৬নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এই সেক্টরটির বেসামরিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য অ্যাড. সিরাজুল ইসলাম। অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. কমরউদ্দিন আহমেদ (এমএলএ), অ্যাড. মোশারফ হোসেন চৌধুরী (এমএলএ), কাজী হাবিবর রহমান, আব্দুল জববার প্রমুখের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। সেসময় এই এলাকায় ৭টি কোম্পানির অধীনে ৪০টি মুক্তিযোদ্ধা ইউনিট পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাহবুব আলম, মো. মতিয়ার রহমান, মো. তরিকুল ইসলাম, মো. মোকলেছার রহমান, মো. দুলাল হোসেন, আব্দুর রহমান এবং আব্দুল গণি। এ ছাড়া বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর আঞ্চলিক কমান্ডার ছিলেন ছাত্র নেতা নাজিম উদ্দীন আহমেদ।

১৯৭১ সালে ১৭ এপ্রিল পাকবাহিনী পঞ্চগড় দখল করে নেয় এবং পঞ্চগড় শহরে আগুন জ্বালিয়ে দেয় ও নির্বিচারে গণহত্যা চালায়। ২৮ নভেম্বর মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিবাহিনী পাক সেনাদের উপর বেশ জোরালোভাবে আক্রমণ করে। আক্রমণের পর ২৯ নভেম্বর মুক্ত হয় পঞ্চগড়।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

14/06/2020
14/02/2020

এই পেজের জন্য এডমিন লাগবে, আগ্রহীরা ইনবক্স করেন।

Photos from মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মাগুড়া, পঞ্চগড়।'s post 13/08/2019
10/06/2018

Batch 2012
Punormiloni 2017 at Nodir Danga....

Want your school to be the top-listed School/college in Panchagarh?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Location

Category

Website

Address

Magura Prodhan Para, Magura
Panchagarh
5041

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00