Balarampur Adarsha College

Balarampur Adarsha College

Teaching modern science and technology rich in social and religious values.

Operating as usual

23/06/2024

২০২২ সালের ডিগ্রি (পাস)কোর্সের ২য় বর্ষের আগামী ২৫/০৬/২০২৪খ্রি:তারিখ হতে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিতের নোটিশ।

25/05/2024

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (বিএমটি) শিক্ষাক্রমে একাদশ শ্রেনিতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের যোগাযোগ করার জন্য আহ্বান করা হলো।

Photos from Balarampur Adarsha College's post 01/05/2024

আজ মহান মে দিবস। মে দিবসে সকল শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি রইল গভীর শ্রদ্ধা , সম্মান ও শুভেচ্ছা। প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান অক্ষুণ্ণ থাকুক দুর হোক সকল বৈষম্য এবং শ্রমিক তার নায্য মুজুরী /পারিশ্রমিক পাক এই হোক মহান মে দিবসের অঙ্গীকার।

24/04/2024

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের গভর্ণিং বডি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য, দাতা সদস্য, হিতৈশী সদ্স্য মনোনয়নের জন্য নির্বাচনী তফশীল।

Photos from Balarampur Adarsha College's post 17/03/2024

আজকে ১৭ মার্চ ২০২৪ খ্রি. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বলরামপুর আদর্শ মহাবিদ্যালযের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কেক কেটে শুভ জন্মবার্ষিকী উদযাপন ,আলোচনা সভা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।

24/01/2024

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের আয়োজনে আগামী ২৭ জানুয়ারি ২০২৪ খ্রি: রোজ শনিবার পঞ্চগড় -১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জনাব নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা মহোদয়ের সম্বর্ধনা এবং অত্র মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা একান্তভাবে কামনা করছি।

05/09/2023

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি ও সময়সূচি

07/08/2023

"এসো নবীন, ঝাঁপিয়ে পড় অসীম জ্ঞান সমুদ্রে"

বলরামপুর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং তোমাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন এবং বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা।
অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী এবং মেধাবী শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত 'বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়' এর ক্যাম্পাসটি অত্যন্ত সুন্দর ও প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও মনন বিকাশের জন্য রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি ও আধুনিক কম্পিউটার ল্যাবসহ ডিজিটাল পদ্ধতির প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা। যুগের চাহিদা অনুযায়ী আছে ডিবেটিং, উপস্থিতবক্তৃতা, ইনডোর ও আউটডোর গেমস ও সাংস্কৃতিক কার্যক্রম এবং রোভার স্কাউটিং । সর্বোপরি রাজনীতি ও কোলাহলমুক্ত সুশৃঙ্খল একটি অনন্য সাধারণ ক্যাম্পাসের নিশ্চয়তাসহ উন্নত এবং যুগোপযোগী শিক্ষাক্ষেত্রের একটি গর্বিত নাম "বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়"।
অত্র মহাবিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের যথাযথ সিদ্ধান্ত ও সাফল্য আমাদের কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখবে এবং কলেজের সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

06/08/2023
Photos from Balarampur Adarsha College's post 19/06/2023

২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার ফরম ফিলাপের নোটিশ।

Photos from Balarampur Adarsha College's post 18/05/2023

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশিত সীমানা প্রাচীরের নির্মাণ কাজ অদ্য ১৮/০৫/২০২৩খ্রি: রোজ বৃহস্পতিবার শুরু করা হয়। সীমানা প্রাচীর নির্মাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিজুর রহমান, সভাপতি, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়, গভির্নং বডির অন্যান্য সদস্যগন, অধ্যক্ষ এবং শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

21/04/2023

ঈদ মোবারক!
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। এই ঈদ আপনার ও আপনার পরিবারের সকলের জন্য বয়ে আনুক সুখ,শান্তি ও অনাবিল আনন্দ।

Photos from Balarampur Adarsha College's post 14/04/2023

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আজ বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়।

Photos from Balarampur Adarsha College's post 26/03/2023

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আজ ২৬ মার্চ ২০২৩ খ্রি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

02/03/2023

চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন

ঠাকুরগাঁও সরকারি কলেজের গণিত বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নত মেধাবী ছাত্রী শ্যামা রানী রায় (সাবেক শিক্ষার্থী বলরামপুর এমজিএইচ বালিকা উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন এ প্লাস এবং বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় হতে এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ) গত ২৮/০২/২০২৩ খ্রি: তারিখ বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় তার গ্রামের বাড়ি চামশ্বরী,বলরামপুর হতে সিএনজি যোগে ঠাকুরগাঁও আসার পথে ভুল্লি থানার ভাটা নামক জায়গায় মহেন্দ্র গাড়ীর সাথে রোড এক্সিডেন্টে মাথায় ও পায়ের ব্যাপক ইনজুরির কারণে বর্তমানে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বাবা হত দরিদ্র সাইকেল মেকারের মন্টুরাম বাবুব পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব না হওয়ায় আমাদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন করেছেন। আসুন আমরা সকলেই আমাদের সাধ্যমত মেধাবী শ্যামা রানীকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আর্থিক সাহায্য করি এবং অন্যকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করি।সাহায্য পাঠাবার ঠিকানা তার ছোট ভাই মিলন এর বিকাশ নাম্বার 01701527352

Photos from Balarampur Adarsha College's post 21/02/2023

আজ মহান ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।
আজকের এই দিনে ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য সালাম,বরকত, জব্বার, রফিক, শফিউরসহ নাম না জানা আরো অনেকেই তাদের প্রিয় প্রাণ উৎসর্গ করেছেন এবং বুকের রক্তে রঞ্জিত করার মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়ছেন মায়ের মুখের ভাষা বাংলার মান। তাদের জীবনের আত্মহতি এবং অন্যদের রক্তের বিনিময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -শিক্ষক ও সর্বস্তরের জনগণের আন্দোলনের ফলে ১৯৫৬ সালে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে পেয়েছি রাষ্ট্রীয় ভাষা হিসেবে। ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান এবং ২০০০ সাল হতে সারা বিশ্বে প্রত্যেকটি দেশে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
বাংলা ভাষার জন্য তাদের যেই আত্নত্যাগ তার ব্যাখ্যা কাগজ কলমে শুধু করলেই নয় বরং মর্যাদা রক্ষায় আমাদের সর্বদা সজাগ ভূমিকা থাকা প্রয়োজন । শুধু ফেব্রুয়ারীর ২১ তারিখ এলেই শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণ এবং স্মৃতিচারন আর “ আমার ভাইয়ের রক্তে রাঙানো “….. গানের সুরে শ্রদ্ধাজ্ঞাপন করলেই কি শহীদদের ঋন শোধ হবে ??
আমরা কি পেরেছি সত্যিকার অর্থেই সেই ত্যাগের শ্রদ্ধায় নিজেদের কে নিবেদিত রাখতে ?? আমরা কি জানি সেই শহীদ ভাইদের পরিবারের সব খবর ??? আবার বাংলা ভাষা আন্তর্জাতিক মার্তৃভাষার মর্যাদা পেলেও সরকারী-বেসরকারী অফিসিয়াল সব কাজে ইংরেজীর প্রয়োজন পড়ে …. আদালতে.... এমনকি জন্মনিবন্ধনও এখন ইংরেজী তে করতে হয়। চাকুরী থেকে শুরু করে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও ……। নিজ দেশে নিজ মার্তৃভাষার দৃঢ়তা এমন হলে আন্তর্জাতিক মর্যাদা পেয়েই কিইবা করলাম আমরা ????
আসুন আমরা সকলেই আজকের এই আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শ্রদ্ধাভরে শপথ করি নিজ দেশে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ॥
বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ হতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য অধ্যক্ষ মহোদয়সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ১৯৫২ সালের পলাশ-শিমুল ফোটার এই দিনে আত্মোৎসর্গ করা সেই সব ভাষা শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে কালো ব্যাচ ধারণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণমূলক আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Photos from Balarampur Adarsha College's post 08/02/2023

আলহামদুলিল্লাহ। অন্যান্য বারের ন্যায় ২০২২খ্রি:সালের উমা ও উমা(বিএম) পরীক্ষার ফলাফলে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। এ জন্য অত্র মহাবিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারী,গভর্নি বডি ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

Photos from Balarampur Adarsha College's post 01/02/2023

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের ২০২২ -২০২৩ শিক্ষাবর্ষে এইচএসসি এবং এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অদ্য ০১/০২/২০২৩ খ্রি:তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাঈমুজ্জামান মুক্তা, সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ, পঞ্চগড় জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিজুর রহমান, সভাপতি, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় ও গভির্নং বডির অন্যান্য সদস্যবৃন্দ এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ গোলাম মোস্তফা, অধ্যক্ষ, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়।

Photos from Balarampur Adarsha College's post 23/01/2023

নোটিশ
এতদ্বারা বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত / মেধা তালিকায় মনোনিত শিক্ষার্থীদের বোর্ডের বিধি মোতাবেক আগামী ২২/০১/২০২৩ খ্রিঃ তারিখ হতে ২৬/০১/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত কলেজের অফিসিয়াল ওয়েব সাইট www.bpac.edu.bd এর অনলাইন এ্যাডমিশন মেনু থেকে অন লাইনে ভর্তি ফরম পুরন করে Save করার পর Student ID দিয়ে বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্ধারিত ফি প্রেমেন্ট করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হলো। উল্লেখিত পদ্ধতিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে ভর্তি ফরমটি প্রিন্ট করে ভর্তি কমিটি নিকট জমা দিতে হবে।

মোঃ গোলাম মোস্তফা
অধ্যক্ষ
বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়
আটোয়ারী, পঞ্চগড়।

02/01/2023

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় এখন মডেল এবং সম্পূর্ণ ডিজিটাল।
অত্র মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের দৈনন্দিন হাজিরা, ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম, ফলাফল প্রকাশ, নম্বর পত্র, প্রত্যয়ন পত্র,সকল প্রকার ফি আদায় এবং প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় এখন অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে।ছাত্র-ছাত্রী ও শিক্ষক- কর্মচারীদের প্রতিষ্ঠানে উপস্থিতি/অনুপস্থিতির তথ্য এবং যে কোনো নোটিশ অটো মেসেজের মাধ্যমে জানানো হয়।
ভর্তির জন্য যারা নিশ্চায়ন করেছেন,তারা ঘড়ে বসেই অনলাইনে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
তাই ঘুড়ে আসুন আপনাদের প্রিয় কলেজের ওয়েব সাইট থেকেঃ
www.bpac.edu.bd
★ওয়েব সাইটে প্রবেশ করুন।
★Admission এ ক্লিক করুন।
★স্ক্রিনে প্রদর্শিত ফরম পূরণ করুন।
★Save করুন।
★আপনাকে একটি Student ID দেওয়া হবে, আইডি টি Search বারে সার্চ দিন।
★আপনার প্রফাইল প্রদর্শিত হবে।
★পেমেন্ট অপশনে ক্লিক করুন।
★যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্ধারিত ফি প্রেমেন্ট সম্পন্ন করুন।
★প্রেমেন্ট ডকুমেন্টটি সংরক্ষণ করুন।
[বিঃদ্রঃ উল্লেখিত পদ্ধতিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে ভর্তি ফরম ভর্তি কমিটি নিকট কলেজে জমা দিতে হবে।]
আপনারা চাইলে স্ব-শরীরে প্রতিষ্ঠানে এসে ভর্তির কাজ সম্পন্ন করতে পারবেন।
★★ছাত্র-ছাত্রীদের কলেজের অন্যান্য সকল প্রকার ফি তাদের Student ID দিয়ে যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে ।

Photos from Balarampur Adarsha College's post 16/12/2022

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আজ ১৬ই ডিসেম্বর'২০২২ খ্রি:৫১তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

10/12/2022

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উমা ও উমা(বিএম) শিক্ষাক্রমের একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি।

Photos from Balarampur Adarsha College's post 31/10/2022

বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের ২০২২ সালের এইচএসসি এবং এইচএসসি (বিএম) পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক মিলাদ মাহফিল অদ্য ৩১/১০/২০২২খ্রি:তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাঈমুজ্জামান (মুক্তা), সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ, পঞ্চগড় জেলা এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ আজিজুর রহমান, সভাপতি, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়।

Photos from Balarampur Adarsha College's post 18/10/2022

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্ম দিন আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক চক্রের নির্মল বুলেটে নিহত হন শেখ রাসেল। ""শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক "এই প্রতিপাদ্য নিয়ে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

27/09/2022

করতোয়া নদীর নৌকা ডুবিতে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী লাইব্রেরীয়ান ঝরনা বালা দেবী ও প্রদর্শক রমেশ চন্দ্র রায় এর ছেলে মৃম্ময় ও মেয়ে তন্দ্র এর মৃত্যুতে তিন দিনের শোক পালনের ঘোষনা।

Photos from Balarampur Adarsha College's post 25/09/2022

আজকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদেশ্বরি আউলিয়ার ঘাটে অবস্থিত শক্তিপীঠ ত্রিস্রোতা বোদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে করোতোয়া নদীতে নৌকা ডুবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ জন।বহু নারী, পুরুষ, শিশু এখনো নিখোঁজ। এই নৌকা ডুবিতে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী লাইব্রেরীয়ান ঝরনা বালা দেবী এবং অত্র মহাবিদ্যালয়ের প্রদর্শক রমেশ চন্দ্র রায়ের ছেলে ও মেয়ের সলিল সমাধি ঘটে। বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় পরিবার তাদেরই মৃত্যুতে গভীর শোকাহত।

Photos from Balarampur Adarsha College's post 10/09/2022

বলরামপুর আদর্শ মহাবিদ্যাল রোভার স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্পের সমাপনী ও দীক্ষা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের সভাপতি জনাব মো: আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,পঞ্চগড় ও জেলার রোভারের সভাপতি জনাব মোঃ জহুরুল ইসলাম। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার জনাব মো: দেলওয়ার হোসেন প্রধান, জেলা রোভারের সম্পাদক জনাব মো:আব্দুল কাদের, জেলা স্কাউটের কমিশনার জনাব দ্বীপক কুমার সরকার, জেলার স্কাউটের সম্পাদক জনাব মো: মফিজুল ইসলাম, অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো: আরিফ হোসেন চৌধুরী।

Photos from Balarampur Adarsha College's post 09/09/2022

বলরামপুর আদর্শ মহাবিদ‍্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক‍্যাম্পের দ্বিতীয় দিন।

Photos from Balarampur Adarsha College's post 08/09/2022

বলরামপুর আদর্শ মহাবিদ‍্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক‍্যাম্পের প্রথম দিন।

Want your school to be the top-listed School/college in Panchagarh?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Location

Category

Telephone

Address

Arajimondal Hat, Atwari
Panchagarh
5010

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00