
অনার্স প্রথম বর্ষ ২০২২ ২৩ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগের দ্বিতীয় ইনকোর্স ও মডেল টেস্ট এর সংশোধিত সময়সূচী
National university
Operating as usual
অনার্স প্রথম বর্ষ ২০২২ ২৩ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগের দ্বিতীয় ইনকোর্স ও মডেল টেস্ট এর সংশোধিত সময়সূচী
অনার্স প্রথম বর্ষ ২০২২ - ২৩ শিক্ষাবর্ষ দ্বিতীয় ইনকোর্স ও মডেল টেস্ট এর সময়সূচী
২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তিঃ
অর্ধেক চোখ বন্ধ করুন তার পর দেখুন জাদু!
১ম বর্ষের অর্থনীতি বিভাগের পরিক্ষার রুটিন
২য় বর্ষের ফরম পূরণ
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের অনার্স ২য় বর্ষ (২০১৯-২০) সেশনের রুটিন প্রকাশ।
অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২১,
আগামী ১৭ অক্টোবর থেকে ১ম বর্ষ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে!
অনার্স লাইফের ১ম ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছেন, তাই আমার তরফ থেকে কিছু পরামর্শ, টাইম লাইনে রেখে দিন, কাজে আসবে।
১। পরীক্ষার ওএম আর এ ব্লক লেটারে নাম লিখবেন,
পরীক্ষা কোড, রেজিস্ট্রশন নং, রোল নং, বিষয়কোড
সতর্কতার সাথে বৃত্ত পূরণ করবে।
২। খাতার প্রথম পৃষ্ঠার উপরে তোমার
বিভাগের নাম
লিখবে। যেমন বাংলা বিভাগের শিক্ষার্থী হলে বাংলা লিখবে।
তারপর যেবিষয়ের পরীক্ষা সেই বিষয়ের নামের জায়গায় বিষয়ের নাম লেখবে।
৩। খাতার বামপাশে ও উপরে ১ ইঞ্চি
পরিমাণ মার্জিন
রাখবে।
৪। প্রশ্নের বিভাগ ধারাবাহিকতা রাখতে
হবে। যেমন ক বিভাগ লিখতে গেলে ক শেষ
করে অন্য বিভাগে যেতে হবে। তারপর খ শেষ করে গ লিখতে হবে।
অর্থাৎ যে বিভাগে লেখেন না কেনো সেই বিভাগের সব প্রশ্নের উত্তর শেষ করে অন্য বিভাগে যেতে হবে।
প্রশ্নের নং সঠিক লিখতে হবে।
৫। বানান সতর্ক থাকতে হবে। বাংলা
একাডেমির
বানানরীতি অনুসরণ করতে হবে।
৬। দুই লাইনের মধ্যে ১ লাইন সমান ব্যবধান রাখতে হবে।
৭। লেখার মধ্যে ওভার রাইট, কাটাকুটি করে
অপরিচ্ছন্ন করা যাবে না। ভুল হলে এক
টানে
কেটে দিতে হবে।
৮। হাজিরা শীটে স্বাক্ষর করতে হবে।
সবার জন্য শুভকামনা।
সবাই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। 😌
Collected Post
আর কিছু জানার থাকলে ইনবক্সে নক দিতে পারো..
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ১২-১০-২২ তারিখে সকাল ১০:০০ টায় অনার্স ১ম বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা এডমিট কার্ড প্রদান করা হবে...
বি:দ্র:এডমিট বাবদ ৫০ টাকা নিয়ে আসতে হবে...
কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে এবং ডিম নিচে পরার আগে ডিম থেকে বাচ্চা ফুটে উড়ে যায়।
✅বাজেট ২২-২৩, ✅অর্থনৈতিক সমীক্ষা -২২, 🟢বিবিএস রিপোর্ট, জনশুমারি -২২
🟢✪ বাজেট ২০২২-২৩ ✪✅
☞ ৫১তম (অন্তবর্তীকালীনসহ_৫২তম)
☞ বাজেট পেশ: অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (৪বার)
☞ বাজেটের আকার: ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা
☞ ঘাটতি বাজেট: ২ লক্ষ ৪৫ হাজার ৬৪ কোটি টাকি
☞ জিডিপি প্রবৃদ্ধি: ৭.৫% ( Asian Development Bank'র মতে চলতি অর্থবছরে GDP এর প্রবৃদ্ধি ৬.৬% হতে পারে।)
☞ মূল্যস্ফীতি: ৫.৬%
☞ মাথাপিছু আয়: ৩০০৭ ম.ড ( প্রস্তাবিত), বর্তমানে মাথাপিছু আয় ২৮২৪ ম.ড ( UN মানব উন্নয়ন রিপোর্ট ২০২২ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয়-৫,৪৭২ মা.ড.(রিজার্ভ ৩৭.০৬ বিলিয়ন. ম.ড,সেপ্টেম্বর ২০২২ এবং ৩৯ বিলিয়ন ম.ড ৮/৮/২২)
✅☑ খাত অনুযায়ী -✅
☞ জনপ্রশাসন খাত- ১৯.৯% (সবচেয়ে বেশি)
☞ শিক্ষা প্রযুক্তি খাত- ১৪.৭%
☞ পরিবহন ও যোগাযোগ খাত- ১২%
☞ কৃষি খাত- ৬.২%
☞ প্রতিরক্ষা খাত- ৫.৯%
☞ স্বাস্থ্য খাত- ৫.৪%
🟢অর্থনৈতিক সমীক্ষা ২০২২ প্রকাশিতঃ✅
➡মোট জনসংখ্যা ১৬৯.১১ মিলিয়ন (জানুয়ারি ,২০২১);
➡ জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%;
➡ জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিলোমিটার) ১১৪০জন;
➡ নারী-পুরুষের অনুপাত ১০০ঃ১০০.২;
➡ স্থুল জন্মহার (প্রতি১০০০ জনে) ১৮.১ জন;
➡স্থুল মৃত্যুহার (প্রতি১০০০ জনে) ৫.১ জন;
➡ প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে)২১জন;
➡ গড় আয়ুষ্কাল ৭২.৮ বছর (এর মধ্যে পুরুষ ৭১.১বছর এবং মহিলা ৭৪.৫বছর);
➡ ১৭২৪ জন মানুষের জন্য ১ জন চিকিৎসক;
➡সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৫.২% (এর মধ্যে পুরুষ ৭৭.৪শতাংশ এবং মহিলা ৭২.৯ শতাংশ);
➡ দারিদ্রের হার ২০.৫% এবং চরম দারিদ্র্যের হার ১০.৫%;
➡জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৭.২৫%;
➡ মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার,
➡পার ক্যাপিটাল জিডিপি ২৭২৩ ডলার,
➡মোট ব্যাংক ৬১ টি;
➡ রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি;
➡ বিশেষায়িত ব্যাংক ৩ টি;
➡ বেসরকারি ব্যাংক ৪৩ টি;
➡বৈদেশিক ব্যাংক ৯ টি;
➡ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৫টি;(বর্তমানে ৩৬ টি, সর্বশেষ- নগদ)
➡ মুদ্রাস্ফীতি ৫.৮৩%;
➡ বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র;
➡বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে;
➡বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় সৌদি আরব থেকে;
➡রেমিট্যান্স ১৫.২৯৯ বিলিয়ন ডলার।(জুলাই-মার্চ) ➡জীবিকাতে নিয়োজিত- (কৃষি খাতে ৪০.৬%,শিল্প খাত ২০.৪%,সেবা খাতে ৩৯%);
➡সুপেয় পানি ব্যবহারকারী৯৮.৩;
➡পয়ঃনিস্কাশন ব্যবস্থা
https://www.facebook.com/100049476076316/posts/619413743051156/?app=fbl
অনার্স ভর্তির শেষ মেধাতালিকা প্রকাশের তারিখ ঘোষণা - The Rising Campus জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের সর্বশেষ রিলিজ .....
#গুচ্ছ_আপডেট
গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৭ অক্টোবর থেকে শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন শুরুর চার থেকে পাঁচদিন পূর্বে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আগামী ১৩ অথবা ১৪ অক্টোবর পত্রিকায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পৃথিবীর সবচেয়ে ছোট গল্প।পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির লেখক মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক Ernest Hemingway (আর্নেস্ট হেমিংওয়ে)। গল্পটি মাত্র ৬টি শব্দে লেখা। গল্পটি ছিল এমন :
"For sale. Baby shoes. Never worn."
গল্পটির বাংলা অনুবাদ :
বিক্রির জন্য। শিশুর জুতা। ব্যবহৃত নয়।
গল্পটির ভেতর একটা রহস্য লুকিয়ে আছে। বুঝলে বুঝতে হবে নিজের মতো করেই। গল্পটির ভাবার্থ -
বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি।'
৬ শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি। কী ভীষণ বেদনাদায়ক, তাই না।
#ব্রেকিং_নিউজ
২০২১সালের অনার্স ১ম বর্ষ (২০২০-২১ সেশন) পরীক্ষার সময়সূচি প্রকাশ।
◼️ পরীক্ষাসমূহ শুরু হবেঃ ১৭/১০/২০২২ তারিখ থেকে।
◼️ পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর ১ টা থেকে।
#ব্রেকিং_নিউজ
২০২১সালের অনার্স ১ম বর্ষ (২০২০-২১ সেশন) পরীক্ষার সময়সূচি প্রকাশ।
◼️ পরীক্ষাসমূহ শুরু হবেঃ ১৭/১০/২০২২ তারিখ থেকে।
◼️ পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর ১ টা থেকে।
অভিনন্দন মোঃ বেলায়েত শেখ 🥀🎈🎉
৫৫ বছর বয়সী বেলায়েত অবশেষে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
** অদম্য ইচ্ছে শক্তি সফলতার মূলমন্ত্র ❤️
অনার্স ৩য় বর্ষ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ ম ইনকোর্স পরীক্ষা শুরু হবে।
শিক্ষার্থীপিছু সরকারি ব্যয় সবচেয়ে বেশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে, কম ব্যয়ে মান খারাপ জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
বিস্তারিত -
শিক্ষার্থীপিছু ব্যয়ে বিস্তর ফারাক দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরকার শিক্ষার্থীপিছু সবচেয়ে বেশি ব্যয় করে নতুন প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শে.....
#অর্থনীতি for GST
Wiki Publications
ব্যষ্টিক অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
১. অর্থনীতির জনক কে?
উত্তরঃ এডাম স্মিথ।
২. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ লর্ড কেইল/পল স্যামুয়েলসন (দু রকম পেয়েছি)
৩. অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তরঃ অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহার যোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলি পর্যালোচনা করে।
৪. ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও?
উত্তরঃ অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৫. উৎপাদন সম্ভাবনা রেখা কি?
উত্তরঃ উৎপাদন সম্ভবনা রেখা হল এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাটি PPCরেখা নামে বেশ পরিচিত।
৬. প্রথম বাঙালি নবেল বিজয়ীর নাম কি?
উত্তরঃ অধ্যাপক অমর্ত্য সেন।
৭. উপযোগ বলতে কি বুঝ?
উত্তরঃ কোন দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলে।
৮. চাহিদা কি?
উত্তরঃ কোন ক্রেতার নিকট একটি নির্দিষ্ট দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা ও সমর্থ থাকলে এবং ঐ নিদিষ্ট দামে দ্রব্য ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থবিদ্যায় চাহিদা বলা হয়।
৯. চাহিদা বিধি কি?
উত্তরঃ " দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে " এটাই চাহিদা বিধি।
১০. চাহিদা রেখা কি?
উত্তরঃ চাহিদা রেখা হল চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। যে রেখা দ্বারা বিভিন্ন মূল্য একটি দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করা হয় তাকে চাহিদা রেখা বলে।
১১. চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন?
উত্তরঃ চাহিদা বিধির প্রভাবে।
১২. চা ও কফি কোন ধরনের দ্রব্য?
উত্তরঃ পরিপূরক দ্রব্য।
১৩. যোগান কি?
উত্তরঃ কোন বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে যে পরিমাণে পন্য বিক্রের ইচ্ছা করে বা প্রস্তুত করে তাকে অর্থনীতিতে যোগান বলে।
১৪. যোগান রেখা কি?
উত্তরঃ যে রেখা দ্বারা বিভিন্ন মূল্য একটি দ্রব্যের যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে।
১৫. যোগান রেখা কেন ডান দিকে উর্ধ্বগামি হয়?
উত্তরঃ বাম থেকে ডান দিকে উধ্বগামী যোগান রেখা দ্বারা কেবল মাত্র যোগানবিধি প্রকাশ করা সম্ভব, তাই একটি যোগান রেখা বাম থেকে ডানদিকে উর্ধ্বগামি হয়।
১৬. ভা
Breaking News:
এইচএসসির রুটিন প্রকাশিত, পরীক্ষা শুরু ৬ নভেম্বর।
এবার অনার্স ১ম বর্ষের পা'লা 😊
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রী, মাস্টার্সের আপডেট নিউজ
• (২০১৯-২০) অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফরম পূরণ শুরু ১৪ সেপ্টেম্বর, চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
• (২০২০-২১) ডিগ্রি ১ম বর্ষের ফরম পূরণ ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
• (২০১৮-১৯) ডিগ্রী ২য় বর্ষ ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন ৩০ আগষ্ট শুরু হয়েছে, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
• (২০১৭-১৮) ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা ৬ সেপ্টেম্বর শুরু হয়েছে, শেষ হবে ২৭ অক্টোবর।
• (২০১৮-১৯) মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা শুরু ১৪ সেপ্টেম্বর, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
• (২০২১-২২) অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন ১১ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
• (২০২০-২১) মাস্টার্স শেষ পর্ব ভর্তির আবেদন ৫ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
• (২০২২-২৩) মাস্টার্স প্রফেশনাল ভর্তির আবেদন ১১ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
�I think that �If you work herd �One day you will reach the test of successed�
This page is opened for the students of Political Science of M.R Govt. College, Panchagarh.
Education is the backbone of the nation.
আমাদের এই পেজটির প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের বিতর্ক সম্পর্কিত তথ্য ও বিতর্কে সহায়তা করা।