One Day One English

One Day One English

It’s a great platform to learn English for your academic field and better career. Feel free to dr

Operating as usual

05/08/2022

→ইংরেজিতে C এর উচ্চারণ কখন 'স' এবং কখন 'ক' হবে!

C এর সফট্ সাউন্ড হলো 'স'
C এর হার্ড সাউণ্ড হলো 'ক'

C এর পরে i,e,y এই তিন অক্ষর থাকলে তার উচ্চারণ সফট্ অর্থাৎ স হয়। যেমন: Acid,Fancy,Cell.

C এর পরে i,e,y না থাকলেই ক উচ্চারণ হবে।যেমন : Cameo,Accident.

→ইংরেজিতে G এর উচ্চারণ কখন 'জ' এবং 'গ' হবে!

G এর সফট্ সাউন্ড হচ্ছে জ
G এর হার্ড সাউন্ড হচ্ছে গ

G এর পরে i,e,y এই তিন অক্ষর থাকলে তার উচ্চারণ সফট্ অর্থাৎ জ হয়। যেমন: Agent, Margin, Gym.

G এর পরে i,e,y এই তিন অক্ষর না থাকলে তার উচ্চারণ হার্ড অর্থাৎ গ হবে।যেমন: Glass,Gape,Great.

পাঠের জন্য ধন্যবাদ 💙

26/03/2022

জেনে নিন:---

নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে??

Registration প্রক্রিয়াঃ (শুধুমাত্র একবার করতে হবে)।

প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।

Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।

আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

ক্রয় প্রক্রিয়াঃ
প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

“Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।

এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।

এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট মারফত যাত্রির জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।

ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।

[ সংগৃহীত ]

17/03/2022

✅ গাণিতিক পরিমাপ✅

১। ১ কিমি সমান কত মাইল ?
- ০.৬২ মাইল।
২। ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?
= ১৮৫৩.২৮ মিটার।
৩। সমুদ্রের পানির গভীরতা মাপার একক ?
= ফ্যাদম।
৪। ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?
- ১/৮ অংশ।
৫।১মাইল
=১৭৬০ গজ।]
৬। এক বর্গ কিলোমিটার কত একর?
= ২৪৭ একর।
৭। একটি জমির পরিমান ৫ কাঠা হলে,
তা কত বর্গফুট হবে?
= ৩৬০০ বর্গফুট।
৮। এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার?
= ৬.৪৫ সেন্টিমিটার।
৯। ১ ঘন মিটার = কত লিটার?
=১০০০ লিটার।
১০। এক গ্যালনে কয় লিটার?
= ৪.৫৫ লিটার।
১১। ১ সের সমান কত কেজি?
= ০.৯৩ কেজি।
১২। ১ মণে কত কেজি?
= ৩৭.৩২ কেজি।
১৩। ১ টনে কত কেজি?
= ১০০০ কেজি।
১৩। ১ কেজিতে কত পাউন্ড??
= ২.২০৪ পাউন্ড।
১৪। ১ কুইন্টালে কত কেজি?
= ১০০কেজি।

17/03/2022

No sooner. ....had
Scarcely. ......when
Hardly. ......when
এবং As soon as এর ব্যবহার।

▶ No sooner.........had
Hardly...........when
Scarcely.........when
এই তিনটি দ্বারা অর্থ প্রকাশ করা হয়
"যেইমাত্র.....অমনি"

No sooner, hardly, scarcely যুক্ত clause টি past perfect tense এর হয় এবং auxiliary verb (had) টির পূর্বে ব্যবহৃত হয়। No sooner এর পরে than বসে। কিন্তু hardly ও scarcely এর পরে when বসে।
▶ আরো ক্লিয়ার করছি:- অর্থাৎ,
No sooner/Hardly/Scarcely + had + Subject + V (pp.f) than/when/when + Subject + V (past.f).

উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• No sooner had i left the room.......
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, রুলসের শর্তমতে প্রথমে আমরা পাই, "No sooner had i left the room = আমি যেই মাত্র কক্ষ ত্যাগ করলাম" অর্থাৎ বাক্যটি যেহেতু No sooner দিয়ে শুরু হয়েছে সুতরাং পরবর্তী যে বাক্যটি বসাতে হবে তা than দিয়ে শুরু করতে হবে এবং এর পরবর্তী অংশটি রুলসের শর্তমতে sub + v (past.f) + obj যুক্ত অর্থবোধক বাক্য বসাতে হবে। এখন নিয়ম কানুন মেনে লিখতে পারি যে,
" than it began to rain = অমনি বৃষ্টি শুরু হলো"
সুতরাং পুরো বাক্যটি অর্থবোধক সামঞ্জস্যতা পেয়েছি।অর্থাৎ,
" No sooner had i left the room than it began to rain"
অর্থাৎ,
আমি যে মাত্র কক্ষ ত্যাগ করলাম অমনি বৃষ্টি শুরু হয়ে গেল।

▶ আরেকটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো ক্লিয়ার করছি :-
যেমনঃ
• Hardly had i left the room..........
বাক্যটি অর্থবোধক সামঞ্জস্যতা রেখে কাজ করতে গেলে শুধু "hardly" থাকায় পরবর্তী বাক্যটি when যোগে শুরু হবে এবং বাকি নিয়মটা প্রথম উদাহরণের নিয়মে হবে । অর্থাৎ,
Hardly had i left the room when it began to rain.
অর্থাৎ,
আমি কক্ষ ত্যাগ করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেল।

▶ তেমনি scarcely দিয়েও একই উদাহরণ দেওয়া যায়,
যেমনঃ
• Scarcely had i left the room when it began to rain.
• আমি কক্ষ ত্যাগ করতে না করতে বৃষ্টি আরম্ভ হলো।

▶ ্যবহার:-
Otherwise এর অর্থ "নইলে"। otherwise এর পূর্বের অংশটি সাধারণত imperative sentence এর হয় এবং পরের অংশটি future indefinite Tense এর হয়।
▶ আরো ক্লিয়ার করে বললে বলতে পারি,
Imperative sentence + Otherwise + future indefinite.

▶ উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করছি :-
যেমনঃ
• Word hard otherwise............
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, রুলসের শর্তমতে প্রথমে " Work hard = কঠোর পরিশ্রম করো" এটি একটি imperative sentence. সুতরাং পরের অংশটি future indefinite Tense এর একটি অর্থবহ বাক্য যুক্ত করতে হবে। সুতরাং এতটুকুতে বলতে পারি যে,
" You will not shine in life = তুমি জীবনে উন্নতি করতে পারবে না"।
সুতরাং প্রথম অংশে পেয়েছি,
Work hard = কঠোর পরিশ্রম করো,
Otherwise = নইলে,
You will not shine in life = জীবনে উন্নতি করতে পারবে না,
সর্বোপরি পুরো বাক্যটি অর্থবোধক সামঞ্জস্যতা পেয়েছি সুতরাং এতটুকুতে বুঝতে পারলাম যে,
•Word hard otherwise you will not shine in life.
অর্থাৎ,
তুমি কঠোর পরিশ্রম না করে জীবনে উন্নতি করতে পারবে না।
বা,
কঠোর পরিশ্রম করো নইলে জীবনে উন্নতি করতে পারবে না।

▶ আরেকটি উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হওয়া যাবে :-
যেমনঃ
• Study hard otherwise...............
অর্থাৎ,
Study hard otherwise you will fail in the examination.
ভালো করে পড়াশুনা করো নইলে পরীক্ষায় ফেল করবে।


▶ এর ব্যবহার।
As soon as অথবা so soon as অর্থ যেইমাত্র/যখনি। As soon as/so soon as যুক্ত Subordinate Clause টি যে Tense এর হয়, তবে এর পরের principal clause টিও সমজাতীয় tense এর হয়। তবে as soon as যুক্ত clause টি present tense হলে এর পরের principal clause টি future tense এ হয়।

▶ উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• As soon as we saw him ............
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন,
"As soon as we saw him = যেইমাত্র/যখনি আমরা তাকে দেখলাম"
এটি একটি Subordinate Clause এবং এটি past indefinite Tense এর হওয়ায় পরের অংশটি সমজাতীয় অর্থাৎ past indefinite Tense এর হবে।
সুতরাং বলতে পারি যে,
" he left the place quickly = সে দ্রুত স্থানটি ত্যাগ করলো"
এতটুকুতে বুঝতে পারলাম যে, পরবর্তী বাক্যটি অর্থবোধক সামঞ্জস্যতা পেয়েছি সুতরাং বলতে পারি,
As soon as we saw him, he left the place quickly.
অর্থাৎ আমরা তাকে দেখা মাত্রই সে স্থানটি ত্যাগ করলো।

▶ আরেকটি উদাহরণ দেখুন :-
যেমনঃ
• As soon as the police came..........
অর্থাৎ,
As soon as the police came the thief ran.
যখনিই পুলিশ আসলো চোরটি দৌড় দিলো

16/02/2022

Since এবং For এর ব্যবহার.....

since= point of time [ নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে.... ]

For= period of time [ সময় কাল…]

Example :

সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

It has been raining since morning.

দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে৷

It has been raining for two hours.

আমি এখানে ২০১৫ সাল থেকে বসবাস করছি ।

I have been living here since 2015.

আমি এখানে পাঁচ বছর যাবৎ বসবাস করছি ।

I have been living here for five years.

অর্থাৎ দিন/মাস/সাল/তারিখ উল্লেখ থাকলে Since এবং ঘন্টা/বছর উল্লেখ থাকলে For বসে।

[ one day one english ]

19/12/2021

Translation...

I don’t believe-[ আমি বিশ্বাস করি না ]

Hardly do I believe-[ আমি বিশ্বাস করিই না ]

20/09/2021

"Sorrows are the best educator"

© Lord Alfred Tennyson.

18/08/2021

For short conversations....

🎯 What’s up – কি খবর?
🎯 Carry on – চালিয়ে যাও!
🎯 Wow – বাহ, দারুন তো!
🎯 My goodness! – একি!
🎯 How come – কি ব্যাপার?
🎯 What a mess! – কি এক ঝামেলা!
🎯 Oh s**t! – ধ্যাত্তেরি!
🎯 Yes, go on – হ্যাঁ, বলতে থাকো!
🎯 Oh dear! – বলো কি!
🎯 Hi guys – হ্যালো বন্ধুরা!
🎯 Good job! – সাবাশ!
🎯 So what? – তাতে কি?
🎯 Oh, no! – এ হতে পারেনা!
🎯 Pay attention! – মনোযোগ দাও!
🎯 Definitely – অবশ্যই!
🎯 Let it pass – ছেড়ে দাও!
🎯 Obviously – অবশ্যই!
🎯 I’m off – আমি গেলাম।
🎯 It’s your turn – এবার তোমার পালা!
🎯 As if – যেন, কি যে হতো!
🎯 What a surprise!- হটাৎ যে!
🎯 Go to the devil! – গোল্লায় যাক!
🎯 What about you? – তোমার খবর কি?
🎯 so so – মোটামোটি
🎯 So be it – তবে তাই হোক
🎯 Who cares! – কার কি যায় আসে!
🎯 I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
🎯 It is you, I see! – আরে তুমি যে!
🎯 Excuse me – এই যে শুনুন!
🎯 Not a bit – একটুও না
🎯 That’s fantastic – এটা সত্যি চমৎকার!
🎯 How strange! - কি অদ্ভুত!

04/08/2021

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দ সমূহঃ
Vocabulary..

1)The most valiant hero =বীরশ্রেষ্ঠ
2) Great valiant hero = বীরোত্তম
3) Valiant hero =বীর বিক্রম
4) Ideal of courage/ Symbol of Bravery = বীর প্রতিক
5) Liberation war = মুক্তিযুদ্ধ
6) Freedom fighters মুক্তিযুদ্ধারা
8) Valiant freedom fighters সাহসী মুক্তিযোদ্ধারা
9) Brother in arms সহযোদ্ধা
10) War of Independence = স্বাধীনতা যুদ্ধ
11) Bangladesh Liberation War = বাংলাদেশের মুক্তিযুদ্ধ
12) Bangladesh's independence from Pakistan = পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা
13) Two-nation theory = দ্বি-জাতি তত্ত্ব
14) Founded solely = এককভাবে প্রতিষ্ঠিত
15) Basis of religion = ধর্মের ভিত্তিতে
16) Multi religious = বহু ধর্মীয়
17) Women freedom fighters = নারী মুক্তিযোদ্ধা
18) Nine month long bloody war =নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ
19) The war lasted for nine months= যুদ্ধটি নয়মাস স্থায়ী হয়েছিল
20) Lay down life =জীবন উৎসর্গ করা
21) Freedom fighters happily laid down their lives =মুক্তিযুদ্ধারা খুশি মনে জীবন উৎসর্গ করেছেন
22) Occupational forces = দখল দার বাহিনী
23) Foe/ enemy =শত্রু
24) Attack of the enemy =শত্রুর আক্রমণ
25) Attack and counter attack = আক্রমণ ও পাল্টা আক্রমণ
26) All walks of people =সকল স্তরের মানুষ
27) Fight face to face =মুখোমুখি যুদ্ধ করা
28) To make the country free from enemies =দেশকে শত্রু মুক্ত করা
29) Battle field = যুদ্ধক্ষেত্র
30) Bloody war =রক্তক্ষয়ী যুদ্ধ
31) Highest sacrifice =সর্বোচ্চ ত্যাগ
32) The allied force =মিত্র বাহিনী
33) Armed conflict = সশস্ত্র সংঘাত
34) Cultural differences = সাংস্কৃতিক পার্থক্য
35) Secular constitution = ধর্মনিরপেক্ষ সংবিধান
36) Tried to impose Urdu = উর্দু চাপানোর চেষ্টা করেছিল
37) Cultural and linguistic identity = সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয়
38) United by a common language and a common culture = একটি সাধারণ ভাষা এবং একটি সাধারণ সংস্কৃতির দ্বারা সংযুক্ত
39) Struggled for their freedom = তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম।
40) History of aggression = আগ্রাসনের ইতিহাস।

Thanks ❣️

28/06/2021

What cannot be cured must be endured.
😭 😭

27/06/2021

❃ ইংরেজিতে বকাঝকা করা 😖😁

♪ সীমা ছাড়িয়ে যেওনা ➟ Don't cross your limit

♪ গলা নামিয়ে কথা বলো ➟ Keep your voice down

♪ চোখ নামিয়ে কথা বলো ➟ Keep your eyes down

♪ আমার দিকে চোখ পাকিয়ো না ➟ Don't show your temper to me

♪ তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব ➟ I will dip you into dirty water

♪ তোমাকে উচিত শিক্ষা দিবো। ➟ I will teach you a good lesson

♪ তোমাকে লাথি দিয়ে বের করে দেব এখান থেকে ➟ I will kick you out from here

♪ তুমি বদমাশ, ➟ You scoundrel

♪ তুমি ভন্ড ➟ You hippocrates

♪ কত বড় শয়তানরে বাবা! ➟ What a big devil!

♪ থাপ্পর দিয়ে দাত ফেলে দেব ➟ I will slap off your teeth

♪ তোমাকে পিটিয়ে সোজা করে দেব ➟ I will make you flat by beating

♪ তোমাকে দেখে নেব ➟ I will see you my foot

♪ আঙ্গুল নামিয়ে কথা বলো ➟ Keep your finger down

♪ ভাষা সংযত করো ➟ Mind your language

♪ মুখ সামলে কথা বলো ➟ Hold your tongue

♪ বেশি বার বেড়ো না। ➟ Don't grow so far

♪ তুমি কি মনে কর আমি একটা বোকা? ➟ Do you think that I am a fool?

♪ তুমি কি পাগল হয়ে গেলা? ➟ Have you gone mad?

Thank you

24/06/2021

Important abbreviation:

🏟 J.S.C – এর পূর্নরূপ — Junior School Certificate.
🏟 J.D.C – এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
🏟 S.S.C – এর পূর্নরূপ — Secondary School Certificate.
🏟 H.S.C – এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
🏟 A.M – এর পূর্নরূপ — Ante meridiam.
🏟 P.M – এর পূর্নরূপ — Post meridiam.
🏟 B. A – এর পূর্নরূপ — Bachelor of Arts.
🏟 B.B.S – এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
🏟 B.S.S – এর পূর্নরূপ — Bachelor of Social Science.
🏟 B.B.A – এর পূর্নরূপ — Bachelor of Business Administration
🏟 M.B.A – এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
🏟 B.C.S – এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
🏟 M.A. – এর পূর্নরূপ — Master of Arts.
🏟 B.Sc. – এর পূর্নরূপ — Bachelor of Science.
🏟 M.Sc. – এর পূর্নরূপ — Master of Science.
🏟 B.Sc. Ag. – এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
🏟 M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
🏟 M.B.B.S. – এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
🏟 M.D. – এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
🏟 M.S. – এর পূর্নরূপ — Master of Surgery.
🏟 Ph.D./ D.Phil. – এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
🏟 D.Litt./Lit. – এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
🏟 D.Sc. – এর পূর্নরূপ — Doctor of Science.
🏟 B.C.O.M – এর পূর্নরূপ — Bachelor of Commerce.
🏟 M.C.O.M – এর পূর্নরূপ — Master of Commerce.
🏟 B.ed – এর পূর্নরূপ — Bachelor of education.
🏟 M.P. – এর পূর্নরূপ — Member of Parliament.
🏟 M.L.A. – এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
🏟 M.L.C – এর পূর্নরূপ — Member of Legislative Council.
🏟 P.M. – এর পূর্নরূপ — Prime Minister.
🏟 V.P – এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
🏟 V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
🏟 D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
🏟 S.P- এর পূর্নরূপ — Police Super.
🏟 S.I – এর পূর্নরূপ — Sub Inspector Police
🏟 GPA – এর পূর্নরূপ কি? – Grade Point Average
🏟 Dr. – এর পূর্নরূপ — Doctor.
🏟 Mr. – এর পূর্নরূপ — Mister.
🏟 Mrs. – এর পূর্নরূপ — Mistress.
🏟 Miss – এর পূর্নরূপ — used before unmarried girls.

➡️পড়া শেষ হলে done লিখে যাবেন।🙂
শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন।

Photos from One Day One English's post 21/06/2021

we use every now and then..

14/06/2021

Adhere to
Cling to
Keep to
Stick to
Stand to
= কোনো কিছুতে অটল থাকা।
(সবগুলোর অর্থ একই)

07/06/2021

♦Appropriate preposition♦

Agree with (a person)= কারো সাথে একমত হওয়া
Agree to (a proposal) = কারো প্রস্তাবে রাজি হওয়া
Agree on ( a point)= কোনো বিষয়ে একমত হওয়া।

Argue with (a person)=কারো সাথে তর্ক করা
Argue about (sth)= কোনো বিষয়ে তর্ক করা
Argue of = কোনো কিছুর পক্ষে তর্ক করা।

05/06/2021

03/06/2021

Translation:

★ I have read for hours = আমি ঘন্টার পর ঘন্টা পড়েছি।

★ I have known him for a long time = আমি তাকে অনেক দিন থেকে চিনি।

★ He is below me in the class = সে আমার নিচের ক্লাসে পড়ে।

★ I read English with him = আমি তার কাছে ইংরেজি পড়ি।

29/05/2021

🤔

Some time = প্রায় অনেকক্ষণ
sometimes = মাঝেমাঝে
sometime = অতীত বা ভবিষ্যতের কোনো এক সময়

কিন্তু some times বলে ইংরজিতে কোনো word নেই।

24/05/2021

সিজারে পুরুষ কেন?

বাংলাদেশে কি নারী ডাক্তারের এতোটাই অভাব? আপনারা যারা বিয়ে করেছেন,,ছেলে মেয়ের বাবা হবেন তারা কান খাড়া করেন শুনে রাখুন।
আপনার স্ত্রীকে ডেলিভারির নামে কিসের সিজার করাচ্ছেন? যে সিজার পুরুষ ডাক্তার দিয়ে করানো হয়। মনে রাখবেন- আপনার স্ত্রীর গোপন অঙ্গ আপনি ব্যতিত অন্য কোনো পুরুষের দেখার অধিকার নেই।🙂 যদি এরকমটা হয়,তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট এর জবাবদিহিতা আপনাকেই করতে হবে।

এই লজ্জাটা কার? লজ্জাটা আপনার।🙂
এই লজ্জাটা গোটা মানবজাতির।💔

আসুন নিয়ম বদলায়।🙏

অন্যান্য দেশ গুলোতে স্ত্রীর ডেলিভারির সময় স্বামীকে পাশে রাখা হয়। এতে স্ত্রীর মন অনেক বেশী আত্ম-বিস্বাসী হয়ে ওঠে। আর স্ত্রীরা ভাবে নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার মৃত্যুও হতে পারে, কিন্তুু আমার সৌভাগ্য যে, আমার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আমার স্বামী আমার পাশে আছে, আপাতত আমি তার চেহারার দিকে তাকিয়ে সব যন্ত্রনা হাঁসিমুখে মেনে নিতে পারবো। কিন্তু আমাদের বাংলাদেশে আঁতুরঘর তো দূরের কথা হসপিটাল এর অপারেশন রুমের আশেপাশে ও স্বামীকে রাখা হয়না! কিছু কিছু ডাক্তারের আত্বসম্মানে লাগে-স্বামী পাশে থাকতে চাইলে!😐
আমি মনে করি একজন স্বামী যদি স্ত্রীর পাশে থেকে ডেলিভারি বা সিজারের কষ্ট টা নিজ চোখে দেখে। তবে স্বামী পরবর্তিতে স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করার সাহস হতো না, সে যতো নিষ্ঠুর পুরুষ-ই হোক না কেন। একটু হলেও তার স্ত্রীর প্রসব যন্ত্রনার কথা উপলব্ধি করে তার স্ত্রী কে সব সময় মায়ার চাদরে আগলে রাখতো।

এটা বেশি বেশি শেয়ার করুন। আমি জানি বাংলাদেশে হয়তো এই নিয়মটা কখনোই বদলাবে না, তারপরও মানুষ একটু হলেও সচেতন হোক, এবং ভালো মহিলা ডাক্তার দ্বারা তার স্ত্রীর সিজার করাক🙂❤

- কালেক্টেড

Photos from One Day One English's post 21/05/2021

You guys Can't control your tongue 😝😉

21/05/2021

10 steps to be Happy 😀

08/05/2021

These will help you much.[translation]

✪ What about you? - তোমার কি খবর?
✪ Next to nothing - বলতে গেলে কিছুই না
✪ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ I am fond of you - তোমাকে আমার ভালো লাগে
✪ Are you getting me - তুমি কি আমার কথা বুঝতে পারছ ?
✪ The sooner, the Better - যত শিগগির, তত ভাল
✪ Come what may - যাই হোক না কেন
✪ Who else I have? - কে আর আমার আছে?
✪ Why you call me names? - আমাকে গালি দিচ্ছ কেন?
✪ It has been nice having you - আপনাকে পেয়েই ভাল লাগছিল
✪ Can’t you stay a little longer? - আর একটু থাকুন না।
✪ I’ll be glad if you come again. - আপনি যদি আবার আসেন, খুশি হব।
✪ Out of sight, out of mind. - চোখের আড়াল হলে মনের আড়াল হয়।
✪ I can’t tolerate you anymore. - আমি আর তোমাকে সহ্য করতে পারছি না
✪ Thank you very much indeed - প্রকৃতপক্ষে আপনাকে অনেক ধন্যবাদ।

07/05/2021

Translation.. 🌹
★ It looks like I saw you somewhere - তোমাকে যেন কোথায় দেখেছিলাম ।

Photos from One Day One English's post 30/04/2021

1st May, International Labour Day.

Happiness and peace be upon them..❤️

Photos from One Day One English's post 28/04/2021

For those who have weakness at Tense...❤️

20/04/2021

Translation

Photos from One Day One English's post 19/04/2021

Similar meaning;

Village = Country-side = Thorp = Hamlet = গ্রাম/পল্লী

16/04/2021

When nature gets angry, we become helpless. 😡😭

15/04/2021

Translation.. 🤔🤔

Photos from One Day One English's post 13/04/2021

Have you ever been to there?

[ আপনি কি কখনো সেখানে গিয়েছেন? ]

12/04/2021

Translation... 🌹

Photos from One Day One English's post 10/04/2021

Antonyms 👍👎

10/04/2021

ভালোবাসা হলো বিশ্বাসের একটা ব্যাপার.... ❤️

[ Love is a matter of faith ]

09/04/2021

Translation... 😭😭

09/04/2021

Translation ❤️

Want your school to be the top-listed School/college in Panchagarh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Panchagarh
Other Education in Panchagarh (show all)
Fakir Para B.L High School Fakir Para B.L High School
Tetulia
Panchagarh

We are proud of our school.

Kalitola Online School Kalitola Online School
Boda
Panchagarh, 5000

Kalitola High School, Boda, Panchagarh. Contact: +8801746968948

Md Rakib Hasan Rafi Md Rakib Hasan Rafi
Panchagarh

I Love you Allah.

MATH Technology MATH Technology
Panchagarh, 5000

Assalamu Alaikum, Dear viewer. This is the MATH Technology page. Here you are Uploading ved

Atwari online primary school, atwari, panchagarh Atwari online primary school, atwari, panchagarh
Atwari
Panchagarh, 5010

Education

দেবীগঞ্জ কে.জি স্কুল দেবীগঞ্জ কে.জি স্কুল
Panchagarh, DABIGANJ 5020

১৯৮৭ সালে আদর্শ শিশু শিক্ষা নিকেতন না?

BCE Debiganj Branch BCE Debiganj Branch
Kortoya Setu Road, Debiganj
Panchagarh, 5020

BCE কম্পিউটার ট্রেনিং, সেলস এন্ড সার্ভিস সেন্টার।

Dohshuh primary online school Dohshuh primary online school
Atwari
Panchagarh, 5010

learn with fun

Md Shahin Alam Md Shahin Alam
Lohagara, Kaligonj, Debiganj
Panchagarh

I am Shahin Alam From Bangladesh. I show my page all funny item and all quality video

Creative Olympiad Creative Olympiad
NH 4
Panchagarh, 5000

Creative Olympiad Organised By Creative Science Club